🩸ব্রঙ্কাইটিস হলো গলার অভ্যন্তর ভাগে যে নালীটির ভিতর দিয়ে বাতাস যাতায়াত করে তার মধ্যভাগকে ট্রেকিয়া বলে।
🩸ট্রেকিয়ার নিম্নাংশ হতে দুটি মোটা নল বুকের দুইদিকে চলে গেছে – এর নাম ব্রংকিয়াল টিউব ( Bronchial Tubes.)।
🩸এই ব্রংকিয়াল টিউব এর, (Bronchial Tubes) অগ্রভাগ অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম শাখা প্রশাখা’য় বিভক্ত হয়ে বুকের দুই পার্শ্বে ফুসফুসের মধ্যে প্রবেশ করে ।
🩸 এদের বায়ু ক্লোমনালী বা ব্রংকাই ( Bronchia ) বলে । এদের মধ্যে দিয়ে ফুসফুসে বাতাস যাতায়াত করে । বায়ু নিঃশ্বাসের দ্বারা ফুসফুসের মধ্যে আসে এবং প্রশ্বাসের দ্বারা ফুসফুস হতে বের হয়ে যায় । এটাই ফুসফুসের স্বাভাবিক কাজ ।
🩸 ফুসফুসের মধ্যে স্পঞ্জের ন্যায় অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত আছে । ওদের মধ্যে বায়ু থাকে , এই বায়ু থলিগুলোকে ( Air Cell ) এয়ার সেল, বলে ।
🩸 সমস্ত বায়ুনালির ভিতরে শ্লৈষ্মিকঝিল্লীর আবরণ থাকে । কোনও কারণে যদি এই শ্লৈষ্মিকঝিল্লীর প্রদাহ হয় তবে তাকে বায়ু ক্লোমনালির প্রদাহ বা ব্রঙ্কাইটিস (Bronchitis) বলে ।
🇨🇭 ব্রঙ্কাইটিস এর কারণ ( Aetiology )
🩸 হিন , ঠাণ্ডা প্রভৃতি লাগা , উগ্র পদার্থের আঘ্রাণ , ঋতু পরিবর্তন , হাম , বসন্ত , জ্বর ।
🩸 শারীরিক দুর্বলতা , স্বাস্থ্য ভংগ,কাশি এর পরিবর্তী লক্ষণ।
🩸 জীবাণু সংক্রমণ: স্ট্রেপটোকক্কাস,স্টাফাইলোকক্সস , নিউমোকক্কাস প্রভৃতি জীবাণুর আক্রমণের ফলে এই রোগ হতে পারে ।
🩸 বেশীক্ষণ ভিজা কাপড়ে , জলে , বৃষ্টিতে ভেজা , জলাশয়ের কাছে , ভিজা স্যাঁতসেঁতে জায়গায় বসবাস ।
🇨🇭 Symptoms:
🩸 মাথাধরা , শরীরে আলস্যভাব , জ্বর জ্বর ভাব । বক্ষাস্থির বেদনা , শ্বাসকষ্ট ।
🇨🇭 ব্রঙ্কাইটিস এই রোগ সাধারণত দুটি অবস্থায় প্রকাশ লাভ করে।
ব্রঙ্কাইটিস যথা:
🩸 প্রথমাবস্থা ও দ্বিতীয় অবস্থা।
💋প্রথমাবস্থায় শুকনো কাশি , শ্বাসনালিতে ব্যথা শ্বাসকষ্ট।
🩸 প্রথমে পাতলা শ্লেষ্মা পরে হলদে বর্ণের শ্লেষ্মা।
🩸 জিহ্বায় ময়লার প্রলেপ , সামান্য জ্বর ।
💋 দ্বিতীয় অবস্থায় প্রচণ্ড জ্বর , শ্বাসকষ্ট , গলা ও বুকের ঘড় ঘড় শব্দ , শরীরের তাপমাত্রা বৃদ্ধি ও জ্বর , জ্বরের তাপমাত্রা- 101° হতে 104 ° পর্যন্ত ।
আঠাল চটচটে ঘাম , চোখ – মুখ বসে যায় ।
মুখমণ্ডল পাণ্ডুবর্ণ , শুকনো খসখসে , হাত পা ঠাণ্ডা , মুত্রের পরিমাণ কম ।
অনবরত কাশি , ফুসফুস প্রদাহ , শ্বাসকষ্ট , বুকে ও গলায় সাঁই সাঁই শব্দ । অনেক সময় এটা হাঁপানিতে পরিণত হয় ।
🇨🇭 Bronchitis লক্ষণভেদে দু’প্রকার হতে পারে তরুণ এবং পুরাতন।
🇨🇭 আধুনিক রোগনির্ণয় পদ্ধতি ( Modern Diagnosis ) :
🩸Blood Count: Usually Normal But Leucocytosis In Acute Infection .
🩸 X – Ray – Usually Normal .
🇨🇭 হোমিওপ্যাথিক চিকিৎসা ( Homoeopathic treatment ) Symptoms অনুযায়ী, হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচন করা হয়ে থাকে।
যেমন:
🧪Ammon Carb.
🧪Spongia.
🧪Bryonia.
🧪Phosphorus.
ইত্যাদি।
🇨🇭 আমার এই দুইটি নাম্বার:
+8801907-583252
+8801302-743871
What’s app/হোয়াটসঅ্যাপ এবং IMO/ইমো খোলা আছে, চিকিৎসা নিতে চাইলে আমার এই দুইটি নাম্বার ফোনে সেভ করে সমস্যাগুলো লিখে অথবা অডিও রেকর্ড দিয়ে জানাবেন। আমি ফ্রী হয়ে সঠিক তথ্য দিয়ে চিকিৎসা দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ।
🇨🇭 রোগী দেখার সময়ঃ
🛑সকাল 09:00 — 01:00 টা।
🛑বিকাল 05:00 রাত 10:00 টা পর্যন্ত।
🇨🇭 চিকিৎসা : সুখবর হচ্ছে, হোমিওপ্যাথিক চিকিৎসা
দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তির উপায়
🇨🇭 সতর্কতাঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঝুকিপূর্ণ।
🇨🇭 ডাঃ মাসুদ হোসেন
Dr. Masud Hossain
(বি, এইচ, এম, এস )
(ডি, এইচ, এম, এস)
☎️ 01907-583252 (WhatsApp, IMO)
☎️ 01302-743871(WhatsApp, IMO)
[রেজিস্ট্রার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিন
Govt reg No. 35423 ]
আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন।