যৌন অক্ষমতা বা ইরেক্টাইল ডিসফাংশন।

ইরেক্টাইল ডিসফাংশন বা যৌন অক্ষমতা

🇨🇭 পুরুষের লিঙ্গ যদি যৌন মিলনের সময় সঠিকভাবে উত্তেজিত হয়ে না ওঠে তবে নারীর যোনির ভেতরে এটি কোনো প্রকার আনন্দের সৃষ্টি করতে পারে না এবং তার ফলে যৌন অক্ষমতা পুরুষত্বহীনতার সৃষ্টি হয়।

🇨🇭 বেশীর ভাগ পুরুষের মধ্যে এই সমস্যা বেশ প্রকট হয়ে উঠছে যৌন অক্ষমতা বা পুরুষত্বহীনতা। অনেক পুরুষ অকালেই হারিয়ে ফেলছেন নিজের সক্ষমতা, এতে বাড়ছে দাম্পত্যে অশান্তি। এটি একজন পুরুষের জন্য কলঙ্কের মতো। সে না পারে কাউকে বলতে না পারে তার সঙ্গীকে সুখী রাখতে। একদিকে যেমন সংসারে সমস্যা শুরু হয় অন্যদিকে সে লজ্জায় ভুগতে থাকে।

যৌন অক্ষমতা
যৌন অক্ষমতা বা ইরেক্টাইল ডিসফাংশন।

🇨🇭 যৌন অক্ষমতা বা পুরুষত্বহীনতার প্রধান কারণগুলো :

🇨🇭 পুরুষ লিঙ্গের উত্থানে ব্যর্থতা।

🇨🇭 পুরুষ লিঙ্গের দ্বারা স্ত্রী যোনিদ্বার ছেদনে ব্যর্থতা।

🇨🇭 যৌন মিলনে দ্রুত বীর্যপাত।

🇨🇭 যৌন অক্ষমতা এর প্রধান কারণ হলো যৌন মিলনে পর্যাপ্ত জ্ঞান বা সেক্স এডুকেশনের অভাব। প্রাকৃতিক কারণে অনেকের যৌন অক্ষমতা থাকে।

🇨🇭 এগুলোর মধ্যে হলো:

🩸 ডায়াবেটিস।

🩸লিঙ্গে জন্মগত কোন ত্রুটি।

🩸সেক্স হরমোনের ভারসাম্যহীনতা।

🩸গনোরিয়া বা সিফিলিসের মত যৌনরোগ।

যৌন অক্ষমতা বা ইরেক্টাইল ডিসফাংশন।
যৌন অক্ষমতা বা ইরেক্টাইল ডিসফাংশন।

🩸প্রচণ্ড কাজের চাপ।

🩸মানসিক অশান্তি।

🩸দূষিত পরিবেশ।

🩸 ভেজাল খাওয়া দাওয়া।

🩸 কম বিশ্রাম ও ব্যায়াম ছাড়া অস্বাস্থ্যকর জীবনযাপন ইত্যাদি।

🇨🇭 অনেক কারণই আছে ক্রমশ যৌন অক্ষমতা এর পেছনে:

🩸 আবার অবাধ যৌন সম্পর্ক।

🩸 অতিরিক্ত হস্তমৈথুন বা মাস্টারবেশন।

🩸 যৌন ক্ষমতা বাড়ানোর জন্য বিভিন্ন রকম ওষুধ সেবন ইত্যাদি কারণকেও অনেকের যৌন জীবনে বিপর্যয় নেমে আসে।

🩸হার্ট এবং রক্ত চলাচলে সমস্যা।

🩸হাই কোলেস্টেরল।

🩸 উচ্চ রক্তচাপ।

🩸 ওবেসিটি।

🩸 মেটাবলিজমে সমস্যা।

🩸 পরিমিত ঘুমের অভাব সহ বিভিন্ন কারণে পুরুষত্বহীনতা রোগে ভুগছেন বহু মানুষ।

ইরেক্টাইল ডিসফাংশন।
যৌন অক্ষমতা বা ইরেক্টাইল ডিসফাংশন।

🇨🇭 আপনার যদি মনে হয় আপনি যৌন মিলনে আগ্রহ হারিয়ে ফেলছেন তাহলে প্রথমেই যা করবেন, সেটা হলো একজন ভালো ডাক্তারের শরণাপন্ন হোন। লজ্জা না করে নিজের সমস্ত সমস্যা খুলে বলুনে এবং ডাক্তারের পরামর্শ মত প্রয়োজনীয় সকল চিকিৎসা নিন। যৌন অক্ষমতা বা পুরুষত্বহীনতা লজ্জার কিছুই নেই। লজ্জার চেয়ে নিজেকে সুস্থ ও সক্ষম রাখা জরুরী। মনে রাখবেন, পুরুষত্বহীনতা মানেই জীবনের আনন্দ উপভোগ বা যৌনজীবন শেষ হয়ে যাওয়া নয়। এই রোগ সঠিক চিকিৎসা করালেই রোগ সেরে যায়।

🇨🇭 রোগী দেখার সময়ঃ
🛑সকাল : 09:00 — 01:00 টা।
🛑বিকাল : 05:00 রাত 10:00 টা পর্যন্ত।

🇨🇭 চিকিৎসা : সুখবর হচ্ছে, হোমিওপ্যাথিক চিকিৎসা
দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তির উপায়

🇨🇭 সতর্কতাঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঝুকিপূর্ণ।

অন্য লেখা পেড়তে ক্লিক করুন

🇨🇭 ডাঃ মাসুদ হোসেন।
Dr. Masud Hossain
(বি, এইচ, এম, এস )
(ডি, এইচ, এম, এস)

homeo treatment - dr masud hossain
homeo treatment – dr masud hossain

☎️ 01907-583252 (WhatsApp, IMO)
☎️ 01302-743871(WhatsApp, IMO)

[রেজিস্ট্রার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিন
Govt reg No. 35423 ]

Youtube : আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আপনার সমস্যা মন খুলে বলুন।
Send via WhatsApp
error: Content is protected !!