Cellulitis ত্বকের একটি সাধারণ ইনফেকশন। যখন ব্যাক্টেরিয়া ত্বকের গভীরে টিস্যুকে আক্রমণ করে তখন এই ইনফেকশন হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এই ইনফেকশন মৃদু হয়ে থাকে এবং কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়। তবে কখনো কখনো সেলুলাইটিস আরো তীব্র আকার ধারণ এবং জটিল সমস্যার
সৃষ্টি করতে পারে। এর থেকে সেপ্সিস অথবা বিভিন্ন মারাত্মক সমস্যা সৃষ্টি করতে পারে। এ রোগ নিয়ন্ত্রণ এবং লক্ষণ দূর করার জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কিছু কিছু ব্যাক্তি যেমন: যাদের ডায়াবেটিস আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা দূর্বল অথবা ইডিমার সমস্যা রয়েছে তাদের সেলুলাইটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশী। এরা সেলুলাইটিসে আক্রান্ত হলে তা তীব্র আকার ধারণ করে এবং সেরে উঠার পর পুনরায় এ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।
🇨🇭 Cellulitis Or Abscess Of Mouth এর কারণ:
- 🩸সাধারণত ব্যাক্টেরিয়ার কারণে বিশেষ করে স্ট্রেপ অথবা স্টেফ ব্যাক্টেরিয়ার জন্য সেলুলাইটিস হয়ে থাকে। তবে নিম্নলিখিত কারণেও এ রোগ হতে পারে।
- 🩸অপারেশন কেটে গেলে বা কোন কিছুর কামড় খেলে।
- 🩸 ট্যাটু অথবা শরীরের বিভিন্ন স্থানে ছিদ্র (পিয়ার্সিং) করালে।
- 🩸 ত্বকের চামড়া ফেটে যায় এমন রোগ , যেমন: একজিমা, সোরিয়াসিস অথবা অ্যাথলেট’স ফুটের মত ফাঙ্গাল ইনফেকশন হলে।
- 🩸 তবে কখনো কখনো এ সকল কারণ ছাড়াও এ রোগ হতে পারে।
🇨🇭 Cellulitis Or Abscess Of Mouth এর লক্ষণ:
এই রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চিকিৎসকেরা নিম্নলিখিত লক্ষণগুলি চিহ্নিত করে থাকেন:
- 🩸 ঠোঁট ফুলে যাওয়া ( Lip Swelling.)
- 🩸 গলা ব্যথা ( Sore Throat.)
- 🩸 দাঁতের ব্যথা (Toothache.)
- 🩸 অস্বাভাবিক ত্বক ( Abnormal Appearing Skin.)
- 🩸 ত্বকের ক্ষত ( Skin Lesion.)
- 🩸 খাবার গিলতে কষ্ট হওয়া ( Difficulty In Swallowing.)
- 🩸 ব্রণ- পিমপল ( Acne Or Pimples.)
- 🩸শুষ্ক ঠোঁট ( Dry Lips.)
- 🩸 মুখমণ্ডলে ব্যথা ( Facial Pain.)
- 🩸 মুখে ঘা ( Mouth Ulcer.)
- 🩸 গলা ফুলে যাওয়া ( Throat Swelling.)
- 🩸 ত্বকের বৃদ্ধি ( Skin Growth.)
আরো পড়ুনঃ কর্নিয়াল অ্যাব্রেশন | Corneal Abrasion | ডাঃ মাসুদ হোসেন।
🇨🇭 Cellulitis Or Abscess Of Mouth এর ঝুঁকি:
যে সকল বিষয়ের কারণে এই রোগ হওয়ার ঝুঁকি বেড়ে যায়:
🩸 ডায়াবেটিস সংবহনতন্ত্রে সমস্যা যেমন:বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে রক্ত সরবরাহে ব্যাঘাত সৃষ্টি হলে, শিরার অপারেশন অথবা ভেরিকোস ভেইনের কারণে শিরা বা লসিকাগ্রন্থির সংবহননের মাত্রা কমে গেলে।
🩸 বিভিন্ন লিভার ডিজিজ, যেমন: ক্রনিক হেপাটাইটিস অথবা সিরোসিস হলে।
🇨🇭 যারা Cellulitis Or Abscess Of Mouth এর ঝুঁকির মধ্যে আছে:
🛑 লিঙ্গ: পুরুষদের মধ্যে এই রোগ নির্ণয়ের গড়পড়তা সম্ভাবনা রয়েছে। মহিলাদের মধ্যে এই রোগ নির্ণয়ের সম্ভাবনা 01 গুণ কম।
🛑 জাতি: শ্বেতাঙ্গদের মধ্যে এই রোগ নির্ণয়ের গড়পড়তা সম্ভাবনা রয়েছে। কৃষ্ণাঙ্গ, হিস্প্যানিক ও অন্যান্য জাতিদের মধ্যে এই রোগ নির্ণয়ের সম্ভাবনা 01 গুণ কম।
🛑Q. মুখের অ্যাবসিসের কারণে যে মুখ ফুলে উঠে তা সেরে উঠতে কতদিন সময় লাগে?
উত্তর: এটা কতদিনে সেরে উঠবে তা নির্ভর করবে কি ধরনের চিকিৎসা নেয়া হচ্ছে তার উপর। যদি অ্যান্টিবায়োটিকের সাহায্যে চিকিৎসা করা হয় তাহলে বেশ কিছুদিন সময় লাগতে পারে। তবে ছোট একটি অপারেশনের মাধ্যমে চিকিৎসা করা গেলে অল্প কিছুদিনের মধ্যেই সেরে উঠা সম্ভব।
🛑Q. Cellulitis Or Abscess Of Mouth এর রোগ নির্নয়ের পদ্ধতিগুলো কি কি?
উত্তর: চিকিৎসকরা সাধারণত এর লক্ষণ এবং কয়েকটি টেস্টের মাধ্যমে এই রোগ নির্ণয় করে থাকেন। বেশিরভাগ ক্ষেত্রে অন্য কোন টেস্টের প্রয়োজন হয়না। কিন্তু কখনো কখনো লক্ষণ প্রকাশ পাওয়ার পিছনের কারণ নির্ণয় এবং এর থেকে অন্যান্য সমস্যা হচ্ছে কিনা তা জানার জন্য রক্ত পরীক্ষা, আল্ট্রাসাউন্ড, CT স্ক্যান অথবা MRI করা হয়ে থাকে।
🛑 কিভাবে এ রোগের চিকিৎসা করা হয়?
উত্তর: সাধারণত অ্যান্টিবায়োটিকের সাহায্যে সেলুলাইটিসের চিকিৎসা করা হয়ে থাকে। ইনফেকশন মৃদু হলে ঘরে বসেই এই অ্যান্টিবায়োটিক সেবন করা যেতে পারে।
🇨🇭 ডাঃ মাসুদ হোসেন।
Dr. Masud Hossain.
( D. H. M. S )
( ডি, এইচ, এম, এস ) ঢাকা।
🇨🇭 বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড। [ নিবন্ধন নং- Gov.Reg. No. 35423 ] রেজিস্ট্রার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিন।
🇨🇭 আমার এই দুইটি নাম্বার:
+8801907-583252
+8801302-743871
( What’sApp- হোয়াটসঅ্যাপ এবং Imo- ইমো ) খোলা আছে, চিকিৎসা নিতে চাইলে আমার এই দুইটি নাম্বার ফোনে সেভ করে সমস্যাগুলো লিখে অথবা অডিও রেকর্ড দিয়ে জানাবেন। আমি ফ্রী হয়ে সঠিক তথ্য দিয়ে চিকিৎসা দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ।
🛑 অরিজিনাল জার্মানী ঔষধ ও উন্নত চিকিৎসার জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান।
🇨🇭 রোগী দেখার সময়:
🛑 বিকাল 05:00 রাত 10:00 টা পর্যন্ত।
🇨🇭 চিকিৎসা : সুখবর হচ্ছে, হোমিওপ্যাথিক চিকিৎসা
দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তির উপায়।
🇨🇭 সতর্কতাঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঝুকিপূর্ণ।
☎+8801907-583252 (WhatsApp, IMO)।
☎ +8801302-743871 (WhatsApp, IMO)।