🇨🇭 অ্যারিদমিয়া-অনিয়মিত হৃদস্পন্দন, কার্ডিয়াক অ্যারিদমিয়া, হার্ট অ্যারিদমিয়া, কার্ডিয়াক ডিসরিদমিয়া ও অ্যাবনরমাল হার্ট রিদমস নামেও পরিচিত।
🇨🇭 হৃৎপিণ্ডের সংকোচন-প্রসারণের ফলে হৃদস্পন্দন হয়ে থাকে। সাধারণত মানুষের বিশ্রামরত অবস্থায় প্রতি সেকেন্ডে 70/80 বার হৃদস্পন্দন ঘটে। কোনো কারণে এই স্পন্দন বাধাগ্রস্ত হলে তাহলে হৃৎপিণ্ডে অস্বাভাবিক ছন্দ হতে পারে, একেই অ্যারিদমিয়া বলে। এই অবস্থায় হৃদস্পন্দন খুব দ্রুত, খুব ধীরে বা অনিয়মিত হয়ে থাকে।
এর ফলে রক্ত দেহের সকল অংশে পৌছাতে পারে না।
🇨🇭 হৃদস্পন্দন খুব দ্রুত হলে তাকে ট্যাকিকার্ডিয়া- Tachycardia, এবং হৃদস্পন্দন খুব ধীরে হলে তাকে ব্র্যাডিকার্ডিয়া- Bradicardia, বলে। অ্যাট্রিয়াল ফিব্রেলিশন Atrial fibrillation, হলো অ্যারিদমিয়ার সবচেয়ে পরিচিত ধরন। এর কারণে হৃদস্পন্দন খুব দ্রুত বা অনিয়মিত হয়ে পড়ে। বিভিন্ন সমস্যা যেমন- হার্ট অ্যাটাক, ধূমপান, কঞ্জেনিটাল হার্ট ডিফেক্টস এবং মানসিক চাপ, নির্দিষ্ট কিছু ঔষধ বা পদার্থের কারণে এই সমস্যা হতে পারে।

🇨🇭 Arrhythmia – অ্যারিদমিয়ার কারণ:
যে সব কারণে এই সমস্যা হতে পারে সেগুলো হলো:
- 🩸 হার্ট অ্যাটাক।
- 🩸 হার্ট অ্যাটাকের কারণে হৃদটিস্যু ক্ষতিগ্রস্ত হওয়া।
- 🩸 কার্ডিওমায়োপ্যাথির কারণে হৃৎপিণ্ডের আকার পরিবর্তন হওয়া।
- 🩸 করোনারী আর্টারি ডিজিজ- হার্টের ধমনী ব্লক হয়ে যাওয়া।
- 🩸 উচ্চ রক্তচাপ।
- 🩸 ডায়াবেটিস।
- 🩸 হাইপার-থায়রয়েডিজম- থায়রয়েড গ্রন্থির কার্যকারিতা অত্যাধিক হওয়া।
- 🩸 হাইপো-থাইরয়েডিজম- থায়রয়েড গ্রন্থির কার্যকারিতা কমে যাওয়া।
- 🩸 ধূমপান।
- 🩸 অতিরিক্ত মদ্যপান বা ক্যাফেইন গ্রহণ।
- 🩸 ঔষধের অপব্যবহার।
- 🩸 মানসিক চাপ।
🇨🇭 Arrhythmia – অ্যারিদমিয়ার লক্ষণ:
এই রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চিকিৎসকেরা নিম্নলিখিত লক্ষণগুলি চিহ্নিত করে থাকেন:
- 🩸 বুক ধড়ফড় করা ( Palpitations.)
- 🩸 বুকের তীক্ষ্ণ ব্যথা ( Sharp Chest Pain.)
- 🩸 মাথা ধরা ( Dizziness.)
- 🩸 অনিয়মিত হৃদস্পন্দন ( Irregular Heart Beat.)
- 🩸 দস্পন্দন বেড়ে যাওয়া ( Increased Heart Rate.)
- 🩸 শ্বাসকষ্ট ( Shortness Of Breath.)
- 🩸 শ্বাস নিতে সমস্যা দেখা দেওয়া ( Difficulty Breathing.)
- 🩸 অজ্ঞান হয়ে যাওয়া ( Fainting.)
- 🩸 দুর্বলতা ( Weakness )
- 🩸 বুকের চাপা ব্যথা ( Chest Tightness.)
- 🩸 অবসাদ ( Fatigue.)
- 🩸 পায়ের মাংসেপশীতে টান ধরা বা খিঁচুনি হওয়া ( Leg Cramps Or Spasms.)

আরো পড়ুনঃ লক্ষনভিত্তিক কিছু হোমিও ঔষধের নাম | Homeopathic Remedies | ডাঃ মাসুদ হোসেন।
🇨🇭 Arrhythmia – অ্যারিদমিয়ার ঝুঁকি:
যে সব বিষয়ের কারণে এই রোগ হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়:
- 🩸 করোনারী হার্ট ডিজিজ, হার্টের বিভিন্ন সমস্যা বা পূর্বে হার্টের কোন অপারেশন হওয়া।
- 🩸 হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ।
- 🩸 কঞ্জেনিটাল হার্ট ডিজিজ।
- 🩸 থায়রয়েড গ্রন্থির বিভিন্ন সমস্যা।
- 🩸 নির্দিষ্ট কিছু ঔষধ গ্রহণ।
- 🩸 ডায়াবেটিস।
- 🩸 অবস্ট্রাক্টিভ স্লিপ অ্যাপ্নিয়া।
🇨🇭 যারা Arrhythmia – অ্যারিদমিয়ার ঝুঁকির মধ্যে আছে:
🛑 লিঙ্গ: পুরুষদের মধ্যে এই রোগ নির্ণয়ের গড়পড়তা সম্ভাবনা রয়েছে। মহিলাদের মধ্যে এই রোগ নির্ণয়ের সম্ভাবনা 01গুণ কম।
🛑 জাতি: শ্বেতাঙ্গ ও অন্যান্য জাতিদের মধ্যে এই রোগ নির্ণয়ের গড়পড়তা সম্ভাবনা রয়েছে। কৃষ্ণাঙ্গদের মধ্যে এই রোগ নির্ণয়ের সম্ভাবনা 02 গুণ কম। হিস্পানিকদের মধ্যে এই রোগ নির্ণয়ের সম্ভাবনা 01 গুণ কম।
🇨🇭Q. Arrhythmia – অ্যারিদমিয়া রোগে আক্রান্ত হলে কখন হাসপাতালে ভর্তি হতে হবে?
উত্তর: বেশিরভাগ ক্ষেত্রেই এই রোগের চিকিৎসা বহির্বিভাগে করানো সম্ভব। তবে কিছু কিছু ক্ষেত্রে যেমন ভেন্ট্রিকুলার ট্র্যাকিকার্ডিয়া হলে তা বিপজ্জনক পর্যায়ে চলে যায়। যাদের রক্ত চাপ
কম তাদের বুকে ব্যথা বারবার হলে ও অজ্ঞান হলে তাদের যতোটা দ্রুত সম্ভব হাসপাতালে ভর্তি করাতে হবে।
🇨🇭 Q. Arrhythmia – অ্যারিদমিয়া রোগ কি সম্পূর্ণভাবে সারিয়ে ফেলা সম্ভব?
উত্তর: কিছু কিছু ক্ষেত্রে এই রোগ সম্পুর্ণভাবে সারিয়ে ফেলা সম্ভব। অস্বাভাবিক টিস্যুর কারণে অ্যারিদমিয়া হলে তা অপসারণ বা নষ্ট করার মাধ্যমে এই রোগ ভালো হতে পারে। তবে সকল ক্ষেত্রে এটি নাও হতে পারে।

🇨🇭 চিকিৎসা : সুখবর হচ্ছে, হোমিওপ্যাথিক চিকিৎসা
দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তির উপায়।
🇨🇭 ডাঃ মাসুদ হোসেন।
Dr. Masud Hossain.
( D. H. M. S )
( ডি, এইচ, এম, এস ) ঢাকা।
🇨🇭 বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড। [ নিবন্ধন নং- Gov.Reg. No. 35423 ] রেজিস্ট্রার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিন।
📞 মোবাইল : +8801907-583252
+8801302-743871
🇨🇭 আমার এই দুইটি নাম্বার:
+8801907-583252
+8801302-743871
( What’sApp- হোয়াটসঅ্যাপ এবং Imo- ইমো ) খোলা আছে, চিকিৎসা নিতে চাইলে আমার এই দুইটি নাম্বার ফোনে সেভ করে সমস্যাগুলো লিখে অথবা অডিও রেকর্ড দিয়ে জানাবেন। আমি ফ্রী হয়ে সঠিক তথ্য দিয়ে চিকিৎসা দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ।
🛑 অরিজিনাল জার্মানী ঔষধ ও উন্নত চিকিৎসার জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান।
🇨🇭 রোগী দেখার সময়:
🛑 বিকাল 05:00 রাত 10:00 টা পর্যন্ত।
🇨🇭 সতর্কতাঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঝুকিপূর্ণ।
☎+8801907-583252 (WhatsApp, IMO)।
☎ +8801302-743871 (WhatsApp, IMO)।