🇨🇭 Acute Otitis Media- কানের পর্দার বাইরে অর্থাৎ মধ্যকর্ণের বাতাসপূর্ন স্থানে ব্যাকটেরিয়া অথবা ভাইরাস সংক্রমণের কারণে অ্যাকিউট অটাইটিস মিডিয়া রোগটি হয়ে থাকে। প্রাপ্তবয়স্কদের তুলনায় বাচ্চাদের এই রোগ বেশি হয়। কানের ইনফেকশন বা সংক্রমণ হলে কানের মধ্যবর্তী স্থান ফুলে যায় এবং এই মধ্যবর্তীস্থানে তরল পদার্থ জমা হয়। যার ফলে কানে ব্যথা অনুভূত হয়।
🇨🇭 কানের ইনফেকশন সাধারণত কোনো প্রকার চিকিৎসা ছাড়াই ভালো হয়। তবে এই রোগের চিকিৎসার ক্ষেত্রে ব্যথা নিয়ন্ত্রণ এবং এই সমস্যাকে নিবিড় পর্যবেক্ষন করতে হবে।
🇨🇭 অ্যাকিউট অটাইটিস মিডিয়া এর কারণ:
🩸কানের মধ্যবর্তী স্থানে ব্যাকটেরিয়া অথবা ভাইরাস সংক্রমণের কারণে কানের ইনফেকশন দেখা দেয়। সর্দি, জ্বর অথবা অ্যালার্জির কারণেও কানের ইনফেকশন হয়। যার ফলে নাসিকাপথ, গলা এবং ইউস্টেসিয়ান টিউব বন্ধ হয়ে ফুলে যায়।
🇨🇭 Acute Otitis Media এর লক্ষণ:
🩸Acute Otitis Media রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চিকিৎসকেরা নিম্নলিখিত লক্ষণগুলি চিহ্নিত করে থাকেন:
- 🩸কানের ব্যথা ( Ear Pain.)
- 🩸 জ্বর ( Fever.)
- 🩸 কাশি ( Cough.)
- 🩸 নাক বদ্ধ হয়ে যাওয়া ( Nasal Congestion.)
- 🩸 কান লাল হয়ে যাওয়া ( Redness In Ear.)
- 🩸 কানে পানি জমা ( Fluid In Ear.)
- 🩸গলা ব্যথা ( Sore Throat.)
- 🩸 কোরাইজা ( Coryza.)
- 🩸 হাত দিয়ে কান টানার অভ্যাস ( Pulling At Ear’s.)
- 🩸 রক্তবমি ( Vomiting Blood.)
- 🩸 শ্রবণ ক্ষমতা হ্রাস পাওয়া বা কানে কম শোনা ( Diminished Hearing.)
- 🩸 কানে বদ্ধতা অনুভব করা ( Plugged Feeling In Ear.)
আরো পড়ুনঃ এন্ডোকার্ডাইটিস | Endocarditis | ডাঃ মাসুদ হোসেন।
🇨🇭 Acute Otitis Media এর ঝুঁকি: কানের ইনফেকশন বা সংক্রমণের ঝুঁকিপূর্ন বিষয়গুলো নিম্নে দেওয়া হলো:
🩸 06 থেকে 2 বছর বয়সের বাচ্চাদের উস্টেসিয়ান টিউবের আকার আকৃতি ছোট হওয়ার কারণে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে কানের ইনফেকশন বা সংক্রমণ হবার ঝুঁকি বেশি।
🩸 যেসব বাচ্চাদের বাসাবাড়িতে লালন পালন করা হয় তাদের চেয়ে চাইল্ডকেয়ার সেন্টারের বাচ্চারা সর্দি কাশিতে বেশি আক্রান্ত হয়। যার ফলে চাইল্ডকেয়ার সেন্টারের বাচ্চাদের এই রোগ হবার ঝুঁকি বেশি থাকে।
🩸 যেসব বাচ্চারা মাতৃদুগ্ধ পান করে তাদের তুলনায় যেসব বাচ্চারা শোয়া অবস্থায় ফিডারে দুধ খায় তাদের এই রোগ হবার ঝুঁকি বেশি থাকে।
🩸 শীতকালে সর্দি এবং জ্বরের প্রকোপ বেড়ে যায়। যার কারণে কানের ইনফেকশন বেশি মাত্রায় দেখা যায়। যাদের সিজনাল অ্যালার্জি আছে তাদের এই রোগ হবার ঝুঁকি বেশি থাকে।
🩸 ধূমপান এবং বায়ুদূষণের কারণেও এই রোগ হবার ঝুঁকি বেড়ে যায়।
🇨🇭 যারা Acute Otitis Media এর ঝুঁকির মধ্যে আছে:
🛑 লিঙ্গ: পুরুষদের মধ্যে এই রোগ নির্ণয়ের গড়পড়তা সম্ভাবনা রয়েছে। মহিলাদের মধ্যে এই রোগ নির্ণয়ের সম্ভাবনা 01 গুণ কম।
🛑 জাতি:শেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ এবং হিস্প্যানিকদের মধ্যে এই রোগ নির্ণয়ের গড়পড়তা সম্ভাবনা রয়েছে। অন্যান্য জাতির মধ্যে এই রোগ নির্ণয়ের সম্ভাবনা 01 গুণ কম।
🛑Q. কানের ইনফেকশন বা Acute Otitis Media এর সংক্রমণ প্রতিরোধে কি করা উচিৎ?
উত্তর: 06 থেকে 08 সপ্তাহের মধ্যে এই ধরনের ইনফেকশন সম্পূর্নরূপে ভালো হয়ে যায়। ইবুপ্রোফেন অথবা অ্যাসিটামিনোফেন ব্যবহার করার মাধ্যমে কানের ব্যথা নিয়ন্ত্রণ করা যায়। কোনো প্রকার চিকিৎসা ছাড়াই কিছু কিছু ভাইরাসজনিত ইনফেকশন খুব অল্প কিছু দিনের মধ্যেই ভালো হয়ে যায়। তবে কিছু কিছু ইনফেকশন মারাত্মক আকার ধারণ করতে পারে যেমন: কানের নিকটবর্তী হাড়ে ফোঁড়া। এই অবস্থায় অপারেশনের মাধ্যমে ফোঁড়া অপসারন করা হয়।
🛑Q. Acute Otitis Media – অ্যাকিউট অটাইটিস মিডিয়া বা কানের ইনফেকশন কত দিন স্থায়ী হয়?
উত্তর: অ্যাকিউট অটাইটিস মিডিয়া- Acute Otitis Media বা কানের ইনফেকশন খুব অল্প কিছু দিন স্থায়ী হয়। চিকিৎসা করার 24 থেকে 48 ঘন্টার মধ্যেই এই ধরনের ইনফেকশনে আক্রান্ত রোগীরা ভালো অনুভব করে।
03 থেকে 10 দিনের মধ্যেই ইনফেকশন সম্পূর্ণভাবে ভাল হয়ে যায়। কয়েক সপ্তাহের পরে কানের মধ্যকার তরল পদার্থ কানের পর্দার বাইরে বের হয়ে আসে এবং কান পুরোপুরি ভালো হয়ে যায়।
🇨🇭 ডাঃ মাসুদ হোসেন।
Dr. Masud Hossain.
( D. H. M. S )
( ডি, এইচ, এম, এস ) ঢাকা।
🇨🇭 বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড। [ নিবন্ধন নং- Gov.Reg. No. 35423 ] রেজিস্ট্রার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিন।
🇨🇭 আমার এই দুইটি নাম্বার:
+8801907-583252
+8801302-743871
( What’sApp- হোয়াটসঅ্যাপ এবং Imo- ইমো ) খোলা আছে, চিকিৎসা নিতে চাইলে আমার এই দুইটি নাম্বার ফোনে সেভ করে সমস্যাগুলো লিখে অথবা অডিও রেকর্ড দিয়ে জানাবেন। আমি ফ্রী হয়ে সঠিক তথ্য দিয়ে চিকিৎসা দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ।
🛑 অরিজিনাল জার্মানী ঔষধ ও উন্নত চিকিৎসার জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান।
🇨🇭 রোগী দেখার সময়:
🛑 বিকাল 05:00 রাত 10:00 টা পর্যন্ত।
🇨🇭 চিকিৎসা : সুখবর হচ্ছে, হোমিওপ্যাথিক চিকিৎসা
দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তির উপায়।
🇨🇭 সতর্কতাঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঝুকিপূর্ণ।
☎+8801907-583252 (WhatsApp, IMO)।
☎ +8801302-743871 (WhatsApp, IMO)।