🇨🇭 খাবার বা কোন কিছু গিলতে অসুবিধা বোধ করাকে ডিসপেজিয়া – Dysphagia বলে।
🇨🇭 ডিসপেজিয়া এর কারণঃ
🩸খাদ্যনালীর গঠনগত কারণসমূহ।
🩸 স্নায়ু বা পেশী জনিত কারণসমূহ।
🇨🇭 খাদ্যনালীর গঠনগত কারণ সমূহ:
এসব কারণকে চার ভাগে ভাগ করা যায়:
- মুখগহবর জনিত (জ্বিহবার সমস্যা সমূহ সহ)।
- ল্যারিঙ্কস (শ্বাসনালী) ও ফ্যারিংস (গল:বিল) বিভিন্ন সমস্যা।
- অন্ননালী জনিত কারণ।
- গলঃদেশের বিভিন্ন কারণ।
🩸 মুখগহবর জনিত কারণ:
চোয়াল আটকে গেলে মুখের প্রদাহ, টনসিলের ইনফেকশন, ঠোঁটের কোনায় আলসার
জিহ্বায় ঘা, জিহবায় ক্যান্সার
আক্কেল দাঁত ও অন্যান্য দাঁতের সমস্যা মুখগহবরের ভিতরে প্রদাহ
মুখগহবর, মুখের তালুর টিউমার।
🇨🇭 শ্বাসনালী ও গল:বিলের কারণ:
🩸টনসিলের প্রদাহ।
🩸টনসিলের চারপাশে পুঁজ হওয়া।
🩸 গলঃবিল এর পেছনে ও চারপাশে পুঁজ হওয়া।
🩸 ফ্যারিংস এর ক্যান্সার (টনসিল ও জিহবার গোড়াসহ)
শ্বাসনালী তে পানি জমা ল্যারিংস এ ক্যান্সার ফ্যারিংস এ অনাকাঙ্কিত বস্তু আটকে যাওয়া।
যেমনঃ মাছের কাঁটা
অন্যান্য রোগ- যেমন: টিবি, ফাংগাল ইনফেকশন, সিফিলিস, এইডস, মুখের তালু ও ফ্যারিংস এর দুর্বলতা ,অবশ- হলে, নিউরোজেনিক ভিনসেন্ট এনজিনা।
🇨🇭 অন্ননালী জনিত কারণ:
🩸 নালীর ভেতর কারণ : অনাকাঙ্কিত বস্তু , যেমন: পয়সা শিশুদের ক্ষেত্রে, মাংসের হাড় বা নকল দাঁত বয়স্কদের ক্ষেত্রে।
🇨🇭 নালীর দেয়াল জনিত কারণ:
🇨🇭 জন্মগত সরু অন্ননালী ও অন্যান্য ক্রটি সমূহ:
🩸 এসিডে পোঁড়া জনিত- করোসিভ অন্ননালীর প্রদাহ।
🩸 পেপটিক অন্ননালীর প্রদাহ
আঘাত জনিত অন্ননালীর প্রদাহ।
🩸 নালী চিকন হওয়া।
🩸 কার্ডিওস্পাজম।
🩸স্পাজম ও ডাইভারটিকুলাম
এডিনমা বা মায়োমা।
🩸 অন্ননালীর ক্যান্সার
ট্রাকিও , ওসোপেজিয়াল ফিসটুলা- খাদ্যনালী ও শ্বাসনালী যুক্ত হওয়া।
🇨🇭 নালীর বহিঃপাশে কারণ:
🩸রেট্রো স্টারনাল গয়টার থাইরয়েড জনিত ও থাইমাস বড় হলে।
🩸 শিশুদের ক্ষেত্রে হৃদপিন্ড অধিক বড় হওয়া।
🩸 ফুসফুসের ভিতর ক্যান্সার।
🇨🇭 গল:দেশ জনিত কারণ:
🩸 থাইরয়েড গ্রন্থি বড় হওয়া এবং থাইরয়েড গ্রন্থির ক্যান্সার।
🩸 ল্যাডউইগ এনজইনা।
🩸টেমপোরা ম্যান্ডিবুলার বা চোয়ালের জয়েন্টের আর্থ্রাইটিস
প্যারোটিড গ্রন্থির প্রদাহ।
🇨🇭 স্নায়ু পেশী জনিত কারণ:
🩸ভেগাল নার্ভ প্যারালাইসিস।
🩸মোটর নিউরন ডিজিস।
🩸পেরিফেরাল নিউরাইটিস
জুগুলার ফোরাসেন সিন্ড্রম।
🇨🇭 অন্ননালী জনিত পাঁচটা প্রধান কারণ:
- 🩸অন্ননালীর ক্যান্সার।
- 🩸অন্ননালী সরু হয়ে যাওয়া।
- 🩸একালাসিয়া কার্ডিয়া।
- 🇨🇭 অনাকাঙ্খিত বস্তু ঢুকলে
পরীক্ষা:
🇨🇭ডিসপেজিয়া এর ইতিহাস :
🩸 ডিসপেজিয়া লক্ষণ:
- খাবার ভিতরে ঢুকবে না
- খাবার উপরে উঠে আসবে
- গলায় কিছু আটকে আছে এমন মনে হবে।
🩸 সমস্যার স্থান: রোগী সমস্যা স্থান নির্দিষ্ট করে বলতে পারবে। যেমন : এটা ক্ষতের স্থানের উপর নির্ভর করে।
আরো লেখা পড়ুনঃ ওভারিয়ান সিস্ট | Overian cyst | কারণ ও হোমিওপ্যাথিক চিকিৎসা
🩸 ডিসপেজিয়া লক্ষণসমূহ তীব্রতা:
অল্প পরিমান পানি বা পানীয় রোগী গিলতে পারে। তরল, কঠিন বা উভয় জিনিসে অসুবিধা হয় এবং ওজন কমে যায়।
🩸 লক্ষণের শুরু ও স্থায়ীকাল: হঠাৎ বা তীব্র হতে পারে, ধীরে ধীরে বাড়তে পারে, প্রথমে কঠিন খাবারে পরে তরল খাদ্যে সমস্যা দেখা দেয়।
🩸 অন্যান্য লক্ষণসমূহ: ব্যাথা, অল্প ওঠা, কাশি, গলার স্বর বদলে যাওয়া, দুঃশ্চিন্তা করা।
🩸 বয়স: নবজাতক, শিশু, যুবক, বয়স্ক যে কোন বয়সে হতে পারে।
🩸 পরীক্ষা: মুখগহবর, জিহবা, নখ পরীক্ষা করে দেখতে হবে মুখের কোনায় প্রদাহ, জিহবার প্রদাহ আছে কিনা দেখতে হবে।
গলা পরীক্ষা করে দেখতে হবে কোন গ্যান্ড বা টিউমার আছে কিনা বা থাইরয়েড ফুলে গেছে কিনা।
রোগীকে পানি খেতে দিতে হবে এবং তাঁর ঢোক কতটুকু গিলতে পারে তা খেয়াল করতে হবে।
গলঃবিল ও শ্বাসনালী পরীক্ষা করে ভোকাল কর্ড এ দুর্বলতা, জিহবার গোড়ায়, হাইপোফ্যারিংস এ কোন কিছু বড় হয়েছে কিনা তা দেখতে হবে।
এপিগ্যাষ্ট্রিক টেনডারনেস বড় হয়েছে কিনা তা পেটে পরীক্ষা করে দেখতে হবে।
রোগীর পানি শূণ্যতা বা ডিহাইড্রেশন আছে কিনা দেখতে হবে। রোগীর ওজন দেখতে হবে।
🩸ডিসপেজিয়া এর ল্যাব পরীক্ষা সমূহঃ
রক্ত হিমোগ্লোবিন এবং রুটিন টেষ্টসমূহ, সিরাম আয়রন, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি, থাইরয়েড ফাংশন টেষ্ট, সিরাম ইলেক্ট্রলাইটিস।
🩸 খাদ্যনালীর বেরিয়াম এক্স-রে, ডিসপেজিয়া ও অন্ননালীর রোগ নির্ণয় এর জন্য এক আদর্শ পরীক্ষা।
🩸এন্ডোসকপি বা রিজিড ইসোফেগোস্কপি করতে হবে। আরো অন্যান্য পরীক্ষা করতে হবে, যেমন: ফাইবার অপটিক ল্যারিংগোসকপি, বায়োপসি, সিটি স্ক্যান বা এমআরআই ।
🇨🇭 চিকিৎসা: ডিসপেজিয়ার- লক্ষনভিত্তিক, কারণ বা রোগ নির্ণয় করে, সে অনুযায়ী চিকিৎসা দিতে হবে।
🇨🇭 ডিসপেজিয়ার রোগের সব ধরনের হোমিওপ্যাথিক চিকিৎসা আছে।
🇨🇭 ডিসপেজিয়া এর লক্ষনভিত্তিক কিছু হোমিও ঔষধ এর নামঃ
- 🧪Ignatia.
- 🧪Baptisia.
- 🧪Belladona.
- 🧪Alumina.
- 🧪Cactus.
- 🧪Carbo vege.
- 🧪Lachesis.
- 🧪Baryta carb.
- 🧪Kali carb.
- 🧪Silicea.
- 🧪Hepar sulph.
- 🧪Merc sol.
- 🧪Merc cor.
- 🧪Sabadilla.
- 🧪Caustium.
- 🧪Rumax.
- 🧪Ferrum met.
- 🧪Phosphorus.
🇨🇭 আমার এই দুইটি নাম্বার:
+8801907-583252
+8801302-743871
What’s app/হোয়াটসঅ্যাপ এবং IMO/ইমো খোলা আছে, চিকিৎসা নিতে চাইলে আমার এই দুইটি নাম্বার ফোনে সেভ করে সমস্যাগুলো লিখে অথবা অডিও রেকর্ড দিয়ে জানাবেন। আমি ফ্রী হয়ে সঠিক তথ্য দিয়ে চিকিৎসা দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ।
🇨🇭 রোগী দেখার সময়:
🛑 সকাল 09:00 — 01:00 টা।
🛑 বিকাল 05:00 রাত 10:00 টা পর্যন্ত।
🇨🇭 চিকিৎসা : সুখবর হচ্ছে, হোমিওপ্যাথিক চিকিৎসা
দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তির উপায়।
🇨🇭 সতর্কতাঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঝুকিপূর্ণ।
🇨🇭 ডাঃ মাসুদ হোসেন
Dr. Masud Hossain
(বি, এইচ, এম, এস )
(ডি, এইচ, এম, এস)
☎️ 01907-583252 (WhatsApp, IMO)
☎️ 01302-743871(WhatsApp, IMO)
[রেজিস্ট্রার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিন
Govt reg No. 35423 ]
আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন।