🇨🇭 Varicocele – ভেরিকোসিল মূলত পুরুষদের স্ক্রোটামে টেস্টিসের সাথের শিরা-ঘটিত একটি জটিল প্রকৃতির রোগ।
🇨🇭 এটি অনেকটা পায়ের ভেরিকোস ভেইনের (শিরা প্রসারিত হয়ে স্ফীত হয়) মতোই দেখতে।
🇨🇭 যখন স্ক্রোটামের ভেতর শিরার মধ্যে ভেরিকোস ভেইনের সৃষ্টি হয় তখনই আমরা একে Varicocele – ভেরিকোসিল বলে থাকি।
🇨🇭 প্রায় ২০% পুরুষদের ক্ষেত্রেই Varicocele – ভেরিকোসিল হয়ে থাকে। মূলত বয়ঃসন্ধিকাল থেকেই এটি পুরুষদের হতে দেখা যায়। দেখা গেছে প্রায় – 85% পুরুষদের ক্ষেত্রে ভেরিকোসিল বাম পাশে হয়ে থাকে আর প্রায় – 15% ক্ষেত্রে ডান পাশে হয়ে থাকে। এটি কারো বাম পাশে কারো ডান পাশে আবার কারো উভয় পাশে (Bilateral Varicocele) হয়ে থাকে।
🇨🇭 মূলত পুরুষদের অন্ডথলি বা স্ক্রোটামের ভেতরে Pampiniform plexus নামক কিছু শিরার নেটওয়ার্ক থাকে যেগুলির মধ্যেই দূষিত রক্ত জমে গিয়ে সেগুলি অর্থাৎ শিরাগুলো প্রসারিত হয়ে যায় এবং ফুলে যায়।
🇨🇭 যেহেতু সেখানে দূষিত রক্ত জমা হতে থাকে তাই সেগুলি ফুলতে থাকে এবং শিরা বা তার আশেপাশের অঞ্চলে ব্যথা বা জ্বালাপোড়ার সমস্যা দেখা দেয়। কারো কারো ক্ষেত্রে শুধু ফোলাটাই পরিলক্ষিত হয় বহু দিন যাবৎ কিন্তু কোন ব্যথা বা জ্বালা থাকে না।
🇨🇭 Varicocele – ভেরিকোসিল হলে কি কি লক্ষণ এবং উপসর্গ সৃষ্টি করতে পারে :
💋 টেস্টিসের উপরের শিরাগুলিতে দূষিত রক্ত জমে শিরাগুলি ফুলে যায় শিরাগুলি পেঁচিয়ে যায় এবং প্রসারিত হয়ে যায় টেস্টিসের উপরের শিরাগুলি কাল বা নীল বর্ণ ধারণ করে।
💋স্পার্মাটিক কর্ডে ব্যথা হয় এবং কেচুর মতো ফুলে যায় অন্ডকোষ বা টেস্টিসে ব্যথা অনূভুত হয়।
💋অন্তথলি বা স্ক্রোটাম ঝুলে যায় অণ্ডথলিতে চাকা বা পিণ্ড কুঁচকিতে ব্যথা অণ্ডথলি বা স্ক্রোটাম ফুলে উঠে।
💋তলপেটে ব্যথা।
💋অনৈচ্ছিক মূত্রত্যাগ।
💋 পুরুষত্বহীনতা।
💋পুরুষাঙ্গে ব্যথা হওয়া।
💋পায়ুপথে ব্যথা হওয়া পুরুষাঙ্গ কখনো শক্ত ও সোজা হয়, কখনো বাঁকা হয়ে থাকে।
উপরিউক্ত লক্ষণগুলি একই সাথে সবার ক্ষেত্রে প্রকাশ পাবে না। লক্ষণ এবং উপসর্গগুলি পার্সন টু পার্সন ভেরি করে। কারো ক্ষেত্রে দুয়েকটি লক্ষন প্রকাশ পায় কারো ক্ষেত্রে তারও বেশি। আবার দেখা গেছে কারো ক্ষেত্রে শুধু শিরা ফুলে আছে বহু বছর যাবত অথচ কোন ব্যথা বা জ্বালা নেই। কিন্তু হঠাৎ করেই এক সময় ব্যথা শুরু হয়ে গেলো।
🇨🇭 যথা সময়ে এই রোগের চিকিৎসা না নিলে এক সময় বেশ জটিলতার সৃষ্টি করে। সুখবর হচ্ছে, হোমিওপ্যাথিক চিকিৎসা
দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তির উপায়।
🇨🇭 আমার এই দুইটি নাম্বার:
+8801907-583252
+8801302-743871
What’s app/হোয়াটসঅ্যাপ এবং IMO/ইমো খোলা আছে, চিকিৎসা নিতে চাইলে আমার এই দুইটি নাম্বার ফোনে সেভ করে সমস্যাগুলো লিখে অথবা অডিও রেকর্ড দিয়ে জানাবেন। আমি ফ্রী হয়ে সঠিক তথ্য দিয়ে চিকিৎসা দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ।
🇨🇭 রোগী দেখার সময়ঃ
🛑সকাল 09:00 – 01:00 টা।
🛑বিকাল 05:00 রাত 10:00 টা পর্যন্ত।
🇨🇭 চিকিৎসা : সুখবর হচ্ছে, হোমিওপ্যাথিক চিকিৎসা
দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তির উপায়
🇨🇭 সতর্কতাঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঝুকিপূর্ণ।
অন্য লেখা পেড়তে ক্লিক করুন
🇨🇭 ডাঃ মাসুদ হোসেন।
Dr. Masud Hossain
(বি, এইচ, এম, এস )
(ডি, এইচ, এম, এস)
☎️ 01907-583252 (WhatsApp, IMO)
☎️ 01302-743871(WhatsApp, IMO)
[রেজিস্ট্রার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিন
Govt reg No. 35423 ]
Youtube : আমার ইউটিউব চ্যানেলে গুরে আসুন
Facebook Page: আমার ফেসবুক পেইজে গুরে আসুন
Facebook Group: আমার ফেসবুক গ্রুপে গুরে আসুন
Location: আমার চেম্বারের ঠিকানা দেখতে ক্লিক করুন