রক্তচাপ Blood Pressure 1

রক্তচাপ – Blood Pressure

🇨🇭 সঞ্চালিত রক্ত সাধারণত হৃদপিণ্ড , শিরা , ধমনী প্রভৃতির আবেষ্টনীর উপর যে চাপ সৃষ্টি করে তাকে রক্তচাপ ( Blood Pressure ) বলে ।

🇨🇭 সাধারণত রক্তের চাপ একটি নির্দিষ্ট বয়সে স্বাভাবিক ভাবে একটা নির্দিষ্ট পরিমাণে থাকে । এই নির্দিষ্ট চাপ বৃদ্ধি পেলে তাকে বলে হাইপ্রেসার । এই নির্দিষ্ট চাপের কম হলে লো-প্রেসার( Low Pressure)।

🇨🇭 সাধারণত রক্তচাপ দু প্রকারের যথা :

সিস্টোলিক প্রেসার এবং ডায়াস্টোলিক প্রেসার ।

🇨🇭 যখন হৃদপিণ্ডের পাম্পের ফলে রক্ত হৃদপিণ্ডে ফিরে আসে এবং হৃদপিণ্ড প্রসারিত হয় তখন চাপ কম হয় । একে ডায়াস্টোলিক প্রেসার । বলে । অতএব রক্ত বেরিয়ে যাওয়া এবং ফিরে আসা এই প্রতিক্রিয়ায় হৃদপিণ্ডের সংকোচন এবং প্রসারন ঘটে । সংকোচনে সিস্টোলিক এবং প্রসারণে ডায়াস্টোলিক প্রেসার ।

🇨🇭 স্বাভাবিকের চেয়ে 5/10 কম বেশী হলে খুব একটা মারাত্মক নয় , কিন্তু এর চেয়ে বেশী হলেই রোগ লক্ষণ ।

🇨🇭 ( Blood Pressure ) রোগ নয়। মানুষ মাত্রেই প্রেসার আছে কিন্তু স্বাভাবিকের মাত্রা ওঠা ,নামা করলেই রোগ লক্ষণ ।

🇨🇭 রক্তচাপ পরীক্ষার মেসিনের নাম ( Sphygmomanometer)

রক্তচাপ - Blood Pressure

🇨🇭 রক্তচাপের কারণ:

যখন হৃদপিণ্ড হতে রক্ত সজোরে দেহকাণ্ডের সর্বত্র ছড়িয়ে পড়ে তখন স্বভাবতই বেশী থাকে । একে সিস্টোলিক বলে । আবার যখন রক্ত হৃদপিতে ফিরে আসে তখন রক্তের চাপ স্বভাবতই কম থাকে,তাকে ডায়াস্টোলিক বলে।

🇨🇭 রক্তচাপ সাধারণত নিম্নলিখিত কারণগুলোর উপর নির্ভর করে,
  • 🩸 হৃদপিণ্ডের অনবরত ধারাবাহিক সংকোচন এবং প্রসারণ,হৃদপিত এইভাবে পাম্পের কাজ করে। অবিরাম ভাবে রক্তবাহী নালীর ভিতর রক্তকে সঞ্চালনশীল করে রাখে।
  • 🩸 রক্তবাহী নালীগুলোর প্রাচীরের মাংসপেশীর প্রতিচাপ এবং প্রতিবন্ধকতা।
  • 🩸 রক্তের পরিমাণ তরলতা এবং আঠাল গুণ।
  • 🩸 হৃদপিণ্ডের তথা রক্তবাহী নালীর প্রাচীরের স্নায়ুতন্ত্র এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং যথাযথ স্বাভাবিক ক্রিয়াকার্য একান্ত প্রয়োজন।
আরো পড়ুনঃ   পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম (PCOS) এর হোমিওপ্যাথিক চিকিৎসা।

🩸 স্নায়ুতন্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট অন্তঃস্রাবী গ্রন্থিগুলোর সুষ্ঠু ক্রিয়ার প্রয়োজন। রক্তনালীর ভিতর রক্ত সঞ্চালন ক্রিয়া বিরামহীন ভাবে পরিচালনা করার জন্য একটি সর্ব নিম্নচাপের একান্ত প্রয়োজন এবং এই সর্ব নিম্নচাপ হচ্ছে ডায়াস্টোলিক প্রেসার। তার উপর হৃদপিণ্ড যে প্রতি মিনিটে 70 / 80 – পাম্প করে রক্ত পরিচালন ক্রিয়ায় যে ধাক্কা মারছে সেই থাকার সাথে তাল রেখে প্রতি মিনিটে 70/80 বার হার্টবিটের সংখ্যানুযায়ী রক্তের চাপ সর্বোচ্চ স্তরে উঠছে । এই সর্বোচ্চ চাপ এবং সর্বনিম্ন চাপের পার্থক্যকে বলা হয় পালস প্রেসার । রক্ত সংবহন তন্ত্রের ভিতর রক্ত সঞ্চালন ক্রিয়া কত জোরে চলবে সেটা নির্ভর করবে সেই পালস প্রেসারের উপর ।

🇨🇭 এই ক্ষেত্রে রেডিয়াল আর্টারি যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ ( Blood Pressure ) আবিষ্কারের পূর্বে অভিজ্ঞ চিকিৎসকগণ এই রেডিয়াল আর্টারির মাধ্যমে এর উপলব্ধি করে নাড়ী জ্ঞান লাভ করতেন ।

🇨🇭 উচ্চ রক্তচাপ ( High blood pressure )রক্তচাপের কারণ নির্ণয় করার সময় আমাদের একটি কথা স্মরণ রাখতে হবে যে , সিস্টোলিক এর প্রধানত হ্যাপিণ্ডের ক্রিয়ার উপর নির্ভরশীল হওয়ায় এর হ্রাসবৃদ্ধি সহজেই হতে পারে কিন্তু ডায়াস্টোলিক রক্ত চাপ রক্তনালীকাগুলোর অবস্থার উপর নির্ভরশীল হওয়ায় ওর হ্রাসবৃদ্ধি অত সহজ নয় । এই জন্য উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপের গুরুত্ব নির্ধারণ ক্ষেত্রে ডায়াস্টোলিক রক্তচাপ অধিকতর বিবেচ্য।

ডাঃ মাসুদ হোসেন
ডাঃ মাসুদ হোসেন

🇨🇭 উচ্চ রক্তচাপের কারণ:

  • 🩸 বংশানুক্রমিক প্রবণতা ।
  • 🩸শারীরিক শ্রমের স্বল্পতা ।
  • 🩸অলস জীবনযাপন তৎসহ অতিভোজন এবং শারীরিক স্থূলতা লাভ ইত্যাদির জন্য উচ্চ হতে পারে।
  • 🩸যারা বেশী মানসিক পরিশ্রম করে।
  • 🩸 কোপনস্বভাব , উদ্বেগ , দুশ্চিন্তা ইত্যাদি কারণেও হতে পারে ।
  • 🩸 সাধারণত 80/90 বছর বয়সে রক্ত চাপের আধিক্য দেখা যায় । এই বয়সের লোকদের 90 % রক্ত চাপের আধিক্য দেখা যায় । এই বয়সের লোকদের 10 % -এর উচ্চ চাপ থাকে।

🇨🇭উচ্চ রক্তচাপের লক্ষণ:

  • 🩸অঙ্গ প্রত্যঙ্গগুলোতে শীত শীত ভাব,মাঝে মাঝে মাথা ঘোরে এবং মাথাব্যথপ্রধান লক্ষণ।
  • 🩸হজম শক্তির গোলযোগ , বুকে স্পন্দন ভাব , শ্বাসকষ্ট , মাথা ধরা , মাথার একদিকে ব্যথা , কানে ভো ভোঁ শব্দ।
  • 🩸 চোখ লাল , আলোর চারপাশে রামধনুর ন্যায় বর্ণ দেখা ,দ্বিত্ব দৃষ্টি , দৃষ্টি শক্তির অভাব।

🩸বহুমূত্র এবং হৃদক্রিয়ার ব্যাঘাত,অত্যধিক চাপের বিরুদ্ধে পাম্প করতে এবং রক্ত সঞ্চালন করতে হয় বলে হৃদপিণ্ডের মাংসপেশী ধীরে ধীরে আয়তনে বড় হতে থাকে । ফলে হৃদক্রিয়ায় বিঘ্ন ঘটায় এবং অনেক সময় মস্তিষ্কে রক্ত চলাচল ক্ষেত্রে ব্যাঘাত ঘটায়।

🩸এই অবস্থায় মস্তিষ্কের স্থানে স্থানে উপধমনীগুলোর সঙ্কোচন সৃষ্টি করে অথবা রক্তনালীর ভিতর জমাট হয়ে থ্রম্বোসিস লক্ষণ প্রকাশ করে। আবার কোনও কোনও ক্ষেত্রে 2/1 টি ছোট ছোট কৈশিক রক্তনালীর দেয়াল ফেটে রক্তস্রাব ঘটতে পারে এবং সাময়িক সংজ্ঞা লোপ , সন্ন্যাস রোগ , সেরিব্রাল থম্বোসিস , সাময়িক অন্ধত্ব , সাময়িক বাক্শক্তি লোপ , নানাবিধ স্থানীয় পক্ষাঘাত।

🩸 রোগী তেমন পরিশ্রম করতে পারে না , হঠাৎ উত্তেজনা , নাক থেকে রক্তপড়া।

🩸 অল্প বয়সে রক্তচাপ বৃদ্ধি পেলে অনেক সময় কিডনীর গোলযোগ বা নারীদের গর্ভধারণে বিঘ্ন ঘটায়।

🇨🇭 নিম্ন রক্তচাপ ( Low Blood Pressure ) যে বয়সে যতটা সিস্টোলিক এবং ডায়াস্টোলিক রক্তচাপ থাকা স্বাভাবিক তার চেয়ে 23/25 m.m বা তার চেয়েও নিম্নে থাকলে সেই অবস্থাকে নিম্ন রক্তচাপ বলে। উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপ দুটোই খারাপ। একজন 45 বছরের ব্যক্তির স্বাভাবিক সিস্টোলিক চাপ 90/ 45 -135 এবং 65 ডায়াস্টোলিক চাপ হলো 85 কিন্তু তা না হয়ে 90 সিস্টোলিক এবং 65 ডায়াস্টোলিক হয় তবে সেই লোকটি নিম্নরক্ত চাপের রোগী।
অতি নিম্নচাপের ফলে দেহের সব আর্টারি এবং টিসুতে এবং মস্তিষ্কে রক্ত ঠিকমতো পৌঁছায় না । এর ফলে নানা প্রকার রোগ লক্ষণ দেখা দেবার সম্ভাবনা।

🇨🇭 নিম্নরক্ত চাপের কারণ:( Low Blood Pressure)

  • 🩸রক্তহীনতা , হজমশক্তির অভাব , শারীরিক দুর্বলতা , পুষ্টির অভাব।
  • 🩸 শারীরিক ও মানসিক আঘাত জনিত বা হঠাৎ কোনও কারণে , স্নায়বিক কারণে R.B.C. গুলোর স্ফীতি বা ফেটে যাওয়া ,ভয় , শোক , উদ্বেগ বা কোনও বাহ্যিক কারণেও এটা হতে পারে।
  • 🩸শরীরে পুষ্টিকর উপাদানের শোষণ কমে যায় অথবা পুষ্টিকর উপাদানের অভাবে এটা হতে পারে।
  • 🩸 অনেক সময় মাথার যন্ত্রণা , মাথা ঘোরা , মূর্ছাভাব প্রকাশ।

🇨🇭 উচ্চ রক্তচাপের রোগীর জন্য বিশ্রাম প্রয়োজন। শারীরিক এবং মানসিক উদ্বেগ , পরিশ্রম নিষেধ।

🇨🇭 মেদবৃদ্ধি হয় এমন খাদ্য নিষেধ। প্রচুর শর্করা জাতীয় খাদ্য , চবি জাতীয় খাদ্য , উচ্চ ক্যালোরির খাদ্য নিষেধ।

🇨🇭 এমনভাবে খাদ্য নির্বাচন করতে হবে যেন ২০০ ক্যালোরীর বেশী তাগ যুক্ত না হয়।

🇨🇭 দুধ , ছানা , ঘোল , শাক সবজী , তরকারি উপকারী। মাছ মাংস ডিম , অধিক মশলাযুক্ত খাদ্য নিষেধ।

🇨🇭 রাতের যাওয়া খুব সামান্য হওয়া বাঞ্ছনীয়, চিনি কম খাবেন।

homeo treatment,হোমিওপ্যাথি চিকিৎসা, হোমিও চিকিৎসা,
হোমিওপ্যাথি চিকিৎসা, হোমিও চিকিৎসা

🇨🇭 নিম্নচাপের রোগীর জন্য:( Low Blood Pressure)

🩸ঊর্ধ্ব বা নিম্ন যে কোনও রোগীকে অতি সাবধানে রাখতে হবে।এই সব রোগ প্রায়ই ঔষধে সারতে চায় না শুধু- Diet Control. করে মুক্তি লাভ করতে হয়।

🩸নিম্ন রক্তচাপের রোগীর যে কোনও জটিল রোগে আক্রান্ত হতে পারে।পূর্ণ বিশ্রাম একান্ত দরকার, প্রয়োজন হলে সর্বশরীর এবং অঙ্গ প্রত্যঙ্গে উপযুক্ত তাপ প্রয়োগ।

🩸হাল্কা পুষ্টিকর খাদ্য খেতে হবে- দুধ , দই , ছানা , ডিম , হাল্কা মাছের ঝোল উপকারী।

🩸প্রোটিনযুক্ত খাদ্যের প্রয়োজন, কোনও প্রকার নেশা করা উচিত নয়।
🇨🇭 আমার এই দুইটি নাম্বার:

   +8801907-583252
   +8801302-743871

What’s app/হোয়াটসঅ্যাপ এবং IMO/ইমো খোলা আছে, চিকিৎসা নিতে চাইলে আমার এই দুইটি নাম্বার ফোনে সেভ করে সমস্যাগুলো লিখে অথবা অডিও রেকর্ড দিয়ে জানাবেন। আমি ফ্রী হয়ে সঠিক তথ্য দিয়ে চিকিৎসা দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ।

🇨🇭 রোগী দেখার সময়:
🛑 সকাল 09:00 — 01:00 টা।
🛑 বিকাল 05:00 রাত 10:00 টা পর্যন্ত।

🇨🇭 চিকিৎসা : সুখবর হচ্ছে, হোমিওপ্যাথিক চিকিৎসা
দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তির উপায়।

🇨🇭 সতর্কতাঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঝুকিপূর্ণ।

homeo treatment
homeo treatment

🇨🇭 ডাঃ মাসুদ হোসেন
Dr. Masud Hossain
(বি, এইচ, এম, এস )
(ডি, এইচ, এম, এস)

☎️ 01907-583252 (WhatsApp, IMO)
☎️ 01302-743871(WhatsApp, IMO)

[রেজিস্ট্রার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিন
Govt reg No. 35423 ]

আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আপনার সমস্যা মন খুলে বলুন।
Send via WhatsApp
error: Content is protected !!