🇨🇭 আনডিসেন্ডেড টেস্টিস (Undescended Testis) হোমিওপ্যাথিক চিকিৎসা :
Dr . Masud Hossain +8801907-583252 , +8801302-743871
🇨🇭 পরিণত বয়সের অনেক পুরুষকেই ডাক্তারের কাছে আসতে দেখা যায় তার অন্ডথলিতে (Scrotum)শুধুমাত্র একটি শুক্রাশয় বা Testis থাকার কারনে। অন্য শুক্রাশয়টির অনুপস্থিতি কিন্ত তার জন্মলগ্ন থেকেই। এর একটি প্রধান কারন আনডিসেন্ডেড টেস্টিস বা অন্ডথলিতে শুক্রাশয় না নামা। তাহলে ঐ শুক্রাশয় টি কোথায় থাকে?
আসলে মাতৃগর্ভে ছেলে শিশু জন্মের সময় তার শুক্রাশয় গুলো থাকে পেটের ভেতরে, শিশুর জন্মের আগেই অবশ্য তা অন্ডথলিতে পৌছে যায়। তবে শতকরা প্রায় ৪ (চার) জন শিশু জন্ম গ্রহনের সময় #অন্ডকোষে কেবল একটি শুক্রাশয় নিয়েই জন্মায়। এই চার জনের মধ্যে ২ জন শিশুই ১ মাসের মধ্যে অন্ডথলিতে তার অপর শুক্রাশয়টি ফেরত পায়। ১ মাসের পরে আর শুক্রাশয়কে অন্ডথলিতে নামতে খুব একটা দেখা যায়না। তাই সাধারন পুরুষ জনগোষ্ঠির মাঝে শতকরা প্রায় ২ জন এই আনডিসেন্ডেড_টেস্টিস রোগে ভূগে থাকে। নেমে না আসা ঐ শুক্রাশয় টি পেট থেকে অন্ডথলিতে নেমে আসার পথের কোথাও না কোথাও আটকে থাকে।

অনেক বাবা-মা ই শিশুর এই অসুবিধার কথাটি জানেন না আর শিশু নিজে যখন বুঝতে শিখে ততদিনে অনেক সময় পার হয়ে যায়। এজন্য জন্মের পরপরই শিশু বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা করিয়ে দেখে নেয়া উচিত ভূমিষ্ঠ শিশুটির সকল অঙ্গ ঠিকমতো আছে কিনা।
🇨🇭 নেমে না আসা শুক্রাশয়টি প্রায় ৬ বছর বয়স পর্যন্ত তার যাত্রাপথের কোনো এক স্থানে সুস্থ্যভাবেই অবস্থান করে। তবে এর পরে বিশেষ করে বয়সন্ধির সময় তা সঠিক হারে বৃদ্ধি পেতে পারেনা। ১৫-১৬ বছর বয়সের দিকে শুক্রাশয়টি একদম ছোটো এবং তুলতলে নরম হয়ে আসে। এটি কোনো কাজে আসেনা দেখে পুরুষ শিশুটির পুরুষালি চরিত্র প্রভাবিত করার হরমোন কম নিঃসৃত হয় এবং শিশুটির সঠিক পুরুষালি বৃদ্ধি ব্যহত হতে পারে। যাত্রাপথে আটকে যাওয়া ঐ শুক্রাশয়টি থেকে পরিণত বয়সে ক্যান্সার হবার ঝুকি ও খুব বেশী থাকে।
🇨🇭 লক্ষন সাদৃশ্য কিছু হোমিও ঔষধ নির্বাচন করে প্রয়োগ করলে আনডিসেন্ট টেষ্টিস (undecent testis) রোগটি সম্পূর্ণ ভালো হয়
🇨🇭 ডাঃ মাসুদ হোসেন (বি, এইচ, এম, এস )(ডি, এইচ, এম, এস)
🇨🇭 Dr. Masud Hossain
☎️ মোবাইল নাম্বার: 01907-583252, 01302-74387
অন্য লেখা পেড়তে ক্লিক করুন
https://www.facebook.com/groups/homeopathydoctormasud/?ref=share
https://youtube.com/c/HomeopathicDoctorBD
https://www.facebook.com/Homoeopathic-Doctor-BD-new-104188911800693/