ওভারিয়ান সিস্ট

ওভারিয়ান সিস্ট | Overian cyst | কারণ ও হোমিওপ্যাথিক চিকিৎসা

🇨🇭 নারীর ওভারি অথবা ডিম্বাশয়ের সিস্ট সাধারণত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হওয়ার আশঙ্কা থাকে। তবে বেশির ভাগ ক্ষেত্রে সাধারণত – 50 বছরের মধ্যে হয়ে থাকে। মূলত ডিম্বাশয়ে পানিপূর্ণ থলেকে ওভারিয়ান সিস্ট (Overian cyst ) বলা হয়। নারীদের নানা ধরনের সিস্ট হয়ে থাকে।

🩸 ফাংশনাল সিস্ট- Functional Cyst: সাধারণত বেশির ভাগ নারীর ক্ষেত্রে ফাংশনাল সিস্ট Functional Cyst হয়ে থাকে।ওভারি থেকে ডিম না ফুটলে অথবা ডিম ফোটার পরও ফলিকলগুলো চুপসে না গেলে সিস্ট সৃষ্টি হতে পারে।
এতে সাধারণত তেমন কোনো সমস্যা হয় না। অনেকেরই এটি হতে পারে।

🩸পলিসিস্টিক (পিসিওএস) সিস্ট ( Polycystic ovarian cysts): ওভারিতে যে ছোট ফলিকল থাকে সেগুলো পূর্ণাঙ্গ না হলে পলিসিস্টিক সিস্ট-Polycystic ovarian cyst হয়। এ ক্ষেত্রে রোগী যদি অবিবাহিত হন তাহলে সমস্যা হতে পারে। ছোট বয়সের মেয়েদের অনিয়মিত মাসিক হয়। বিবাহিতদের অনিয়মিত মাসিক হতে পারে। বন্ধ্যত্বও হতে পারে।

ওভারিয়ান সিস্ট  Overian cyst  কারণ ও হোমিওপ্যাথিক চিকিৎসা
ওভারিয়ান সিস্ট Overian cyst কারণ ও হোমিওপ্যাথিক চিকিৎসা

🩸 এন্ডমেট্রিওটিক সিস্ট- Endromatic Cyst: ওভারিতে যে Tissue- টিস্যুগুলো থাকে , সেই টিস্যুগুলো যদি জরায়ু ছাড়া পেটের অন্য কোথাও হয়ে থাকে তখন তাকে এন্ডমেট্রিওটিক সিস্ট – Endromatic Cyst বলা হয়। এগুলো ডিম্বাশয়ে এমনিতেই থাকতে পারে এবং বেশি পরিমাণ থাকতে পারে। বন্ধ্যত্ব হতে পারে এবং মাসিক অনিয়মিত হতে পারে।

আরো পড়ুনঃ যে বদ অভ্যাস গুলো পুরুষাঙ্গ ছোট হওয়ার জন্য দায়ী |

🩸 ডারময়েড সিস্ট – Dermoid cyst: এই সিস্টের ভেতর চামড়া, চুল, দাঁতও থাকতে পারে। এটিও সচরাচর থাকে। এর ফলে ক্যানসার – Cancer ♋ হতে পারে।
সমস্যা-অনেক সময় তীব্র ব্যথা করে। যেকোনো সময় ওভারি পেঁচিয়ে যেতে পারে। এর কারণে বিনাইন ক্যানসার হতে পারে।

🩸 সিস্ট এডোনোমা – Cyst Edanoma : ডিম্বাশয়ে এক ধরনের তরল জাতীয় পদার্থই জমাট বেঁধে এই ধরনের সিস্ট হয়।
সমস্যা – এতে সমস্যা নাও হতে পারে।

🇨🇭ওভারিয়ান সিস্ট এর কারণ:

  • 🩸 ওজনাধিক্যের কারণে সিস্ট হতে পারে।
  • 🩸 বন্ধ্যত্ব রোগের চিকিৎসায় যে ওষুধ ব্যবহার করা হয় তার জন্যও এই সমস্যা হতে পারে।
  • 🩸 হরমোনজনিত কারণে হতে পারে।
  • 🩸 বংশগত কারণে হতে পারে।
  • 🩸 ওভারি ক্যানসার, ব্রেস্ট ক্যানসার, খাদ্যনালির ক্যানসার বিশেষ করে বিআরসিএ জিন যাদের থাকে তাদের এ সমস্যা হতে পারে।

🇨🇭ওভারিয়ান সিস্ট এর লক্ষণ:

ওভারি সিস্ট হলে খাওয়ার অরুচি হয়। ওজন বেড়ে যেতে পারে। যদি এর কারণে ক্যানসার হয় তখন ওজন কমে যেতে পারে। বমি হয়ে থাকে, পায়খানা কষা হয় এবং পেট তাড়াতাড়ি বড় হয়ে যায়। কিছু সিস্টের ক্ষেত্রে ঝুঁকি থাকে।

ওভারিয়ান সিস্ট  Overian cyst  কারণ ও হোমিওপ্যাথিক চিকিৎসা
ওভারিয়ান সিস্ট Overian cyst কারণ ও হোমিওপ্যাথিক চিকিৎসা

🇨🇭 রোগ নির্ণয়: এই রোগ নির্ণয় করতে আল্ট্রাসনোগ্রাম – U.S.G করা হয়। এ ছাড়া : সিটি স্ক্যান- City Scan, এমআরআই- MRI, হরমোন লেভেল – Hormone levels দেখা, লেপারোস্কোপি – Laparoscopy , ইত্যাদি পরীক্ষা,নিরীক্ষাও করা হয়। আবার কিছু টিউমার মার্কার দিয়েও রোগ নির্ণয় করা হয়। যেমন 🙁 CA – 125 ) পরীক্ষা করা হয়।

🇨🇭 ওভারিয়ান সিস্ট এর চিকিৎসা:

🧪 হোমিও মেডিসিন খেতে হবে প্রায় 6/7 মাস।

🧪 জীবনযাপনে পরিবর্তন।

🧪 ওজন কম রাখা (পেলসেপটিক ওভারির ক্ষেত্রে)।

🧪 এন্ডমেট্রিওটিকের ক্ষেত্রে বিয়ে করা এবং সন্তান নেওয়া।

🧪 কিছু কিছু টিউমার আছে যারা নীরব ঘাতক। তাই নিজের উদ্যোগে নিয়মিত চেকআপ করা।
যদি বংশে থাকে তাহলে ঝুকি বেশি থাকে।

🇨🇭 আমার এই দুইটি নাম্বার:
+8801907-583252
+8801302-743871
What’s app/হোয়াটসঅ্যাপ এবং IMO/ইমো খোলা আছে, চিকিৎসা নিতে চাইলে আমার এই দুইটি নাম্বার ফোনে সেভ করে সমস্যাগুলো লিখে অথবা অডিও রেকর্ড দিয়ে জানাবেন। আমি ফ্রী হয়ে সঠিক তথ্য দিয়ে চিকিৎসা দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ।

homeo treatment, homeo ctg homeo, হোমিও, হোমিওপ্যাথি চিকিৎসা, হোমিও চিকিৎসা, হোমিওপ্যাথি চিকিৎসা চট্টগ্রাম, অনলাইন হোমিও চিকিৎসা চট্টগ্রাম, হোমিও চিকিৎসা কেন্দ্র চট্টগ্রাম, চট্টগ্রামের সেরা হোমিও ডাক্তার, অভিজ্ঞ হোমিও ডাক্তার চট্টগ্রাম, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, যৌন রোগ বিশেষজ্ঞ চট্টগ্রাম, যৌন রোগ বিশেষজ্ঞ চট্টগ্রাম, যৌন রোগ বিশেষজ্ঞ, ডাঃ মাসুদ হোসেন, মাসুদ হোসেন. dr masud hossain,

🇨🇭 রোগী দেখার সময়:
🛑 সকাল 09:00 — 01:00 টা।
🛑 বিকাল 05:00 রাত 10:00 টা পর্যন্ত।

🇨🇭 চিকিৎসা : সুখবর হচ্ছে, হোমিওপ্যাথিক চিকিৎসা
দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তির উপায়।

🇨🇭 সতর্কতাঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঝুকিপূর্ণ।

🇨🇭 ডাঃ মাসুদ হোসেন
Dr. Masud Hossain
(বি, এইচ, এম, এস )
(ডি, এইচ, এম, এস)

☎️ 01907-583252 (WhatsApp, IMO)
☎️ 01302-743871(WhatsApp, IMO)

[রেজিস্ট্রার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিন
Govt reg No. 35423 ]

আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আপনার সমস্যা মন খুলে বলুন।
Send via WhatsApp
error: Content is protected !!