অম্লরোগ

এসিডিটি বা অম্লরোগ এর চিকিৎসা | Acidity Treatment

🇨🇭 অম্লরোগে ( Acidity ) আক্রান্ত নয় এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। Digestive System বা পরিপাক তন্ত্রের একটি গুরুত্বপূর্ণ Organ হলো Stomach বা পাকস্থলী।

🇨🇭 পাকস্থলীর ( Stomach ) কাজ হচ্ছে কয়েক ধরনের পাচক রস নিঃসরন করা যা খাদ্যকে হজম করতে সাহায্য করে। এই পাচক রস গুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটি রস হচ্ছে HCL- ( Hidrochloric Acid ) যদি কোনো কারণে এই – HCL এর নিঃসরন বেড়ে বা কমে যায় তাহলে এই Acidity বা অম্লরোগ সৃষ্টি হয়।

🇨🇭 অম্লরোগের লক্ষণঃ

  • 🧪 ঢেকুর ওঠা।
  • 🧪গলা বুক জ্বালা করা।
  • 🧪মুখে টক স্বাদ।
  • 🧪টক ঢেকুর।
  • 🧪কোষ্ঠকাঠিন্য বা উদরাময়।
  • 🧪পিপাসা বাড়ে।
  • 🧪মাথা ধরা, মাথা ঘোরা।
  • 🧪অস্বস্তি বোধ, পেটে বায়ু জমে অনেক সময় পেটে ব্যাথা ও হয়।

এসিডিটি বা অম্লরোগ এর হোমিওপ্যাথিক চিকিৎসা  Acidity Treatment
এসিডিটি বা অম্লরোগ এর হোমিওপ্যাথিক চিকিৎসা Acidity Treatment

🇨🇭 অম্লরোগের হোমিওপ্যাথিক চিকিৎসাঃ

হোমিওপ্যাথিতে কোনো বিশেষ রোগ নয় বরং সম্পুর্ন রোগীর চিকিৎসা করা হয়। তবে Acidity বহুল ব্যবহৃত কিছু ঔষধ সম্পর্কে আলোচনাঃ

🧪 Carbo Veg :
ঢেঁকুর বা মুখে পচা গন্ধ, টক গন্ধ, তিক্তস্বাদ, পেটে বায়ু জমা, পেট ফাঁপা সহ টক ঢেকুর। ঢেকুর অতি কষ্টে ওঠে এবং ঢেকুর উঠলে উপশম বোধ হয়। খাওয়ার কিছুক্ষন পর পেট ফুলে ওঠে, বুক জ্বলে, খাবার হজম হয়না ইত্যাদি লক্ষণ থাকলে Carbo Veg প্রয়োগ করে উপকার পাওয়া যায়।

🧪 Lycopodium :
Carbo Veg এর সাথে Lycopodium এর পার্থক্য হলো Carbo Veg রোগীর মুখের স্বাদ তিক্ত কিন্তু Lycopodium রোগীর মুখের স্বাদ টক। Lycopodium খেতে খেতে বা খাওয়া শেষ হওয়ার সাথে সাথে পেট ফুলে ওঠে। পেটে বায়ু জমে এবং কোষ্ঠকাঠিন্য ভাব।
পেটে বায়ু জমা বা পেট ফাঁপা লক্ষণের প্রধান তিনটি ঔষধ হলো Carbo Veg, Lycopodium এবং China.

🇨🇭 উপরের পেট বেশি ফোলা, কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা, ভুটভাট শব্দ, পেট ডাকে ইত্যাদি লক্ষণে Carbo Veg .

আরো পড়ুনঃ Pituitary Gland | গ্রন্থির কাজ

🇨🇭 নিচের পেট বেশি ফোলা, ঢেঁকুরে বিশ্রী গন্ধ, বায়ু নিঃসরণ হলে পেট ফোলার উপশম ইত্যাদি লক্ষণে Lycopodium.

🇨🇭 উপর নিচ সম্পুর্ন পেট ফোলা, বায়ু নিঃসরণ বা তরল পায়খানায় ও হয়না বরং উপসর্গ বৃদ্ধি পায় ইত্যাদি লক্ষণে China প্রয়োগে উপকার পাওয়া যায়।

🧪 Robina : অম্লরোগে Acidity বিশেষ উপকারী। উদরে ভারবোধ, মুখটক জল ওঠে, টক বমি হয় এমনকি দাঁত পর্যন্ত টক হয়ে যায়, নিশ্বাসে টক গন্ধ, পেটে জ্বালাপোড়া, খামচানো ব্যাথা, খাওয়ার পর একধরণের মোচড়ানো ব্যথা এর সাথে মাথা ব্যথা, রোগী দিনে একবার এর বেশি খাবার খাওয়ার সাহস পায়না। এসব লক্ষণের উপর ভিত্তি করে Robina প্রয়োগ করলে উপকার পাওয়া যায়।

🧪 Nat Phos : শিশু সহ যেকোনো বয়সের রোগীর অম্লরোগে Nat Phos বিশেষ উপকারী। টক ঢেকুর, টক বমি, মুখে টকাস্বাদ, খাওয়ার পর পেট ব্যথা, মুখে জল ওঠা, পেট ফোলা ইত্যাদি লক্ষণে প্রযোজ্য। শিশুদের টক গন্ধ যুক্ত পাতলা পায়খানা, সবুজ রঙের পায়খানা, দুগ্ধ বমি, দধির মত চাপ চাপ বমি তার সাথে জ্বর ও পেট ব্যাথা, ক্রিমির লক্ষণ ও থাকে, ঘুমের মধ্যে দাঁত কড়মড় করে ইত্যাদি লক্ষণের উপর Nat Phos বিশেষ উপকারী।

🧪 Pulsatilla : ঢেকুর, বুক জ্বালা, পেট ফোলা ইত্যাদি উপসর্গ খাওয়ার এক ঘন্টা পর থেকে শুরু হয়ে পরেরবার খাবার খাওয়ার আগে পর্যন্ত বর্তমান থাকে। এবং কিছু খেলে উপশম হয়।

এসিডিটি বা অম্লরোগ এর হোমিওপ্যাথিক চিকিৎসা Acidity Treatment 2
এসিডিটি বা অম্লরোগ এর হোমিওপ্যাথিক চিকিৎসা Acidity Treatment

🧪 Nux vomica : রোগী যা খায় তা ভালোভাবে হজম হয়না এবং পেটে খামচানো বা কামড়ানির মত ব্যথা হয়। এ ব্যথায় রোগী অস্থির হয়ে পড়ে। সেই সাথে কোষ্ঠকাঠিন্য দেখা দেয় বা সামান্য পরিমানে বাহ্য হয়। কিছু খেলেই পেটে মোচড় দেয় এবং সঙ্গে সঙ্গে বমি হয়। বমি কখনো টক আবার কখনো তিতা হয়। পেটে বায়ু জমে এবং মুখে জল ওঠে।

🇨🇭 এছাড়াও:

  • 🧪Lac Acid
  • 🧪Acid Sulph
  • 🧪Argent Nit
  • 🧪Sulphur
  • 🧪Cal Carb
  • 🧪Anacardium
  • 🧪Amloki-Q

ইত্যাদি লক্ষণ অনুসারে প্রয়োগ করা যেতে পারে।

🇨🇭 আমার এই দুইটি নাম্বার:
+8801907-583252
+8801302-743871
What’s app/হোয়াটসঅ্যাপ এবং IMO/ইমো খোলা আছে, চিকিৎসা নিতে চাইলে আমার এই দুইটি নাম্বার ফোনে সেভ করে সমস্যাগুলো লিখে অথবা অডিও রেকর্ড দিয়ে জানাবেন। আমি ফ্রী হয়ে সঠিক তথ্য দিয়ে চিকিৎসা দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ।

🇨🇭 রোগী দেখার সময়:
🛑 সকাল 09:00 — 01:00 টা।
🛑 বিকাল 05:00 রাত 10:00 টা পর্যন্ত।

🇨🇭 চিকিৎসা : সুখবর হচ্ছে, হোমিওপ্যাথিক চিকিৎসা
দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তির উপায়।

homeo treatment, homeo ctg homeo, হোমিও, হোমিওপ্যাথি চিকিৎসা, হোমিও চিকিৎসা, হোমিওপ্যাথি চিকিৎসা চট্টগ্রাম, অনলাইন হোমিও চিকিৎসা চট্টগ্রাম, হোমিও চিকিৎসা কেন্দ্র চট্টগ্রাম, চট্টগ্রামের সেরা হোমিও ডাক্তার, অভিজ্ঞ হোমিও ডাক্তার চট্টগ্রাম, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, যৌন রোগ বিশেষজ্ঞ চট্টগ্রাম, যৌন রোগ বিশেষজ্ঞ চট্টগ্রাম, যৌন রোগ বিশেষজ্ঞ, ডাঃ মাসুদ হোসেন, মাসুদ হোসেন. dr masud hossain,

🇨🇭 সতর্কতাঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঝুকিপূর্ণ।

🇨🇭 ডাঃ মাসুদ হোসেন
Dr. Masud Hossain
(বি, এইচ, এম, এস )
(ডি, এইচ, এম, এস)

☎️ 01907-583252 (WhatsApp, IMO)
☎️ 01302-743871(WhatsApp, IMO)

[রেজিস্ট্রার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিন
Govt reg No. 35423 ]

আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আপনার সমস্যা মন খুলে বলুন।
Send via WhatsApp
error: Content is protected !!