রক্তনালীর টিউমার | Blood Vassel Tumour | ডাঃ মাসুদ হোসেন।

রক্তনালীর টিউমার | Blood Vassel Tumour | ডাঃ মাসুদ হোসেন।

🇨🇭 রক্তনালীর টিউমার টিউমারের কথা শুনলে আঁতকে ওঠেন সবাই। ক্যান্সারের কথা মনে আসে। তবে মনে রাখতে হবে সব টিউমার ক্যান্সার নয়। আবার দৃশ্যমান টিউমার ছাড়াও শরীরে ক্যান্সার হতে পারে। অতএব শরীরে টিউমার দেখা গেলে অবহেলা না করে পরীক্ষা নীরিক্ষার মাধ্যমে তার প্রকৃতি নির্ধারন করে নেয়া উচিৎ।

🇨🇭 শরীরের অন্যান্য গাঠনিক উপাদানের মত রক্তনালী থেকেও বিভিন্ন ধরনের টিউমারের জন্ম হতে পারে। ধমনী ও শিরা উভয়ের ক্ষেত্রেই এ কথা সত্য। আবার কখনো কখনো অন্যান্য স্থান থেকে উৎপন্ন টিউমারের ভেতরে অতি মাত্রায় রক্তনালীর উপাদান থাকায় তাদেরকে রক্তনালীর টিউমার বলে মনে হয়।

🇨🇭 রক্তনালীর টিউমারের জটিল শ্রেণীবিন্যাস আছে। এখানে তার প্রয়োজন আছে বলে মনে করি না। একটা কথা বলে রাখা যায় যে রক্তনালীর টিউমারের একটা বড় অংশ জন্মগত। শিশুদের ক্ষেত্রে এসব টিউমারের কিছু কিছু বয়সের সাথে ছোট হতে থাকে ও এক সময় মিলিয়ে যায়।

🇨🇭 যেগুলো 10/12 বছর বয়সের পরেও থেকে যায়, তাদের আর এমনিতে মিলিয়ে যাবার সম্ভাবনা থাকে না, ব্যবস্থা নিতে হয়। এই বয়সের পর দৃশ্যমান রক্তনালী টিউমারকে আসলে টিউমার নামে ডাকাও হয় না, বলা হয় – ভাস্কুলার ম্যালফরমেশন, যদিও এখানে আলোচনার সুবিধার্থে অনেক সময় টিউমার শব্দটা ব্যবহার করা হবে।

রক্তনালীর টিউমার | Blood Vassel Tumour | ডাঃ মাসুদ হোসেন।

🇨🇭 ভাস্কুলার ম্যালফরমেশনের শ্রেণীবিন্যাস:

🇨🇭 টিউমারের ভেতরে রক্তনালীর কোন উপাদান বেশি পরিমাণে আছে- শিরা নাকি ধমনী, তার ওপর ভিত্তি করে এর একটা সহজ শ্রেণীবিন্যাস আছে:

  1. ধমনীর আধিক্য সম্পন্ন ম্যালফরমেশন।
  2. শিরার আধিক্য সম্পন্ন ম্যালফরমেশন।
  3. ধমনী ও শিরার মিশ্রনে তৈরি ম্যালফরমেশন।
  4. ধমনী ও শিরার মধ্যে যোগাযোগ সম্পন্ন ( ফিস্টুলা – Festulla ) ম্যালফরমেশন।
  5. রক্তনালী ও লসিকা নালীর মিশ্রনে তৈরি ম্যালফরমেশন।

🇨🇭 রক্তনালীর টিউমার লক্ষণসমূহ:

🇨🇭 টিউমার মানেই প্রথমত একটা চাকা বা ফুলে ওঠা জায়গা। যে কোন জায়গাতেই রক্তনালীর টিউমার হতে পারে। হাত, পা, বুক, পেট, পিঠ, ঘাড়, মাথা, নাকা, মুখ, ঠোঁট, কান, কোন জায়গাই এর ব্যাত্যয় নয়। এমনকি দেহগহবরের ভেতরে, মস্তিষ্কের ভেতরেও রক্তনালীর টিউমার হতে পারে।

🇨🇭 রক্তনালীর টিউমারের লক্ষণ মূলত নির্ভর করে কোন জায়গাতে এটা হয়েছে, টিউমারটা কত বড়- তার ওপর। টিউমার অনেক সময় তেমন কোন উপসর্গ তৈরি করে না।

আরো পড়ুনঃ   টিউমার ও ক্যান্সার | Defiance Between Tumor & Cancer | ডাঃ মাসুদ হোসেন।

🇨🇭 রক্তনালীর টিউমারের মূল উপসর্গগুলো:

  1. রক্তক্ষরণ।
  2. হৃদস্পন্দনের সাথে সাথে স্পন্দনশীল চাকা।
  3. বড় চাকার চাপের কারণে সৃষ্ট উপসর্গ যেমন: ব্যথা, অবশভাব, আক্রান্ত অংশ নাড়াতে অসুবিধা ইত্যাদি।
  4. চামড়ার রঙে পরিবর্তন।
homeo treatment

🇨🇭 রক্তনালীর টিউমারের পরীক্ষা:

🩸 রক্তনালীর টিউমার সনাক্তকরণে গোটা তিনেক পরীক্ষার সাহায্য নেয়া হয়:

  1. ভাস্কুলার ডুপ্লেক্স।
  2. কনট্রাস্ট এম আর আই।
  3. অ্যানজিওগ্রাম
    ডুপ্লেক্স পরীক্ষায় টিউমারের ভেতরে রক্তনালীর উপাদান কতটুকু আছে, তার উপর ভিত্তি করে টিউমারটি রক্তনালী থেকে উৎপন্ন নাকি অন্য কিছু- তা নির্ধারণ করা হয়। শুধু তাই নয় রক্তনালীর উপাদান কী ধরনের- শিরা নাকি ধমনী নাকি মিশ্র- এ ব্যাপারেও ধারণা পাওয়া যায় যা পরবর্তী চিকিৎসা পরিকল্পনায় কাজে লাগে। ডুপ্লেক্স পরীক্ষায় টিউমারের ভেতরে শিরার আধিক্য দেখা গেলে পরবর্তী পরীক্ষা হিসেবে কনট্রাস্টসহ ( এক বিশেষ ধরনের রঞ্জক ) এম আর আই করা হয়। ধমনীর আধিক্য পাওয়া গেলে ক্যাথেটার অ্যানজিওগ্রামের সাহায্য নেয়া হয়।

🇨🇭 রক্তনালীর টিউমারের হোমিওপ্যাথিতে ভালো চিকিৎসা রয়েছে। হোমিওপ্যাথি হলো লক্ষনভিত্তিক প্রাকৃতিক নিরাময় ব্যবস্থা। কোনো রকম কাটাছেঁড়া ছাড়া টিউমারের চিকিৎসা রয়েছে হোমিওপ্যাথিতে। কিছু টিউমার রয়েছে যেগুলো অপারেশন পরবর্তী সময়ে ক্যান্সারের সৃষ্টি করে। অথচ এক্ষেত্রে হোমিওপ্যাথি নিরাপদ ও পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত। তবে অবশ্যই একজন রেজিস্টার্ড প্রাপ্ত ও অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্ৰহন করতে হবে।

🇨🇭 ডাঃ মাসুদ হোসেন
Dr. Masud Hossain.
(বি, এইচ, এম, এস )
(ডি, এইচ, এম, এস) ( ঢাকা )।

🇨🇭 বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড। [ নিবন্ধন নং- Gov.Reg. No. 35423 ] রেজিস্ট্রার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিন।

🇨🇭 আমার এই দুইটি নাম্বার:

   +8801907-583252
   +8801302-743871

( What’sApp- হোয়াটসঅ্যাপ এবং Imo- ইমো ) খোলা আছে, চিকিৎসা নিতে চাইলে আমার এই দুইটি নাম্বার ফোনে সেভ করে সমস্যাগুলো লিখে অথবা অডিও রেকর্ড দিয়ে জানাবেন। আমি ফ্রী হয়ে সঠিক তথ্য দিয়ে চিকিৎসা দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ।

🛑 অরিজিনাল জার্মানী ঔষধ ও উন্নত চিকিৎসার জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান।

🇨🇭 রোগী দেখার সময়:
🛑 সকাল 09:00 — 01:00 টা।
🛑 বিকাল 05:00 রাত 10:00 টা পর্যন্ত।

🇨🇭 চিকিৎসা : সুখবর হচ্ছে, হোমিওপ্যাথিক চিকিৎসা
দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তির উপায়।

🇨🇭 সতর্কতাঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঝুকিপূর্ণ।

☎+8801907-583252 (WhatsApp, IMO)।

☎ +8801302-743871 (WhatsApp, IMO)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আপনার সমস্যা মন খুলে বলুন।
Send via WhatsApp
error: Content is protected !!