🇨🇭 একটি শিশু জন্মাবার পর থেকেই ধীরে ধীরে বড় হতে থাকে। একটা বয়সে দেখা যায় যে হঠাৎ তার মধ্যে দ্রুত ও অন্যরকম কিছু পরিবর্তন হচ্ছে , যেমন: গলার স্বর পরিবর্তন হওয়া, হঠাৎ বেশ কিছুটা লম্বা হওয়া, শরীরের বিভিন্ন জায়গায় চুল গজানো ইত্যাদি। এই সময় তাদেরকে আর বাচ্চা বলা যায়না, আবার তাদেরকে পুরোপুরি বড়দের দলেও ফেলা যায় না।
🇨🇭 এই সময়টা কে বয়ঃসন্ধিকাল বা কৈশোরকাল বলে , অর্থাৎ শিশুকালের পরে প্রাপ্তবয়স্ক হবার আগে মাঝামাঝি যে সময়টা তাই হচ্ছে বয়ঃসন্ধিকাল বা কৈশোরকাল। বয়ঃসন্ধিকালকে ইংরেজি তে Puberty বলা হয়৷
🇨🇭 বয়ঃসন্ধিকাল সাধারণত, ছেলেদের ক্ষেত্রে 13 বছর এবং মেয়েদের ক্ষেত্রে 10 বছর বয়স থেকে শুরু হয়।
🇨🇭 এই বয়সন্ধিকালের পরিবর্তনগুলো পূর্ণতা পেতে আরো পাঁচ বছরের মতো সময় লাগে। তবে এই বয়সের সময় বিভিন্ন জনের বিভিন্ন কারণে বিভিন্ন রকম হতে পারে।দশ বছর বয়স থেকে বড় হওয়া শুরু হলেও সবার বেড়ে ওঠা একই রকম নয়। কেউ তাড়াতাড়ি বড় হয়ে ওঠে, কেউবা কিছুটা দেরিতে । কারণ, একেক জন মানুষের শরীরের গঠন একেক রকম । একজন মানুষের শরীরের বৃদ্ধি নির্ভর করে তার শরীরের গঠন আর পুষ্টির উপর ।
🇨🇭 বয়ঃসন্ধিকালে মানসিক পরিবর্তন:
🇨🇭 এ সময় ছেলে-মেয়েদের শারীরিক পরিবর্তনের পাশাপাশি মানসিক পরিবর্তন হয় । সবার ক্ষেত্রে পরিবর্তনগুলো একই সময়ে নাও হতে পারে, তবে পরিবর্তনগুলো খুব স্বাভাবিক।
বয়ঃসন্ধির সময় নানা ধরনের শারীরিক পরিবর্তনের ফলে ছেলে-মেয়েদের মনে নানা প্রশ্ন, দ্বিধা,দ্বন্দ্ব, বিহ্বলতা দেখা দেয় ও মনে বিভিন্ন ভাবনা জন্মায়। এই সময়ে ছেলে ও মেয়ে উভয়েই নিজেদের শরীর, চেহারা, পোশাক, আচার-আচরণ ইত্যাদি সম্বন্ধে সচেতন হয় এবং প্রকৃতির স্বাভাবিক নিয়মেই মেয়েরা ছেলেদের প্রতি ও ছেলেরা মেয়েদের
প্রতি আকৃষ্ট হয়। হরমোন বা মস্তিষ্কের পিটুইটারি গ্ল্যান্ড নিঃসৃত এক প্রকার প্রাণী দেহ রস( হরমোন) এর প্রভাবে বয়ঃসন্ধিকালে ছেলে-মেয়েদের যৌন বিষয়ে চিন্তা করার প্রবণতা, আকাশ-কুসুম চিন্তা করার প্রবণতা দেখা দেয় তার ফলে যৌন উত্তেজনা হয়ে থাকে। এই সময় ছেলে-মেয়েদের মন মেজাজ ঘনঘন পরিবর্তন হয়ে থাকে, যেমন:অল্পতেই খুশি হয় বা দুঃখ পায়। তাছাড়া লাজুক ও আত্মকেন্দ্রিক হয় অথবা অনেক বন্ধু-বান্ধব হয়, আত্ম সচেতনতা বৃদ্ধি পায়, আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করে ও সব বিষয়ে স্বাধীনতার দাবি করাটা বয়ঃসন্ধিকালের স্বাভাবিক আচরণ বা ধর্ম।
পেনাইল ক্যান্সার | Penile Cancer Homeopathic Treatment
🇨🇭 বয়ঃসন্ধিকালে মানসিক পরিবর্তনের ধারণা,এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:
🩸 বয়ঃসন্ধিকালীন সময়ে ছেলেমেয়েদের নিজেদের শরীর সম্পর্কে কৌতূহল হয়, শরীরের পরিবর্তন বিষয়ে জানতে চায়।
নারী-পুরুষের সম্পর্ক বিষয়ে জানতে চায় ।
🩸নিজেদের বড় ভাবতে শুরু করে।
🩸ছেলেমেয়ের পরস্পরের প্রতি আকর্ষণবোধ করে।
🩸অজানা জিনিস জানার বিষয়ে কৌতূহলী হয়।
🩸চেহারা, সৌন্দর্য ও পোশাক সম্পর্কে সচেতন হয় এবং অন্যের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে ।
🩸কেউ আবার একা থাকতে পছন্দ করে, কারো সামনে যেতে চায় না। একটা সঙ্কোচ কাজ করে তাদের মধ্যে।
🩸 এ বয়সে মন চঞ্চল হয়ে ওঠে । দ্বিধা-দ্বন্দ্ব, আবেগ আর অস্থিরতা কাজ করে । কখনো মন বিষন্ন হয়ে ওঠে, আবার কখনো মন খুশিতে ভরে যায় । কেউ হয়ে ওঠে অভিমানী, কেউবা কৌতূহলী ।
তবে এই পরিবর্তনগুলো সাময়িক । বড় হওয়ার সাথে সাথে সব স্বাভাবিক হয়ে যায় ।
🩸 কৈশোর বা বয়ঃসন্ধিকাল কৌতূহলের বয়স । নিজের শরীর সম্পর্কে জানতে চাওয়া ভালো এবং এতে লজ্জা পাবার কিছু নেই । কিছু জানতে ইচ্ছা করলে বা কিশোর-কিশোরীরা কোনো সমস্যায় পড়লে বাবা-মা বা বড়দের সাথে এ ব্যাপারগুলো আলাপ করতে অস্বস্তি বোধ করে এবং সমবয়সি বা বন্ধুদের সাথে আলোচনা করে । এ বয়সে ছেলেমেয়েরা বন্ধুদের প্রতি বেশি নির্ভরশীল হয়, বন্ধুদেরকে বেশি গুরত্ত্ব দেয়, বন্ধুদের দ্বারা বেশি প্রভাবিত হয়। বন্ধু তাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠে । তাই ভাল বন্ধু নির্বাচন করা খুব দরকার।
🇨🇭 বয়ঃসন্ধিকালে মানসিক পরিবর্তন শনাক্তকরণ :
🩸 এ সময় কিশোর,কিশোরীরা আত্মনির্ভর হতে চেষ্টা করে।
স্বাধীনচেতা মনোভাব পোষন করে এবং সব বিষয়ে স্বাধীনতা চায়।
🩸অনেক নতুন বন্ধু-বান্ধব এর সাথে মেলামেশা করে।
🩸নতুন কিছুর দিকে আগ্রহ থাকে।
🩸 আত্ম সচেতন হবার কারণে নতুন নতুন পোষাক এবং ফ্যাশন সচেতন পোষাক এর দিকে বেশী মনোযাগী হয়।
🩸খাবার দাবার এর প্রতি অনীহা দেখায় এবং কিশোরীরা কম খেয়ে ওজন নিয়ন্ত্রনে রাখতে চায়।
🩸বাবা মা বা পরিবারের সান্নিধ্যের চেয়ে বন্ধু-বান্ধবের সহচর্য বেশী পছন্দ করে
গোপনীয়তা বজায় রাখতে চায়, তার নিজস্ব একটা জগত তৈরী করে নেয়।
🩸স্নেহ ভালবাসার জন্য সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত থাকে।
🩸পারিপার্শ্বিক পরিবেশের সাথে সহজে খাপ খাওয়াতে পারে না।
🩸বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তনের কারণে নিজেকে নিয়ে বিব্রত থাকে।
🇨🇭 বয়ঃসন্ধিকালের সময়ে সন্তানের সবচাইতে বেশি প্রয়োজন বন্ধুত্বের। এ সময়ে কোনো বাধা-ধরা রূটিন কিংবা শাসন সন্তানের ওপর বিরূপ প্রভাব ফেলে। বাবা মায়ের এ সময় সন্তানের বিশ্বস্ত বন্ধু হওয়া প্রয়োজন।
🇨🇭 অভিভাবক হিসেবে সন্তানকে বোঝাতে হবে কোনটি সঠিক আর কোনটি সঠিক নয়। নিজেকে নিজের সন্তানের কাছে দুর্বোধ্য নয়, বরং সহজ সাবলীল করে গড়ে তুলতে হবে। শাসনের পাশাপাশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা জরুরি। সন্তান যতো বেশী ভয় পাবে ততো বেশী দূরত্ব তৈরি হবে, অন্যদিকে শাসন না থাকলে সন্তান বিপথে যেতে পারে । তাই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রেখে সন্তানের সাথে ঘনিষ্ট সম্পর্ক গড়ে তোলা উচিত ।
🇨🇭 সন্তানের বয়ঃসন্ধিকালকে কখনোই নিজের বয়ঃসন্ধিকালের সঙ্গে তুলনা করা যাবে না ।
মনে রাখতে হবে যে, বয়ঃসন্ধিতে সন্তানের ব্যক্তিত্ব, মূল্যবোধ, আদর্শ গঠনে বাবা,মায়ের ভূমিকা অপরিসীম। তাই এই সময় কিশোর কিশোরীদের বিশেষ যত্নের প্রয়োজন।
🇨🇭 আমার এই দুইটি নাম্বার:
+8801907-583252
+8801302-743871
What’s app/হোয়াটসঅ্যাপ এবং IMO/ইমো খোলা আছে, চিকিৎসা নিতে চাইলে আমার এই দুইটি নাম্বার ফোনে সেভ করে সমস্যাগুলো লিখে অথবা অডিও রেকর্ড দিয়ে জানাবেন। আমি ফ্রী হয়ে সঠিক তথ্য দিয়ে চিকিৎসা দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ।
🇨🇭 রোগী দেখার সময়:
🛑সকাল 09:00 — 01:00 টা।
🛑বিকাল 05:00 রাত 10:00 টা পর্যন্ত।
🇨🇭 চিকিৎসা : সুখবর হচ্ছে, হোমিওপ্যাথিক চিকিৎসা
দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তির উপায়
🇨🇭 সতর্কতাঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঝুকিপূর্ণ।
🇨🇭 ডাঃ মাসুদ হোসেন
Dr. Masud Hossain
(বি, এইচ, এম, এস )
(ডি, এইচ, এম, এস)
☎️ 01907-583252 (WhatsApp, IMO)
☎️ 01302-743871(WhatsApp, IMO)
[রেজিস্ট্রার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিন
Govt reg No. 35423 ]
আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন।