⭕ What is Lockjaw?
⭕ ট্রিসমাস বা লক-জঅ হলো একটি যন্ত্রণাদায়ক অবস্থা যার ফলে চোয়াল আটকে যায়, মুখ সম্পূর্ণভাবে খোলে না আবার বন্ধও হয় না। এ রোগের ফলে ব্যথা হওয়ার পাশাপাশি খাওয়া, কথা বলা ও মৌখিক স্বাস্থ্যবিধির সমস্যা হতে পারে। চোয়ালে আঘাত, মুখে কোনো ধরনের অপারেশন, সংক্রমণ, ক্যান্সার, বা মাথা ও গলার ক্যান্সারের জন্য রেডিয়েশন চিকিৎসার ফলে হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই এ রোগ অস্থায়ী হয়। সাধারণত 02 সপ্তাহের কম সময়ের জন্য স্থায়ী হয়। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে স্থায়ীও হতে পারে। চোয়াল আটকে যাওয়ার চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
🇨🇭 চোয়াল আটকে যাওয়ার কারণসমূহ?
🇨🇭 ট্রমা বা আঘাত:
চোয়ালে আঘাত লাগার ফলে ট্রিসমাস হতে পারে। যেমন: দাঁতের অস্ত্রোপচারের পরে চোয়ালের হাড় ভেঙে যাওয়া বা টিস্যুর ক্ষতি।
এছাড়াও-
🇨🇭 টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট ( TMJ ) হেমাটোমা:
- 🩸 রক্তনালীগুলির বাহিরে রক্ত জমা হওয়া।
- 🩸 মাস্টিকেশনের পেশীতে আঘাত, যা খাবার চিবানোর সময় হয়ে থাকে।
🇨🇭 প্রদাহ:
মুখের মধ্যে প্রদাহ সৃষ্টি হয়ে ট্রিসমাসে আক্রান্ত হতে পারে। যেমন: পেরিকোরোনাইটিস যা দাঁতের চারপাশে নরম টিস্যুর প্রদাহ। এছাড়াও-
চোয়ালের হাড়ের বাত
স্ক্লেরোডার্মা, এটি অটোইমিউন রোগ যা সংযোগকারী টিস্যুকে আক্রান্ত করে নরম টিস্যুর ফাইব্রোসিস, এর ফলে অতিরিক্ত তন্তুযুক্ত সংযোগকারী টিস্যু তৈরি হয়।
🇨🇭 দাঁতের অপারেশন:
আক্কেল দাঁত তোলাসহ ওরাল সার্জারি মুখের মধ্যে প্রদাহ সৃষ্টি করতে পারে, যা ট্রিসমাসের কারণ হতে পারে।
হাইপারএক্সটেনশন অর্থাৎ অস্ত্রোপচারের সময় মুখ স্বাভাবিকের চেয়ে বেশি খুলতে হয়, এর ফলে অস্ত্রোপচারের সময় Lockjaw হতে পারে।
⭕ Lockjaw- চোয়াল আটকে যাওয়ার হোমিও চিকিৎসা!
- 🇨🇭 সংক্রমণ:
কিছু ক্ষেত্রে সংক্রমক রোগ ট্রিসমাসের কারণ হতে পারে। যেমন:
🩸 মাম্পস। - 🩸 টিটেনাস।
- 🩸 টনসিলাইটিস।
- 🩸 পেরিটনসিলের ফোঁড়া।
- 🩸 অন্যান্য ধরনের ফোঁড়া।
🇨🇭 ক্যান্সার বা ক্যান্সারের চিকিৎসা:
মাথা বা গলায় ক্যান্সারের টিউমার চোয়ালের কাজকে প্রভাবিত করতে পারে। এ টিউমার চিকিৎসায় রেডিয়েশন থেরাপি গ্রহণ করার ফলেও ট্রিসমাস হতে পারে।
⭕ চোয়াল আটকে যাওয়ার লক্ষণসমূহ?
- 🩸 চোয়াল পুরোপুরি খোলতে না পারা বা বন্ধ করতে পারা।
- 🩸 চোয়ালের ব্যথা ও ক্র্যাম্পিং
কামড়ানো, চিবানো বা দাঁত ব্রাশ করতে অসুবিধা। - 🩸 খাবার গিলতে অক্ষমতা।
- 🩸 মাথাব্যথা।
- 🩸 কানে ব্যথা।
🇨🇭 অনলাইনে চিকিৎসা নিতে এখানে ক্লিক করুন : www.homeotreatment.com
⭕ এপয়েন্টমেন্ট: হোমিওপ্যাথি।
⭕ ঘুম থেকে উঠে অনেকেই চোয়ালে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। কিংবা দেখা যায় তিনি হাঁ করতে পারছেন না। মুখের হাঁ ছোট হয়ে গেছে এবং বড় করে হাঁ করতে গেলে কানেও তীব্র ব্যথা হচ্ছে। আবার অনেক সময় হাই তুলতে গেলেও দেখা যায় ক্লিক করে একটা শব্দ হচ্ছে চোয়ালের জয়েন্টে।
🇨🇭 সমস্যার কারণ?
- 🩸 অতিরিক্ত মানসিক চাপের কারণেও অনেক সময় এমনটা হয়।
- 🩸 ঘুমের পজিশন ঠিক না থাকলে।
- 🩸কাত হয়ে ঘুমানোর ফলে চোয়ালের জয়েন্টে প্রেশার পড়লে।
- 🩸অনেকের অভ্যাস হলো বড় হাঁ করে খাওয়া। এমন ক্ষেত্রেও এ সমস্যা দেখা দেয়।
- 🩸 অনেকক্ষণ একনাগাড়ে কথা বললে।
- 🩸 ঘুমের মধ্যে দাঁত কামড়ানোর স্বভাব থাকলে।
- 🩸 দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস থাকলে।
- 🩸 আক্কেল দাঁতের পজিশন ঠিক না থাকলে।
- 🩸 চোয়ালের জয়েন্টে কোনো অস্বাভাবিকতা থাকলে।
🇨🇭 প্রতিকার?
✅ প্রথমেই রোগীকে মানসিক চাপ কমাতে হবে। রিল্যাক্সে থাকতে হবে। এ ক্ষেত্রে অস্বাস্থ্যকর লাইফস্টাইল বর্জন করতে হবে।
✅ পরিমিত ঘুম জরুরি।
✅ বেশি বড় হাঁ করে খাওয়া-দাওয়া করা যাবে না।
✅ টানা বেশিক্ষণ কথা বলা যাবে না।
✅ চোয়ালকে বিশ্রাম দিতে হবে।
✅ এ ধরনের সমস্যা যাদের হয় তাদের চুইংগাম খাওয়া নিষেধ। এ ছাড়া বরফ কামড়ে খাওয়া বা বেশি চিবিয়ে খেতে হয় এমন খাবার বেশি করে খাওয়া ও নিষেধ।
✅ কিছুদিন নরম খাবার খেতে হবে। আঠালো খাবার বন্ধ রাখতে হবে কয়েক দিন।
✅ নখ কামড়ানোর স্বভাব বাদ দিতে হবে।
✅ ঘুমের মধ্যে দাঁত কামড়ানোর স্বভাব থাকলে মাউথ গার্ড ব্যবহার করতে হবে। ডেন্টাল সার্জনের কাছে গিয়ে মুখের মাপ নিয়ে বানানো যায় এটি।
✅ মুখের কিছু ব্যায়াম আছে তা ডাক্তারের পরামর্শ অনুযায়ী করতে হবে।
✅ উপুড় হয়ে ঘুমানো যাবে না। চোয়ালের জয়েন্টের ওপর চাপ দেওয়া যাবে না।
✅ আক্কেল দাঁতের সমস্যা থাকলে তা তুলে ফেলতে হবে।
✅ চোয়ালের জয়েন্ট ফুলে গেলে।
✅ আইসপ্যাক ও ব্যথা কমাতে গরম সেঁক দেওয়া যেতে পারে।
✅ যদি কারও এই ‘জ পপিং’ সমস্যা থাকে এবং এ নিয়ে ব্যথায় ভুগতে থাকেন কিংবা হাই তোলার সময় যদি ক্লিক শব্দ করে চোয়াল স্থানচ্যুত হয়, তবে সেটা নিজে
নিজে ঠিক করতে যাবেন না। এমনটা হলে দ্রুত ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট নিন। চিকিৎসা করালে এ সমস্যা পুরোপুরি সেরে যায়।
আরো পড়ুনঃ স্ট্রোক ( Stroke ) কি ও কেন হয় ?
⭕ Lockjaw- চোয়াল আটকে যাওয়ার হোমিও চিকিৎসা!
⭕ চোয়াল আটকে যাচ্ছে?
খেতে বসেছেন। খাবারটা মুখের ভেতরে পুরেছেন। ভাবছেন আয়েশ করে চিবোবেন। অমনি খেয়াল করলেন মুখটা ঠিক কাজ করছেনা। নিজের চোয়ালগুলো নিজের সাথেই বিশ্বাসঘাতকতা করে স্থির হয়ে আটকে আছে। নড়তেই চাইছেনা একেবারে! মাঝে মাঝেই এমন চোয়াল আটকে যায় অনেকরই। আর এই সমস্যার খুব ছোট্ট, সহজ আর ঘরোয়া সমাধান জেনে নিন আজকে।
- মুষ্ঠি চিকিত্সা:
এটি চোয়াল আটকে যাওয়া সমস্যা দুরীকরনের স্বল্পমেয়াদী একটি পদ্ধতি। এক্ষেত্রে চোয়াল আটকে গেলে হাতকে মুঠো করে চোয়ালের নীচের রাখুন এবং সেটাকে চেপে রাখুন। যাতে আপনার চোয়াল কোনরকম নড়াচড়া না করতে পারে। এভাবে সাত পর্যন্ত গুনুন মনে মনে। এরপর হাত সরিয়ে নিয়ে তিন অব্দি গুনুন এবং আবার চোয়াল মুঠো দিয়ে আটকে সাত পর্যন্ত গুনুন। এভাবে কয়েকবার করলে আপনার চোয়াল খুলে যাবে। - রসুন ও সরিষার তেল
সরিষার তেলে কয়েক কোয়া রসুন নিয়ে সেটাকে গরম করে ফেলুন। এরপর মিশ্রণটিকে ঠান্ডা করে আপনার আটকে যাওয়া চোয়ালের চারপাশে লাগান। এভাবে প্রতিদিন তিনবার মালিশ করুন। সমস্যা চলে যাবে। তবে মালিশের সাথে সাথে প্রতিদিন কিছু কাঁচা রসুন কোয়া খাওয়ার চেষ্টা করুন। - চোয়ালের ব্যায়াম
চোয়াল আটকে গেলে মুখ বন্ধ করে রাখুন। খুব বেশি জোর করার চেষ্টা না করাই ভালো। এতে করে চোয়াল তো খুলবেই না, আরো ব্যাথা করবে বেশি। তাই চোয়াল স্থির রেখে এপাশ থেকে ওপাশে নাড়ানোর চেষ্টা করুন। সেই সাথে হালকাভাবে মুখটা খুলতে চেষ্টা করুন। একটু পরেই আপনি ক্লিক করে একটি শব্দ শুনতে পাবেন। আর শব্দটি শুনতে পেলেই বুঝবেন যে আপনার চোয়াল খুলে গিয়েছে। - এছাড়াও ডক্টর এক্স অনুযায়ী খাবারের ক্ষেত্রে কিছু ব্যাপার মেনে চললে আটকে যাওয়া চোয়ালের সমস্যা দূর করাটা অনেকটাই সহজ হয়ে যাবে যে কারো জন্যে।
🩸 সেক্ষেত্রে:
- 🧪 ছোট টুকরো করে খাবার খাবেন।
- 🧪 নরম খাবার বেশি করে খাওয়ার চেষ্টা করবেন। শক্ত খাবার থেকে বিরত থাকুন।
- 🧪 পানি পান করুন ঠিক পরিমাণে। অনেক সময় পানি কম পান করলে চোয়ালে সমস্যা দেখা যায়।
- 🧪 সেদ্ধ শব্জি ও ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার খেতে চেষ্টা করুন।
- 🧪 চিনি, ক্যাফেইন, চুইংগাম ও অ্যালকোহল থেকে বিরত থাকুন।
⭕ চোয়ালের অস্থিসন্ধি সমস্যা?
🇨🇭 চোয়ালের অস্থিসন্ধি সমস্যা
নিচের চোয়ালের হাড় পেরের চোয়ালের সঙ্গে মাংস ও টেনডন দ্বারা আটকে থাকে যাকে টেমপোরোথম্যান্ডিবুলার জয়েন্ট বা সংক্ষেপে টিএমজে বলা হয়। একমাত্র এই সন্ধির কারণেই আমাদের মুখ খোলে, বন্ধ হয় বা নড়ে। এই সন্ধির সমস্যায় আমাদের দৈনন্দিন জীবন হয়ে উঠতে পারে অসহনীয়। অত্যন্ত কার্যকর এই জয়েন্ট যে সব কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে।
🇨🇭 যাদের নিজের অজান্তেই অনিয়ন্ত্রিতভাবে দাঁতে দাঁত ঘষার অভ্যাস আছে। আমাদের মধ্যে অনেকের এই ক্ষতিকারক অভ্যাস আছে যারা রেগে গেলে, দুশ্চিন্তায় থাকলে বা ঘুমের মধ্যে দাঁতে দাঁত কাটে, সাধারণত সে বুঝতে না পারলেও তার কাছে থাকা যে কেউ এটা লক্ষ করতে পারে। দাঁতে দাঁত কাটার সময় বেশিরভাগ ক্ষেত্রেই একধরনের শব্দের সৃষ্টি হয়।
🇨🇭 যাদের ক্যালসিয়াম বা ভিটামিন ডি-এর অভাব আছে। এই উপাদানের অভাবে সমগ্র শরীরের হাড় ক্ষয় হতে পারে। বেড়ে ওঠার বয়সে বা বৃদ্ধ বয়সে বিষয়টি অতি গুরুত্বের সঙ্গে দেখা উচিত। অনেক সময় হরমোন বা অতি পুষ্টিহীনতার কারণেও এমন হতে পারে।
🇨🇭 ওপরের ও নিচের দাঁতের মধ্যকার সম্পর্ক অস্বাভাবিক হলে, অর্থাৎ আমরা যখন মুখ বন্ধ করি তখন ওপরের ও নিচের দাঁতগুলো সাধারণত একটা নির্দিষ্ট জায়গাতে মিলিত হয়, এর তারতম্য হলেই নানা সমস্যা তৈরি হতে পারে। কৃত্রিম দাঁত সংযোজনের সময়টিও বিষয়টি অতি গুরুত্বপূর্ণ।
🇨🇭 যারা নিজের অজান্তেই একদিকে চিবাই বা যাদের এক দিকের দাঁত নেই অথবা একদিকের দাঁতে সমস্যার কারণে বিপরীত দিক দিয়ে খাওয়ার অভ্যাস গড়ে তোলে।
🇨🇭 মুখের দুর্ঘটনা বা আঘাতের পরবর্তী জটিলতা থেকে।
🇨🇭 যারা দীর্ঘ সময় কান ও কাঁধের মধ্যে ফোন চেপে বাঁকা হয়ে কথা বলেন, বিশেষ করে বাইকারদের মধ্যে ইদানীং এই অভ্যাস চোখে পড়ে।
⭕ TMJ ক্ষতিগ্রস্ত হওয়ার উপসর্গ?
🩸 খাবার চিবাতে, মুখ খুলতে বা নাড়াতে, হাই তুলতে, কথা বলতে কচ্ কচ্ বা টিক টিক অস্বাভাবিক শব্দ হতে পারে, কানের সামনে ব্যথা অনুভূত হতে পারে। চিকিৎসা না পেলে এমন সমস্যার তীব্রতা ধীরে ধীরে বাড়তে থাকে ও এক পর্যায়ে মুখ খোলা দুষ্কর হয়ে পড়ে। এই জাতীয় সমস্যায় কোনো চাক্ষুস অস্বাভাবিকতা যেমন ব্যথার স্থানটি ফোলা বা মুখের মধ্যকার কোনো পরিবর্তন দেখা যায় না বলে অনেকেই চিকিৎসকের কাছে না গিয়ে অপেক্ষা করে। এমন সমস্যায় ভয় পাওয়া বা হতাশ হওয়ার যেমন কিছু নেই আবার অবহেলা করারও কোনো সুযোগ নেই। দ্রুত অনুমোদিত ডেন্টাল চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কষ্টের ইতিহাস, ক্লিনিকাল পরীক্ষা আরএক্স-এর মাধ্যমে সহজেই রোগ শনাক্ত হয়। অনুমোদিত চিকিৎসক বলতে কমপক্ষে বিডিএস ডিগ্রিধারী চিকিৎসক বলা হচ্ছে। প্রথমেই রোগের নানান কারণের মধ্যে নির্দিষ্ট কারণটি নিশ্চিত করে কারণকে দূর করতে হবে। পাশাপাশি বিশেষ কিছু ব্যায়াম, অভ্যাসের পরিবর্তন, কিছু ওষুধ ইত্যাদির সমন্বয়ে ধীরে ধীরে অবস্থার পরিবর্তন হয়। কিন্তু অবহেলা থেকে জটিলতা বাড়লে সার্জারির প্রয়োজন পড়তে পারে।
⭕ Lockjaw- চোয়াল আটকে যাওয়ার হোমিও চিকিৎসা!
🇨🇭 হোমিওপ্যাথিক চিকিৎসা
দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তির উপায়। একজন হোমিও ডাক্তারের/ চিকিৎসকের পরামর্শ মেনে চলা উচিত। সাইড ইফেক্ট নেই এমন হোমিওপ্যাথি ঔষধ কাজে লাগাবেন। সুস্থ জীবন যাপনের জন্য পরবর্তী ধাপগুলো অর্থাৎ- যথাযথ চিকিৎসা গ্রহণের মাধ্যমে সুস্থতা অর্জন করতে পারবেন।
🇨🇭 ডাঃ মাসুদ হোসেন।
Dr. Masud Hossain.
( ডি, এইচ, এম, এস ) ঢাকা।
রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক ( রেজি: নং- 35423 )
🇨🇭 বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড। [ নিবন্ধন নং- Gov.Reg. No. 35423 ] রেজিস্ট্রার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিন।
⭕ রোগীর সাথে – মোবাইল ফোনে / WhatsApp / Imo / Telegram – এ কথা বলার সময় সকাল 11.00 থেকে দুপুর 3.00 টা পর্যন্ত।
আমার মোবাইল নাম্বার :
🤳 +880 1907-583252
🤳 +880 1302-743871
🤳 +880 1973-962203
⭕ বিকাল – 5.00 থেকে রাত 10.00 পর্যন্ত আমি চেম্বারে বসে রোগী দেখি।
⭕ আবার রাত -10.00 টা থেকে রাত- 11.00 পর্যন্ত ফোনে রোগীদের সাথে কথা বলি।
⭕ রাত- 11.00 টা থেকে – সকাল – 11.00 টা পর্যন্ত আমার মোবাইল বন্ধ থাকে।
🇨🇭 আমার এই 3-টি নাম্বার:
+8801907-583252
+8801973-962203
+8801302-743871
( What’sApp- হোয়াটসঅ্যাপ এবং Imo- ইমো ) খোলা আছে, চিকিৎসা নিতে চাইলে আমার এই দুইটি নাম্বার ফোনে সেভ করে সমস্যাগুলো লিখে অথবা অডিও রেকর্ড দিয়ে জানাবেন। আমি ফ্রী হয়ে সঠিক তথ্য দিয়ে চিকিৎসা দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ।
🛑 অরিজিনাল জার্মানী ঔষধ ও উন্নত চিকিৎসার জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান।
🇨🇭 রোগী দেখার সময়:
🛑 বিকাল 05:00 রাত 10:00 টা পর্যন্ত।
🇨🇭 সতর্কতাঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঝুকিপূর্ণ।