🇨🇭 Constipation – কোষ্ঠকাঠিন্য , নিজে কোনো রোগ নয় বরং অন্য রোগের লক্ষণ মাত্র। তাই এরোগ কে মোটেই হালকা ভাবে নেয়া যাবেনা। কেননা দ্রুত চিকিৎসা না করালে এটি জটিল আকার ধারণ করতে পারে এবং দুরারোগ্য ব্যধিতে রূপ নিতে পারে।
🇨🇭 বিভিন্ন কারণে কোষ্ঠকাঠিন্য এর লক্ষণ দেখা দিতে পারে।
🩸 যেমন:
- 🩸শারীরিক পরিশ্রম না করা।
- 🩸 লিভারের রোগ।
- 🩸কোনো Chronic রোগের ফলস্বরূপ।
- 🩸হজমের দুর্বলতা।
- 🩸 Intestine বা অন্ত্রের রোগ।
🇨🇭 কোষ্ঠকাঠিন্যের কয়েকটি লক্ষণঃ
- 🩸 মল কঠিন, সম্পুর্ন ভবে বের না হয়ে অল্প পরিমানে বোর হয়।
- 🩸 বারবার পায়খানার বেগ হয় কখনও মল বের হয় কখনো হয়না। বমি বমি ভাব হয়।
- 🩸 মানসিক অস্বস্তি, ক্ষুধা কমে যায়, পেট ব্যথা থাকতে পারে।
- 🩸 মলের রং পরিবর্তন – মাটির মত,ছাইয়ের মত, সাদাটে ভাব।
- 🩸 মাথা ব্যথা, জ্বর জ্বর ভাব, অরুচি ইত্যাদি হতে পারে।
🇨🇭 দীর্ঘদিন এরোগে ভুগতে থকলে অর্শ Pils হতে পারে। অনেক সময় জমে থাকা মল নাড়ীতে পচতে থাকে যা মারাত্মক ক্ষতিকর। এর ফলে লিভারের ক্ষতি হয়ে জন্ডিস হতে পারে। এছাড়াও মলদ্বারে ঘা ও দেখ দিতে পারে।
🇨🇭 পথ্য:
🇨🇭 শুধুমাত্র ঔষধে এ রোগ আরোগ্য হয় না। খাদ্যাভ্যাস এবং জীবন যাপনের পদ্ধতি তে ও কিছু পরিবর্তন আনা জরুরী। প্রচুর পরিমাণ শাকসবজি, ফলমূল খেতে হবে। প্রতিদিন নির্দিষ্ট পরিমানে হাটা এবং হালকা ব্যায়াম এর অভ্যাস করতে হবে এবং মুক্ত বাতাসে ঘোরাফেরা করা উত্তম। আঙুর, আপেল, কিসমিস, কমলালেবু, পাকাকলা, পাতিলেবু, পেঁপে, ডুমুর, ওল, মধু, গরম দুধ খুব ভালো পথ্য। লাল আটা, ঢেঁকি ছাঁটা চালের ভাত, যাতায় ভাঙা আটা উপকারী। রাতে ভাতের পরিবর্তে রুটি খাওয়া ভালো। সকালে খালি পেটে পানি পানের অভ্যাস করতে হবে।
🇨🇭 হোমিও চিকিৎসা :
হোমিওপ্যাথি তে কোষ্ঠকাঠিন্যের খুব ভালো চিকিৎসা রয়েছে। তবে যে কোন ঔষধ অবশ্যই লক্ষণ সাদৃশ হতে হবে। ঔষধ নির্বাচন এর ক্ষেত্রে রোগের কারণ, লক্ষণ এবং রোগীর ধাতুগত লক্ষণের উপর গুরুত্ব দিতে হবে।
আরো পড়ুনঃ ডিসপেজিয়া – Dysphagia – ঢোক গিলতে অসুবিধা | Dysphagia Homeopathic Treatment
🧪 Bryonia : ব্রায়োনিয়া কোষ্ঠবদ্ধতার একটি চমৎকার ঔষধ। Intestine বা অন্ত্রের শ্লৈষ্মিক ঝিল্লী সমুহ শুকিয়ে যাওয়ার কারণে রোগের সৃষ্টি। মল প্রচন্ড শক্ত,শুকনো,পোড়া পোড়া এবং লম্বা, অনেক সময় রক্তাক্ত মল নির্গত হয়। তলপেটের পেশীগুলো শক্তিহীন হয়ে পড়ে ফলে পায়খানার বেগ আদৌ অনুভব করে না। মাথা যন্ত্রণা, জিহ্বা শুষ্ক, মুখ গহ্বর শুষ্ক, গলার কোষ শুষ্ক, ঠাণ্ডা পানি পানের ইচ্ছা। অনেক ক্ষণ পরে পরে একসাথে অনেক পানি পান করে।
🧪 Colocynth : গুহ্যদেশে তীব্র ব্যথা, গুহ্যদ্বরের শিরায় রক্ত সঞ্চয়, মল শুষ্ক এবং প্রচন্ড শক্ত এর সাথে সাথে অর্শবলি বের হয়। পর্যায়ক্রমে কোষ্ঠকাঠিন্য এবং উদরাময়। সেই সাথে ব্যথাযুক্ত রক্তস্রাবী অর্শবলি।
🧪Nux vomica : কোষ্ঠকাঠিন্য সেই সাথে বারবার মলত্যাগের ইচ্ছা, মলত্যাগের পরও মনে হয় খানিকটা মল ভিতরে রয়ে গেছে, মলদ্বার সংকুচিত। খাওয়ার পরপরই পেটব্যথা সহ মলবেগ।
🧪 Mercsol : কোষ্ঠকাঠিন্যের সাথে সাথে আমাশয়ের লক্ষণ এবং মলদ্বারে জ্বালাপোড়া। জিহ্বায় দাঁতের ছাপ,জিহ্বার আগায় ব্যথা।
🧪 Hydrastis can: গুহ্যদ্বার ফাটা ফাটা, প্রচন্ড কোষ্ঠকাঠিন্য সহ পাকাশয়ের গোলযোগ, মাথায় সামান্য যন্ত্রণা। মলত্যাগের সময় গুহ্যদ্বারে খোঁচা মারা ব্যথা। পয়খানার পরও অনেকক্ষণ পর্যন্ত ব্যথা থাকে।
🩸 এছাড়াও লক্ষণ অনুযায়ী:
- 🧪 Opium.
- 🧪 Podophyllum.
- 🧪 Sulphur.
- 🧪 Alumina.
- 🧪Plumbum met.
ইত্যাদি ঔষধে কোষ্ঠকাঠিন্য- Constipation আরোগ্য হয়।
🩸সাধারণ কোষ্ঠকাঠিন্য Constipation :
- 🧪 ব্রায়োনিয়া।
- 🧪 মার্কসল।
- 🧪 নাক্স।
- 🧪ওপিয়াম।
🩸পুরাতন কোষ্ঠকাঠিন্য Constipation :
- 🧪 নাক্স।
- 🧪 সালফার।
- 🧪 ক্যালকেরিয়া কার্ব।
🩸শিশুদের কোষ্ঠকাঠিন্য Constipation :
- 🧪 ব্রায়োনিয়া।
- 🧪 নাক্স।
- 🧪 ওপিয়াম।
🩸 গর্ভকালীন কোষ্ঠকাঠিন্য Constipation :
- 🧪 ব্রায়োনিয়া।
- 🧪 নাক্স।
- 🧪 ওপিয়াম।
- 🧪 সিপিয়া।
🩸 দাত ওটার সময় কোষ্ঠকাঠিন্য Constipation :
- 🧪ব্রায়োনিয়া।
- 🧪নাক্স।
🇨🇭 আমার এই দুইটি নাম্বার:
+8801907-583252
+8801302-743871
What’s app/হোয়াটসঅ্যাপ এবং IMO/ইমো খোলা আছে, চিকিৎসা নিতে চাইলে আমার এই দুইটি নাম্বার ফোনে সেভ করে সমস্যাগুলো লিখে অথবা অডিও রেকর্ড দিয়ে জানাবেন। আমি ফ্রী হয়ে সঠিক তথ্য দিয়ে চিকিৎসা দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ।
🇨🇭 রোগী দেখার সময়:
🛑 সকাল 09:00 — 01:00 টা।
🛑 বিকাল 05:00 রাত 10:00 টা পর্যন্ত।
🇨🇭 চিকিৎসা : সুখবর হচ্ছে, হোমিওপ্যাথিক চিকিৎসা
দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তির উপায়।
🇨🇭 সতর্কতাঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঝুকিপূর্ণ।
🇨🇭 ডাঃ মাসুদ হোসেন
Dr. Masud Hossain
(বি, এইচ, এম, এস )
(ডি, এইচ, এম, এস)
☎️ 01907-583252 (WhatsApp, IMO)
☎️ 01302-743871(WhatsApp, IMO)
[রেজিস্ট্রার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিন
Govt reg No. 35423 ]
আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন।