নারীদের বন্ধাত্ব এর ( Female Infertility ) হোমিও চিকিৎসা।

নারীদের বন্ধাত্ব এর ( Female Infertility ) হোমিও চিকিৎসা।

🇨🇭 নারীদের বন্ধাত্ব দুই বৎসর বা তার থেকে বেশি সময় চেষ্টা করার পড়েও গর্ভধারণে ব্যার্থ হলে তাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বন্ধ্যত্ব ( Infertility ) বলে।

🇨🇭 ( Infertility ) 8% দম্পতি বন্ধ্যত্বের শিকার হন। বন্ধ্যত্ব স্বামী বা স্ত্রী উভয়ের কারণে হতে পারে।

🇨🇭 নারীদের বন্ধাত্ব বন ( Infertility ) 2 ধরনের- যথা:

🩸 প্রাথমিক বন্ধ্যত্ব ( Primary Infertility ):
বিবাহের পর সকল সুবিধা থাকা সত্ত্বেও কখনই গর্ভধারণ না হওয়াকে প্রাথমিক বন্ধ্যত্ব বলে।

🩸 দ্বিতীয় পর্যায়ের বন্ধ্যত্ব ( Secondary Infertility ):
কোন মহিলা প্রথম বার গর্ভধারণের পর দ্বিতীয় বার আর যদি গর্ভধারণ করতে না পারে তবে তাকে পরবর্তী বা দ্বিতীয় পর্যায়ের বন্ধ্যত্ব বলে।

🇨🇭নারীদের বন্ধাত্ব কারণ ( Cause Of Female Infertility ):

🩸 বন্ধ্যত্ব স্বামী বা স্ত্রী যে কোন একজনের কারণে হতে পারে। কিন্তু আমাদের সমাজে অন্যায় ভাবে শুধুমাত্র স্ত্রীদের কে দোষারোপ করা হয় এমন কি কোন কোন ক্ষেত্রে স্বামীকে দ্বিতীয় বা তৃতীয় বিয়েতে উৎসাহিত করা হয়।

নারীদের বন্ধাত্ব এর ( Female Infertility ) হোমিও চিকিৎসা।

1.) স্বামীর কারণে বন্ধ্যত্ব – Male Infertility:

🩸 স্বামীর বীর্যে প্রয়োজনীয় সংখ্যক শুক্রাণু না থাকলে।
মৃত শুক্রাণু বা শুক্রাণু বিহীন বীর্যের কারণে, একটি অণ্ডকোষ, লুপ্ত প্রায় অণ্ডকোষ, জন্মগত ভাবে অণ্ডকোষ না থাকলে,
অণ্ডকোষের প্রদাহ, মাম্পস বা গলা ফুলা রোগের প্রদাহের কারণে, বিকৃত শুক্রাণু থাকলে,
যৌন ক্রিয়ায় অক্ষম হলে,
শুক্রাণু বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় তাপ ও পরিবেষ অণ্ড কোষে না থাকলে,
যৌনাঙ্গে যক্ষ্মা, গনোরিয়া প্রভৃতি রোগ থাকলে।

  1. ) স্ত্রীর কারণে বন্ধ্যত্ব-( Female Infertility ):
  • 🩸 যদি জরায়ুর আকার ছোট হয়।
  • 🩸 ডিম্বাশয় যদি সঠিক ভাবে কাজ না করে।
  • 🩸 মাসিকের গণ্ডগোল থাকলে।
  • 🩸 বস্তি কোটরের প্রদাহ হলে।
    বংশগত।
  • 🩸 জরায়ুতে টিউমার হলে।
  • 🩸 যক্ষ্মা গনোরিয়া ইত্যাদি রোগ হলে।
  • 🛑 উল্লেখিত কারণগুলো ছাড়াও স্ত্রীর ডিম্ব ক্ষরণের সময় যৌনমিলন না হলে গর্ভধারণ হয় না।

🇨🇭 ( Female Infertility ) রোগ নির্ণয়ে:

🧪 বন্ধ্যত্বের কারণ নির্ণয়ে প্রথমে স্বামীর বীর্য পরীক্ষা করে দেখতে হবে। এবং স্বামীর শারীরিক পরীক্ষা করে দেখতে হবে। যদি কোন অসুবিধা ধরা না পড়ে তখন স্ত্রীকে পরীক্ষা করতে হবে। স্ত্রীর পরীক্ষাগুলো ব্যয়বহুল বিধায় প্রথমে স্বামীকে পরীক্ষা করা উচিত।

🩸 পরামর্শ (Consultation):

🩸 যদি কোন দম্পতির একবারেই সন্তান না হয় অথবা সন্তান হওয়ার পর দ্বিতীয় সন্তান কাঙ্ক্ষিত সময়ে না হয় তবে তাদেরকে নিন্মলিখিত পরামর্শ দেয়া উচিত:

🩸 স্বামী ও স্ত্রীকে আশ্বস্ত করে দুশ্চিন্তা কমাতে হবে – সব ঠিক থাকার পরেও শতকরা 20 ভাগ দম্পতির 01 বছরে বাচ্চা নাও হতে পারে, শতকরা 10 ভাগ দম্পতির 2 বছরে বাচ্চা নাও হতে পারে।

🩸 স্ত্রীর ডিম্বক্ষরনের সময় অর্থাৎ- মাসিক শুরুর 11 তম দিন থেকে 18 তম দিন পর্যন্ত প্রতিদিন সম্ভব না হলে 01 দিন পরে পরে স্বামীর সাথে মিলনের পরামর্শ দিতে হবে।

🩸 স্বামীর বা স্ত্রীর কোন জটিল রোগ বা যৌন রোগ থাকলে তার চিকিৎসা করাতে হবে। স্বামী বা স্ত্রীর ধূমপান, মদ্যপান, যে কোন নেশা গ্রহণ, একনাগাড়ে দীর্ঘদিন এন্টিহিস্টামিন খাওয়া বর্জন করতে হবে। অতিরিক্ত পরিশ্রম, দুশ্চিন্তা, ওজন থাকলে কমাতে হবে।

নারীদের বন্ধাত্ব এর ( Female Infertility ) হোমিও চিকিৎসা।
🇨🇭 নারীদের বন্ধাত্বের ( Female Infertility ) হোমিও :

🩸 এ রোগে আক্রান্ত রোগীকে সম্পূর্ণ আরোগ্য দেয়ার লক্ষে একজন হোমিওপ্যাথি চিকিৎসককে 3 ধাপে লক্ষণ সংগ্রহ করতে হয়।

  1. ফিজিক্যাল লক্ষণ।
  2. জেনারেল লক্ষণ।
  3. মনো লক্ষণ।

🇨🇭 এখন আমি নারীর বন্ধাত্বের সম্ভাব্য ফিজিক্যাল লক্ষণ নিয়ে আলোচনা করবো। এর মাধ্যমে রোগটি সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা হবে।

🇨🇭 অন্তত 13 টি বিষয়ের উপর ভিত্তি করে বন্ধাত্বে আক্রান্ত নারীর ফিজিক্যাল লক্ষণ সমূহ অনুসন্ধান করতে হয়।

  1. বন্ধাত্ব সম্পর্কিত 22 টি লক্ষণ।
  2. জরায়ু সম্পর্কিত 717 টি লক্ষন।
  3. ডিম্বকোষ সম্পর্কিত 458 টি লক্ষন।
  4. ফেলোপিয়ন টিউব সম্পর্কিত 3 টি লক্ষন।
  5. সার্ভিক্স সম্পর্কিত সম্পর্কিত 40 টি লক্ষন।
  6. ভেজাইনা সম্পর্কিত 240 টি লক্ষন।
  7. জননাঙ্গ সম্পর্কিত 800 টি লক্ষন।
  8. যৌনাচার সম্পর্কিত 230 টি লক্ষন।
  9. ঋতুস্রাব সম্পর্কিত 2700 টি লক্ষন।
  10. রক্তস্রাব সম্পর্কিত 230 টি লক্ষন।
  11. সাদাস্রাব সম্পর্কিত 560 টি লক্ষন।
  12. গর্ভপাত সম্পর্কিত 283 টি লক্ষন।
  13. অন্যান্য প্রাসঙ্গিক লক্ষণ সমূহ।
  14. বন্ধাত্ব সম্পর্কিত 23 টি লক্ষণ।

🛑 নিম্নে প্রধান প্রধান কয়েকটি মৌলিক লক্ষণ:

🧪 Female Infertility : বন্ধাত্ব Dulc. Eup-pur. Ferr. Ferr-p. Fil. Form. Goss. Graph. Helon. Hyos. Iod. Kali-br. kali-c. Kreos. Lach. lappa lec. lil-t. Mang. Med. Merc. Mill. Mit. Nat-C. Nat-M. Nat-p. Nux-m. Nux-v. Orig. Ov. Phos. Phyt. Pituin. Plat. Plb. Puls. Ruta Sabal Sabin. Sec. Senec. Sep. Sil. Sul-ac. Sulph. Syph. Ther. Vib. Wies. X-ray Zinc.

  • 🧪 Female Infertility- Atrophy of Breasts And Ovaries বন্ধাত্ব এবং স্তন ও ডিম্বকোষের শুষ্কতা
  • 🧪 Female Infertilitynon- Retention of Semen, From স্বামী বীর্য ধারন করে রাখতে অক্ষমতার কারনে বন্ধাত্ব Nat-C.
  • 🧪 Female Infertility- Ovarian Atony, From দুর্বল হওয়ার কারনে বন্ধাত্ব Eup-Pur.
  • 🧪 Female Infertility – Profuse, Menstrual Flow, From অত্যধিক রজঃস্রাব এর কারনে বন্ধাত্ব Merc. Mill. Nat-m. Phos. Sul-ac. Sulph.

🧪 Female Infertility- Profuse, Menstrual Flow, From- And Too Early – অত্যধিক রজঃস্রাব এবং মাস পুর্ন হওয়ার পূর্বেই পরবর্তী রজঃস্রাব হওয়ার কারনে বন্ধাত্ব- Profuse, Menstrual Flow, From- And Too Early Or Too Late, অত্যধিক রজঃস্রাব এবং কখনো মাস পুর্ন হওয়ার পূর্বে ও কখনো মাস পুর্ন হওয়ার পরে পরবর্তী রজঃস্রাব হওয়ার কারনে বন্ধাত্ব
Sexual Desire, Excesses, With , অত্যাধিক পরিমানে স্বামী সহবাসের ইচ্ছার সহিত বন্ধাত্ব: Cann-i. Kali-br. Orig. Phos. Plat.

  • 🧪 কোন প্রকার লক্ষণ ছাড়া বন্ধাত্ব – Nat-M. Sep.
  • 🧪 Scotic – সাইকোসিস মায়াজম ঘটিত বন্ধাত্ব :Thuja.
  • 🧪 বন্ধ্যাত্বের সহিত সাদাস্রাব যায় Kreos. Nat-c.
  • 🧪 বন্ধ্যাত্বের সহিত ক্ষতকর সাদাস্রাব যায় Nat-Phos.
  • 🧪 শারীরিক দুর্বলতার সহিত বন্ধাত্ব : Merc. Sil.
  • 🧪 অতি তাড়াতাড়ি বার বার ঋতুস্রাব হওয়ার কারনে বন্ধাত্ব- Sulph.
  • 🧪 বিলম্বে ঋতুস্রাব হওয়ার কারনে বন্ধাত্ব- অত্যাধিক রজঃস্রাব হওয়ার কারনে বন্ধাত্ব: Mill. Phos. Sulph.
  • 🧪 অত্যল্প রজঃস্রাব হওয়ার কারনে বন্ধাত্ব, মহিলাদের যৌন আকাংখা বৃদ্ধি -Cann-i.

🧪 গর্ভপাত হওয়ার প্রবণতা, প্রতি ঋতুস্রাবের পূর্বে বার বার ডিম্বাণু নিঃস্বরিত কারনে বন্ধাত্ব, বন্ধাত্বের সহিত স্তনের শুষ্কতা, বন্ধাত্বের সহিত বেদনাযুক্ত ঋতুস্রাব- Nat-M. Sep.

  • 🧪 পুরুষের শুক্রের পরিমান কম হওয়ায় বন্ধ্যাত্ব- X-ray.
  • 🧪 বন্ধাত্বের কারনে বিষণ্ণতা Nat-M.
গর্ভপাত ( Abortion ) রোধে এবং গর্ভবতী ( Pregnant ) হওয়ার হোমিও চিকিৎসা:
  1. জরায়ু সম্পর্কিত 717 টি লক্ষন। নিম্নে প্রধান প্রধান কয়েকটি মৌলিক লক্ষণ দেয়া হল:

🧪 জরায়ুর টিউমার, জরায়ুতে বেদনা, সামনের দিকে ঝুঁকানো জরায়ু, জরায়ুর স্থানচ্যুতি, জরায়ুর বহিনির্গমন, পিছন দিকে ফিরানো জরায়ু, জরায়ু ও জননাঙ্গে নিম্নদিকে ঠেলামারা বেদনা, জরায়ুর শুষ্কতা, জরায়ুর দেয়াল সম্পর্কিত অসুস্থতা ও ব্যথা।

  1. ডিম্বকোষ সম্পর্কিত 458 টি লক্ষন। নিম্নে প্রধান প্রধান কয়েকটি মৌলিক লক্ষণ দেয়া হল:

🧪 ডিম্বকোষে বেদনা, ডিম্বকোষে সিস্ট, ডিম্বকোষে টিউমার, ডিম্বকোষের শুষ্কতা।

  1. ফেলোপিয়ন টিউব সম্পর্কিত 3 টি লক্ষন: নিম্নে প্রধান প্রধান কয়েকটি মৌলিক লক্ষণ দেয়া হল:

🧪 ফেলোপিয়ন টিউবের প্রদাহ।

  1. সার্ভিক্স সম্পর্কিত সম্পর্কিত 40 টি লক্ষন। নিম্নে প্রধান প্রধান কয়েকটি মৌলিক লক্ষণ দেয়া হল:

🧪 জরায়ু মুখের প্রদাহ।

  1. ভেজাইনা সম্পর্কিত ২৪০ টি লক্ষন। নিম্নে প্রধান প্রধান কয়েকটি মৌলিক লক্ষণ দেয়া হল:

🧪 জুনিপথের বেদনা, সহবাসের সময় জুনিপথের অনুভূতিহীনতা,
জুনিপথের আক্ষেপ, সহবাসের সময় জুনিপথের বেদনা যুক্ত আক্ষেপ,জুনিপথের বায়ু নিঃস্বরণ।

  1. জননাঙ্গ সম্পর্কিত 800 টি লক্ষন। নিম্নে প্রধান প্রধান কয়েকটি মৌলিক লক্ষণ দেয়া হল:

🧪 জননাঙ্গে ব্যথা, স্ত্রী জননান্দ্রিয়ে ঝিনঝিনকর, কামোদ্দীপক অনুভূতি, জননাঙ্গের প্রদাহ, জননাঙ্গে টিউমার।

আরো পড়ুনঃ  পুরুষ বন্ধ্যাত্বের কারণ ও হোমিওপ্যাথিক চিকিৎসা।
  1. যৌনাচার সম্পর্কিত 230 টি লক্ষন। নিম্নে প্রধান প্রধান কয়েকটি মৌলিক লক্ষণ দেয়া হল:
  • 🧪 সহবাসে অনিচ্ছা, সহবাসের উপভোগ্যতার অনুপস্থিতি,
  • সহবাসের অত্যধিক ইচ্ছা,
  • যৌন উত্তেজনায় বৃদ্ধি,
  • হস্তমৈথুনের ফলে অসুস্থতা,
  • হস্তমৈথুনের বদঅভ্যাস, নারীদের অত্যধিক কামোত্তেজনা, বেদনা যুক্ত সহবাস, সহবাসে ইচ্ছা বৃদ্ধি
  • সহবাসের ইচ্ছা অবদমিত করার ফলে অসুস্থতা।
  1. ঋতুস্রাব সম্পর্কিত 2700 টি লক্ষন। নিম্নে প্রধান প্রধান কয়েকটি মৌলিক লক্ষণ দেয়া হল:

🧪 ঋতুস্রাব, ঋতুস্রাবের পূর্বে বৃদ্ধি, রক্তময় মিউকাস যুক্ত ঋতুস্রাব, ঋতুস্রাবের রক্ত কালচে,
যেন ঋতুস্রাব হবে এমন অনুভূতি,
নিদৃষ্ট সময়ের পূর্বে ঋতুস্রাব,
ঋতুস্রাবের রক্ত গরম,
সবিরাম ঋতুস্রাব, অনিয়মিত ঋতুস্রাব, বিলম্বিত ঋতুস্রাব,
অল্প সময়ের ঋতুস্রাব, ঋতুস্রাব অনুপস্থিত, বেদনা যুক্ত ঋতুস্রাব।

  1. রক্তস্রাব সম্পর্কিত 230 টি লক্ষন। নিম্নে প্রধান প্রধান কয়েকটি মৌলিক লক্ষণ দেয়া হল:

🧪 ঋতুস্রাব ব্যাতিত জরায়ুর রক্তস্রাব।

  1. সাদাস্রাব সম্পর্কিত 560 টি লক্ষন। নিম্নে প্রধান প্রধান কয়েকটি মৌলিক লক্ষণ দেয়া হল:

🧪 সাদাস্রাব, গর্ভপাতের ইতিহাস সহ সাদাস্রাব, সাদাস্রাবের প্রভাবে চামড়া ছিলে যায়, ক্রিমের মত সাদাস্রাব, গনোরিয়া ঘটিত সাদাস্রাব, সাদাস্রাবের প্রভাবে জননাঙ্গের চুল পরে যায়,
সাদাস্রাবের কারনে চুলকায়,
জেলির মত সাদাস্রাব।

  1. গর্ভপাত সম্পর্কিত 283 টি লক্ষন। নিম্নে প্রধান প্রধান কয়েকটি মৌলিক লক্ষণ দেয়া হল:

🧪 Pregnancy- Miscarriage, General, Spontaneous Abortion গর্ভপাত।

  1. অন্যান্য প্রাসঙ্গিক লক্ষণ সমূহ। নিম্নে প্রধান প্রধান কয়েকটি মৌলিক লক্ষণ দেয়া হল:

🧪 গনোরিয়া, স্ত্রী জননান্দ্রিয়ের আবরন ঝিল্লীর প্রদাহ, স্ত্রী জননান্দ্রিয়ে পনিরের মত জমে।

🇨🇭 জেনারেল ও মনো লক্ষণের নির্দিষ্টতা নেই, রোগীদের মাঝে কখন কোন লক্ষণ পাওয়া যাবে তা পূর্ব থেকে বলা যায়না সুতরাং এ বিষয়ে আমাদের অধ্যয়ন করতে হবে।

🇨🇭 আদর্শ :
সূক্ষ্ম ও একক প্রয়োগ নীতির হ্যানিম্যানিয়ান হোমিওপ্যাথির আরোগ্য নীতির মর্যাদা রাখতে প্রচেষ্টা করা। সমাজের সকল স্তরে হোমিওপ্যাথিকে প্রতিষ্ঠা করার মাধ্যমে, দীর্ঘদিন ধরে ভুগতে থাকা ( Chronic ) রোগ সমূহের সঠিক চিকিৎসা করে, রোগীকে শারীরিক ও আর্থিক ক্ষতি থেকে রক্ষা করে, রাষ্ট্রের অর্থনীতি ও চিকিৎসায় অবদান রাখা।

ডা.মাসুদ হোসেন -হোমিও চিকিৎসক

🇨🇭 ডাঃ মাসুদ হোসেন
Dr. Masud Hossain ( D.H.M.S )
(ডি, এইচ, এম, এস) ঢাকা।

🇨🇭 বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড। [ নিবন্ধন নং- Gov.Reg. No. 35423 ] রেজিস্ট্রার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিন।

📞 মোবাইল : +8801907-583252
+8801302-743871

🇨🇭 আমার এই দুইটি নাম্বার:

   +8801907-583252
   +8801302-743871

( What’sApp- হোয়াটসঅ্যাপ এবং Imo- ইমো ) খোলা আছে, চিকিৎসা নিতে চাইলে আমার এই দুইটি নাম্বার ফোনে সেভ করে সমস্যাগুলো লিখে অথবা অডিও রেকর্ড দিয়ে জানাবেন। আমি ফ্রী হয়ে সঠিক তথ্য দিয়ে চিকিৎসা দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ।

🛑 অরিজিনাল জার্মানী ঔষধ ও উন্নত চিকিৎসার জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান।

🇨🇭 রোগী দেখার সময়:
🛑 সকাল 09:00 — 01:00 টা।
🛑 বিকাল 05:00 রাত 10:00 টা পর্যন্ত।

🇨🇭 চিকিৎসা : সুখবর হচ্ছে, হোমিওপ্যাথিক চিকিৎসা
দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তির উপায়।

🇨🇭 সতর্কতাঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঝুকিপূর্ণ।

☎+8801907-583252 (WhatsApp, IMO)।

☎ +8801302-743871 (WhatsApp, IMO)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আপনার সমস্যা মন খুলে বলুন।
Send via WhatsApp
error: Content is protected !!