❤ যৌনসুখ উপভোগ করতে অর্গ্যাজমকে গুরুত্ব দেওয়া উচিত।
❤ অর্গ্যাজমকে মোটেও খারাপ কিছু ভাবা উচিত নয়। বরং দাম্পত্য জীবনের যৌনসুখ উপভোগ করতে অর্গ্যাজমকে গুরুত্ব দেওয়া উচিত।
❤ অর্গ্যাজম শব্দটি শুনলে আমাদের মনে প্রথমে যেটুক ধারণা তার মধ্যে খারাপের অংশই বেশি। শব্দটি নিয়ে একধরণের ট্যাবু আছে বলা যায়। আসলে রাগমোচন বা Orgasm কী ?এর কাজ কী ? কেন অর্গ্যাজম প্রয়োজন? তার কিছুই বেশিরভাগ মানুষ জানেন না।
❤ অধিকাংশই ধরে নেন ব্যাপারটি অস্বাভাবিক। স্পষ্ট ধারণা না থাকায় বিষয়টি নিয়ে অহেতুক কিছু ভুল প্রশ্ন আসে।
❤ অর্গ্যাজম শব্দটির সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্ক রয়েছে যৌনতার। যৌনতা কোনো অপরাধ নয়। স্বামী-স্ত্রী স্বাভাবিক শরীর মনের চাহিদা মেটাতে যৌনতার প্রয়োজন আছে। আনন্দ আর উত্তেজনা দুটোই যৌনতার অংশ। সুন্দর ও স্বাভাবিক যৌনজীবন কাটাতে যৌনসুখ উপভোগ করতে হয়। বিজ্ঞানের মতে নারীদের তিন প্রকারের অর্গ্যাজম ঘটে
নতুুন এক গবেষণায় দেখা গেছে নারীদের তিন ধরণের অর্গ্যাজম ঘটে থাকে। এর মধ্যে একজন নারী কেবলমাত্র একটি অর্গ্যাজমের অভিজ্ঞতা পেয়ে থাকে। অর্থাৎ অনেকটা রক্তের গ্রুপের মতো অর্গ্যাজম নারীদের মধ্যে সামঞ্জস্যপূর্ণ।
🇨🇭 Orgasm বা Sexual Climax বা প্রচন্ড উত্তেজনা হল যৌন প্রতিক্রিয়া চক্রের সময় পুঞ্জীভূত যৌন উত্তেজনার আকস্মিক স্রাব, যার ফলে পেলভিক অঞ্চলে ছন্দময় পেশী সংকোচন হয় যা যৌন আনন্দ চুরান্তু অনুভূতি দেয়। পুরুষদের ক্ষেত্রে অর্গ্যাজম সাধারণত বীর্যপাতের সময় ঘটে ( অর্গ্যাজম এবং বীর্যপাত প্রায়ই একই সাথে ঘটলেও এগুলি আসলে দুটি পৃথক ঘটনা যা একই সময়ে ঘটতে হবে এমন নয় ) কিন্তু নারীদের ক্ষেত্রে অর্গ্যাজম ভিন্ন। যদিও একজন নারীর অর্গ্যাজম অত্যন্ত আনন্দদায়ক হতে পারে এবং এক বা একাধিক পার্টনারের সাথে হস্তমৈথুন বা যৌন কার্যকলাপের সময় ঘটতে পারে কিন্তু যৌন কার্যকলাপের সময় মাত্র 65% বা তার চেয়ে কম নারীর অর্গ্যাজম ঘটে যেখানে পুরুষদের ক্ষেত্রে 100%। আমাদের বাংলাদেশে এ ব্যাপারে কোনো সমীক্ষা না হলেও ধারণ করা যায় যৌন কার্যকলাপের সময় বাংলাদেশের নারীদের মধ্যে অর্গ্যাজম ঘটে খুব কম। অনেকে অভিজ্ঞতা অর্জন তো দুরের কথা ‘অর্গ্যাজম’-এর সাথেই পরিচিত নয়।
আরো পড়ুনঃ মহিলাদের যোনি টাইট , ব্রেস্ট বড় ও পুরুষদের পুরুষ অঙ্গ মোটা হওয়ার হোমিও চিকিৎসা কার্যকরী।
❤ Orgasm আসলে কী?
❤ অনেকেই যৌনতার শুরুতেই সুখ খোঁজেন। এর সঙ্গে কিন্তু রাগমোচনের তফাৎ রয়েছে। অর্গ্যাজম হলো যৌনতার সেই মুহূর্ত যখন একজন ব্যক্তি চরম সুখ উপভোগ করেন।
❤ অর্গ্যাজম কেন দরকার?
❤ শরীরের জন্যেও ভীষণ উপকারী অর্গ্যাজম। প্রচন্ড উত্তেজনার মুহূর্তে শরীর থেকে অক্সিটোসিন নামের হরমোন নির্গত হয়। এটি আনন্দের অনুভূতিকে বহুগুণ করে দেয়। একইসঙ্গে অক্সিটোসিন স্নায়ুতন্ত্রকে শিথিল রাখে। যা মেলাটোনিন নামক হরমোন উৎপাদনে সাহায্য করে। ফলে ঘুম ভাল হয়। Female Orgasm.
❤ দুশ্চিন্তায় কম-বেশি সব মানুষই ভোগেন। স্ট্রেস বা কাজের চাপ কমাতেও অর্গ্যাজম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রচন্ড উত্তেজনার পর পেশি শিথিল হয়ে যায়। তখন মাথা থেকে স্ট্রেস থাকে দূরে। মনে আনন্দ থাকে অনেক বেশি। অর্গ্যাজম হলে মস্তিষ্ক থেকে ডোপামিন নি:সরণ হয়। এটি মস্তিষ্কের কার্যকারিতা নিয়ন্ত্রণে রাখে। আনন্দ, আকাঙ্খা বাড়িয়ে দেয় ❤💗।
❤ অর্গ্যাজমের সময় শরীরের যে সংকোচন প্রসারণ হয় তাতে পেলভিকের পেশীর স্থিতিস্থাপকতা বাড়ে। পেলভিকের পেশী অনেক বেশি শক্তিশালী হয়। একইসঙ্গে অনেক রকম ব্যথাও শরীর থেকে চলে যায়। নারীদের মূত্রাশয়ের কার্যকারিতা বাড়াতেও সাহায্য করে অর্গ্যাজম ❤।
❤ অর্গ্যাজমকে মোটেও খারাপ কিছু ভাবা উচিত নয়। বরং দাম্পত্য জীবনের যৌনসুখ উপভোগ করতে অর্গ্যাজমকে গুরুত্ব দেওয়া উচিত। তবে যৌনতার আনন্দ আর অর্গ্যাজমের মধ্যে পার্থক্য মাথায় রাখবেন। তবে সুস্থ থাকা যাবে।
❤ পুরুষদের যৌনতা সাধারণত লিঙ্গ-কেন্দ্রীক। অর্থাৎ-একটি অর্গাজমে তাদের যৌনতা শেষ হয়। তবে নারীর যৌনতা শুধুই যোনি-কেন্দ্রীক নয়। তাই চরম মুহূর্তে পৌঁছতে তাদের তুলনায় বেশি সময় লাগে।
❤ সাধারণত, উৎপাদনকামী যৌনতার ঝোঁক বেশি হয় পুরুষদের মধ্যে। এছাড়াও প্রকৃত যৌনশিক্ষার অভাব, সঙ্গমের সময় তাড়াহুড়ো করা ইত্যাদি কারণে পুরুষ তার নারী-পার্টনারকে সুখী করতে ব্যর্থ হন।
🇨🇭 ডাঃ মাসুদ হোসেন।
Dr. Masud Hossain.
( ডি, এইচ, এম, এস ) ঢাকা।
রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক এন্ড প্রাইভেট প্র্যাক্টিশনার। ( রেজি: নং- 35423 )
🇨🇭 বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড। [ নিবন্ধন নং- Gov.Reg. No. 35423 ] রেজিস্ট্রার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিন। হোমিও গবেষক / হোমিও বিশেষজ্ঞ চট্টগ্রাম।
🇨🇭 আমার এই দুইটি নাম্বার:
+8801907-583252
+8801302-743871
( What’sApp- হোয়াটসঅ্যাপ এবং Imo- ইমো ) খোলা আছে, চিকিৎসা নিতে চাইলে আমার এই দুইটি নাম্বার ফোনে সেভ করে সমস্যাগুলো লিখে অথবা অডিও রেকর্ড দিয়ে জানাবেন। আমি ফ্রী হয়ে সঠিক তথ্য দিয়ে চিকিৎসা দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ।
🛑 অরিজিনাল জার্মানী ঔষধ ও উন্নত চিকিৎসার জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান।
🇨🇭 রোগী দেখার সময়:
🛑 বিকাল 05:00 রাত 10:00 টা পর্যন্ত।
🇨🇭 সতর্কতাঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঝুকিপূর্ণ।
☎+8801907-583252 (WhatsApp, IMO)।
☎ +8801302-743871 (WhatsApp, IMO)।