চুল পড়ায় হোমিও চিকিৎসা | Hair Fall Homeo Treatment | ডাঃ মাসুদ হোসেন।

চুল পড়ায় হোমিও চিকিৎসা | Hair Fall Homeo Treatment | ডাঃ মাসুদ হোসেন।

🇨🇭 চুল পড়ায় চিকিৎসা চুল ত্বকের অংশ। চুলের পুষ্টি আসে হেয়ার বালবের শিরা-উপশিরা থেকে। তাই চুলের পুষ্টি সঞ্চাল করতে হলে হেয়ার ফলিকের নিচে,ত্বকে গভীরে হেয়ার বাল্বে রক্ত সঞ্চাল বাড়াতে হবে।

🇨🇭 মাথার চুল পড়ে দিন দিন টাক পড়ে যাচ্ছে বা চুল পাতলা হয়ে যাচ্ছে এমন লোকে সংখ্যা অনেক। প্রতি দিন 100 টির বেশী চুল পড়লে মাথা ফাকা হতে শুরু করে।

🇨🇭 কেন চুল পড়া সমস্যা হয় ?

🩸 মানসিক অশান্তি, দুর্শ্চিন্তা, বিষাদগ্রস্ততা, অপুষ্টি ও অবৈজ্ঞানিক উপায়ে ডায়েটিং চুল ঝরে যাওয়ার অন্যতম কারণ।

🩸 জ্বর, লিভার, কিডনির অসুখ, কেমোথেরাপি নেয়ার পর, যৌন সমস্যা, রক্তস্বল্পতা, কিছু এ্যলোপ্যাথিক ঔষধ যেমন ইনডোমেথাসিন,জেন্টামাইসিনের কারনেও চুল অতিমাত্রায় পড়ে যেতে পারে।

🩸 খুশকি,উকুন,শুষ্ক ও চটচটে মাথার স্ক্যাল্পও চুলের জন্য শত্রু।

🇨🇭 চুল পড়ায় হোমিও চিকিৎসা – Treatment:

🩸 চিকিৎসক রোগীভেদে মুখে খাওয়ার ঔষধ, প্রয়োজনে লোসন, শ্যাম্পো ব্যবহার প্রেসক্রিাইব করেন।

🩸 হোমিওপ্যাথি অকাল চুল পড়াসহ অ্যান্ডোজেনিক অ্যালোপেসিয়া বা বংশগত টাকেও একটি কার্যকরী চিকিৎসা। ব্যক্তিস্বাতন্ত্র ও সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে চিকিৎসার জন্য, রোগীকে একজন যোগ্যতাসম্পন্ন হোমিওপ্যাথিক ডাক্তারের সঙ্গে পরামর্শ নেওয়া উচিত।

🩸রোগীর সার্বদৈহিক রোগীলিপি প্রস্তুুত করত কনসট্রিটিউশনাল চিকিৎসা দিতে পারলে রোগী পূর্বের ন্যায় সুস্হ্যতা ফিরে পাবে। চুলের চিকিৎসা দীর্ঘমেয়াদে নিতে হয়। তাই ধৈর্য প্রয়োজন এবং লাইফস্টাইল ও খাদ্যাভ্যাসে পরিবর্তন কাম্য।

চুল পড়া সমস্যার হোমিও চিকিৎসা | Hair Fall Homeo Treatment | ডাঃ মাসুদ হোসেন।

🩸চুল পড়ে যাওয়ার কারণ ও তার প্রতিকার
সতেজ ও সুন্দর চুল আমরা সবাই চাই। নানা রকম দুষণ,
মানসিকচাপ, অনিয়মিত খাদ্যগ্রহণ এবং অনিয়ন্ত্রিত জীবন
যাপন, নানারকম অসুখ কিংবা ব্যক্তিগত কারনে বর্তমানে
অনেক অনাবয়সীরই চুল ঝরে যাচ্ছে।

🇨🇭 চুল ঝরে যাচ্ছে ? টাক সমস্যায় ভূগছেন ?

🩸 প্রতিদিন বাইরে বেরোলেই রোদে পুড়ে আর
ধূলোবালি লেগে চুল হয়ে যায় রুক্ষ। তাছাড়া বাতাসে আর্দ্রতার অভাবেও চুলের চকচকে ভাব
নষ্ট হয়ে যায়। চুল হয়ে যায় শুষ্ক। এতে দেখা যায় চুল পড়া সহ নানা রকম সমস্যা। মাথার চুল পড়ে যাওয়া এক অস্বস্তিকর অভিজ্ঞতা।

🩸 দিন দিন মাথার চুল পাতলা
হয়ে যাচ্ছে অর্থাৎ ঝরে যাচ্ছে বা টাক পড়ে যাচ্ছে এমন ব্যক্তির সংখ্যা অনেক। মাথার চুলের
আনুমানিক সংখ্যা প্রায় 1 লাখ, এর মধ্যে 70 থেকে
100 টি চুল প্রতিদিন ঝরে যায়। অর্থাৎ প্রতিদিন 100 টি
চুল পড়া স্বাভাবিক। কিন্তু যখন এই 100 টির বেশি চুল
পড়ে তখনই মাথার তালু খালি হয়ে যেতে থাকে।

🇨🇭 চুল পড়ে যাওয়ার কারণ ও প্রতিকার:

🩸 চুলে টান লাগা:
প্রচলিত একটি ধারণা আছে, রাতে শোয়ার আগে টান টান করে বেণী বেঁধে ঘুমালে চুল তাড়াতাড়ি লম্বা হয়। এটি সম্পূর্ণ ভুল ধারণা। চুল কতটুকু লম্বা হবে তা নির্ভর করে জেনেটিক, হরমোন ও
পুষ্টির ওপর। বরং উল্টো ক্ষতিই হয়ে থাকে। যে চুলগুলো আরো কিছু দিন মাথায় থেকে তারপর
ঝরে যাওয়ার কথা, তা আগেই ঝরে যায় অতিরিক্ত টান লাগার কারণে।

🩸 প্রসব পরবর্তী:
সন্তান প্রসবের দুই থেকে পাঁচ মাস পর হঠাৎ চুল পড়ে যেতে থাকে। মাথা প্রায় খালিই হয়ে যায়।
2 থেকে 6 মাস ধরে এ প্রক্রিয়া চলতে থাকে। তবে আশার বিষয়, এ চুল আবার সম্পূর্ণ গজিয়ে থাকে।

🩸 নবজাতক অবস্থায়:
নবজাতকের মাথার চুল জন্মের পর থেকে 4 মাসের ভেতর অনেকটা ঝরে যায়। এতে মা,
বাবা ভয় পেয়ে যান, আমার সন্তানের মাথার চুল কি
কম হবে, না, এতে ঘাবড়ানোর কিছু নেই। 6 মাস বয়সের সময় আবার চুল গজায়। কখনো কখনো পুষ্টিহীনতার কারণে চুল গজাতে একটু দেরি হতে পারে।

হোমিও চিকিৎসা

🩸 জ্বরের পর:
কঠিন কোনো জ্বর যেমন নিউমোনিয়া, টাইফয়েড হওয়ার 2 থেকে 4 মাস পর হঠাৎ চুল
ঝরতে শুরু করে এবং প্রায় পাতলা হয়ে যায়। কিন্তু
কিছু দিন পর এ চুল আবার গজিয়ে থাকে।

🩸 মানসিক কারণে:
মানসিক রোগ বা দুশ্চিন্তা যদি বেশি থাকে তবে চুল পড়ে যায়।

🩸 ঔষধে:
কিছু কিছু ঔষধে যেমন ক্যান্সারের ঔষধ, যে চুলগুলো মাত্র গজাচ্ছে, সেগুলোও ঝরিয়ে
দেয়।

🩸 অনাহারঃ
ওজন বা মেদ কমানোর জন্য অনেকে হঠাৎ খাওয়া,দাওয়া, একেবারেই ছেড়ে দেয়। এই হঠাৎ
খাওয়া কমানো চুল পড়ার কারণ হতে পারে, যেমন টি
হয় অপুষ্টিজনিত কারণে।

🩸 অ্যানড্রোজেন হরমোন:
পুরুষ হরমোনের প্রভাবে 20 থেকে 30 বছর বয়সে পুরুষের কপালের দুই দিকে এবং মাথার মধ্য
অংশে টাক পড়ে। যাকে বংশগত টাকও বলা হয়।

আরো পড়ুনঃ  চুল পড়া ও চুল হারানোর সমস্যা ও সমাধান হোমিও চিকিৎসা।
Homeo Treatment For Hair Fall:

🧪 Sulphur-
চর্মরোগের কারণে চুল পড়তে থাকলে, Sulphur 200 শক্তি একমাত্রা সকালে খেতে
পারেন।

🧪 Arnica Mont:
চুলের গোরা নরম থাকলে বা হাতে ধরলে, চুল উঠে গেলে – Arnica Mont 200 শক্তি,
1- ফোটা করে সকাল বিকাল দুই’দিন খেতে পারেন।

🧪 Amloki Q-
খাবারে রুচি কম সাথে চুল পড়ে যায় Amloki Q শক্তি 10 ফোটা করে সকালবিকাল দুইবার একমাস খেতে পারেন।

🧪 Jaborandi-
চুল পড়ার জন্য Jaborandi Q শক্তি 10 ফোটা করে
সকাল,বিকাল 2- বার একমাস খেতে পারেন।

🧪 Selenium:
বল ক্ষয়কারী রোগ ভোগের পর বা অতিরিক্ত ইন্দ্রিয়সেবা জনিত কারনে যেকোন স্থানের
চুল উঠে গেলে Selenium 3x/30 দীর্ঘদিন খেতে পারেন।

🧪 Sepea-
সন্তান প্রসবের পর মাথার চুল উঠে গেলে Sepea 30 শক্তি তিনবেলা করে 3 দিন খেতে
পারেন।

🧪 Calcium Phos-
চুল পড়ার বন্ধের জন্য যেকোন হোমিও ঔষধের সাথে Calcium Phos 6x ট্যাবলেট চারটি
করে দুইবেলা খেতে পারেন।

হোমিওপ্যাথির ধারণা About Of Homeopathic Treatment

🩸 ব্যবহারঃ
Arnica Mont Q এবং Jaborandi Q -1 ড্রাম করে 250
গ্রাম নারিকেল তেলের সাথে মিশিয়ে প্রতিদিন
মাথায় ব্যবহার করুন।

🇨🇭 পরামর্শঃ
চুলের সঠিক যত্ন ও পুষ্টির অভাবে চুল পড়ে যায়। খুব সাধারণ নিয়মে চুলের কিছু যত্ন করলে চুল
ভালো থাকে। 1 দিন অন্তর চুল পরিস্কার করা প্রয়োজন। ভেজা চুল আচড়ানো ঠিক নয়।
অতিরিক্ত আচড়ানোও ঠিক নয়। খাদ্যভাস এখানে একটি
বড় ব্যাপার ফল, শাক সবজি, ডিম, দুধ নিয়মিত খাওয়া
প্রয়োজন।নিয়মিত এবং সঠিক পরিচর্যার ফলে চুল পড়া
রোধ করা সম্ভব। তাই অবহেলা না করে এখনই চুলের প্রতি যত্নশীল হোন।

🇨🇭 নিম্নলিখিত ঔষধগুলো হোমিওপ্যাথিক চিকিৎসায় অনেক সহায়ক:

  • 🧪 Thuja: সাদা আঁশযুক্ত খুশকির কারণে চুল পতনশীল।
  • 🧪 Phosphorous: গুচ্ছাকারে চুলের পতন. এখানে -সেখানে চুল উঠে দাগ পড়ে যায়।
  • 🧪 Vinca Minor: মাথায় টাক দাগের সাথে ত্বকের চুলকানি ,আর্দ্রতা ও অনুজ্জল থাকে। মাথা চুলকাতেই হবে এমন লক্ষণ থাকবে।
  • 🧪 Ammon Mur: চোখের ভ্রু থেকে চুলের পতন।
  • 🧪 Mercurius: সিফিলিসের কারণে চুলের পতন হবে।
  • 🧪 Sulphur : খুব রুক্ষ চুলের সাথে যদি মাথার চুলকানি বিদ্যমান থাকে যা সমুদ্রের কাছে বাস করলে ভাল থাকে।
  • 🧪 Sepia : মেনোপজ বা রজঃনিবৃতি কালে এবং গর্ভাবস্থায় চুলের পতন। মাথা ব্যাথার কারণে চুল পড়ে যায়।
  • 🧪 Acid Phos: বিষাদের কারণে চোখের ভ্রু থেকে, মাথা থেকে এবং যৌনাঙ্গ থেকে চুল পড়ে যেতে পারে।
  • 🧪 Selenium : মাথার খুলি মসৃণ এবং কেশহীন রেখে পুরো মাথার চুল পড়ে যায়। ভ্রু থেকে চুল পড়ে এবং একটি অদ্ভুত চেহারা প্রদর্শিত হতে পারে।
  • 🧪 Alumina: ব্যাপক হারে মাথার খুলির চুল পড়তে পারে।

🧪 Acid Fluor: সিফিলিসের কারণে চুল পড়ে। চুলগুলো শুষ্ক ও অনুজ্জ্বল হয়, ফেটে যায় এবং পরিশেষে ভেঙে যায়। চুল ছিন্ন বা এলোমেলো হয়ে দিপ্তিহীন বা সৌন্দর্যহীন হয়ে পড়ে।

🧪 Natrum Mur : গর্ভাবস্থায় চুলের পতন। দীর্ঘস্থায়ী মাথা ব্যাথা, ক্লান্তিকর সমস্যার কারণে চুল পাকে ও পরে চুল পড়ে যায়।

🧪 Lachesis : গর্ভাবস্থায় চুলের পতন।

🧪 Borax: চুল রুক্ষ এবং ঝুঁটি বেঁধে যায় যা মসৃণভাবে আচঁড়ানো যায় না। এমনভাবে ঝুঁটি হয় শিং এর মত লাগে এবং যা গুচ্ছাকারে পড়ে।

🧪 Pulsatilla: এটি চুল পড়া রোধে চমৎকার।

🧪 Nitric Acid: মাথার তালু থেকে অনেক চুল পড়ে এর সাথে ফুস্কুরিও থাকতে পারে। এটা সিফিলিস, স্নায়বিক মাথাব্যথা, শারীরিক দুর্বলতার কারণে হতে পারে। এতে মাথার খুলি
খুব সংবেদনশীল থাকে।

homeo treatment, homeo ctg homeo, হোমিও, হোমিওপ্যাথি চিকিৎসা, হোমিও চিকিৎসা, হোমিওপ্যাথি চিকিৎসা চট্টগ্রাম, অনলাইন হোমিও চিকিৎসা চট্টগ্রাম, হোমিও চিকিৎসা কেন্দ্র চট্টগ্রাম, চট্টগ্রামের সেরা হোমিও ডাক্তার, অভিজ্ঞ হোমিও ডাক্তার চট্টগ্রাম, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, যৌন রোগ বিশেষজ্ঞ চট্টগ্রাম, যৌন রোগ বিশেষজ্ঞ চট্টগ্রাম, যৌন রোগ বিশেষজ্ঞ, ডাঃ মাসুদ হোসেন, মাসুদ হোসেন. dr masud hossain,

🇨🇭 ডাঃ মাসুদ হোসেন
Dr. Masud Hossain.
(বি, এইচ, এম, এস )
(ডি, এইচ, এম, এস) ( ঢাকা )।

🇨🇭 বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড। [ নিবন্ধন নং- Gov.Reg. No. 35423 ] রেজিস্ট্রার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিন।

📞 মোবাইল : +8801907-583252
+8801302-743871

🇨🇭 আমার এই দুইটি নাম্বার:

   +8801907-583252
   +8801302-743871

( What’sApp- হোয়াটসঅ্যাপ এবং Imo- ইমো ) খোলা আছে, চিকিৎসা নিতে চাইলে আমার এই দুইটি নাম্বার ফোনে সেভ করে সমস্যাগুলো লিখে অথবা অডিও রেকর্ড দিয়ে জানাবেন। আমি ফ্রী হয়ে সঠিক তথ্য দিয়ে চিকিৎসা দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ।

🛑 অরিজিনাল জার্মানী ঔষধ ও উন্নত চিকিৎসার জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান।

🇨🇭 রোগী দেখার সময়:
🛑 সকাল 09:00 — 01:00 টা।
🛑 বিকাল 05:00 রাত 10:00 টা পর্যন্ত।

🇨🇭 চিকিৎসা : সুখবর হচ্ছে, হোমিওপ্যাথিক চিকিৎসা
দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তির উপায়।

🇨🇭 সতর্কতাঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঝুকিপূর্ণ।

☎+8801907-583252 (WhatsApp, IMO)।

☎ +8801302-743871 (WhatsApp, IMO)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আপনার সমস্যা মন খুলে বলুন।
Send via WhatsApp
error: Content is protected !!