লাইপোমা Lipoma

লাইপোমা Lipoma Best homeotreatment 01907-583252

Lipoma (লাইপোমা)

ডাঃ মাসুদ হোসেন (বি, এইচ, এম, এস ) (ডি, এইচ, এম, এস)

☎️ 01907-583252
☎️ 01302-743871

লাইপোমা Lipoma
 Lipoma

Lipoma ( চর্বিযুক্ত টিউমার )
রোগটি নিয়ে অনেকেই দুঃশ্চিন্তায় থাকেন। আসলে এটি একধরণের চর্বিযুক্ত টিউমার(Fatty tumor), যা মেডিকেলের ভাষায় লাইপোমা(Lipoma) বলা হয়।

এটি কেন হয় তার সঠিক কারন এখনও অজানা। তবে বংশগত কারনে এটি বেশি হতে দেখা যায়। এটি একটি চর্বিযুক্ত ফোলা অংশ যা খুব ধীরে ধীরে বড় হয়। Lipoma সাধারণত ত্বক ও মাংসপেশীর মাঝে সৃষ্টি হয়। আঙ্গুল দিয়ে সামান্য চাপ দিলে এটি নড়াচড়া করে, তাই সহজেই একে শনাক্ত করা যায়। এটি সাধারণত বেশ শক্ত হয়। একজন ব্যক্তির একাধিক বার এটি হতে পারে। সাধারণত পেটের, উরু, বাহু, পিঠের চামড়ার নিচে বেশি হতে দেখা যায়। যে কোনো বয়সে এটি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে মধ্য বয়সীদের এটি বেশি হয়ে থাকে। মহিলাদের চেয়ে পুরুষের আক্রান্তের হার বেশি। Adiposis dolorosa, Madelung disease, Cowden syndrome এবং Gardner’s syndrome-এ আক্রান্ত ব্যক্তিদের  এটি হওয়ার সম্ভাবনা বেশি। লাইপোমা কোনো ক্যান্সার নয় এবং সাধারণত এর ফলে বিশেষ কোনো ক্ষতি হয় না।

তবে মারাত্নক ক্ষতিও হতে পারে যদি এটি ব্যথাযুক্ত হয় বা কোন কারণে যদি জীবানু সংক্রমণ হয়। তবে কোনো কোনো ক্ষেত্রে ক্যান্সার আক্রান্ত হতে পারে। রোগীর শারীরিক অবস্থার উপর নির্ভর করে। তাছাড়া বিশেষ কোন ক্ষতি করে না রোগীর শারীরিক অবস্থা যদি ভালো থাকে।

লাইপোমার ধরন:

এটি সাধারণত অনেক প্রকার হতে পারে। এর মধ্যে সচরাচর যা দেখা যায় সেটা হলো চামড়ার নিচে এবং কিছু ক্ষেত্রে মাংসের সাথে মিশে থাকে। অধিকাংশ ক্ষেত্রে লাইপোমাগুলো ব্যাথা মুক্ত হয়। সাধারণত ব্যাথা মুক্ত টিউমার গুলো বডিতে তেমন ক্ষতি করেনা। তবে ব্যাথা যুক্ত টিউমারগুলো হলো ভয়ের কারন।যদি টিউমারে ব্যাথা অনুভব হয় Biopsy( FNAC) পরীক্ষা গুলো করে কনফার্ম হতে হয়, যে ভিতরে ক্যান্সারের কোষ আছে কি না। যদি ফলাফল পজিটিভ হয় সেই ক্ষেত্রে তাৎক্ষনিক চিকিৎসার প্রয়োজন।

লাইপোমা Lipoma
লাইপোমা Lipoma

কারন:

এটির হওয়ার পেছনে নিদিষ্ট কোনো কারন খুজে পাওয়া যায়নি। তবে ধারণা করা হয়, অনেক ক্ষেত্রে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার গ্রহনের ফলে এসব দেখা দেয়।

চিকিৎসা :
Homeo Treatment of Lipoma:

1.Thuja occidentalis
2.Calcarea carbonica
3.Aurum metallicum
4.Baryta carbonica
5.Phytolacca decandra
6.Lapis alba
7.Spongia tosta
8.Floor
9.Phos

লাইপোমার হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত ঔষধের সংখ্যা অনেক। এখানে সংক্ষেপে কয়েকটি ঔষধ সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে। এর জন্য কোন দক্ষ হোমিওপ্যাথিক চিকিৎসকের সাহায্য নিন।
এটির জন্য সাধারণত দুই ধরনের চিকিৎসা সেবা আছে। অস্ত্রপ্রাচার বা ঔষধ প্রয়োগ। অনেক সময় দেখা যায় অপারেশন করার পরও আবার হয়। তাই রোগীদের আগ্রহ দেখা যায় হোমিওপ্যাথিতে। একনাগাড়ে হোমিওপ্যাথি ঔষধ সেবন করলে লাইপোমা বিলিন হয়ে যায়।

লাইপোমা Lipoma
Lipoma

নিষেধ:
লাইপোমা হলে গরু, খাসি ও ফাস্টফুড জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে।

হাত দিয়ে টিউমারগুলোতে বেশি চাপাচাপি করা যাবে না।

অনলাইনে চিকিৎসা দেয়া হয়।

এ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন:

ডাঃ মাসুদ হোসেন (বি, এইচ, এম, এস ) (ডি, এইচ, এম, এস)

☎️ 01907-583252
☎️ 01302-743871

[রেজিস্ট্রার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিন
Govt reg No. 35423 ]

 

অন্য লেখা পেড়তে ক্লিক করুন

https://www.facebook.com/groups/homeopathydoctormasud/?ref=share

https://youtube.com/c/HomeopathicDoctorBD

https://www.facebook.com/Homoeopathic-Doctor-BD-new-104188911800693/

https://www.facebook.com/groups/626287091281092/?ref=share

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আপনার সমস্যা মন খুলে বলুন।
Send via WhatsApp
error: Content is protected !!