⭕ Peyronie’s disease – এটা পুরুষ মানুষের রোগ। লিঙ্গের ভিতরে ফাইব্রাস স্কার টিস্যু গঠিত হয় ( রোগী গোটা/পিন্ডের কথা বলে ), যার ফলে লিঙ্গ উত্থানের
পর বাকা হয়ে যায়, ব্যথা করে।
⭕ অনেক সময় লিঙ্গের উত্থানে সমস্যা হয় ( erectile dysfunction )। রোগীর সহবাসে সমস্যার সৃষ্টি করে। যার ফলে রোগী খুব চিন্তাগ্রস্থ হয়ে পরে।
⭕ কিছু ক্ষেত্রে এটা একাই চলে যেতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা যায় না, বরং দিন দিন সমস্যা আরো বাড়তে থাকে।
⭕ লিঙ্গের শিরা ফুলে যাওয়ার লক্ষণাবলী: এ রোগের লক্ষণ হঠাৎ বা ধীরে ধীরে দেখা দিতে পারে। সাধারণত: নিচের লক্ষণগুলো দেখা যায়।
🩸 স্কার টিস্যু গঠন: পিন্ড বা শক্ত গোটা পেনিসের ত্বকের নিচে দেখা দেয়, অনেক সময় ব্যান্ড এর মতো শক্ত টিস্যু গঠিত হয়।
🩸 লিঙ্গ সুস্পষ্টরূপে বাকা হয়ে যেতে পারে। পেনিস উত্থিত অবস্থায় উপরের দিকে, নিচের দিকে বা যেকোন এক পাশে বাকা হয়ে যায়। অনেক সময় মধ্যখানে চিকন হয়ে যায়।
🩸 উত্থান হওয়াতে সমস্যা: পেনিসের উত্থান হওয়া নিয়ে অনেকে সমস্যায় ভোগে ( Erectile dysfunction ), যার কারনে সহবাস করতে ব্যর্থ হয়।
🩸 লিঙ্গ ছোট হয়ে যাওয়া।
🩸 ব্যথা: অনেক সময় ব্যথা করে, বিশেষ করে উত্থিত অবস্থায়, তবে উত্থান ছাড়াও ব্যথা করতে পারে।
⭕ লিঙ্গের শিরা ফুলে যাওয়া রোগের কারন সম্পর্কে নিশ্চিত হয়ে যায় নি। আঘাতকে প্রধান কারণ মনে করা হয়। আর যে বংশে এ রোগ আছে সে বংশে এটা বেশি দেখা দেয়। 55 বছরের উপরের বয়সের পুরুষদের বেশি হয়।
⭕ লিঙ্গের শিরা ফুলে যাওয়ার হোমিওপ্যাথিক চিকিৎসা:
এ রোগের হোমিওপ্যাথিক চিকিৎসার ব্যাপারে খুব বেশি তথ্য পাওয়া যায় না। তাতে অবস্য সমস্যা নেই। টোটালিটি অব সিম্পটম ধরে চিকিৎসা করতে হয়। সাইকোটিক মায়াজম এ রোগের পিছনে কাজ করে। সেজন্য এন্টি সাইকোটিক ওষুধ সিলেকশন করার দিকে বেশি নজর দিতে হবে।
⭕ হোমিওপ্যাথিক মেডিসিন – থুজা, ক্যালকেরিয়া কার্ব, মেডোরিনাম, লাইকোপোডিয়াম, কোনিয়াম, কস্টিকাম, ইয়োহিম্বিনাম, ফসফরাস ওষুধ দিয়ে কয়েকটি রোগীকে আরোগ্য এবং কয়েকটি রোগীতে ভাল উপশম দিতে পেরেছি। চিকিৎসাতে বেশ সময় লেগেছে। অনেক রোগী ধৈর্য্য হারা হয়ে চলে গেছে।
আরো পড়ুনঃ পুরুষের লিঙ্গ বৃদ্ধি ও লিঙ্গ মোটা করতে হোমিও চিকিৎসা গ্ৰহন করুন।
🇨🇭 রোগী বিবরণী: লিঙ্গের শিরা ফুলে যাওয়া রোগে আক্রান্ত এই রোগী প্রায় 01 বছর ধরে আমার নিকট ওষুধ খাচ্ছে। আজকে আবার আসছিলেন ওষুধ নিতে।
তার সমস্যা হলে লিঙ্গের মধ্যে পিন্ড এবং সামনের দিকের রগ মোটা হয়ে যাওয়া ( রোগী ভাষা ) নিয়ে। সে প্রথমে এলোপ্যাথিক চিকিৎসক দেখান তিনি Peyronies disease
ডায়াগ্নসিস করেন। তার মূল লক্ষণগুলো ছিল উত্থান অবস্থায় লিঙ্গে ব্যাথা, প্রায় উত্থান হতো না, সহবাসের সময় লিঙ্গ শিথিল হয়ে যেতো। রোগী শীতকাতর। প্রচুর চা খায়। লবন পছন্দ করে। মিষ্টি অপছন্দ। যৌন ইচ্ছা দিন দিন কমে যাচ্ছে।
🇨🇭 আমি প্রথমে থুজা দিয়ে চিকিৎসা শুরু করি। এতে তার উপকার হতে থাকে। থুজা CM পর্যন্ত খাওয়ানো হয়। একটা পর্যায়ে তার উন্নতি থেমে যায়। পরবর্তীতে তাকে কস্টিকাম দেয়া হয় এবং কস্টিকামে তার বেশ উন্নতি হয়।
🇨🇭 এখন পিন্ড একটা চলে গেছে, আরেকটা কমে গেছে। এখন সহবাস করতে পারে। কোন ব্যথা নাই। কষ্টিকাম 50-M চলছে।
🇨🇭 হোমিওপ্যাথিক চিকিৎসা
দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তির উপায়। একজন হোমিও ডাক্তারের/ চিকিৎসকের পরামর্শ মেনে চলা উচিত। সাইড ইফেক্ট নেই এমন হোমিওপ্যাথি ঔষধ কাজে লাগাবেন। সুস্থ জীবন যাপনের জন্য পরবর্তী ধাপগুলো অর্থাৎ- যথাযথ চিকিৎসা গ্রহণের মাধ্যমে সুস্থতা অর্জন করতে পারবেন।
🇨🇭 ডাঃ মাসুদ হোসেন।
Dr. Masud Hossain.
( ডি, এইচ, এম, এস ) ঢাকা।
রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক ( রেজি: নং- 35423 )
🇨🇭 বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড। [ নিবন্ধন নং- Gov.Reg. No. 35423 ] রেজিস্ট্রার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিন।
⭕ রোগীর সাথে – মোবাইল ফোনে / WhatsApp / Imo / Telegram – এ কথা বলার সময় সকাল 11.00 থেকে দুপুর 3.00 টা পর্যন্ত।
আমার মোবাইল নাম্বার :
🤳 +880 1907-583252
🤳 +880 1302-743871
🤳 +880 1973-962203
⭕ বিকাল – 5.00 থেকে রাত 10.00 পর্যন্ত আমি চেম্বারে বসে রোগী দেখি।
⭕ আবার রাত -10.00 টা থেকে রাত- 11.00 পর্যন্ত ফোনে রোগীদের সাথে কথা বলি।
⭕ রাত- 11.00 টা থেকে – সকাল – 11.00 টা পর্যন্ত আমার মোবাইল বন্ধ থাকে।
🇨🇭 আমার এই 3-টি নাম্বার:
+8801907-583252
+8801973-962203
+8801302-743871
( What’sApp- হোয়াটসঅ্যাপ এবং Imo- ইমো ) খোলা আছে, চিকিৎসা নিতে চাইলে আমার এই দুইটি নাম্বার ফোনে সেভ করে সমস্যাগুলো লিখে অথবা অডিও রেকর্ড দিয়ে জানাবেন। আমি ফ্রী হয়ে সঠিক তথ্য দিয়ে চিকিৎসা দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ।
🛑 অরিজিনাল জার্মানী ঔষধ ও উন্নত চিকিৎসার জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান।
🇨🇭 রোগী দেখার সময়:
🛑 বিকাল 05:00 রাত 10:00 টা পর্যন্ত।
🇨🇭 সতর্কতাঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঝুকিপূর্ণ।