টেস্টোস্টেরনের

টেস্টোস্টেরনের বাড়ানোর হোমিও চিকিৎসা।

প্রথমে আমাদের জানতে হবে যে টেস্টোস্টেরন আসলে কী? এর প্রয়োজনীয়তাই বা কী? টেস্টোস্টেরন পুরুষের জন্য খুবই প্রয়োজনীয় একটি হরমোন। সহজ ভাষায় এটা হলো ওই হরমোন যা পুরুষকে পুরুষ বানায়।

☛ মানবদেহে টেস্টোস্টেরনের ভূমিকাগুলো কী কী?

দেখা যাকঃ

১) এনার্জি
২) স্মৃতিশক্তি
৩) মনোযোগ
৪) আত্নমর্যাদাবোধ
৫) আত্ননিয়ন্ত্রণ
৬) সুগঠিত পেশি
৭) দৈহিক শক্তি
৮) কাজ করার সক্ষমতা
৯) গলার স্বরের গম্ভীরতা
১০) মানসিক প্রশান্তি
১১) পুরুষালি আচরণ
১২) প্রভাবশালী আচরণ
১৩) লোহিত রক্তকণিকা উৎপাদন
১৪) হাড়ের স্বাভাবিক গঠন
১৫) যৌনক্রিয়ার জন্য পর্যাপ্ত আমিষ সরবরাহ করা
১৬) দীর্ঘস্থায়ী যৌনক্রিয়াতে সক্ষম করা
১৭) স্বাস্থ্যকর মেটাবলিযম উৎপাদন
১৮) লিভারের কার্যাবলি
১৯) সুগঠিত প্রোস্টেট গ্রন্থি গঠন।

আরা পড়ুনঃ   পুরুষের যৌন উত্তেজনা বৃদ্ধির হোমিও চিকিৎসা।

☛ শরীরে যদি টেস্টোস্টেরনের পরিমাণ কমে যায়, তাহলে কী হতে পারে?

১) ক্লান্তিভাব
২) বিষণ্ণতা
৩) দুর্বল স্মৃতিশক্তি
৪) মনোযোগ কমে যাওয়া
৫) অতিরিক্ত অস্থিরতা
৬) কম শারীরিক সক্ষমতা
৭) আত্ননিয়ন্ত্রণ কমে যাওয়া
৮) পুরুষালি আচরণ কমে যাওয়া
৯) আচরণে মিনমিনে ভাব আসা
১০) স্বাভাবিক যৌনক্রিয়াতে আগ্রহ না থাকা
১১) দ্রুত বীর্যপাত
১২) দৃষ্টিশক্তি কমে যাওয়া
১৩) মেরুদণ্ডে ব্যথা
১৪) পেশি সুগঠিত না হওয়া
১৫) শরীরে চর্বি জমে যাওয়া
১৬) হাড় ক্ষয়ে যাওয়া
১৭) চুল পড়ে যাওয়া।

৪ জোড়া দম্পতীর উপর পরীক্ষা করে দেখা গেছে, স্বাভাবিক যৌনক্রিয়ায় টেস্টোস্টেরন কমে না বরং বাড়ে।

☛ মাস্টারবেশনের অভ্যাস/নেশা ও কুফল দূর করার জন্য হোমিওপ্যাথিতে কার্যকরী মেডিসিন রয়েছে যেমনঃ স্ট্যাফিসেগ্রিয়া, বিউফো, লাইকো, কোনিয়াম, আর্জেন্ট মেট ইত্যাদি।

☛ সতর্কতাঃ ডাক্তারের পরামর্শ ব্যতীত ওষুধ সেবন করবেন না।
☛ আপনার যদি কোন রকম যৌন বা গুপ্ত সমস্যা থেকে থাকে তাহলে আমাদের সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আপনার সমস্যা মন খুলে বলুন।
Send via WhatsApp
error: Content is protected !!