হাইপো-থাইরয়েডিজম এবং হাইপার-থাইরয়েডিজম

হাইপো-থাইরয়েডিজম এবং হাইপার-থাইরয়েডিজম কি এবং এর হোমিও চিকিৎসা

🇨🇭 হাইপো-থাইরয়েডিজম ( Hypothyroidism):

🩸 এটি একটি -থাইরয়েড ( Thyroid ) হরমোনের ঘাটতিজনিত রোগ। এটি একটি ( Autoimmune Disease ) যা থাইরয়েড ( Thyroid ) গ্ল্যান্ড কে ধ্বংস করে দেয়। যখন শরীরের থাইরয়েড গ্লান্ড যতটুকু প্রয়োজন ততটুকু হরমোন তৈরি করতে পারে না সেই বিষয়টিকেই হাইপো-থাইরয়েডিজম বলে।

🇨🇭 থাইরয়েড গ্রন্থি সাধারণত দুই ধরণের হরমোন নিঃসরণ করে যথা:

  • 🧪 ট্রাই-আয়োডোথাইরোনিন- ( T3 )
  • 🧪 থাইরক্সিন – ( T4 )

🩸 অর্থাৎ- থাইরয়েড হরমোন বলতে , ট্রাই-আয়োডোথাইরোনিন এবং থাইরক্সিনকে বুঝায়। এরা টাইরোসিন ভিত্তিক হরমোন যা থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়।
ঠিক সময়ে চিকিৎসকের পরামর্শে রোগী যদি রক্তের – TSH ( থাইরোয়েড স্টিমুলেটিং হরমোন ) পরীক্ষা করে, আর এতে যদি ( TSH ) উচ্চ মাত্রায় থাকে তাহলে হাইপোথাইরয়েডের সমস্যা ধরা পড়ে।

🩸 হাইপোথাইরয়েডিজম বর্তমানে অতি দ্রুতহারে বৃদ্ধি পাওয়া একটি রোগ। পুরুষের তুলনায় নারীদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি 6 থেকে 10 গুণ বেশি। কিন্তু দেখা যায় এখনও আমাদের মধ্যে অধিকাংশ নারীরই এ রোগ সম্পর্কে ধারণা কম।

হাইপো-থাইরয়েডিজম এবং হাইপার-থাইরয়েডিজম

🛑 আসুন আমরা হাইপোথাইরয়েডিজম ( Hypothyroidism ) সম্পর্কে জেনে নেই:

🇨🇭 হাইপোথাইরয়েডিজম- Hypothyroidism কি?

( Hypo ) অর্থ কম। যখন কোন কারণে মানুষের থাইরয়েড গ্রন্থি থেকে প্রয়োজনের তুলনায় স্বল্প পরিমানে হরমোন উৎপন্ন হলে তখন তাকে হাইপোথাইরয়েডিজম বলে। থাইরয়েড দেখতে একটি প্রজাপতির মত গ্রন্থি যা আমাদের গলায় থাকে। এই গ্রন্থি হতে থাইরক্সিন নামক হরমোন নিসৃত হয়। থাইরক্সিন হরমোন আমাদের দেহের বিভিন্ন বিপাকীয় প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি হৃদপিন্ডের গতি নিয়ন্ত্রণে, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে, শরীরে কতটুকু প্রোটিন উৎপাদন হবে ইত্যাদি গুরুপুর্ণ কাজে থাইরয়েড হরমোনের প্রভাব রয়েছে।

🇨🇭 হাইপোথাইরয়েডিজম ( Hypothyroidism ) এর কারন:

🩸 সাধারণ জনসংখ্যার প্রায় তিন শতাংশ হাইপোথাইরয়েড। খাবারে আয়োডিনের স্বল্পতা হাইপোথাইরয়েড হবার একটি বড় কারণ। হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত হবার বেশকিছু কারণ আছে। ইতিহাস বলে এখনো অনেক উন্নয়নশীল দেশে, আয়োডিন স্বল্পতাকেই বিশ্বজুড়ে হাইপোথাইরয়েডিজমের সবচেয়ে সাধারণ কারণ। আয়োডিনের স্বল্পতা ছাড়াও ( Hashimoto’s Thyroiditis ) হাশিমোতোর থাইরয়েডিটিস বা থাইরয়েড গ্রন্থির এক প্রকার প্রদাহ ( Inflammation ) অথবা ( Hypothalamus ) বা পিটুইটারিগ্রন্থির থেকে নিসৃত TSH স্বল্পতাও এই রোগের কারণ হতে পারে। গর্ভধারণের সময় দেহের মেটাবলিজম বৃদ্ধির কারণে থাইরয়েড হর্মোনের প্রয়োজন এত বেশি বৃদ্ধি পায় যে সাময়িক ভাবে থাইরয়েড হর্মোন কম পড়তে পারে যা জন্মদানের পর আপনি ঠিক হয়ে যেতে পারে। তবে কারো যদি আগে থেকেই মৃদু হাইপোথাইরয়েডিজম থাকে তাহলে তা আরো প্রকট হয়ে পড়তে পারে।

🇨🇭 হাইপোথাইরয়েডিজম Hypothyroidism এর লক্ষণ:

🩸 হাইপোথাইরয়েডিজম অনেক ক্ষেত্রেই সঠিক সময়ে ধরা পড়ে না। থাইরয়েড হরমোনজনিত রোগের লক্ষণগুলো এতটাই বৈচিত্র্যময় হয় যে খুব সহজেই তা চিকিৎসকদের সন্দেহকেও এড়িয়ে যায়। তাই কিছু উপসর্গ আছে যা দেখে আপনি নিজেই সন্দেহ করতে পারবেন হয়তো আপনি হাইপোথাইরয়েডিজম- ( Hypothyroidism ) এ ভুগছেন এবং চিকিৎসকের শরনাপন্ন হতে পারবেন।

🇨🇭 প্রাপ্তবয়স্কদের মধ্যে হাইপোথাইরয়েডিজমের নিম্নোক্ত লক্ষণগুলো দেখা যায়।

হাইপো-থাইরয়েডিজম এবং হাইপার-থাইরয়েডিজম

🇨🇭 প্রাথমিক লক্ষণ ( Primary Symptoms ):

  • 🩸 ঠাণ্ডা সহ্য করতে না পারা, ঠাণ্ডার প্রতি স্পর্শকাতরতা বৃদ্ধি পায়।
  • 🩸 ওজনবৃদ্ধি, এমনকি কম খেলেও।
  • 🩸 শরীরে আন্তঃকোষীয় কলা বৃদ্ধি ও পানি জমা শুরু।
  • 🩸 ব্রাডিকার্ডিয়া – নাড়ির গতি হ্রাস পাওয়া- স্পন্দন মিনিটে ষাট বারেরও কম হয়।
  • 🩸 ঘামের পরিমাণ হ্রাস পাওয়া।
  • 🩸 ত্বকের শুষ্কতা ও চুলকানি প্রবণতা বৃদ্ধি পাওয়া।
  • 🩸 পেশিতে হালকা ব্যাথা বা ক্রাম্প – প্রধানত- মাসল হাইপোটোনিয়া বা শৈথিল্যের কারণে।
  • 🩸 দৈহিক অবসাদ বা অস্বস্তি এবং সারা দেহে এবং অস্থিসন্ধিতে- অর্থাৎ গাঁটে ব্যাথা।
  • 🩸 বিষণ্ণতা বা মানসিক অবসাদগ্রস্থতা যাকে, সিউডো-ডিপ্রেশন বলা হয়।
  • 🩸 গলগণ্ড থাকতে পারে, বা নাও থাকতে পারে।
  • 🩸 মলিনতা,কোষ্ঠকাঠিন্য, রজঃস্রাব প্রাথমিক দশায় বৃদ্ধি পেতে পারে।
🇨🇭 ক্রনিক লক্ষণ ( Chronic Symptoms ):
  • 🩸 শরীরে আন্তঃকোষীয় কলা বৃদ্ধি ও পানি জমারজন্য এমনকি কার্পাল টানেল সিনড্রোম পর্যন্ত হতে পারে।
  • 🩸 মিক্সিডিমা অর্থাৎ আন্তঃকোষীয় লসিকার মধ্যে শ্লেষ্মার মত (মিক্সয়েড) পদার্থ জমা হয়ে ইডিমা যার উপরে চাপ দিলেও তা সরে গিয়ে পিটিং বা গর্ত তৈরী হতে দেয় না।
  • 🩸 ত্বক শুষ্ক এবং ফুলে যায়, বিশেষ করে মুখস্বরতন্ত্রীর স্ফীতির জন্য স্বর ভেঙে গিয়ে ভারি হয়ে যায়।
  • 🩸 চিন্তাধারার গতি স্লথ হয়ে যায়।
  • 🩸 চোখের ভ্রু চিকন হতে শুরু করে এবং ভ্রর বাইরের অংশ প্রায় মুছে যায় (ম্যাডারোসিস)।
  • 🩸 রজঃচক্র অনিয়মিত হয়ে পড়ে।
  • 🩸 শরীর তাপমাত্রা হ্রাস পায়।

🛑 উপরের কয়েকটি লক্ষণ একসাথে দেখা দিলেই একজন অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত এবং কিছু পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া উচিত আপনি হাইপোথাইরয়েডিজম এ ভুগছেন কি না।

আরো পড়ুনঃ  হাশিমোটোর থাইরয়েডাইটিস এবং এর হোমিও চিকিৎসা।

🇨🇭 হাইপার-থাইরয়েডিজম ( Hyperthyroidism ):

🩸 হাইপার-থাইরয়েডিজম হলো থাইরয়েড গ্রন্থির অতিরিক্ত থাইরক্সিন হরমোন উৎপাদনের কারণে সৃষ্ট রোগ। তাই হাইপার-থাইরয়েডিজম ( Hyperthyroidism ) সম্পর্কে ভালোভাবে জানতে হলে থাইরয়েড গ্রন্থি ও থাইরয়েড হরমোন কি এই দুটি বিষয় সম্পর্কেও স্পষ্ট ধারণা থাকতে হবে।

🇨🇭 থাইরয়েড হলো একটি অন্তক্ষরা গ্রন্থি যা গলায় অবস্থিত। থাইরয়েড গ্রন্থিটি দুটি লোব নিয়ে গঠিত এবং দেখতে অনেকটা প্রজাপতির মতো। থাইরয়েড গ্রন্থি থাইরয়েড হরমোন নামের একধরনের হরমোন উৎপন্ন করে। থাইরয়েড হরমোনের রয়েছে ট্রাইডোথাইরোনাইন,থাইরক্সিন, আয়োডিন ও টাইরোসিন নামক উপাদান। থাইরয়েড হরমোন আমাদের শারীরিক ও মানসিক বিকাশে এবং বিপাক প্রক্রিয়ায় সাহায্য করে। কিন্তু থাইরয়েড গ্রন্থি যদি আমাদের দেহের জন্য প্রয়োজনের চেয়ে কম বা বেশি হরমোন নিঃসরণ করে তাহলে সেটা দেহে নানা সমস্যা তৈরি করে। থাইরয়েড গ্রন্থি থেকে দেহের জন্য প্রয়োজনের চেয়ে বেশি থাইরয়েড হরমোন নিঃসৃত হলে তাকে হাইপারথাইরয়েডিজম বলে।

homeotreatment
🇨🇭 হাইপারথাইরয়েডিজম ( Hyperthyroidism ) এর লক্ষণ:

হাইপারথাইরয়েডিজমের ( Hyperthyroidism ) কারণে থাইরোটক্সিসিস হয়। এমতাবস্থায় আক্রান্ত ব্যাক্তির দেহে কয়েকটি লক্ষণ প্রকাশ পায়। এই লক্ষণগুলোর মাধ্যমে হাইপারথাইরয়েডিজম সনাক্ত করা হয়। তবে সবার ক্ষেত্রে একই রকম লক্ষণ প্রকাশ নাও পেতে পারে। তাই হাইপারথাইরয়েডিজম নির্নয় করার জন্য ল্যাবটেস্টের প্রয়োজন হতে পারে।

🇨🇭 হাইপারথাইরয়েডিজম ( Hyperthyroidism ) এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে:

  • 🩸ঘাম বেড়ে যাওয়া।
  • 🩸 সর্বদা উদ্বিগ্ন থাকা
    ওজন কমে যাওয়া।
  • 🩸 অল্পতেই ঘাবড়ে যাওয়া।
  • 🩸 মেজাজ খিটখিটে হওয়া।
  • 🩸 হার্টবিট বা হৃদস্পন্দন দ্রুত হওয়া – বুক ধড়ফড় করা।
  • 🩸 মহিলাদের ক্ষেত্রে অনিয়মিত মাসিক।
  • 🩸 অন্ত্রের গতি বেড়ে যায় যার ফলে ডায়রিয়া হয়।
  • 🩸 হাত পায়ে কম্পন অর্থাৎ অনইচ্ছাকৃতভাবে হাত পায়ে কাঁপন।
🇨🇭 হাইপার-থাইরয়েডিজম (Hyperthyroidism) এর কারণ:
  • 🩸 গ্রেভ’স ডিজিজ নামক এক ধরনের অটোইমিউন রোগ।
  • 🩸 টক্সিক থাইরয়েড নডিউল।
  • 🩸 মাল্টিনডিউলার গয়টার।
  • 🩸 পিটুইটারি কিংবা থাইরয়েড গ্রন্থির ক্যানসার।
  • 🩸 অতিরিক্ত আয়োডিন গ্রহণ।
  • 🩸 বিভিন্ন ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াজনিত কারণে।
  • 🩸 প্রসব পরবর্তী কিংবা ভাইরাস সংক্রমণ পরবর্তী অবস্থায় থাইরয়েড গ্রন্থিতে সৃষ্ট প্রদাহ
    ইত্যাদি বিভিন্ন ধরনের শারীরিক অবস্থার কারণে থাইরয়েড গ্রন্থি থেকে অত্যধিক পরিমাণে থাইরক্সিন ও ট্রাইআয়োডোথাইরোনিন নির্গত হয়।
🇨🇭 হাইপারথাইরয়েডিজম- ( Hyperthyroidism ) ও তার হোমিও চিকিৎসা ( Homeopathic medicines for Hyperthyroidism ):
  • 🧪 Calcarea Carbonica.
  • 🧪 Thuja.
  • 🧪 Thyroidinum.
  • 🧪 Arsenicum Iodatum.
  • 🧪 Fucus.
  • 🧪 Iodum.
  • 🧪 Lycopus.
  • 🧪 Spongia.
  • 🧪 Belladonna.
  • 🧪 Cactus.
  • 🧪 Calcarea Carbonica.
  • 🧪 Sepia Officinalis.
  • 🧪 Lycopodium Clavatum.
  • 🧪 Graphites.
  • 🧪 Nux Vomica.
  • 🧪 Iodum – treats hypothyroidism. The person is Emaciated.
  • 🧪 Thymusinum – treatment of stunted conditions in children.
  • 🧪 Bromum- treats goiter.
  • 🧪 Lapis Albus treats hyperthyroidism and goiter.
  • 🧪 Natrum muriaticum treats an underactive gland.
  • 🧪 Thyroidinum.

🛑 অবশ্যই একজন বিশেষজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেয়া উচিত।

হোমিওপ্যাথি চিকিৎসা চট্টগ্রাম

🇨🇭 আমার এই দুইটি নাম্বার:

   +8801907-583252
   +8801302-743871

( What’s App-হোয়াটসঅ্যাপ এবং Imo- ইমো ) খোলা আছে, চিকিৎসা নিতে চাইলে আমার এই দুইটি নাম্বার ফোনে সেভ করে সমস্যাগুলো লিখে অথবা অডিও রেকর্ড দিয়ে জানাবেন। আমি ফ্রী হয়ে সঠিক তথ্য দিয়ে চিকিৎসা দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ।

🇨🇭 রোগী দেখার সময়:
🛑 সকাল 09:00 — 01:00 টা।
🛑 বিকাল 05:00 রাত 10:00 টা পর্যন্ত।

🇨🇭 চিকিৎসা : সুখবর হচ্ছে, হোমিওপ্যাথিক চিকিৎসা
দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তির উপায়।

🇨🇭 সতর্কতাঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঝুকিপূর্ণ।

🇨🇭 ডাঃ মাসুদ হোসেন
Dr. Masud Hossain
(বি, এইচ, এম, এস )
(ডি, এইচ, এম, এস)

☎ 01907-583252 (WhatsApp, IMO)
☎ 01302-743871(WhatsApp, IMO)

[রেজিস্ট্রার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিন
Govt reg No. 35423 ]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আপনার সমস্যা মন খুলে বলুন।
Send via WhatsApp
error: Content is protected !!