🇨🇭 বেকার সিস্ট হলো এক ধরনের তরলে ভর্তি পিন্ড। বেকার সিস্ট সাধারণত হাঁটুর পিছনে হয়ে থাকে ।একে পপলাইটাল সিস্ট ও বলা হয়ে থাকে। বেকার সিস্ট সাধারণত ৩০-৭০ বয়সীদের মধ্যে পরিলক্ষিত হয়।এটি নারী ও পুরুষ উভয়েরই হয়ে থাকে।
🇨🇭 এ সিস্টের নামকরণ করা হয়েছে ডাক্তারের নামে যিনি সর্বপ্রথম এ সিস্টের বর্ননা করেছেন।১৮০০ দশকের মাঝামাঝি সময়ে ডাঃ উইলিয়াম মররান্ট বেকার সর্বপ্রথম এ সিস্টের বর্ননা করেছেন।
🇨🇭 এটির উৎপত্তির কারণ: সাইনোভিয়াল ফ্লুইড নামে এক ধরনের তরল যা আমাদের হাড়ের জয়েন্টের ভিতরে থাকে।যা আমাদের জয়েন্টগুলোকে লুব্রিকেন্ট করে ও নড়াচড়া করতে সাহায্য করে।

🇨🇭 যখন আমাদের হাড়ের জয়েন্টের মধ্যে বা আশেপাশের কাঠামো ক্ষতিগ্ৰস্ত হয় তখন আমাদের হাঁটু অতিরিক্ত সাইনোভিয়াল ফ্লুইড তৈরি করে।
🇨🇭 তখন অতিরিক্ত সাইনোভিয়াল ফ্লুইড হাঁটুর পেছনে জমা হতে শুরু করে। ফলে হাঁটু ফুলে যায় এবং শক্ত হয়ে যায়। হাঁটুতে আঘাত এর কারণেও বেকার সিস্ট হতে পারে।
🇨🇭 যারা এটির ঝুঁকিতে রয়েছে: কিছু কিছু ক্ষেত্রে এটির এর ঝুঁকি বেড়ে যায়। আপনার যদি হাঁটুর জয়েন্টে সমস্যার সাথে অন্যান্য সমস্যা থাকে,
যেমন:
🩸 হাঁটুর অস্টিও আর্থারাইটিস।
🩸হাঁটুর রিওমাটয়েড আথ্রাইটিস।
🩸হাঁটুর ভিতরে মেনিস্কি প্যাড ছিঁড়ে যাওয়া।
🩸সংক্রামক আথ্রাইটিস্ ইত্যাদি।
🇨🇭 বেকার সিস্ট এর লক্ষণ বা উপসর্গ:
🩸 হাঁটু ফুলে যাওয়া।
🩸হাঁটুতে ব্যাথা।
🩸হাঁটু শক্ত হয়ে যাওয়া।
🩸হাঁটুর কঠোরতা বা হাঁটু বাঁকাতে কষ্ট হওয়া ইত্যাদি।

🇨🇭 বেকার সিস্ট এর জটিলতা:
কিছু ক্ষেত্রে এটির জটিলতা সৃষ্টি করে। এটি যেহেতু তরলে পরিপূর্ণ চাকা এটি ফুলে বেশি বড় হয়ে যেতে পারে এবং ফেটে যেতে পারে।পায়ের শিরায় রক্ত জমাট বেঁধে রক্ত চলাচলে বাধা সৃষ্টি করতে পারে।
🇨🇭 হোমিও চিকিৎসা:
হোমিও চিকিৎসায় বিনা অপারেশনে বেকার সিস্ট নির্মূল করা সম্ভব। তবে অবশ্যই একজন রেজিস্টার্ড প্রাপ্ত হোমিও চিকিৎসকের নিকট হতে চিকিৎসা নিতে হবে।
🇨🇭 আমার এই দুইটি নাম্বার:
+8801907-583252
+8801302-743871
What’s app/হোয়াটসঅ্যাপ এবং IMO/ইমো খোলা আছে, চিকিৎসা নিতে চাইলে আমার এই দুইটি নাম্বার ফোনে সেভ করে সমস্যাগুলো লিখে অথবা অডিও রেকর্ড দিয়ে জানাবেন। আমি ফ্রী হয়ে সঠিক তথ্য দিয়ে চিকিৎসা দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ।
🇨🇭 রোগী দেখার সময়ঃ
🛑সকাল 09:00 — 01:00 টা।
🛑বিকাল 05:00 রাত 10:00 টা পর্যন্ত।
🇨🇭 চিকিৎসা : সুখবর হচ্ছে, হোমিওপ্যাথিক চিকিৎসা
দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তির উপায়
🇨🇭 সতর্কতাঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঝুকিপূর্ণ।
অন্য লেখা পেড়তে ক্লিক করুন
🇨🇭 ডাঃ মাসুদ হোসেন।
Dr. Masud Hossain
(বি, এইচ, এম, এস )
(ডি, এইচ, এম, এস)

☎️ 01907-583252 (WhatsApp, IMO)
☎️ 01302-743871(WhatsApp, IMO)
[রেজিস্ট্রার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিন
Govt reg No. 35423 ]
Youtube : আমার ইউটিউব চ্যানেলে গুরে আসুন
Facebook Page: আমার ফেসবুক পেইজে গুরে আসুন
Facebook Group: আমার ফেসবুক গ্রুপে গুরে আসুন
Location: আমার চেম্বারের ঠিকানা দেখতে ক্লিক করুন