মূত্রনালীর সংকোচন / ইউরেথ্রাল স্ট্রিকচারের হোমিওপ্যাথিক চিকিৎসা।

মূত্রনালীর সংকোচন / ইউরেথ্রাল স্ট্রিকচারের হোমিওপ্যাথিক চিকিৎসা।

🇨🇭 ইউরেথ্র্রাল স্ট্রিকচার হলো মূত্রনালি সঙ্কীর্ণ হয়ে যাওয়া। এ সঙ্কীর্ণতা ঘটে আঘাত বা রোগ যেমন: মূত্রপথের সংক্রমণ বা মূত্রনালির প্রদাহের কারণে।

🇨🇭 ইউরেথ্রাল স্ট্রিকচারের প্রাথমিক স্তরে রোগীর প্রস্রাবের সময় ব্যথা করে এবং প্রস্রাব করার পর মূত্রথলি সম্পূর্ণ খালি হয় না।

🇨🇭 ইউরেথ্রাল স্ট্রিকচার প্রস্রাবের ক্ষেত্রে অনেক সমস্যা ঘটাতে পারে। কিছু কিছু ক্ষেত্রে প্রস্রাব আটকে যায়, তখন জরুরি চিকিৎসার প্রয়োজন হয়। কারণ স্ট্রিকচার মূত্রথলি থেকে পুরুষাঙ্গের মাথা পর্যন্ত যে কোনো স্থানে হতে পারে। স্ট্রিকচারের সাধারণ কারণের মধ্যে রয়েছে মূত্রনালিতে আঘাত এবং মূত্রপথের ভাইরাস বা ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ।

🇨🇭 সাধারণ কথায় ইউরেথ্রাল স্ট্রিকচারের কারণগুলো হলো:

  • 🩸 মূত্রনালি বা পুরুষাঙ্গে আঘাত।
  • 🩸 আঘাতজনিত পেলভিক ফ্রাকচারের সঙ্গে সম্পৃক্ত মূত্রনালিতে আঘাত যেমন: মোটরগাড়ি দুর্ঘটনা, পড়ে যাওয়া, কলকারখানায় আঘাত ইত্যাদি।
  • 🩸 পায়ু এলাকায় সরাসরি আঘাত।
  • 🩸 বারবার প্রস্রাবের পথে সংক্রমণ।
  • 🩸 যৌনবাহিত রোগ।
  • 🩸 লাইচেন সেক্লারোসিস- ব্যালানাইটিস জেরোটিকা অবলিটারেনস, মূত্রনালি ও পুরুষাঙ্গের জন্মগত অস্বাভাবিকতা।
  • 🩸 মূত্রনালি রোগের আগের চিকিৎসা , যেমন: মূত্রনালি সরু হওয়া বা মূত্রনালিতে ক্যানসার। মূত্রনালি ও পুরুষাঙ্গে জন্মগত অস্বাভাবিকতার- (হাইপোসপেডিয়াস, করডি, এপিসপেডিয়াস) জন্য পুনর্গঠন হোমিওপ্যাথি চিকিৎসা করা না হয়, তাহলে মূত্রনালিতে টান পড়ার কারণে মূত্রথলির মাংসপেশি দুর্বল হয়ে যেতে পারে।
  • 🩸 এর কারণে মারাত্মক স্বাস্থ্য সমস্যা , যেমন:প্রস্রাব আটকে যাওয়া – প্রস্রাব করতে অক্ষমতা, প্রস্রাব ঝরতে থাকা, প্রস্রাবের পথে প্রদাহ বা সংক্রমণ, রিফ্লাঙ্ – প্রস্রাব কিডনিতে ফিরে আসা, এবং কিডনির কার্যকারিতা লোপ পাওয়া ইত্যাদি দেখা দিতে পারে।
মূত্রনালীর সংকোচন / ইউরেথ্রাল স্ট্রিকচারের হোমিওপ্যাথিক চিকিৎসা।

🇨🇭 ইউরেথ্রাল স্ট্রিকচারের Symptoms:

  • 🩸 প্রস্রাব করার সময় ব্যথা করা।
  • 🩸 প্রস্রাবের গতি কমে যাওয়া।
  • 🩸 প্রস্রাবের পরিমাণ কম হওয়া।
  • 🩸 দুই নালে প্রস্রাব হওয়া।
  • 🩸 প্রস্রাবের সঙ্গে রক্ত পড়া।
  • 🩸 পেটে ব্যথা।
  • 🩸 মূত্রনালি পথে নিঃসরণ।
  • 🩸 অল্প অল্প প্রস্রাব হওয়া।
  • 🩸 ঘন ঘন প্রস্রাব হওয়া।
  • 🩸 প্রস্রাব হঠাৎ আটকে যাওয়া কিংবা দীর্ঘমেয়াদি আটকে যাওয়া।
  • 🩸 পেছন দিকে চাপের কারণে কিডনি বড় হওয়া।

🇨🇭 ইউরেথ্রাল স্ট্রিকচারের রোগ নির্ণয়:

  • 🧪 ইউরেথ্রোস্কপি ।
  • 🧪 ইউরেথ্রোগ্রাফি।

🇨🇭 ইউরেথ্রাল স্ট্রিকচারের জটিলতা:

  • 🩸 ইউরেথ্রাল স্ট্রিকচার চিকিৎসা না করালে বিভিন্ন জটিলতা দেখা দেয় , যেমন:
  • 🩸 প্রস্রাব আটকে যাওয়া।
  • 🩸 মূত্রনালিতে আরেকটি পথ তৈরি হওয়া।
  • 🩸 মূত্রনালিতে পুঁজ হওয়া।
  • 🩸 মূত্রনালিতে ফিস্টুলা হওয়া।
  • 🩸 কিডনি বড় হওয়া।
  • 🩸 প্রস্রাবে সংক্রমণ হওয়া। ( Urine Infection )
  • 🩸 প্রস্রাবের পথে পাথর হওয়া।
  • 🩸 চাপ দেয়ার কারণে হার্নিয়া, হেমোরয়েড হওয়া কিংবা মলনালি বেরিয়ে আসা।

🇨🇭 ইউরেথ্রাল স্ট্রিকচারের চিকিৎসা:

🩸 এ সমস্যার জন্য হোমিওপ্যাথ একমাত্র চিকিৎসা,দ্রুত কোনো ভালো হোমিওপ্যাথ ডাক্তারের পরার্মশ নিন।

🇨🇭 মূত্রনালির সংকীর্ণতা:
মূত্র নিঃসরণ অসম্পূর্ণ এবং শেষ পর্যন্ত মূত্র ত্যাগে সম্পূর্ণ অসমর্থ হওয়াকে মূত্রনালীর সংকোচন /ইউরেথ্রাল স্ট্রিকচার বলে।

🇨🇭 মূত্রনালীর সংকোচন / ইউরেথ্রাল স্ট্রিকচারের কারন:

🩸 STD – যৌন বাহিত রোগ: গনোরিয়া, অতিরিক্ত মদ্যপান,
উত্তেজক গরম মশলা যুক্ত খাদ্য, পানাহার, মূত্রনালীতে মূত্র পাথরী
আটকে যাওয়া,
অত্যধিক ইন্দ্রিয়চালনা,
অতিরিক্ত ঠান্ডা বা গরম থেকে এই জাতীয় রোগ হতে পারে।

homeo treatment chattogram

🩸 পেলভিক ফ্রাকচার,
ক্যাথিটার প্রবেশ করানো,
রেডিয়েশন করা, বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া,
মূত্রনালীতে টিউমার। ইত্যাদি।

আরো পড়ুনঃ  মূত্রনালীর প্রদাহ – Urethritis কি ?
🇨🇭 মূত্রনালীর সংকোচন / ইউরেথ্রাল স্ট্রিকচারের লক্ষণ:
  • 🩸 প্রস্রাবের গতি কমে যায়,
  • প্রস্রাবের পরিমাণ কমে যায়,
  • ঘন ঘন প্রস্রাবের চাপ লাগে,
  • প্রস্রাব শেষ হওয়ার পরও মনে হয় কিছু প্রস্রাব থেকে গেল,
  • প্রস্রাবের সময় জ্বালা ব্যাথা হয়,
  • প্রস্রাবের চাপ ধরে রাখা যায় না,
  • তলপেট ও বস্তি প্রদেশে ব্যাথা হয়,
  • প্রস্রাবের সাথে অনেক সময় রক্ত বা বীর্য দেখা দেয়,
  • প্রস্রাবের রং কালো হয়ে যায়,
  • মূত্রাবোরধ।
🇨🇭 মূত্রনালীর সংকোচন / ইউরেথ্রাল স্ট্রিকচারের রোগ নির্ণয়:
  • 🧪 Reviewing Symptoms And Medical History.
  • 🧪 Physical Examination.
  • 🧪 Blood for ( RME ).
  • 🧪 Cystoscopy.
  • 🧪 Tests for Chlamydia And Gonorrohea.
🇨🇭 মূত্রনালীর সংকোচন / ইউরেথ্রাল স্ট্রিকচারের হোমিওপ্যাথিক চিকিৎসা:

🩸 হোমিওপ্যাথি একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি। লক্ষণ সাদৃশ্যে নিন্মোক্ত ঔষধ গুলি মূত্রনালীর সংকোচন রোগে ব্যবহৃত হয়:

  • 🧪 লাইকোপডিয়াম।
  • 🧪 মেডোরিনাম।
  • 🧪 সিফিলিনাম।
  • 🧪 ব্যাসিলিনাম।
  • 🧪 থুজা।
  • 🧪 ক্যান্থারিস।
    ইত্যাদি।
🇨🇭 মূত্রনালীর সংকোচন / প্রস্রাব আটকে গেলে করণীয়:

🇨🇭 আকস্মিকভাবে প্রস্রাব আটকে যাওয়ার / মূত্রনালীর সংকোচন , সমস্যা খুব অপরিচিত নয়। বয়স্কদের তো হয়েই থাকে, কমবয়সীদেরও হতে পারে। এটি বেশ যন্ত্রণাদায়ক ও নাজুক একটি পরিস্থিতি। এক সময় এতে প্রচণ্ড অস্বস্তির সৃষ্টি হয়। এমন সমস্যা হঠাৎ কেন হয়, আর হলে তা থেকে পরিত্রাণের উপায়ই বা কী, জেনে নেওয়া যাক।

🇨🇭 মূত্রনালীর সংকোচন কেন হয়?

🇨🇭 বয়সভেদে প্রস্রাব আটকে যাওয়ার কারণ ভিন্ন। 0-2 বছর বয়স পর্যন্ত সাধারণত জন্মগত ত্রুটির কারণে এমন সমস্যা হয়ে থাকে। 3 বছর বয়স থেকে বয়োসন্ধিকাল পর্যন্ত মূত্রতন্ত্রে জীবাণুর সংক্রমণ, কোষ্ঠকাঠিন্য কিংবা মূত্রথলি বা প্রস্রাবের রাস্তায় পাথর হওয়ার কারণে এ রকম হতে পারে। প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে প্রস্রাবের রাস্তার স্ট্রিকচার- কোনো কারণে প্রস্রাবের রাস্তা সরু হয়ে আসা বা বাধা, কিংবা মূত্রথলির ভালবের মাংসপেশির অকার্যকারিতা এমন সমস্যার কারণ।

🇨🇭 প্রাপ্তবয়স্ক নারীদের প্রস্রাবে সংক্রমণ, মূত্রথলি বা প্রস্রাবের রাস্তায় পাথর, টিউমার, স্ট্রিকচার বা বাধা, স্নায়ুজনিত সমস্যা ইত্যাদি কারণে এমন হতে পারে।

হোমিও-চিকিৎসা.
🇨🇭 মূত্রনালীর সংকোচন ? কী করবেন ?

🩸 প্রাথমিকভাবে বাড়িতে ব্যথানাশক বড়ি খেয়ে পানির ট্যাপ ছেড়ে শৌচাগারে বসে থাকা, তলপেটে ও ঊরুতে পানি ঢালা ইত্যাদি করে দেখতে পারেন।

🩸 এই উপায়ে প্রস্রাব না হলে, অতিসত্বর চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

🇨🇭 মূত্রনালীর সংকোচন চিকিৎসা না নিলে কী হতে পারে?

🩸 এটি একটি জরুরি অবস্থা। তাৎক্ষণিক ব্যবস্থা না নেওয়া হলে রোগীর অস্বস্তি ও ব্যথা বাড়তে থাকে, যা এক সময় অসহনীয় পর্যায়ে চলে যায়।

🩸 যাদের কিছুক্ষণ পর বাড়িতেই সমস্যার সমাধান হয়ে যায়, তাদের ক্ষেত্রেও এই প্রস্রাব আটকে যাওয়ার কারণটি শনাক্ত করা প্রয়োজন। নয়তো এমন ঘটনা আবার ঘটতে পারে।

homeo treatment,হোমিওপ্যাথি চিকিৎসা, হোমিও চিকিৎসা,
🇨🇭 মূত্রনালীর সংকোচন প্রতিরোধ:

🩸 সব কারণ প্রতিরোধযোগ্য নয়, এটা ঠিক। তবে প্রস্রাবের বিষয়ে সঠিক নিয়মকানুন আর হাইজিন বজায় রাখা জরুরি। পর্যাপ্ত পানি পান করতে হবে। নিয়মিত বিরতিতে প্রস্রাবও করতে হবে। নারীদের মধ্যে পারিপার্শ্বিক কারণে প্রস্রাব আটকে রাখার প্রবণতা দেখা যায়, আবার বাইরে গেলে অনেক নারী পানি খাওয়া কমিয়েও দিয়ে থাকেন।

🩸 বয়স্ক পুরুষদের প্রস্টেট সমস্যা খুবই পরিচিত সমস্যা। এর উপসর্গ হলো, প্রস্রাব করতে গিয়ে আটকে আসা, প্রস্রাব লাগলে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসার প্রবণতা, একবার প্রস্রাব করার পর একটু পরই আবার প্রস্রাব লাগা ইত্যাদি। উপসর্গ দেখা দিলে বিশেষজ্ঞের পরামর্শে চিকিৎসা নিন। নয়তো হঠাৎ একদিন একবারে প্রস্রাব আটকে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।

🇨🇭 ইউরেথ্রা অস্বাভাবিক সরু হয়ে গেলে তাকে ইউরেথ্রা সরু রোগ বা ইউরেথ্রাল স্ট্রিকচার বলা হয়। মূত্রথলি থেকে প্রস্রাব নির্গমনের ক্ষেত্রে যে রোগগুলো বাধার সৃষ্টি করে এটি তার মধ্যে অন্যতম।

🇨🇭 সচেতনতা ও উন্নত যন্ত্রের ব্যবহারের মাধ্যমে বর্তমানে এ রোগ নির্ণয় সহজ হয়েছে। পুরুষ ও মহিলা উভয়েই এ রোগে আক্রান্ত হতে পারেন।

🇨🇭 মহিলা থেকে পুরুষই এ রোগে বেশি আক্রান্ত হন।

🇨🇭 সড়ক দুর্ঘটনায় আঘাতজনিত কারণেই এ রোগের প্রাদুর্ভাব বেশি। আঘাতে শ্রোণিচক্রের অস্থিগুলো ভেঙে গেলে অথবা দুই ঊরুর সন্ধিস্থলে এ আঘাতের ফলে ইউরেথ্রাল স্ট্রিকচার হয়।

🇨🇭 গাছ থেকে পড়ে যাওয়া, নৌকার কার্নিশে পড়ে যাওয়া, রিকশা, ঠেলাগাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্টও অন্যতম কারণ।

🇨🇭 যার মাধ্যমে পায়খানার রাস্তা ও প্রস্রাবের রাস্তার মাঝখানের অংশে আঘাত পায়।

🇨🇭 বর্তমানে ইউরেথ্রা দিয়ে যন্ত্র প্রবেশ করিয়ে প্রস্টেট সার্জারি, মূত্রথলির ক্যান্সার ও আরো অনেক ধরনের চিকিৎসা করা হয়। পরবর্তী সময় এই যন্ত্র প্রবেশের কারণেও এ রোগ দেখা যেতে পারে।

🇨🇭 দীর্ঘদিন ক্যাথেটার ব্যবহারের জন্যও এই রোগ হতে পারে।
একে ইসকেমিক স্ট্রিকচার বলা হয়। দীর্ঘ চিকিৎসার ক্ষেত্রে- যেমন-: কার্ডিয়াক সার্জারি, নিউরোসার্জারি, বেশি মোটা ক্যাথেটার ব্যবহার করলে মহিলাদের ক্ষেত্রে দীর্ঘ সময় প্রসববেদনা হলেও এ রোগ দেখা যেতে পারে।

🇨🇭 মূত্রনালিতে বা এর আশপাশে কোনো ক্যান্সার হলে মূত্রনালিতে এ রোগ হতে পারে।

🇨🇭 গনকক্বাল ইনফেকশন বা গনোরিয়া রোগ এই স্ট্রিকচারের অন্যতম কারণ। উন্নত বিশ্বে কম হলেও আমাদের দেশে এই কারণ কম নয়।

🇨🇭 এ ছাড়া অন্যান্য ইনফেকশনের জন্যও এ রোগ হতে পারে।

🇨🇭 কিভাবে এ রোগের সৃষ্টি হয়?

🩸 উলি্লখিত কারণগুলোর জন্য প্রথমে মূত্রপথের আবরণ নষ্ট হয় এবং প্রস্রাব মূত্রপথ থেকে চারপাশের স্পঞ্জি টিস্যুতে ঢুকে পড়ে। প্রদাহের কারণে নরম টিস্যু বা স্পঞ্জি টিস্যুগুলো চেপে যায় এবং ইউরেথ্রা অস্বাভাবিক সরু করে ফেলে।

🩸 শ্রোণিচক্রের আঘাতে মূত্রনালি বা ইউরেথ্রার পেছনের অংশ প্রস্টেট গ্ল্যান্ড থেকে ছিঁড়ে যায়। এর ফলে জটিল স্ট্রিকচারের সৃষ্টি হয়।

🇨🇭 রোগ নির্ণয়:

  • 🧪 সঠিক ইতিহাস।
  • 🧪 যথাযথ শারীরিক পরীক্ষা-নিরীক্ষা।
  • 🧪 আল্ট্রাসনোগ্রাম।
  • 🧪 ইউরোফ্লোমেট্রি পরীক্ষা। (প্রস্রাবের গতিমাপক যন্ত্র)
  • 🧪 বিশেষ ধরনের এক্স-রে দিয়ে মূত্রনালি ও মূত্রথলি পরীক্ষা।

🇨🇭 রোগ নির্ণয় সহজ হলেও এ রোগের চিকিৎসা সহজ নয়। অনভিজ্ঞ হাতে এই চিকিৎসার জন্য চিরতরে মূত্রনালি নষ্ট হয়ে যেতে পারে।

হোমিও চিকিৎসা

🛑 উপদেশ:

🩸 এ রোগের চিকিৎসা অবশ্যই জরুরিভাবে করা প্রয়োজন। নতুবা কিডনি বিকল হওয়ার মতো জটিল পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

🇨🇭 ডাঃ মাসুদ হোসেন
Dr. Masud Hossain.
(বি, এইচ, এম, এস )
(ডি, এইচ, এম, এস) ( ঢাকা )।

🇨🇭 বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড। [ নিবন্ধন নং- Gov.Reg. No. 35423 ] রেজিস্ট্রার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিন।

📞 মোবাইল : +8801907-583252
+8801302-743871

🇨🇭 আমার এই দুইটি নাম্বার:

   +8801907-583252
   +8801302-743871

( What’sApp- হোয়াটসঅ্যাপ এবং Imo- ইমো ) খোলা আছে, চিকিৎসা নিতে চাইলে আমার এই দুইটি নাম্বার ফোনে সেভ করে সমস্যাগুলো লিখে অথবা অডিও রেকর্ড দিয়ে জানাবেন। আমি ফ্রী হয়ে সঠিক তথ্য দিয়ে চিকিৎসা দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ।

🛑 অরিজিনাল জার্মানী ঔষধ ও উন্নত চিকিৎসার জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান।

🇨🇭 রোগী দেখার সময়:
🛑 সকাল 09:00 — 01:00 টা।
🛑 বিকাল 05:00 রাত 10:00 টা পর্যন্ত।

🇨🇭 চিকিৎসা : সুখবর হচ্ছে, হোমিওপ্যাথিক চিকিৎসা
দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তির উপায়।

🇨🇭 সতর্কতাঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঝুকিপূর্ণ।

☎+8801907-583252 (WhatsApp, IMO)।

☎ +8801302-743871 (WhatsApp, IMO)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আপনার সমস্যা মন খুলে বলুন।
Send via WhatsApp
error: Content is protected !!