অণ্ডকোষের রোগ-এপিডিডাইমাইটিস | Epididymitis | Dr. Masud Hossain.

অণ্ডকোষের রোগ-এপিডিডাইমাইটিস | Epididymitis | Dr. Masud Hossain.

🇨🇭 অণ্ডকোষের রোগ এপিডিডাইমাইটিস- Epididymitis হলো এপিডিডাইমিসের প্রদাহ। এ অবস্থা সামান্য থেকে খুব বেশি যন্ত্রণাদায়ক হতে পারে।

🇨🇭 প্রতিটি অন্ডকোষের উপরের অংশকে- এপিডিডাইমিস ( Epididymis ) বলে। এটি হল বীর্য সংরক্ষণের স্থান।

🇨🇭 টিউব এবং অন্যান্য নালী বেয়ে বীর্য এপিডিডাইমিস ( Epididymis ) থেকে অন্ডকোষে চলে আসে।

🇨🇭 এর মাধ্যমে শুক্রাণু টেস্টিকল থেকে স্পার্মাটিক নালীতে যায়। এতে জ্বালাপোড়া হলে তাকে এপিডিডাইমিটিস- Epididymitis বলে। এর কারণে এপিডিডাইমিস ও টেস্টিকল ফুলে যায় ও জ্বালাপোড়াসহ প্রচন্ড ব্যথা হয়।

🇨🇭 এছাড়াও এই অবস্থায় জ্বর, স্ক্রটাম- Scrotums ফুলে যাওয়া, লালবর্ণ ধারণ করা, ইউরেথ্রাইটিসে জ্বালাপোড়া হওয়া সহ বিভিন্ন সমস্যা দেখা যায়।

🇨🇭 এর দুইটি ফর্ম রয়েছে, একটি সেক্সুয়ালী ট্রান্সমিটেড ফর্ম আরেকটি নন-স্পেসিফিক ব্যাকটেরিয়াল ফর্ম।

অণ্ডকোষের রোগ-এপিডিডাইমাইটিস | Epididymitis | Dr. Masud Hossain.

🇨🇭 অণ্ডকোষের প্যাঁচ থেকে এপিডিডাইমাইটিস পৃথক করা কঠিন হতে পারে। অণ্ডকোষের প্যাঁচ ও এপিডিডাইমাইটিস- Epididymitis একই সময়ে সংঘটিত হতে পারে।

🇨🇭 যেসব কারণে অণ্ডথলিতে ব্যথা হয়, সেসব কারণ প্রথমে পরীক্ষা-নিরীক্ষা করে দূর করতে হবে। এসবের মধ্যে রয়েছে­ অণ্ডকোষের ক্যান্সার, অণ্ডথলির শিরাগুলো বড় হওয়া ( Varicocele ) কিংবা এপিডিডাইমিসের মধ্যে সিস্ট হওয়া। অনেক সময় অণ্ডথলি এলাকার যেসব স্নায়ু পেটের সাথে সংযুক্ত থাকে, কখনো কখনো তা হার্নিয়ার মতো ব্যথা সৃষ্টি করে। পরীক্ষা-নিরীক্ষার মধ্যে রয়েছে শারীরিক পরীক্ষা ও USG of Scrotum – আল্ট্রাসাউন্ড।

আরো পড়ুনঃ   অলিগোসস্পার্মিয়া বা বীর্যে শুক্রাণুর সংখ্যা কম থাকা | Oligospermia     

🇨🇭 ক্রনিক বা দীর্ঘমেয়াদি এপিডিডাইমাইটিস- Epididymitis হলে প্রথমবার চিকিৎসার পরও এপিডিডাইমিসের প্রদাহ থেকে যাওয়া। বিশেষভাবে এদের দীর্ঘদিন চিকিৎসার প্রয়োজন হয়। ক্রনিক এপিডিডাইমাইটিসে এমনকি সংক্রমণ না থাকলেও প্রদাহ থাকে। ওপরের কোনো কারণ ছাড়াও এ অবস্থা হতে পারে। ধারণা করা হয় যে, স্নায়ু ও মাংসপেশিসহ কিছু নির্দিষ্ট অঙ্গের অতি সংবেদনশীলতা ক্রনিক এপিডিডাইমাইটিস- Epididymitis ঘটাতে পারে।

🇨🇭 এপিডিডাইমাইটিস- Epididymitis ,হোমিওপ্যাথি চিকিৎসা অত্যন্ত কার্যকরী। লক্ষনভিত্তিক ঔষধ প্রয়োগের মাধ্যমে স্থায়ীভাবে এপিডিডাইমাইটিস– Epididymitis, দূর করা যায়। তবে অবশ্যই একজন রেজিস্টার্ড প্রাপ্ত ও অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্ৰহন করতে হবে।

homeo treatment
homeo treatment

🇨🇭 ডাঃ মাসুদ হোসেন
Dr. Masud Hossain.
(বি, এইচ, এম, এস )
(ডি, এইচ, এম, এস) ( ঢাকা )।

🇨🇭 বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড। [ নিবন্ধন নং- Gov.Reg. No. 35423 ] রেজিস্ট্রার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিন।

📞 মোবাইল : +8801907-583252
+8801302-743871

🇨🇭 আমার এই দুইটি নাম্বার:

   +8801907-583252
   +8801302-743871

( What’sApp- হোয়াটসঅ্যাপ এবং Imo- ইমো ) খোলা আছে, চিকিৎসা নিতে চাইলে আমার এই দুইটি নাম্বার ফোনে সেভ করে সমস্যাগুলো লিখে অথবা অডিও রেকর্ড দিয়ে জানাবেন। আমি ফ্রী হয়ে সঠিক তথ্য দিয়ে চিকিৎসা দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ।

🛑 অরিজিনাল জার্মানী ঔষধ ও উন্নত চিকিৎসার জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান।

🇨🇭 রোগী দেখার সময়:
🛑 সকাল 09:00 — 01:00 টা।
🛑 বিকাল 05:00 রাত 10:00 টা পর্যন্ত।

🇨🇭 চিকিৎসা : সুখবর হচ্ছে, হোমিওপ্যাথিক চিকিৎসা
দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তির উপায়।

🇨🇭 সতর্কতাঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঝুকিপূর্ণ।

☎+8801907-583252 (WhatsApp, IMO)।

☎ +8801302-743871 (WhatsApp, IMO)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আপনার সমস্যা মন খুলে বলুন।
Send via WhatsApp
error: Content is protected !!