মায়োকিমিয়া - Myokymia |চোখের পাতা লাফায় কেন | ডাঃ মাসুদ হোসেন।

মায়োকিমিয়া – Myokymia |চোখের পাতা লাফায় কেন | ডাঃ মাসুদ হোসেন।

🇨🇭 চোখের পাতা লাফায় কেন?
মায়োকিমিয়া হল একটি চোখের অসুখ বিভিন্ন সময় অনেক বিষয় নিয়ে আমরা চিন্তিত হয়ে যাই। যেমন, ধরুন আমাদের চোখের পাতা লাফাচ্ছে। তখনই আমাদের মনে নানা রকম চিন্তা এসে ভিড় জমায় এবং দুশ্চিন্তার অন্ত থাকে না। ডান চোখের পাতা লাফাচ্ছে, এই বুঝি কোনো বিপদের হাতছানি দিচ্ছে!? আবার বাম চোখের পাতা লাফাচ্ছে, এই বুঝি আসছে কোনো সুখবর। এভাবেই আমরা আমাদের মনে বিভিন্ন বিষয় লালন করে আসছি। বিশেষ করে আগেকার দিনের লোকেরা এসব বিষয়ের ওপর খুব বেশি বিশ্বাস করে থাকেন।

🇨🇭 চোখের পাতা লাফানোর কারণ কী?

🇨🇭 মূলত চোখের পাতা লাফানো এক ধরনের অসুখ। ডাক্তারি ভাষায় একে বলে- মায়োকিমিয়া- Myokymia.

🇨🇭 পেশীর সংকোচনের কারণেই চোখের পাতা লাফায়। দুই,একবার হঠাৎ চোখের পাতা লাফালে চিন্তার কিছু নেই। কিন্তু সেটা যদি মাত্রাতিরিক্ত হয় এবং তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

মায়োকিমিয়া - Myokymia |চোখের পাতা লাফায় কেন | ডাঃ মাসুদ হোসেন।
🇨🇭 মানসিক চাপ- Mental Stress:

কঠিন মানসিক চাপের ভেতর দিয়ে গেলে শরীর বিভিন্ন উপায়ে তার প্রতিক্রিয়া দেখায়। চোখের পাতা লাফানো মানসিক চাপের লক্ষণ হিসেবে প্রকাশ পেতে পারে।

🇨🇭 ক্লান্তি- Tired :
পরিমিত ঘুমের অভাব বা অন্য কোন কারণে ক্লান্তি থেকেও চোখের পাতা লাফানো শুরু হতে পারে। ঘুমের অভাবে চোখের পাতা লাফালে পরিমিত ঘুম হলেই সেরে যাবে।

🇨🇭 দৃষ্টি সমস্যা – Vision Problem:
দৃষ্টিগত কোন সমস্যা থাকলে চোখের ওপর চাপ পড়তে পারে। টিভি, কম্পিউটার, মোবাইল ফোনের স্ক্রিনের আলোও চোখের দৃষ্টিতে প্রভাব ফেলতে পারে। আর এই সব সমস্যা থেকে চোখের পাতা লাফানোর উপসর্গ দেখা দিতে পারে।

আরো পড়ুনঃ  ট্যারা চোখ | বাঁকা চোখ | Cross Eyes Homeo Treatment

🇨🇭 চোখের শুষ্কতা- Eye Dryness:
কম্পিউটার স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে, চোখে কন্ট্যাক্ট ল্যান্স ঠিকমতো না বসলে কিংবা বয়সজনিত কারণে চোখ শুকিয়ে যেতে পারে। আর এ কারণে চোখের পাতা লাফাতে পারে।

🇨🇭 পুষ্টির ভারসাম্যহীনতা- Nutrition Imbalance:
পুষ্টির ভারসাম্যহীনতা চোখের পাতা লাফানোর একটি কারণ। বিশেষ করে ম্যাগনেসিয়ামের অভাবে এমনটি হতে পারে।

🇨🇭 এলার্জি- Allergy:
যাদের চোখে এলার্জি আছে, তারা চোখ চুলকায় বা হাত দিয়ে ঘষে। এতে চোখ থেকে পানির সঙ্গে কিছুটা হিস্টামিনও নির্গত হয়। হিস্টামিন চোখের পাতা লাফানোর জন্য দায়ী বলে মনে করা হয়।

🇨🇭 ক্যাফিন এবং অ্যালকোহল- Caffeine and Alcohol :
কোনো কোনো বিশেষজ্ঞ মনে করেন, ক্যাফিন এবং অ্যালকোহল অতিরিক্ত সেবনে চোখের পাতা লাফাতে পারে।

মায়োকিমিয়া - Myokymia |চোখের পাতা লাফায় কেন | ডাঃ মাসুদ হোসেন।

🇨🇭 এই সকল কুসংস্কারে আপনিও কোনো না কোনো ভাবে বিশ্বাস করেছেন। তাহলে আর এই ভাবনায় না পড়ে, যখনই অস্বাভাবিকভাবে চোখের পাতা লাফাবে, তখনই চিকিৎসকের পরামর্শ নিন।

🇨🇭 ডাঃ মাসুদ হোসেন
Dr. Masud Hossain.
(বি, এইচ, এম, এস )
(ডি, এইচ, এম, এস) ( ঢাকা )।

🇨🇭 বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড। [ নিবন্ধন নং- Gov.Reg. No. 35423 ] রেজিস্ট্রার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিন।

📞 মোবাইল : +8801907-583252
+8801302-743871

🇨🇭 আমার এই দুইটি নাম্বার:

   +8801907-583252
   +8801302-743871

( What’sApp- হোয়াটসঅ্যাপ এবং Imo- ইমো ) খোলা আছে, চিকিৎসা নিতে চাইলে আমার এই দুইটি নাম্বার ফোনে সেভ করে সমস্যাগুলো লিখে অথবা অডিও রেকর্ড দিয়ে জানাবেন। আমি ফ্রী হয়ে সঠিক তথ্য দিয়ে চিকিৎসা দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ।

🛑 অরিজিনাল জার্মানী ঔষধ ও উন্নত চিকিৎসার জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান।

🇨🇭 রোগী দেখার সময়:
🛑 সকাল 09:00 — 01:00 টা।
🛑 বিকাল 05:00 রাত 10:00 টা পর্যন্ত।

🇨🇭 চিকিৎসা : সুখবর হচ্ছে, হোমিওপ্যাথিক চিকিৎসা
দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তির উপায়।

🇨🇭 সতর্কতাঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঝুকিপূর্ণ।

☎+8801907-583252 (WhatsApp, IMO)।

☎ +8801302-743871 (WhatsApp, IMO)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আপনার সমস্যা মন খুলে বলুন।
Send via WhatsApp
error: Content is protected !!