মহিলাদের যৌনাঙ্গে চুলকানির হোমিও চিকিৎসা।

মহিলাদের যৌনাঙ্গে চুলকানির হোমিও চিকিৎসা।

🩸 মহিলাদের প্রতিদিন কতই না সমস্যার মোকাবেলা করতে হয়। ঘর থেকে শুরু করে শরীর সব দিক থেকে অনেক ঝামেলায় পড়তে হয়। আজকে মহিলাদের একটি অতি পরিচিত কিন্তু অতি বিব্রতকর একটি সমস্যা নিয়ে আলোচনা করব। আর তা হলো যৌনাঙ্গে ইচিং বা চুলকানি। এটি খুবই কমন একটি অসুখ। মেয়েরা 05 থেকে শুরু করে 60 বছর বয়সের যে কোন সময় এই সমস্যায় পড়তে পারে।

🩸 গবেষণায় প্রমাণিত হয়েছে যে প্রত্যেক 04 জন মহিলার মধ্যে 03 জনেরই জীবনের কোন না কোন সময় একবার হলেও এই সমস্যায় ভুগে থাকেন। তাই এর গুরুত্বও কম নয়।

🇨🇭 মহিলাদের যৌনাঙ্গে চুলকানির কারণঃ

কোন অসুখ প্রতিরোধ ও প্রতিকারের আগে আমাদের জানতে হবে অসুখটার কারণ কি?
কেনো না, কারণ জানলে অসুখ মোকাবেলা সহজ হয়। যোনিতে অনেক কারণে চুলকানি হতে পারে। তার মধ্যে উল্লেখ্যযোগ্য কারণসমূহ হলো:

🛑 ঈস্ট বা ছত্রাকের আক্রমন: এটি যৌনাঙ্গের চুলকানি – Vaginal Itching বা ইচিং হওয়ার অন্যতম কারণ। সাধারণত এই ছত্রাকের কারণে যোনিতে চুলকানি হয়। এই ছত্রাক নরমালি মেয়েদের যৌনাঙ্গে পরজীবী হিসেবে থাকে। কিছু ল্যাকলোব্যাসিলাস নামে উপকারী ব্যাকটেরিয়া এই ছত্রাকের বংশবিস্তারকে নিয়ন্ত্রণে রাখে।

🩸 কিন্তু এন্টিবায়োটিক খেলে, গর্ভাবস্থায়, দুশ্চিন্তাগ্রস্থ থাকলে, হরমোনাল ইমব্যালেন্স থাকলে ও খাদ্যাভাসের কারণে এই উপকারী ব্যাকটেরিয়া মরে যায়, ফলে ঈস্টগুলো তাদের জন্মের জন্য অনুকূল পরিবেশ পায়। এর কারণে যোনিতে ইনফেকশন হয়।

মহিলাদের যৌনাঙ্গে চুলকানির হোমিও চিকিৎসা।

🇨🇭 উপসর্গ:

  • 🩸গন্ধযুক্ত ও মাছের আশঁটে গন্ধযুক্ত তরল নির্গত হয় যোনি দিয়ে।
  • 🩸 চুলকানি হয় প্রচুর।
  • 🩸 প্রসাবের সময় জ্বালাপোড়া হওয়া।
আরো পড়ুনঃ যৌনতা ও যৌন রোগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য।

🛑 ট্রাইকোমোনিয়াসিস এর আক্রমণ:
এটি একটি প্যারাসাইট। এটির আক্রমণে যোনিতে চুলকানি হয়।

🇨🇭 উপসর্গ:

  • 🩸 হলুদ, সবুজ রঙের ও খুব তীব্র বাজে দুর্গন্ধযুক্ত স্রাব হয়।
  • 🩸 তলপেটে ব্যথ্যা হয়।
  • 🩸 যোনিতে চুলকানি হয।
  • 🛑 এছাড়াও যৌনাঙ্গে উকুন, খোসপাচড়া ও মাইকোপ্লাজমা জেনেটালিয়াম এর সংক্রমণ হলে যোনিতে চুলকানি হয়।
  • 🛑 কিছু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যেমন:সিফিলিস, গনোরিয়া, এইডস ইত্যাদির কারণে যৌনাঙ্গে ইচিং বা চুলকানি হতে পারে।
  • 🛑 বিভিন্ন বিরক্তিকর পদার্থ যেমন: বিভিন্ন ডিটারজেন্ট, কেমিক্যাল, সুগন্ধিযুক্ত সাবান, রঙ ওয়ালা টিশ্যু পেপার, ফেমিনিন হাইজেনিক স্প্রে, ডুশ ব্যবহার করলে যোনিতে চুলকানি হতে পারে।
  • 🛑 মেনোপোজের পর মহিলাদের ইস্ট্রোজেন নামক হরমোন কমে যায়। ফলে যোনি শুকিয়ে যায়। এর ফলে বিভিন্ন পরজীবীর সংক্রমণ হয়। ফলে যোনিতে ইচিং হয়।
  • 🛑 ডায়াবেটিস, রেনাল ডিজিজ, একজিমা ও রক্তে কোন রোগ থাকলে ও অন্যান্য কোন রোগ থাকলেও যৌনাঙ্গে চুলকানি- Vaginal Itching হয়।
  • 🛑 মাসিকের সময়, অস্বাস্থ্যকর প্যাড ও কাপড় ব্যবহার করলে।
  • 🛑 যৌনকর্মীদের এই রোগগুলো বেশি হয়। তাই অবাধ যৌন আচরণের কারণে হয়ে থাকে।
  • 🛑 যৌনাঙ্গ সবসময় গরম ও আর্দ্র রাখলে।
  • 🛑 অপরিষ্কার থাকলে ও যৌনাঙ্গে চুলকানি- Vaginal Itching হয়।
WhatsApp Image 2024 05 12 at 19.44.23 c81d68b5

🇨🇭 যৌনাঙ্গে চুলকানির হোমিও চিকিৎসা:

🧪 Mercurius sol: মার্ক সল ঔষধটির প্রধান প্রধান লক্ষণ হলো প্রচুর ঘাম হয় কিন্তু রোগী আরাম পায় না, ঘামে দুর্গন্ধ বা মিষ্টি গন্ধ থাকে এবং যৌনাঙ্গে চুলকায়।

🧪 Sepia : যৌনাঙ্গে চুলকানির সাথে লিউকোরিয়া শ্যাম বর্ণ রোগীদের জন্য উপযোগী।

🧪 Sulphur : সালফার চুলকানির একটি শ্রেষ্ট ঔষধ। সালফারের প্রধান প্রধান লক্ষণগুলো যেমন সকাল 11 টার দিকে যৌনাঙ্গে ভীষন চুলকানি

🧪 Lapis alba : লেপিস স্ত্রী যৌনাঙ্গের Vaginal Itching – চুলকানিতে একটি কাযর্কর ঔষধ। ইহার প্রধান প্রধান লক্ষণ হলো জ্বালাপোড়া, সূঁই ফোটানো-হুল ফোটানো ব্যথা, রাক্ষুসে ক্ষুধা, মিষ্টি খাবারের প্রতি ভীষণ লোভ ইত্যাদি।

🇨🇭 Vaginal Itching – যৌনাঙ্গে চুলকানির – লক্ষণ অনুসারে আর অনেক মেডিসিন ব্যবহার করা হয়।

🛑 বিঃদ্রঃ হোমিওপ্যাথিক ডাক্তারের পরার্মশ ছাড়া ঔষধ খাবেন না। ডাক্তারের পরার্মশ ছাড়া ঔষধ খেয়ে বিপদ ঢেকে আনবেনা। অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন, সুস্থ থাকুন।

ডা. মাসুদ হোসেন -হোমিও চিকিৎসক

🇨🇭 হোমিওপ্যাথিক চিকিৎসা দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তির উপায়। একজন হোমিও ডাক্তারের/ চিকিৎসকের পরামর্শ মেনে চলা উচিত। সাইড ইফেক্ট নেই এমন হোমিওপ্যাথি ঔষধ কাজে লাগাবেন। সুস্থ জীবন যাপনের জন্য পরবর্তী ধাপগুলো অর্থাৎ- যথাযথ চিকিৎসা গ্রহণের মাধ্যমে সুস্থতা অর্জন করতে পারবেন। হোমিও চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় Homeo হোমিও ওষুধ খান।

🇨🇭 ডাঃ মাসুদ হোসেন।
Dr. Masud Hossain.
( ডি, এইচ, এম, এস ) ঢাকা।
রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক ( রেজি: নং- 35423 )

🇨🇭 বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড। [ নিবন্ধন নং- Gov.Reg. No. 35423 ] রেজিস্ট্রার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিন।

🇨🇭 আমার এই দুইটি নাম্বার:

   +8801907-583252
   +8801302-743871

( What’sApp- হোয়াটসঅ্যাপ এবং Imo- ইমো ) খোলা আছে, চিকিৎসা নিতে চাইলে আমার এই দুইটি নাম্বার ফোনে সেভ করে সমস্যাগুলো লিখে অথবা অডিও রেকর্ড দিয়ে জানাবেন। আমি ফ্রী হয়ে সঠিক তথ্য দিয়ে চিকিৎসা দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ।

🛑 অরিজিনাল জার্মানী ঔষধ ও উন্নত চিকিৎসার জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান।

🇨🇭 রোগী দেখার সময়:
🛑 বিকাল 05:00 রাত 10:00 টা পর্যন্ত।

🇨🇭 সতর্কতাঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঝুকিপূর্ণ।

☎+8801907-583252 (WhatsApp, IMO)।

☎ +8801302-743871 (WhatsApp, IMO)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আপনার সমস্যা মন খুলে বলুন।
Send via WhatsApp
error: Content is protected !!