লক্ষনভিত্তিক কিছু হোমিও ঔষধের নাম

লক্ষনভিত্তিক কিছু হোমিও ঔষধের নাম | Homeopathic Remedies | ডাঃ মাসুদ হোসেন।

🧪 অ্যাব্রোটেনাম ( Abrotanum ) :

  1. বিভিন্ন রোগে রুপান্তর।
  2. উদরাময়ে উপশম।
  3. ক্ষয়দোষ বা প্রবল ক্ষুধা সত্ত্বেও দেহ শুকাইয়া যায়।
  4. বাচালতা।

🧪 অ্যাসেটিক এসিড: ( Acidic Acid ):

  1. প্রচুর প্রস্রাব,প্রবল পিপাসা ও অরুচি।
  2. দারুণ দূর্বলতা ও শ্বাসকষ্ট।
  3. জ্বরে পিপাসা নাই কিন্তু অন্য রোগের সাথে প্রবল পিপাসা।

🧪 এপিস মেলিফিকা ( Apis Mel ):

  1. মুত্রকষ্ট ও মুত্র স্বল্পতা।
  2. জ্বালা ও ফোলা।
  3. গরমকাতর ও স্পর্শকাতর।
  4. হুল ফোটানো ব্যাথা।

🧪 অ্যাগারিকাস মাসকেরিয়াস ( Agaricus Mas ):

  1. বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গর নর্তন,স্পন্দন।
  2. মেরুদন্ডের স্পর্শকাতরতা।
  3. শরীরে ঠান্ডা বা গরম হুল ফোটানোর অনুভূতি।
  4. আড়াআড়ি ভাবে রোগাক্রান্ত।

🧪 অ্যাপোসাইনাম ক্যানাবিনাম ( Apocynum Cana ):

  1. পর্যায়ক্রমে শোথ ও উদরাময়।
  2. ঘাম,প্রস্রাবের অভাব।
  3. ঠান্ডা পানি অসহ্য।

🧪 অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস ( Anacardium ):

  1. স্মৃতি শক্তির দূর্বলতা।
  2. অভিশাপ ও শপথ করার ইচ্ছা।
  3. খাদ্যে হ্রাস।
  4. মলদ্বারে হুল ফোটানো অনুভুতি।

🧪 অ্যারাম ট্রিফাইলাম ( Arum triphyllum ) :

  1. নাক,মুখ বা ঠোঁট খুঁটিতে থাকা।
  2. জ্বালা ও প্রদাহ।
  3. প্রস্রাব কম ও বন্ধ হওয়া।
homeo treatment chattogram

🧪 অ্যাকটিয়া রেসিমোসা বা সিমিসিফুগা ( Actaea Racemosa ):

  1. ঋতুস্রাবের সাথে ব্যথা।
  2. পর্যায়ক্রমে শারীরিক ও মানসিক লক্ষণ।
  3. জরায়ুর দোষে শ্বাসকষ্ট।

🧪 অ্যামোনিয়াম কার্বনিকাম ( Ammonium Carb ):

  1. শ্বাসকষ্ট ও হৃদপিন্ডের দূর্বলতা।
  2. সকালে নাক দিয়ে রক্ত পড়া।
  3. রাতে নাক বন্ধ।
  4. ঋতুকালে ভেদবমি।

🧪 অ্যালিয়াম সেপা ( Allium Cepa ):

  1. নাক থেকে ক্ষতকর স্রাব(শ্লেষ্মা)।
  2. পেটে বায়ু সঞ্চার।

🧪 অ্যাকোনাইটাম ন্যাপেলাস ( Aconite Nap ):

  1. আকস্মিকতা ও ভীষনতা।
  2. অস্থিরতা ও মৃত্যুভয়।
  3. জ্বালা ও পিপাসা।
  4. প্রচন্ড শীত/গরমের প্রকোপ।

🧪 অ্যালো সোকোট্রিনা ( Aloe ):

  1. অসাড়ে মলত্যাগ ও অক্ষমতা।
  2. অতিরিক্ত বায়ুনি:সরন ও মলদ্বারে পূর্নতাবোধ।
  3. ঠান্ডা পানিতে অর্শের উপশম।

🧪 অ্যান্টিমনিয়াম টার্টারিকাম ( Antimmnium ):

  1. নিদ্রার সাথে শ্বাসকষ্ট ও নিদারুন দূর্বলতা।
  2. মুখমন্ডল ঘর্মাক্ত ও নীলাভ।
  3. ক্রুদ্ধভাব ও কোলে উঠিতে চাওয়া।
  4. টিকার কুফল।

🧪 অ্যালুমিনা ( Alumina ):

  1. স্মৃতিভ্রংশ ও পক্ষাঘাত সদৃশ্য দূর্বলতা।
  2. মলত্যাগে কষ্ট।
  3. শীতার্ততা ও শুস্কতা।
ট্রাইজেমিনাল নিউরালজিয়া হোমিও চিকিৎসা।

🧪 অ্যান্টিমনিয়াম ক্রুডাম ( Antim Crud ):

  1. স্থুলদেহ ও জিহবায় সাদা প্রলেপ।
  2. অরুচি এবং খাবারের পর বমি।
  3. ক্রোধ,ক্রন্দন,বিরক্তি, বিষন্নতা।
  4. গোসল অসহ্য।

🧪 ওলিয়াম জেকোরিস অ্যাসেলাই ( Oleum Jecoris ):

  1. শীতার্ততা ও ক্ষয়দোষ।
  2. প্রাধান্য পীতবর্নের।
  3. বিশেষত: যকৃতে ব্যাথা।
  4. হৃদকম্পন বা বুক জ্বালা।

🧪 অরাম মেটালিকাম ( Aurum Met ):

  1. আত্মহত্যার ইচ্ছা,জীবনে বিতৃষ্ণা।
  2. রাত,ঠান্ডা ও শীতকালে বৃদ্ধি।
  3. বেদনা ভ্রমনশীল।
  4. মানসিক ও শারীরিক ব্যস্তবাগীশ ভাব।

🇨🇭 আর্সেনিক এল্বাম ( Arsenic Album ):

  1. অস্থিরতা,মৃত্যুভয় ও নিদারুণ দূর্বলতা।
  2. মধ্য দিবা বা মধ্য রাতে বৃদ্ধি।
  3. পিপাসা প্রবল কিন্তু ক্ষনে ক্ষনে অল্প পানি পান,পানি পান মাত্রই বমি।
  4. জ্বালা ও দূর্গন্ধ।

🇨🇭 আর্নিকা মন্টেনা ( Arnica Montana ):

  1. বেদনা,আঘাত ও রোগজনিত।
  2. অস্থিরতা ও স্পর্শকাতরতা।
  3. বিছানা শক্ত মনে হয় কিন্ত অন্যান্য কষ্ট সম্বন্ধে বলে সে ভাল আছে।
  4. আতঙ্ক ও সঞ্জানে প্রলাপ।

🧪 আর্জেন্টাম নাইট্রিকাম ( Argent Nit ):

  1. ব্যস্ততা ও ত্রস্তভাব।
  2. চিনি বা মিষ্টি খাবার প্রবল ইচ্ছা,কিন্তু তা সহ্য হয় না।
  3. মলের রং পরিবর্তন ও বায়ুনি:সরন।
  4. কাটা/হুল ফোটার মত বেদনা।

🧪 আর্জেন্টাম মেটালিকাম ( Argent Met ):

  1. দূর্বলতা বুকের মধ্যে।
  2. স্বরভঙ্গদোষ।
  3. জরায়ুর শিথিলতা ও বাম ডিম্বকোষের ব্যাথা।
  4. মানুষিক পরিশ্রমবশত:স্নায়বিক দূর্বলতা,অতিরিক্ত শুক্রক্ষয়।

🧪 আয়োডিন ( Iodine ):

  1. ধাতুগত গন্ডমালাদোষ।
  2. অতিরিক্ত ক্ষুধা।
  3. গরমকাতরতা।
    4.অস্থিরতা ও আত্মহত্যার ইচ্ছা।

🧪 ব্যাপটিসিয়া টিংকটোরিয়া ( Baptisia ):

  1. রোগের দ্রুতগতি,সংজ্ঞাশূন্যতা ও দূর্বলতা।
  2. দূর্গন্ধ।
  3. অস্থিরতা ও অঙ্গে বেদনা।
  4. কুকুর কুন্ডলীবৎ হয়ে থাকা।
হোমিওপ্যাথিতে অশ্বগন্ধা Ashwagandha on homeopathic

🇨🇭 বেলেডোনা ( Belladonna ):

  1. আরক্তিমকা ও উক্তাপ।
  2. স্পর্শকাতরতা জ্বালা।
  3. আকস্মিকতা ও ভীষনতা।

🧪 ব্যারাইটা কার্বনিকা ( Baryta Carb ):

  1. খর্বতা,মানসিক ও শারিরীক।
  2. টনসিল বৃদ্ধি,ধাতুগত গন্ডমালা দোষ।
  3. বাম পাশ চেপে শুইলে বৃদ্ধি।
  4. অন্যমনস্কে উপশম।

🧪 বোরাক্ ( Borax ):

  1. আতঙ্ক নিম্নগতিতে।
  2. শব্দভীতি।
  3. চুলে জটা মুখে ঘা।

🧪 বার্বারিস ভলগ্যারিস ( Berberis Vul ):

  1. পাথরিজনিত যন্ত্রনা।
  2. ব্যাথা কেন্দ্র স্থল থেকে চারিদিকে ছুটিয়া বেড়ায়।
  3. স্পর্শকাতরতা বা সঙ্গম সুখের অভাব।

🧪 বিউফো রানা ( Bufo Rana ):

  1. জ্বালা।
  2. বুদ্ধি বৃদ্ধির খর্বতা।
  3. মৃগী রাত,নিদ্রা ও গরমে বৃদ্ধি।
  4. হস্তঃমৈথুনের অদম্য ইচ্ছা।

🧪 ব্যাইয়োনিয়া এ্যালবা:

  1. নড়াচড়ায় বৃদ্ধি, চুপ থাকিলে উপশম।
  2. শ্লৈষ্মিক ঝিল্লির শুষ্কতা।
  3. আক্রান্ত বা বেদনার স্থান চেপে ধরলে উপশম।
  4. ঠান্ডায় বৃদ্ধি,গরমে উপশম।
  5. ক্রুদ্ধ ভাব বা ক্রুদ্ধ হবার কারনে অসুস্থতা।

🧪 ক্যালকেরিয়া কার্বনিকা ( Calcarea Carb ):

  1. শ্লেষ্মা প্রবনতা,দেহের স্থুলতা ও শিথিলতা।
  2. ভ্রান্ত ধারনা ও ভীরুতা।
  3. অল্পতেই ঘাম,মাথার ঘামে বালিশ ভিজে যায়।
  4. দুধ অসহ্য, ডিম খাবার প্রবল ইচ্ছা।

🧪 ক্যালকেরিয়া ফসফরিকা ( Calcarea Phos ):

  1. ক্রোফুলা বা ধাতুগত দূর্বলতা ও উদারাময়।
  2. মানসিক পরিবর্তনশীল।
  3. ঋতুকালে মুখমন্ডলে উদ্ভেদ।
  4. ঠান্ডায় বৃদ্ধি, রোগের কথা মনে পড়িলেই বৃদ্ধি।
হোমিওপ্যাথিক চিকিৎসক হোমিও-চিকিৎসা.

🧪 কলচিকাম অটামনেল:

  1. খাদ্যে অভক্তি।
  2. বেদনা ভ্রমনশীল।
  3. মুত্রসল্পতা বা মুত্ররোধ।
  4. পেটে অতিরিক্ত গ্যাস।

🧪 ককুলাস ইন্ডিকাস:

  1. উৎকন্ঠার সাথে অনিদ্রা, অতিরিক্ত অধ্যায়ন বা শুক্রক্ষয়জনিত অসুস্থতা।
  2. অরুচি ও মাথাঘোরা।
  3. বমি- নৌকায় বা গাড়ীতে উঠলে।
  4. কষ্টকর ঋতু ও ঋতুকালে নিদারুন দূর্বলতা।

🧪 কোনিয়াম ম্যাকুলেটাম ( Conium M ):

  1. অবরুদ্ধ সঙ্গমেচ্ছার কূফল।
  2. শয়নকালে মাথাঘোরা ও ঘুমকালে ঘর্ম।
  3. শীতার্ততা,পক্ষাঘাত সদৃশ্য দূর্বলতা।
  4. বাধাপ্রাপ্ত প্রস্রাব।

🧪 কলোসিন্থস ( Colocynth ):

  1. ব্যাথা চাপে ধরলে উপশম।
  2. অসুস্থতা ক্রোধজনিত।
  3. আহারে বৃদ্ধি।
  4. ব্যাথার সাথে বমি।

🧪 চেলিডোনিয়াম মেজাস ( Celedinium ):

  1. ডান কাঁধের নিচে বেদনা।
  2. আহারে উপশম।
  3. ডান দিকে রোগাক্রমন।

🧪 সিনা ( Cina ):

  1. ক্ষুধা,রাক্ষুসে ক্ষুধা।
  2. নাক, মুখ কড়মড় করা।
  3. স্পর্শকাতরতা ও ক্রুদ্ধ স্বভাব।
  4. শিশু কোলে থাকিতে চায়।
  5. মিষ্ঠান্ন খাবার প্রবল ইচ্ছা।

🧪 চায়না অফিসিন্যালিস ( China OF ):

  1. অতিরিক্ত ভেদ,স্তন্যদান,বীর্যক্ষয় বা রক্তক্ষয়জনিত অসুস্থতা।
  2. শোথ ও পেটফাঁপা।
  3. নিয়মিত/নির্দিষ্ট সময়ে রোগাক্রমন।
  4. রক্তস্রাব প্রবনতা ও রক্তস্রাবের সহিত আক্ষেপ।

🧪 ক্লিমেটিস ইরাকটা ( Clematis ):

  1. থেমে থেমে প্রস্রাব ও প্রস্রাবদ্বারের সংকীর্ণতা।
  2. গ্লান্ড ফুলে শক্ত হওয়া।
  3. রাতে বৃদ্ধি শষ্যার উত্তাপে বৃদ্ধি।

🧪 কস্টিকাম ( Causticum ):

🧪 একাঙ্গীন পক্ষাঘাত বিশেষতঃডান অংগের বাত বা পক্ষাঘাত।

  1. আশঙ্কা ও শীতকাতরতা।
  2. নিদ্রাকালে অস্থিরতা।
  3. না দাঁড়াইলে মলত্যাগে অসুবিধা।
ডাঃ মাসুদ হোসেন

🧪 ক্যামোমিলা ( Camomilla ):

  1. কলহপ্রিয়তা ও কোপন স্বভাব।
  2. শিশু কোলে উঠতে চায়।
  3. ক্রন্দনশীলতা ও স্পর্শকাতরতা।
আরো পড়ুনঃ  ভার্জিন কি ? ভার্জিন মেয়েদের যোনী | Dr. Masud Hossain

🧪 কার্ব ভেজিটেবিলিস ( Carbo Veg ):

  1. সাস্থ্যহানির অতীত কাহিনী।
  2. ঠান্ডা অবস্থায় ঘাম ও বাতাসের জন্য ব্যাকুলতা।
  3. পেটে গ্যাস ও উদগারে উপশম।
  4. জ্বালা ও রক্তস্রাব।

🧪 সিকুটা ভিরোসা:

  1. আক্ষেপ,মাথা ও মুখমন্ডলে সুত্রপাত।
  2. বুদ্ধি বা বিচার শক্তির অভাব।
  3. সশব্দে হিক্কা।

🧪 কুপ্রাম মেটালিকাম ( Cuprum Met ):

  1. আক্ষেপ,নিম্নাঙ্গে সুত্রপাত।
  2. পরিবর্তনশীলতা ও শীতার্ততা।
  3. ঠান্ডা পানি পানে উপশম।
  4. বাঁধাপ্রাপ্ত উদ্ভেদ বা অবরুদ্ধ স্রাব।

🧪 ক্যাম্ফর অফিসিন্যালিস ( Campor ):

  1. দ্রুতগামী হিমাঙ্গ অবস্থা।
  2. পর্যায়ক্রমে উত্তাপ ও শীত।
  3. পর্যায়ক্রমে উত্তেজনা ও অবসাদ।

🧪 ক্যান্থারিস ( Cantharis ):

  1. জ্বালা,আগুনের মত জ্বালা ও প্রদাহ।
  2. মূত্রকৃচ্ছ্রতা সাথে অসহ্য বেগ।
  3. রক্তস্রাব।

🧪 ক্রোটন টিগলিয়াম ( Troton Tig ):

  1. তীরের মত ছুটিয়া মল নির্গমন।
  2. পর্যায়ক্রমে চর্মরোগ,কাশি ও উদরাময়।
  3. আকর্ষনবৎ বেদনা।

🧪 ডালকামারা ( Dulcamara ):

  1. শরৎকালীন অসুস্থতা।
  2. ঠান্ডা লেগে প্রসাবের বেগ বা শ্লেম্ষার প্রকোপ।
  3. উক্তাপ ও অস্থিরতায় উপশম।
  4. ঘাম বা চর্মরোগ চাপা দিবার কুফল।
homeo-treatment-dr-masud-hossain

🧪 ডিজিটেলিস পারপুরিয়া :

  1. দূর্বল,অনিয়মিত ও মন্দগতি নাড়ী।
  2. ধূসরবর্নের মল ও যকৃত প্রদাহ।
    3.;পেটের মধ্যে শূন্যবোধ ও শয়নে শ্বাসকষ্ট।
  3. মূত্রকষ্ট ও মুত্রসল্পতা।

🧪 ফ্লুওরিক এসিড ( Acid Flour ):

  1. গরমকাতরতা।
  2. স্রাব খুব দূর্গন্ধ ও ক্ষতকর।
  3. সঙ্গমেচ্ছার কূফল।
  4. প্রস্রাব বাধাপ্রাপ্ত হয়ে মাথা ব্যাথা।

🧪 ফেরাম মেটালিকাম ( Ferrum Met ):

  1. রক্তহীনতা জনিত ফ্যাকাশে চেহারা।
  2. রক্তস্রাবের প্রবলতা।
    3.;বিশ্রামে বৃদ্ধি।
  3. বমনেচ্ছা ব্যাতিরেখে বমি।

🧪 জেলসিয়াম সেম্পার ( Gelsemium ):

  1. পক্ষাঘাত সদৃশ্য দুর্বলতা বা ভারবোধ ও তন্দ্রাভাব।
  2. অঙ্গ প্রত্যঙ্গর অসংযত ভাব কম্পন।
  3. উত্তেজনা,দুর্ভাবনা বা দূঃসংবাদ জনিত অসুস্থতা।
  4. তৃষ্ণাহীনতা ও শীতার্ততা।

🧪 গুয়েকাম ( Guacum ):

  1. ব্যাথা,গরম ও নড়াচড়ায় বৃদ্ধি।
  2. পর্যায়ক্রমে দূর্গন্ধ ঘাম ও প্রস্রাব।

🔶গ্রাফাইটিস ( Graphites ):

  1. স্থুলতা ও কোষ্ঠবদ্ধতা।
  2. ফাটা চর্ম ও চটচটে রস।
  3. মাছ,গোষত,সংগীত ও সংগমে অনিচ্ছা।

🧪 হাইওসিয়েমাস নাইজার ( Hyocimus ):

  1. তন্দ্রাচ্ছন্ন প্রলাপ।
  2. নগ্নতা বা অশ্লীলতা ও ঈর্ষা।
  3. সন্ধিগ্ধতা ও জলাতঙ্ক।
  4. সংঞ্জাশূন্য আক্ষেপ।

🧪 হিপার সালফার ( Hepar Sulph ):

  1. স্পর্শকাতরতা ও শীতার্ততা।
  2. ক্ষিপ্রতা ও হঠকারিতা।
  3. টক,ঝাল প্রভূতি উপখাদ্য খাবার ইচ্ছা।
  4. কাঁটা ফোটার মত ব্যাথা।

🧪 হেলেবোরাস নাইজার :

  1. সংঞ্জাশূন্যতা বা আচ্ছন্নভাব।
  2. অর্থহীন শূন্যদৃষ্টি বা অর্ধনিমলিত চোখ।
  3. হঠাৎ চিৎকার করিতে থাকা বা অঘোরে হাত,পা বা মাথা নাড়িতে থাকা।
  4. শোথ বা মূত্রসল্পতা।

🧪 হাইড্রাসটিস ক্যানাডেনসিস ( Hydrastis Can ):

  1. মুখে অরুচি,পেটে ক্ষুধা।
  2. গাড় চটচটে শ্লেমাস্রাব।
  3. হরিদ্রা বর্ণ ও ন্যাবা।
  4. কোষ্টকাঠিন্য।

🧪 ইস্কুলাস হিপোক্যাষ্টানাম ( Aesculus Hip ):

  1. মলদ্বারে অস্বস্তিবোধ।
  2. কটিবাত,কোমরে ব্যাথা।
  3. পূর্নতাবোধ বা অঙ্গ-প্রতঙ্গে ভারবোধ।
  4. বেদনা ভ্রমনশীল।

🧪 ইগ্নেশিয়া আমারা ( Iganetia ):

  1. অসুস্থতা অবরুদ্ধ মনোভাবজনিত।
  2. নির্জনপ্রিয়তা ওদীর্ঘ-নি:শ্বাস।
  3. সান্তনায় বৃদ্ধি ও মানসিক পরিবর্তনশীলতা।
  4. বিরুদ্ধভাবাপন্ন হ্রাস বা বৃদ্ধি।
হোমিওপ্যাথি চিকিৎসা চট্টগ্রাম

🧪 ইপিকাকুয়ানাহা:

  1. বমনেচ্ছা ও বমি।
  2. তৃষ্ণাহীনতা ও পরিস্কার জিহবা।
  3. শ্বাসকষ্ট।
  4. রক্তস্রাব।

🧪 ইউফ্রেসিয়া ( Euprashia ):

  1. ক্ষতকর অশ্রুস্রাব।
  2. আলোকাতঙ্ক বা দিনের আলো বা সূর্যলোকে বৃদ্ধি।

🧪 কেলিকার্বনিকাম ( Kali Cr. ):

  1. দেহের স্থুলতা ও শেষরাতে রোগের বৃদ্ধি।
  2. দূর্বলতা ,শীতার্ততা ও স্পর্শকাতরতা।
  3. চোখের উপর পাতা ফোলা বা শোথ এবং ঘর্ম।
  4. কটি ব্যাথা বা কোমরে ব্যাথা।

🧪 কেলি বাইক্রমিকাম ( Kali Bh ):

  1. পর‌্যায়ক্রমে বাত ও শ্লেষ্মার প্রকোপ।
  2. সূতার মত শ্লেষ্মা স্রাব।
  3. নির্দষ্ট দিনে বা নির্দষ্ট সময়ে বৃদ্ধি ।
  4. ভ্রমনশীল বেদনা।

🧪 ক্রিয়োজোটাম:

  1. ক্ষতকর স্রাব।
  2. জ্বালা।
  3. দূর্গন্ধ।
  4. রক্তস্রাব ও অসাড়ে প্রসাব।

🧪 লিডাম পালাষ্টার ( Ledum Pal ):

  1. ঠান্ডা পানিতে উপশম।
  2. নিচের দিকে রোগাক্রমন বা প্রথমে নিচের দিকে পরে উপরের দিকে।
    3.:শোথ।
  3. স্নায়ু কেন্দ্রে আঘাত।

🧪 ল্যাকেসিস :

  1. নিদ্রায় বৃদ্ধি।
  2. ঈর্ষা,স্পর্শকাতরতা ও বাচালতা।
  3. বাম অঙ্গ রোগাক্রমন বা প্রথমে বাম পরে ডান অঙ্গে।
  4. নির্গমনে নিবৃত্তি।

🧪 লাইকোপডিয়াম ক্ল্যাভেটাম ( Lycopodium ):

  1. অপরাহ্ন ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বৃদ্ধি।
  2. ডান অঙ্গে রোগাক্রমন বা প্রথমে ডান পরে বাম অঙ্গে রোগাক্রমন।
  3. গরম খাইবার ইচ্ছা ও বায়ুর প্রকোপ।
  4. কৃপনতা,ভীরুতা,ও নি:সঙ্গ প্রিয়তা।
homeo treatment,হোমিওপ্যাথি চিকিৎসা, হোমিও চিকিৎসা,

🧪 ল্যাক ক্যানাইনাম ( Lac Can ):

  1. রোগ লক্ষনের দিক পরিবর্তন।
  2. স্মৃতি শক্তির দূর্বলতা,বিচার বুদ্ধির দূর্বলতা,স্নায়বিক দূর্বলতা।
  3. ঋতুকালে গলায় ব্যাথা,স্তনে ব্যাথা বা কাশি।
  4. পেটের মধ্যে শুন্যবোধ বা ক্ষুধার অতিশয্য।

🧪 ল্যাক ডিফ্লোরেটাম:

  1. দুধ খেতে অনিচ্ছা ও জীবনে বিতৃষ্ণা।
  2. মাথা ব্যাথা ও কোষ্টবদ্ধতা।
  3. শীতার্ত ও স্থুলকায়।
  4. শোথ ও বহুমূত্র।

🧪 ম্যাগ্নেসিয়া কার্বনিকাম ( Meg Carb ):

  1. অম্ল ও অজীর্ন দোষ।
  2. গোশত খাইবার অদম্য ইচ্ছা।
  3. ঋতুর পূর্বে গলক্ষত,গর্ভাবস্থায় দন্তশূল।

🧪 মেডোরিনাম:

  1. বংশগত প্রমেহদোষ ও উপযুক্ত ঔষধের ব্যর্থতা।
  2. জ্বালা,ব্যাথা,স্পর্শকাতরতা।
  3. ব্যাস্ততা ও ক্রন্দনশীলতা।
    4.স্নায়বিক দূর্বলতা,স্মৃতিশক্তির দূর্বলতা ও মৃত্যুভয়।

🧪 মার্কুরিয়াস সলুবিলিস ( Mercsol ):

  1. রাত্রে বৃদ্ধি,শয্যার উত্তাপে বৃদ্ধি,ঘামের বৃদ্ধি।
  2. অতিরিক্ত ঘাম,অতিরিক্ত লালা,অতিরিক্ত পিপাসা।
  3. দূর্গন্ধ ও ডান পাশ চেপে শুইতে অসুবিধা।
  4. জিহবা পুরু ও দাঁতের ছাপ যুক্ত।

🧪 নাক্স মশ্চেটা ( Nux M. ):

  1. নিদ্রালুতা বা তন্দ্রাচ্ছন্নতা।
  2. মুখ অত্যান্ত শুকাইয়া যায় কিন্তু পিপাসা নাই।

🧪 নাক্স ভোমিকা ( Nux Vomica ):

  1. অতিরিক্ত মানসিক পরিশ্রম বা অতিরিক্ত ইন্দ্রিয়সেবা কিংবা অতিরিক্ত রাত্রি জাগরনজনিত অসুস্থতা।
  2. বার বার মলত্যাগের ব্যার্থ প্রয়াস।
  3. জিদ বা মনের দৃঢ়তা, ঈর্ষা ও হঠকারিতা।
  4. শীতকাতরতা,স্পর্শকাতরতা ও পরিস্কার পরিচ্ছন্নতা।

🧪 নাইট্রিক এসিড ( Acid Nit. ):

  1. স্রাবে দূর্গন্ধ,বিশেষত:প্রস্রাবে।
  2. শ্লৈষ্মিক ঝিল্লি ও চর্মের সন্ধি স্থলে ক্ষত ফেটে যাওয়া।
  3. কাঁটা ফোটার মত ব্যাথা।
  4. শটকারোহনে উপশম,দুধে বৃদ্ধি।

🧪 নেট্রাম কার্বনিকাম ( Natrum Carb ):

  1. স্নায়বিক দূর্বলতা বা মানসিক অবসাদ।
  2. দুধে বৃদ্ধি।
  3. প্র্স্রাবে দূর্গন্ধ,পায়ের গোড়ালির দূর্বলতা।
  4. আহারে উপশম।

🧪 নেট্রাম মিউরিয়েটিকাম ( Natrum Mur. ):

  1. বিমর্ষ,বিষন্ন ভাব,সান্তনায় বৃদ্ধি।
  2. রৌদ্রে বৃদ্ধি এবং মীতল স্থানে উপশম।
  3. তিক্ত ও লবণপ্রিয়তা।
  4. প্রকাশ্য স্থানে প্রস্রাব করতে লজ্জাবোধ।

🧪 নেট্রাম সালফুরিকাম ( Natrum Sulph ):

  1. জল,জলাভূমি ও জলীয় খাদ্যে বৃদ্ধি।
  2. বিরক্ত,বিষন্নভাব ও আত্মহত্যার ইচ্ছা।
  3. প্রাত:কালীন মলত্যাগ এবং মলত্যাগকালে প্রচুর বায়ু নি:সরন।
  4. নখ পচিয়া যাওয়া।

🧪 ওপিয়াম ( Opium ):

  1. অর্ধ নিমীলিত চোখ ও নিদ্রালুতা।
  2. পক্ষাঘাত সদৃশ দূর্বলতা ও বেদনা বোধের অভাব।
  3. নিদ্রাকালে নাক ডাকা বা গলায় ঘড়ঘড় শব্দ।
  4. গরমে বৃদ্ধি ও গরম ঘাম।
homeo treatment

🧪 ফসফরিক এসিড ( Acid Phos ):

  1. অবসাদ বা অবসন্নতা।
  2. দুধের মত সাদা প্রস্রাব বা ঘনঘন প্রসাব।
  3. উদরাময়ে উপশম এবংমলত্যাগকালে প্রচুর বায়ুনি:সরন।
  4. উদাস ভাব বা তন্দ্রাচ্ছন্ন ভাব।

🧪 পালসেটিলা নিগ্রিক্যানস্ ( Pulsatilla ):

  1. পরিবর্তনশীলতা।
  2. নম্রতা ও ক্রন্দনশীলতা।
  3. তৃষ্ণাহীনতা।
  4. গরমে বৃদ্ধি ও গা সর্বদা গরম।

🧪 ফাইটোলাক্কা ডেক্যান্ড্রা ( Phytolacca Berry ):

  1. স্তন ও স্তন্য।
  2. স্পর্শকাতরতা ও অস্তিরতা।
  3. দাতে দাঁত বা মাড়িতে মাড়ি চেপে ধরার ইচ্ছা।
  4. রাতে বৃদ্ধি ও শয্যার উত্তাপে বৃদ্ধি।

🧪 ফসফরাস ( Phosphorous ):

  1. তীক্ষ বুদ্ধি,লম্বা,পাতলা একহারা চেহারা।
  2. রক্তস্রাবের প্রবনতা।
  3. বামপাশ চেপে শুতে পারে না,আক্রান্ত পাশ চেপে শুতে পারে না ।
  4. রাক্ষসে ক্ষুধা,জ্বালা ও শুন্যবোধ।

🧪 প্লাটিনাম মেটালিকাম ( Platinum Met ):

  1. অত্যান্ত অহংকারী,অত্যান্ত গর্বিত।
  2. জননেন্দ্রিয়ের অস্বাভাবিক উত্তেজনা।
  3. নরম মল সহজে নির্গত হতে চয়ি না।

🧪 মেজেরিয়াম :

  1. উদ্ভেদ বা একজিমা হতে প্রচুর রস নি:সরন।
  2. টিকাজনিত কূফল বা চির্মরোগ চাপা দেবার কূফল।
  3. রাতে বৃদ্ধি।

🧪 প্লাম্বাম মেটালিকাম ( Plumbum Met ):

  1. নাভিমুলে বা তলপেটে আকর্ষনবৎ ব্যাথা।
  2. মাঢ়ীপ্রান্তে নীল বর্নের রেখা।
  3. পক্ষাঘাত বা পক্ষাঘাত সদৃশ দূর্বলতা।
  4. পরিবর্তনশীলতা।

🧪 সোরিনাম ( Psorinum ):

  1. ধাতুগত বা বংশগত সোরাদোষ ও উপযুক্ত ঔষধের ব্যার্থতা।
  2. উদ্বেগ,আতঙ্ক ও নৈরাশ্য।
  3. প্রবল ক্ষুধা ও অত্যধিক দূর্গন্ধ।
  4. দূর্বলতা ও শীতার্ততা।

🧪 পাইরোজেনিয়াম:

  1. দ্রুততর নাড়ী বা নাড়ী ও গাত্র তাপের মধ্যে সামঞ্জস্যর অভাব।
  2. অস্থিরতা ও অঙ্গ প্রত্যঙ্গে।
  3. দূর্গন্ধ ও জ্বালা।
  4. বাচালতা ও শীতার্ততা।

🧪 পডোফাইলাম পেলটাটাম ( Podophylum ):

  1. প্রাতঃকালে প্রচুর ভেদ।
  2. ভেদ অত্যান্ত দূর্গন্ধ।
  3. পর্যায়ক্রমে উদরাময় ও কোষ্ঠবদ্ধতা বা পর্যায়ক্রমে শির:পীড়া ও উদরাময়।
  4. মলদ্বারে শিথিলতা বা হারিশ বাহির হয়ে পড়ে।

🧪 পেট্রোলিয়াম ( Petroleum ):

  1. প্রত্যেক শীতকালে আঙ্গুল ফাটে ও পায়ে দূর্গন্ধ ঘাম।
  2. গাড়ীতে বা নৌকায় চড়িতে পারে না।
  3. উদরাময়,দিবাভাগে বৃদ্ধি।
  4. পেট ব্যাথা, আহারে উপশম।

🧪 রাস টক্সিকোডেনড্রন ( Rhus Tox ):

  1. বর্ষায় ও বিশ্রামে বৃদ্ধি।
  2. অঙ্গ প্রত্যঙ্গে কামড়ানি ও অস্থিরতা।
  3. জিহবার অগ্রভাগে ত্রিকোন লাল বর্ন ও জ্বরের শীত অবস্থায় কাশি।
  4. অস্থিরতায় ও উত্তাপে উপশম।
homeo treatment

🧪 রুটা গ্র্যাভিওলেন্স ( Ruta G ):

  1. সন্ধি স্থানের অস্থিচ্যুতি বা সন্ধিস্থান মচকাইয়া যাওয়া।
  2. কটি ব্যাথা বা মলদ্বারের শিথিলতা।
  3. স্ত্রী জননেন্দ্রিয়ে চুলকানির সহিত বাম স্তনে ব্যাথা।
  4. চক্ষু জ্বালা ও দৃষ্টি বিপর্যায়।

🧪 স্যাবাইনা ( Sabina ):

  1. সেক্রাম হতে পিউবিস বা পাছা হতে প্রসাবদ্বার পর্যন্ত ধাবমান ব্যাথা।
  2. প্রবল রক্তস্রাবের সাথে কাল কাল রক্তের চাপ।
  3. স্রাব সান্য নড়াচড়াতেই বৃদ্ধি পায়।
  4. গান বাজনায় বিরক্তি।

🧪 সিপিয়া ( Sepia ):

  1. বিষন্নতা,ক্রন্দনশীলতা ও উদাসীনতা।
  2. অতিরিক্ত রক্তক্ষয় বা গর্ভধারন জনিত জরায়ুর শিথিলতা।
  3. উদরে শূন্যবোধ,মলদ্বারে পূর্নবোধ।
  4. পরিশ্রমে উপশম ও গোসলে অনিচ্ছা।

🧪 সিনেসিও অরিয়াস:

  1. ঋতুস্রাবের পরিবর্তে রক্তকাশ।
  2. রক্তস্রাবজনিত শোথ।

🧪 সিস্টাস ক্যানাডেনসিস:

  1. গন্ডমালার সহিত উদরাময়।
  2. শীতকালে বা ঠান্ডা জলে আঙ্গুর ফাটিয়া যায়।

🧪 সিফিলিনাম:

  1. বংশগত উপদংশ বা উপযুক্ত ঔষধের ব্যার্থতা।
  2. রাতে বৃদ্ধি,অনিদ্রা ও অক্ষুধা।
  3. খর্বতা ও পক্ষাঘাত।
  4. ক্ষত ও দূর্গন্ধ।

🧪 স্ট্যাফিসেগ্রিয়া:

  1. কামভাবের প্রাবাল্য এবং তার কূফল।
  2. অতিরিক্ত ক্রোধ ও তার কূফল।
  3. সঙ্গম বা সহবাসজনিত মূত্রকষ্ট বা শ্বাসকষ্ট।
  4. চোখে আঞ্জনি ও দাঁতে পোকা।

🧪 সিকেলী করনিউটাম:

  1. জ্বালা ও গরমকাতরতা।
  2. রক্তস্রাব ও আক্ষেপ।
  3. জরায়ুর ও মলদ্বারের শিথিলতা।
  4. রাক্ষসে ক্ষুধা ও অদম্য পিপাসা।

🧪 সাইলিসিয়া ( Silicea ):

  1. দৃঢ়তার অভাব ও শীতার্ততা।
  2. মাথায় এবং পায়ের তলায় দূর্গন্ধ ঘাম।
  3. উত্তাপে উপশম ও অমাবস্যায়ও পূর্ণিমায় বৃদ্ধি।
  4. টিকাজনিত কূফল।

🧪 সার্সাপ্যারিলা:

  1. সিফিলিস,সািইকোসিস বা পারদের অপব্যবহারজনিত দেহের শীর্ণতা বা ক্ষয়দোষ।
  2. প্রসাব শুরু বা শেষ হইবার মুখে যন্ত্রনা।
  3. না দাড়াইলে প্রস্রাব হয় না ( কোনিয়াম)।
  4. ডান কিডনিতে পাথরী এবং দুর্গন্ধ জননেন্দ্রিয়।
ডাঃ মাসুদ হোসেন

🧪 স্যাঙ্গুরেনিয়া ক্যানাডেন:

  1. শরীরের ডানদিকে রোগাক্রমন।
  2. উদরাময়ে উপশম।
  3. গন্ডদেশে চক্রাকার রক্তিমাভা।

🧪 স্পাইজেলিয়া অ্যানথেলমিন্টিকা:

  1. স্নায়ুশূল,নড়াচড়ায় বৃদ্ধি।
  2. বামদিকে রোগাক্রমন।
  3. বর্ষায় বা জলো হাওয়ায় বৃদ্ধি।

🧪 সেলিনিয়াম ( Selenium ) :

  1. অতিরিক্ত শুক্রক্ষয় বা অতি দীর্ঘ রোগ ভোগের পর দেহ ও মনে অবসাদ।
  2. মলৈত্যাগ কারে শুক্রক্ষরন।
  3. কামভাবের প্রাবাল্য ও শুক্রতারল্য।
  4. স্বরভঙ্গ ও কোষ্টকাঠিন্য।

🧪 স্পঞ্জিয়া টোষ্টা ( Spongia T. ):

1.শ্বাস কষ্ট ও বুক ধড়ফড়ানি।

  1. নিদ্রাকালে বৃদ্ধি।
  2. বুকের মধ্যে সাঁইসাঁই শব্দ।

🧪 ষ্ট্যানাম মেটালিকাম:

  1. বুকের মধ্যে শূন্যবোধ বা দুর্বলতা।
  2. বিষন্নতা ও ক্রন্দনশীলতা।
  3. ব্যাথা ধরে ধীরে বৃদ্ধি,ধীরে ধীরে কমে আসে,চাপিয়া ধরিলে উপশম।
  4. বাম পাশ চাপিয়া ধরিলে উপশম।

🧪 স্যানিকুলা ম্যারিল্যান্ডিকা:

  1. নিম্ন গতিতে আতঙ্ক বা পড়িয়া যাইবার উপক্রম।
  2. পরিবর্তনশীলতা।
  3. মাথায় ও পায়ের তলায় ঘর্ম।
  4. রোগী অত্যন্ত গরমকাতর এবং লবণপ্রিয়তা।

🧪 সালফার ( Sulpher ):

  1. অপরিস্কারওে অপরিছ্ন্নতা।
  2. সকালে মলত্যাগ ও মধ্যাহ্নে ক্ষুধা।
  3. গোসলে অনিচ্ছা,দুধে অরুচি।
  4. ব্রক্ষতালু,হাতের তালুও পায়ের তলায় উত্তাপ বা জ্বালা।

🧪 স্ট্যামোনিয়াম:

  1. প্রচন্ড প্রলাপ।
  2. পর্যায়ক্রমে ধর্মভাব ও কামোন্মত্ততা।
  3. বাচালতা ও জলাতঙ্ক।
  4. আলোক ও সঙ্গী চাহে কিন্তু রোগ যন্ত্রনার কোন অভিযোগ করে না।

🧪 স্যাম্বুকাস নায়গ্রা:

  1. স্তন্যপায়ী শিশুদের নাক বন্ধ হয়ে ম্বাস কষ্ট।
  2. জাগ্রত অবস্থায় প্রচুর ঘর্ম কিন্তু নিদ্রাকালে ঘর্মের অভাব।

🇨🇭🧪 হোমিওপ্যাথি শ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞান।

🇨🇭 আপনারা কখনো নিজে নিজে ডাক্তারের পরামর্শ ছাড়া হোমিও ঔষধ সেবন করবেন না। কারন হোমিওপ্যাথি চিকিৎসা হলো লক্ষনভিত্তিক চিকিৎসা। লক্ষনের কারনে একেক জনের ঔষধ একেক রকম হয়। কোনো একটা ঔষধ এর কার্যকারিতা পড়ে সেবন করলে হিতে বিপরীত হতে পারে।তাই অবশ্যই একজন রেজিস্টার্ড প্রাপ্ত ও অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবা গ্রহণ করতে হবে।

🇨🇭 ডাঃ মাসুদ হোসেন।
Dr. Masud Hossain.
(বি, এইচ, এম, এস )
(ডি, এইচ, এম, এস) ঢাকা।

🇨🇭 বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড। [ নিবন্ধন নং- Gov.Reg. No. 35423 ] রেজিস্ট্রার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিন।

📞 মোবাইল : +8801907-583252
+8801302-743871

🇨🇭 আমার এই দুইটি নাম্বার:

   +8801907-583252
   +8801302-743871

( What’sApp- হোয়াটসঅ্যাপ এবং Imo- ইমো ) খোলা আছে, চিকিৎসা নিতে চাইলে আমার এই দুইটি নাম্বার ফোনে সেভ করে সমস্যাগুলো লিখে অথবা অডিও রেকর্ড দিয়ে জানাবেন। আমি ফ্রী হয়ে সঠিক তথ্য দিয়ে চিকিৎসা দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ।

🛑 অরিজিনাল জার্মানী ঔষধ ও উন্নত চিকিৎসার জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান।

🇨🇭 রোগী দেখার সময়:
🛑 সকাল 09:00 — 01:00 টা।
🛑 বিকাল 05:00 রাত 10:00 টা পর্যন্ত।

🇨🇭 চিকিৎসা : সুখবর হচ্ছে, হোমিওপ্যাথিক চিকিৎসা
দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তির উপায়।

🇨🇭 সতর্কতাঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঝুকিপূর্ণ।

☎+8801907-583252 (WhatsApp, IMO)।

☎ +8801302-743871 (WhatsApp, IMO)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আপনার সমস্যা মন খুলে বলুন।
Send via WhatsApp
error: Content is protected !!