ভেরিকোস ভেইন কি এবং এর হোমিও চিকিৎসা।

ভেরিকোস ভেইন কি এবং এর হোমিও চিকিৎসা।


ভেরিকোস ভেইন এমন একটি রোগ যাতে হাত ও পায়ের শিরাগুলি গিঁট পাকানোর মত হয়ে ফুলে ওঠে। এই ফুলে ওঠা শিরা ত্বকের ঠিক নীচেই দেখা যায়। এই অবস্থায় শিরাগুলি গাঢ় বেগুনী বা নীলাভ রঙের হয়ে ওঠে।

🇨🇭 বেশিরভাগ ভেরিকোস ভেইন রোগে আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে সমস্যাটি বাহ্যিক বা দেখতে অস্বাভাবিক লাগাতেই সীমাবদ্ধ থাকে। কিন্তু কারো কারোর ক্ষেত্রে এর অতিরিক্ত কিছু সমস্যা- যেমন: চুলকানি, ব্যথা, ফুলে ওঠা, খিঁচুনি, আক্রান্ত অংশের ত্বকের রঙ পরিবর্তন হয়ে যাওয়া, অস্বস্তি ইত্যাদি দেখা দিতে পারে। সুতরাং, এইসব ব্যক্তির ক্ষেত্রে উপযুক্ত চিকিৎসার আশু প্রয়োজন হয়।

🇨🇭 ভেরিকোস ভেইন ( Varicose vein ) এর কারণ:

মানবদেহে শিরা হল রক্ত সঞ্চালন প্রক্রিয়ার একটি উল্লেখযোগ্য অংশ। আমাদের হার্ট বা হৃদয় শরীরের সমস্ত অংশে বিশুদ্ধ রক্ত পাম্প করে। এই রক্ত আর্টারি বা ধমনীর মাধ্যমে দেহের প্রতিটি কোষে ছড়িয়ে পড়ে। অতঃপর শরীরের সমস্ত অংশের দূষিত রক্ত পরিশ্রুত হবার জন্য শিরার মাধ্যমে হার্টে ফিরে আসে। প্রতিটি শিরার মুখে একটি ক্ষুদ্র ভালভ বা কপাটিকা থাকে, যা রক্তের প্রবাহকে উল্টো দিকে ফিরে যেতে বাধা দেয়। এই ভালভগুলি যদি কাজ করতে অক্ষম হয়, তখন ভেরিকোস ভেইন রোগের প্রাদুর্ভাব হয়।

ভেরিকোস ভেইন কি এবং এর হোমিও চিকিৎসা।

🇨🇭 ভেরিকোস ভেইনের ( Varicose vein ) লক্ষণ ও উপসর্গ:

  • 🩸 পায়ের পাতা ও পা ফুলে ওঠা এবং যন্ত্রনা।
  • 🩸 পায়ের নিচের অংশের পেশীতে খিঁচুনি।
  • 🩸 শিরার আশেপাশের অংশে চুলকানি।
  • 🩸 আক্রান্ত অংশের চারপাশের ত্বকের রঙ পরিবর্তন।
  • 🩸 স্পাইডার ভেইন ও ভেরিকোস ভেইন।
  • 🩸 স্পাইডার ভেইন ও ভেরিকোস ভেইন দুটি আলাদা রোগ।

🇨🇭 ভেরিকোস ভেইন নামক রোগে পায়ের শিরাগুলি বড় আকারে গিঁট পাকিয়ে ফুলে ওঠে। এইরকম শিরার অস্বাভাবিক গঠন সাধারণত: পায়ে এবং পায়ের পাতায় দেখা যায়। এই অস্বাভাবিক গঠন চামড়ার ওপর থেকেই স্পষ্ট দেখা যায়।

🇨🇭 অন্যদিকে, স্পাইডার ভেইন তুলনায় আকারে ছোট এবং এই অসুখে শিরাগুলি লাল, বেগুনী বা নীল হয়ে যায়। এই স্পাইডার ভেইন সাধারনত: পা, বুক বা মুখের শিরায় দেখা যায়।

🇨🇭 ভেরিকোস ভেইনের ( Varicose vein ) কারণ ও ঝুঁকির সম্ভাবনা:

পরিবারে কারোর ভেরিকোস ভেইনের পূর্ব ইতিহাস থাকা
বয়সের সাথে এই রোগের সম্ভাবনা বাড়ে। স্থূলতা বা ওবেসিটি
দীর্ঘ সময় ধরে বসে বা দাঁড়িয়ে থাকার অভ্যাস , খতিগ্রস্ত ভালভ বা কপাটিকা, পায়ে এবং পেটে অতিরিক্ত চাপ পড়া।

🇨🇭 ভেরিকোস ভেইনের চিকিৎসা

নিজের যত্ন, চিকিৎসকের সাথে পরামর্শ করার পূর্বে নিম্নলিখিত বিষয়গুলি পালন করে এই রোগের নিরাময় সম্ভব:

  • 🩸 শরীরচর্চা: নিয়মিত শরীরচর্চার ফলে দেহের রক্ত চলাচল স্বাভাবিক হয়। এর ফলে বাধাপ্রাপ্ত ভালভের মুখ খুলে গিয়ে কিছুটা আরাম পাওয়া যায়।
  • 🩸 ওজন কমানো: পায়ে অতিরিক্ত ভার পড়লে ভেরিকোস ভেইন হবার সম্ভাবনা বেড়ে যায়। তাই যথাসম্ভব অতিরিক্ত ওজন কমান।
  • 🩸 আঁটোসাঁটো জামাকাপড় পরবেন না, বসার সময় পা তুলে বসা অভ্যেস করুন, দীর্ঘক্ষন দাঁড়িয়ে বা বসে থাকতে হলে কিছুক্ষন অন্তর অন্তর নিজের অবস্থান পরিবর্তন করুন।

🩸 কম্প্রেশন মোজা
কম্প্রেশন স্টকিংস (এক ধরণের মোজা) পরলে ভেরিকোস ভেইনের যন্ত্রনা কিছুটা উপশম হতে পারে। এই কম্প্রেশন স্টকিংস পায়ের পেশীগুলিকে আঁকড়ে ধরে রাখে এবং চাপ সৃষ্টি করে, যার ফলে পায়ের রক্ত চলাচল স্বাভাবিক ভাবে হতে পারে।

ভেরিকোস ভেইন কি এবং এর হোমিও চিকিৎসা।

🩸 প্রায় সমস্ত ওষুধের দোকানে এবং সার্জারি সংক্রান্ত উপকরনের দোকানে এই কম্প্রেশন স্টকিংস পাওয়া যায়।

আরো পড়ুনঃ  মেটাটারসালজিয়ার ( Metatarsalgia ) হোমিও চিকিৎসা।

🇨🇭 চিকিৎসা ব্যবস্থা:
যদি উপরিউক্ত ব্যবস্থা অবলম্বন করে ভেরিকোস ভেইনের সমস্যার উপশম না হয়, সেক্ষেত্রে অবিলম্বে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিৎ।

🇨🇭 ভেরিকোজ ভেন নামটা খুব চেনা না হলেও অসুখটা কিন্তু বেশ চেনা। পশ্চিমের দেশে প্রায় -30 শতাংশ মানুষ পায়ের এই সমস্যা নিয়ে বিব্রত। আমাদের দেশেও এই রোগের প্রকোপ নেহাত কম নয়। সবথেকে মুশকিল হল প্রচলিত চিকিৎসায় এই রোগ সারানো মুশকিল।

🇨🇭 অহংকারী মানুষদের অনেক সময় পায়া ভারী বলে ব্যঙ্গ করা হয়। কিন্তু জানেন কি পায়ের সমস্যা ভেরিকোজ ভেন হলে সত্যিই পদযুগল ভারী ভারী লাগে😢

🇨🇭 ভুক্তভোগীরাই ভেরিকোজ ভেনের কষ্টের কথা হাড়ে হাড়ে টের পান।

🇨🇭 এখন জেনে নেওয়া যাক ভেরিকোজ ভেন রোগটা কি ও কেন হয়।

🇨🇭 এই প্রসঙ্গে প্রথমেই বলতে হবে স্যাফেনাস ভেন ( Saphenous Vein ) এর কথা। আমাদের শরীরের সব থেকে দীর্ঘ শিরা এই স্যাফেনাস ভেন পায়ের দিকের কার্বন-ডাই-অক্সাইড যুক্ত দূষিত রক্ত শুদ্ধ করার জন্যে হার্টে পাঠিয়ে দেয়। এর জন্যে অভিকর্ষের বিরুদ্ধে কাজ করতে হয়। আর সঠিক ভাবে এই কাজটি করার জন্য একটি ভালভ থাকে। বিভিন্ন কারণে এই ভালভের কার্যকারিতা নষ্ট হয়ে গেলে সমস্যার সূত্রপাত হয়। ত্রুটিপুর্ণ ভালভের জন্যে শিরার রক্ত চলাচলে সমস্যা হয়। এর ফলে যে সব উপসর্গ দেখা যায় সেগুলি হল:

  • 🩸 ভেরিকোজ ভেন হলে শুরুতে খুব একটা ব্যথা বেদনা থাকে না। শুরুতে পা ভারি লাগে।
  • 🩸 পায়ের শিরা ঘন নীল বা সবজেটে দেখায়।
  • 🩸 পায়ের শিরা পাকানো দড়ির মতো হয়ে যায়, যা বাইরে থেকে স্পষ্ট বোঝা যায়।
  • 🩸 পায়ের পাতা ফুলতে শুরু করে, জ্বালা ভাব , মাসল ক্র্যাম্প ও পায়ের ক্লান্তি দেখা দেয়।
  • 🩸 যে অংশে শিরা ফুলে ওঠে সেখানে ইচিং হয়।
  • 🩸 পায়ের ত্বকের রঙ বদলে যায়, ত্বক শুকিয়ে পাতলা হয়ে যায়, ত্বক থেকে আঁশ ওঠে এবং ফুলে যায়।
  • 🩸 যত দিন যায় সমস্যা ক্রমশ বাড়তে থাকে। টানা দাঁড়িয়ে বা বসে থাকলে পায়ে ব্যথা শুরু হয়, ব্যথা বাড়ে।
  • 🩸 কাফ মাসল সহ পায়ের ফুলে ওঠা শিরার ব্যথা ক্রমশ বাড়তে থাকে।
  • 🩸 চিকিৎসার অভাবে সমস্যা বাড়তেই থাকে, পায়ে আলসার বা ঘা হয়ে যায়। আচমকা ব্লিডিং শুরু হতে পারে।

🩸 লাইফ থ্রেটেনিং নয় বলে শুরুতে অনেকেই ব্যপারটাকে সেভাবে গুরুত্ব দেন না। কিন্তু অবহেলা করলে সমস্যা বাড়ে সেকথা বলাই বাহুল্য। তবে একথাও ঠিক যে প্রচলিত চিকিতসায় ভেরিকোজ ভেন সারে না। বিশেষ ধরনের মোজা পরে
সাময়িক অব্যহতি হলেও আবার ফিরে আসে।

ভেরিকোস ভেইন কি এবং এর হোমিও চিকিৎসা।
🇨🇭 ভেরিকোজ ভেনের ( Varicose vein ) রিস্ক ফ্যাক্টর:
  • 🩸 বংশে থাকলে এই অসুখের প্রবণতা বাড়ে।
  • 🩸 মহিলাদের মধ্যে বেশি দেখা যায়।
  • 🩸 গর্ভাবস্থায় এই রোগের চান্স বাড়ে।
  • 🩸 বাড়তি ওজোন এই অসুখের এক অন্যতম কারণ।
  • 🩸 রিস্ক ফ্যাক্টর থাকলে পায়ের কোনও রকম সমস্যা হলে অবশই সঠিক চিকিৎসা করানো দরকার।
  • 🩸 পায়ের সার্বিক স্বাস্থ্য ভালো রাখতে টাইট জুতো বা মোজা না পরা উচিত, আর নিয়মত ব্যায়াম করে পদ-যুগল ভালো রাখুন। সচল থাকতে নিয়মিত হাঁটুন।

🇨🇭 ভেরিকোস ভেইন ( Varicose vein ) শিরা স্ফীতি:

এটি আমাদের শিরা বা রক্তনালীর একটি রোগ। শরীরের কোন অংশের শিরা যদি প্রসারিত হয়ে যায় অর্থাৎ দৈর্ঘ্য ও প্রস্থে বড় হয়ে যায় তাকে ভেরিকোস ভেইন ( Varicose Vein ) বলা হয়।

🇨🇭 শিরা হচ্ছে সে সকল রক্তনালী যেগুলি সারা শরীর থেকে দূষিত রক্তকে পরিশোধিত করার জন্য হৃদপিণ্ডে নিয়ে যায়। যখন এই কাজে বাঁধার সৃষ্টি হয় তখন রক্ত স্থির হয়ে থাকে এবং রক্তনালী ফুলে ওঠে। এই স্ফীত শিরাগুলোকেই ভেরিকোস ভেইন বলে। এই সমস্যা শরীরের যেকোন স্থানেই হতে পারে, তবে পা ও উরুতে বেশি দেখা যায়। এছাড়া পুরুষের স্ক্রোটামের ভেতর বা অন্ডথলির মধ্যেও বেশি হতে দেখা যায় যাকে ভেরিকোসিল বলা হয়ে থাকে, এ সম্পর্কে আপনারা ইতিপূর্বে জেনেছেন। আমরা মূলত এই পর্বে ভেরিকোস ভেইন বা শিরা স্ফীতি সম্পর্কেই আলোকপাত করবো।

🇨🇭 পায়ের গোড়ালি থেকে হাঁটুর মাঝখানের অংশে – সেফানাস ভেইন, ভেরিকোস ভেইন বেশি হতে দেখা যায়, এ রোগ হলে শিরা বরাবর রোগী ব্যথা অনুভব করেন। চামড়ার ঠিক নিচে মোটা মোটা ভেইনগুলো দেখতেও বেশ কদাকার মনে হয়। দীর্ঘদিন চিকিৎসা না করালে পায়ে আলসার বা ঘা হয়ে যেতে পারে, পায়ের স্নায়ু নষ্ট হয়ে গ্যাঙ্গরিন হতে পারে। অল্প আঘাতেই এসব শিরা থেকে রক্তপাত শুরু হবার সম্ভাবনাও খুব বেশি। প্রতিরক্ষা বাহিনী বা পুলিশ হিসেবে চাকরি করতে চাইলে ভেরিকোস ভেইন একটি বড় বাধা হয়ে দাঁড়ায়।

🇨🇭 ভেরিকোস ভেইন ( Varicose vein ) শিরা স্ফীতি কারণ:

বংশে থাকলে এই অসুখের প্রবণতা বাড়ে সাধারণত ভেইন বা শিরার ভাল্ব নষ্ট হয়ে যাবার কারণে এই রোগটি হয় , শিরায় ইনফেকশন হলে গর্ভাবস্থায়, পেটে টিউমার হলে বা পানি জমলে
পেশাগত কারণে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কাজ করার কারণেও এ রোগটি হতে দেখা যায়।

🇨🇭 ভ্যারিকোস ভেইন ( Varicose vein ) লক্ষণসমূহ:

  • 🩸 পায়ের রক্তনালী ফুলে আঁকাবাঁকা হয়ে যায়।
  • 🩸 ভেরিকোস ভেইন বা শিরা স্ফীতি হলে শুরুতে খুব একটা ব্যথা বেদনা থাকে না।
  • 🩸 শুরুতে পা ভারী ভারী মনে হয়।
  • 🩸 পায়ের শিরা ঘন নীল বর্ণ ধারণ করে।
  • 🩸 পায়ের শিরা পাকানো দড়ির মতো হয়ে যায়, যা বাইরে থেকে স্পষ্ট বোঝা যায়।
  • 🩸 পায়ের পাতা ফুলতে শুরু করে, জ্বালা ভাব থাকে।
  • 🩸 পায়ের মাংসেপশীতে টান ধরা বা খিঁচুনি হতে পারে।
  • 🩸 যে অংশে শিরা ফুলে ওঠে সেখানে চুলকানি হতে পারে।
  • 🩸 পায়ের ত্বকের রঙ বদলে যায়, ত্বক শুকিয়ে পাতলা হয়ে যায়, ত্বক থেকে আঁশ ওঠে এবং ফুলে যায়।
  • 🩸 যত দিন যায় সমস্যা ক্রমশ বাড়তে থাকে।
  • 🩸 টানা দাঁড়িয়ে বা বসে থাকলে পায়ে ব্যথা শুরু হয়।
  • 🩸 পায়ের ফুলে ওঠা শিরার ব্যথা ক্রমশ বাড়তে থাকে।
  • 🩸 চিকিৎসার অভাবে সমস্যা বাড়তেই থাকে, পায়ে আলসার বা ঘা হয়ে যায়।
  • 🩸 আচমকা ব্লিডিং শুরু হতে পারে।
অটোইমিউন রোগ। Autoimmune disease homeo treatment

🇨🇭 ভেরিকোস ভেইন ( Varicose vein ) শিরা স্ফীতি বিধি নিষেধ:

🩸 খাবার দাবারে বিধি নিষেধ
মাংস, চর্বিজাতীয় ও উচ্চ প্রোটিন জাতীয় খাবার বর্জন করুন,
যাবতীয় প্রাণীজ খাবার পরিহার করুন।

  • 🩸তৈলাক্ত খাবার, ভাজাপোড়া, ফাস্টফুড, জাংফুড বর্জন করুন।
  • 🩸 লবন, মিষ্টি, চিনি এবং মিষ্টি জাতীয় খাবার বর্জন করুন।
  • 🩸 চা, কফি এবং গরুর দুধ বর্জন করুন।
  • 🩸 শাকসবজি, ফল এবং ফলের জুস থেকে পারেন।

🩸 জীবন যাপনে বিধি নিষেধ
কর্মস্থলে টানা দাঁড়িয়ে থাকবেন না, মাঝে মাঝে বসুন।

  • 🩸 টানা বসেও থাকবেন না মাঝে মাঝে হাঁটাচলা করুন।
  • 🩸 আঁটসাঁট পোশাক পরিহার করুন।
  • 🩸 ঢিলেঢালা কাপড় পরিধান করুন।
  • 🩸 তীব্র গরম পরিবেশে দীর্ঘক্ষণ কাজ করা থেকে বিরত থাকুন।
  • 🩸 অধিক ভারী জিনিস উত্তোলন করা থেকে বিরত থাকুন।

🩸 হালকা ব্যায়াম এবং সকাল বিকাল হাঁটা চলা করা,
ব্যথা তীব্র হলে বিছানায় শুয়ে পা দুটি কিছুক্ষন উপর দিকে দিয়ে রাখুন।

🇨🇭 ভেরিকোজ ভেইন এর হোমিওপ্যাথি চিকিৎসা:

ভেরিকোস ভেইন ( Varicose vein ) বা শিরা স্ফীতি সমস্যার কার্যকর চিকিৎসা রয়েছে হোমিওপ্যাথিতে। কারণ একমাত্র হোমিওপ্যাথিতেই এই সমস্যার জন্য অনেক কার্যকর ঔষধ রয়েছে। তবে সেগুলি প্রয়োগ করলেই সমস্যা সেরে যাবে না। এর জন্য দরকার প্রোপার কেইস টেকিং এবং প্রোপার মেডিসিন এপ্লিকেশন যা করতে পারেন অভিজ্ঞ একজন হোমিও চিকিৎসক। এখানে আপনার নিজের যাবতীয় তথ্যের সাথে আপনার পিতা-মাতা, দাদা-দাদী এবং নানা-নানীর হিস্ট্রি নেয়ার প্রয়োজন হতে পারে একটি উন্নত চিকিৎসার স্বার্থে।

তাই এই সমস্যা নির্মূলে অভিজ্ঞ হোমিও চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। হোমিওপ্যাথিতে ভেরিকোজ ভেইন এর কার্যকরী চিকিৎসা রয়েছে। লক্ষনভিত্তিক হোমিও ঔষধ সেবনের মাধ্যমে স্থায়ীভাবে ভেরিকোজ ভেইন নিরাময় করা সম্ভব। তবে অবশ্যই একজন রেজিস্টার্ড প্রাপ্ত ও অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবা গ্রহণ করতে হবে।

হোমিওপ্যাথি চিকিৎসা চট্টগ্রাম
হোমিওপ্যাথি চিকিৎসা চট্টগ্রাম

🇨🇭 আমার এই দুইটি নাম্বার:

   +8801907-583252
   +8801302-743871

( What’s App- হোয়াটসঅ্যাপ এবং Imo- ইমো ) খোলা আছে, চিকিৎসা নিতে চাইলে আমার এই দুইটি নাম্বার ফোনে সেভ করে সমস্যাগুলো লিখে অথবা অডিও রেকর্ড দিয়ে জানাবেন। আমি ফ্রী হয়ে সঠিক তথ্য দিয়ে চিকিৎসা দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ।

🇨🇭 রোগী দেখার সময়:
🛑 সকাল 09:00 — 01:00 টা।
🛑 বিকাল 05:00 রাত 10:00 টা পর্যন্ত।

🇨🇭 চিকিৎসা : সুখবর হচ্ছে, হোমিওপ্যাথিক চিকিৎসা
দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তির উপায়।

🇨🇭 সতর্কতাঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঝুকিপূর্ণ।

🇨🇭 ডাঃ মাসুদ হোসেন
Dr. Masud Hossain
(বি, এইচ, এম, এস )
(ডি, এইচ, এম, এস)

☎ 01907-583252 (WhatsApp, IMO)
☎ 01302-743871(WhatsApp, IMO)

[রেজিস্ট্রার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিন
Govt reg No. 35423 ]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আপনার সমস্যা মন খুলে বলুন।
Send via WhatsApp
error: Content is protected !!