🛑 পেনাইল ক্যান্সার বিষয়ে সচেতন হোন!
🇨🇭 ভীতি ছড়িয়ে দেয় এমন স্বাস্থ্যগত সমস্যা নিয়েও সাধারণ কোনো চিকিৎসকের কাছে যাওয়ার চিন্তা করেন পুরুষরা। কিন্তু বিষয়টা যখন পৌরষত্ব বিষয়ক, তখন তা এড়িয়েই যাওয়ার চেষ্টা করেন। অথচ এই সমস্যা এড়িয়ে যাওয়া প্রাণঘাতী সিদ্ধান্ত হতে পারে। এ ক্ষেত্রে বহু মারাত্মক লক্ষণ দৃষ্টির আড়ালেই থেকে যায়।
🇨🇭 পুরুষের যৌনাঙ্গের ত্বকে র্যাশ ওঠা বা কিছু বের হয়ে আসা যৌনবাহিত রোগের লক্ষণ হতে পারে। শুধু তাই নয়, এগুলো আরো বাজে কিছুর লক্ষণ হতে পারে।
🇨🇭 পুরুষাঙ্গের ক্যান্সার এমন এক রোগ যে বিষয়ে সচেতন হতে হবে পুরুষদের।
🇨🇭 ক্যান্সার রিসার্চ – UK, এর হিসাবে বলা হয়- 2014, সালে ব্রিটেনের 130 জন পুরুষের মৃত্যু ঘটে।
🇨🇭 প্রতি সপ্তাহে দুই জনের বেশি মৃত্যুবরণ করেন। আমেরিকার সেন্টারর্স ফর ডিজিজেস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ( CDC ) জানায়, প্রতিবছর সেখানে এইচপিভি-HPV, জনিত যৌনাঙ্গের ক্যান্সারে আক্রান্ত হন। যদিও এই ক্যান্সারটি বিরল। এদের মধ্যে 63 শতাংশের কারণ হিসাবে হিউম্যান প্যাপিলোমাভাইরাসকে ( এইচপিভি-HPV ) দায়ী করা হয়।
কাজেই লক্ষণের বিষয়ে সাবধান থাকতে হবে। যদিও এ রোগে আক্রান্ত হলে মৃত্যুঝুঁকি অনেক কম। কিন্তু মারাত্মক এক রোগ। এর থেকে সাবধান থাকতে হবে।
🛑 যৌনাঙ্গের ক্যান্সারের লক্ষণ প্রকাশ পায় এর ত্বকেই।
🇨🇭 যৌনাঙ্গের ক্যান্সারের লক্ষণগুলো :
- 🩸 1. ত্বকে গুটি ওঠে যা 04 সপ্তাহ পরও ভালো হয় না। এটাকে অনেকটা আঁচিল, আলসার বা ফোস্কার মতো দেখা যায়।
- 🩸2. যৌনাঙ্গের ভেতর থেকে বা ত্বক থেকে রক্ত বের হওয়া।
- 🩸3. এমন কিছু বের হওয়া যার গন্ধ বিদঘুটে।
- 🩸4. যৌনাঙ্গে ফোরস্কিন টেনে নামাতে না পারা।
- 🩸5. র্যাশ বা ফুসকুরি ওঠা।
- 🩸6. যৌনাঙ্গের রং বদলে যাওয়া।
- 🩸7. কুঁচকিতে মাংসপিণ্ড দেওয়া দেওয়া।
- 🩸8. ক্লান্তি বোধ করা।
- 🩸9. পেটে ব্যথা হওয়া।
- 🩸10. হাড়ে ব্যথা।
- 🩸11. ওজন কমতে থাকা।
🇨🇭 এইচপিভি ভাইরাস- HPV :
🩸 যৌন ভাইরাস এইচপিভি’তে আক্রান্ত হওয়ার সাথে লজ্জা ও অজ্ঞতার একটি গভীর সম্পর্ক রয়েছে বলে সম্প্রতি উঠে এসেছে এক গবেষণায়।
🩸 যুক্তরাজ্যে এইচপিভি বা ( হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ) প্রকোপ এতটাই ছিল যে, এটিকে ঠেকাতে 2008 সালে টিকা বা ভ্যাকসিন চালু করেছিল দেশটির সরকার।
🩸 এইচপিভি’র- HPV, প্রধান লক্ষণ হলো দেহে একরকম আঁচিল, গুটি বা ফুসকুড়ি দেখা দেয়া – যা যৌনাঙ্গ থেকে শুরু করে মুখে, হাতে-পায়ে এমনকি মুখের ভেতরেও হতে পারে। তবে এরকম গুটি থাকলেই যে কারো এইচপিভি-HPV, হয়েছে বলে মনে করতে হবে তাও নয়।
🩸 এ ভাইরাস খুবই ছোঁয়াচে। সাধারণত নারী পুরুষ যখন প্রথম যৌন-সক্রিয় হয়ে ওঠে তখনই এ সংক্রমণের শিকার হয়।
🩸 এখনো এই রোগ নিয়ে বিশেষ করে নারীদের মধ্যে প্রচুর ভুল ধারণা রয়েছে। গবেষণার জন্য জরিপে অংশ নেয়া এইচপিভি-HPV, ভাইরাসে আক্রান্ত নারীদের অর্ধেকেই মনে করেন যে, তাদের স্বামী বা প্রেমিক তাদের সাথে প্রতারণার আশ্রয় নিয়েছে।
🩸 বহু ভুল ধারণা চালু আছে এইচপিভি নিয়ে! HPV-ভাইরাস নিয়ে আরো যেসব ভুল ধারণা প্রচলিত আছে, তার একটি হলো: অনেকেই মনে করে একমাত্র সেক্স বা যৌনতার মাধ্যমেই এই ভাইরাস ছড়ায়।
🩸 বাস্তবে এইচপিভি সাধারণত যৌনতা বাহিত, কিন্তু প্রকৃত অর্থে যৌন-সঙ্গম না ঘটলেও – শুধু ( জেনিটাল ) বা যৌনাঙ্গ ও ( ওরাল ) বা মৌখিক যে কোনো সংস্পর্শের মাধ্যমেই , এই ভাইরাস ছড়াতে পারে।
🩸 প্রথম যৌন-সক্রিয় হয়ে ওঠার সময় থেকেই এইচপিভি-HPV, সংক্রমণের ঝুঁকি দেখা যায়।
🩸 দ্বিতীয় ভুল ধারণাটি হলো: কারো এইচপিভি-HPV, হলে ধরে নিতে হবে যে সে বহু নারী বা পুরুষের সাথে যৌন সম্পর্ক করেছে। কিন্তু আসলে তা নয়। ব্রিটেনের লোকদের 80 শতাংশই জীবনের কোন না কোন পর্বে এইচপিভি-HPV, ভাইরাসের সংস্পর্শে আসার সম্ভাবনা আছে। এমনকি জীবনের প্রথম যৌন সংসর্গেও এ সংক্রমণ হয়ে যেতে পারে।
🩸 তৃতীয় ভুল ধারণা: কারো এইচপিভি-HPV, হবার মানেই হলো তার ক্যান্সার হয়েছে। আসল ব্যাপার হলো- এইচপিভি আছে প্রায় 200 রকমের। এর মধ্যে 40 রকম এইচপিভি-HPV, আপনার যৌনাঙ্গ বা তার আশপাশে হবে এবং সেখানেই এ ভাইরাস বাসা গাড়বে। তবে 13 শতাংশ এইচপিভি-HPV ভাইরাস এমন ধরণের যা জরায়ু , গলা বা মুখের ক্যান্সার তৈরি করতে পারে – তবে তা খুবই বিরল।
🩸 চতুর্থ ভুল ধারণা: এইচপিভি-HPV, হলে আপনি টের পাবেন। কিন্তু বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রেই- এইচপিভি- HPV,র কোন লক্ষণ দেখা যায় না। অনেক সময় শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থাই এ ভাইরাসকে ধ্বংস করে দেয়। তবে জরায়ুমুখের স্ক্রিনিং থেকে এটা ধরা যেতে পারে।
🩸 যুক্তরাজ্য সরকার সম্প্রতি নিয়ম করেছে, সার্ভিক্যাল ক্যান্সারের রুটিন পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে এখন থেকে সবাইকেই এইচপিভি-HPV, পরীক্ষাও করতে হবে।
🩸কিন্তু এইচপিভি-HPV, নিয়ে যারা প্রচার কার্যক্রম চালায় তারা নিজেরাই আশঙ্কা করছে যে, লোকলজ্জার ভয়ে হয়তো অনেক নারী এই পরীক্ষাটাই করাতে চাইবে না।
🩸গবেষণায় অংশ নেয়া নারীদের মধ্যে 35 শতাংশ নারীর এইচপিভি-HPV, সম্পর্কে কোনো ধারণাই ছিল না।
🩸আর বাকি প্রায় 60 ভাগ নারী জানিয়েছেন, এইচপিভি-HPV, ভাইরাসে আক্রান্ত হবার খবর পেয়ে তারা ভেবেছিল যে তাদের বুঝি ক্যান্সার হয়েছে।
🩸লরা ফ্লাহার্টিও জরিপে অংশ নেয়া একজন নারী -2016, সালে যার সার্ভিক্যাল ক্যান্সার ধরা পড়েছিল , বলছিলেন যে এই ভাইরাস সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না।
🩸এইচপিভি-HPV, ভাইরাস নিয়ে মানুষের মধ্যে প্রচুর ভুল ধারণা প্রচলিত আছে।
🛑 পেনিস বা পুরুষাঙ্গে লালভাব দেখা দেওয়া – Penis Redness:
🩸লিঙ্গের ত্বক বা লিঙ্গের প্রান্তভাগে চুলকানি বা ইনফেকশনের কারণে লালভাব দেখা দিতে পারে। এই সমস্যা ইনফ্লেমড পেনিস ( Inflamed Penis ) বা পেনিস স্কিন র্যাশ ( Penis Skin Rash) নামে পরিচিত।
🇨🇭 Penis Redness এর কারণ: বিভিন্ন কারণে এই লক্ষণ দেখা যেতে পারে, যেমন:
- 🩸 মূত্রথলির ক্যান্সার ( Bladder Cancer )।
- 🩸 পোড়া ( Burn )।
- 🩸 গনোরিয়া ( Gonorrhea )।
- 🩸 পুরুষ যৌনাঙ্গের ইনফেকশন ( Male Genitalia Infection )।
- 🩸 স্ক্যাবিস ( Scabies )
- 🩸 ইঙ্গুইনাল হার্নিয়া- কুচকির হার্নিয়া ( Inguinal Hernia )।
- 🩸 ফাইমোসিস ( Phimosis )।
- 🩸 ডেকিউবিটাস আলসার ( Decubitas Ulcer )।
- 🩸 অ্যাট্রোফি অফ দি করপাস ক্যাভারনোসাম ( Atrophy Of The Corpus Cavernosum )।
- 🩸 ব্যালানাইটিস ( Balanitis )।
আরো পড়ুনঃ পেনাইল ক্যান্ডিডিয়াসিস | পুরুষের পেনিসের মাথায় চুলকানি এবং ফুলে যাওয়া।
🇨🇭 সংশ্লিষ্ট লক্ষণসমূহ এই লক্ষণের সাথে অন্যান্য যেসকল লক্ষণ দেখা যেতে পারে সেগুলো হলো:
- 🩸পুরুষাঙ্গে ব্যথা হওয়া (Penis pain)।
- 🩸 পেনিস বা পুরুষাঙ্গ দিয়ে তরল নির্গত হওয়া ( Penile Discharge )।
- 🩸 মূত্রত্যাগের সময় ব্যথা হওয়া ( Painful Urination )।
- 🩸 অস্বাভাবিক ত্বক ( Abnormal Appearing Skin )।
- 🩸মুত্র আটকে যাওয়া ( Retention Of Urine )।
- 🩸 ঘন ঘন মূত্রত্যাগ ( Frequent Urination )।
- 🩸 ত্বকে চুলকানি ( Itching Of Skin )।
- 🩸 তলপেটের নিচের দিকে ব্যথা হওয়া ( Suprapubic Pain )।
- 🩸 শুক্রাশয়ে ব্যথা হওয়া ( Pain In Testicles )।
- 🩸পেনিস বা পুরুষাঙ্গ ফুলে যাওয়া ( Bumps On Penis )।
- 🩸 হাত দিয়ে কান টানার অভ্যাস ( Pulling At Ears )।
- 🩸 অণ্ডথলি ফুলে যাওয়া ( Swelling of Scrutum )।
🛑 নিম্নলিখিত বিষয়গুলোর প্রভাবে লিঙ্গে লালভাব দেখা দেওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়:
🩸 পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় না রাখা: পুরুষাঙ্গ ও এর আশেপাশের অংশ ভালভাবে পরিষ্কার না রাখলে ফাঙ্গাল ও ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়।
🩸শারীরিক পরীশ্রম: শারীরিক পরীশ্রমের সময় কুঁচকিতে ঘাম হওয়ার কারণে দাদ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।
🩸অনিরাপদ যৌনসম্পর্ক: অনিরাপদ যৌনিমিলনের কারণে বিভিন্ন যৌনরোগ ও ইনফেকশনে আক্রান্ত হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়।
🩸অন্যের ব্যবহৃত কাপড়-চোপড় বা তোয়ালে ব্যবহার করা: অন্যের ব্যবহৃত জামাকাপড়, তোয়ালে, বিছানা ব্যবহারের মাধ্যমে স্ক্যাবিস ও দাদের মতো রোগ একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে থাকে।
🇨🇭 যারা Penis Redness এর ঝুঁকির মধ্যে আছে:
🩸লিঙ্গ: পুরুষদের মধ্যে এই লক্ষণ দেখা দেওয়ার সম্ভাবনা 02 গুণ বেশি।
🩸জাতি: কৃষ্ণাঙ্গ, হিস্প্যানিক ও অন্যান্য জাতির মধ্যে এই লক্ষণ দেখা দেওয়ার গড়পড়তা সম্ভাবনা রয়েছে। শ্বেতাঙ্গদের মধ্যে এই লক্ষণ দেখা দেওয়ার সম্ভাবনা 01 গুণ কম।
🛑 Q. জেনিটাল র্যাশ বা পুরুষাঙ্গে র্যাশ হলে তা ভালো হওয়ার সম্ভাবনা কতটুকু?
উত্তর: বেশিরভাগ ক্ষেত্রে যথাযথ চিকিৎসার মাধ্যমে র্যাশ ভালো হয়ে যায়। একই সাথে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার মাধ্যমে বিভিন্ন পরজীবী ও ইনফেকশন ( যৌন ইনফেকশন না হলে ) প্রতিরোধ করা সম্ভব। তবে হার্পিস বা অটোইমিউন ডিজিজের মতো যেসকল সমস্যা একেবারেই ভালো হওয়া সম্ভব নয়, তা ঔষধের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। সিফিলিস প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা হলে পেনিসিলিনের মাধ্যমে এর চিকিৎসা সম্ভব।
🇨🇭 Penis Redness এর লিঙ্গের লালভাব ও র্যাশ দেখা দিলে আঁটোসাটো পোশাক না পরে ঢিলেঢালা পোশাক পরুন, যাতে আক্রান্ত স্থানে বাতাস চলাচল করতে পারে। একইসাথে খেয়াল রাখতে হবে আক্রান্ত স্থানটিতে যাতে ভেজা না থাকে। অনিরাপদ যৌনসম্পর্ক থেকে বিরত থাকুন।
🇨🇭 ডাঃ মাসুদ হোসেন।
Dr. Masud Hossain.
( বি, এইচ, এম, এস )
( ডি, এইচ, এম, এস ) ঢাকা।
🇨🇭 বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড। [ নিবন্ধন নং- Gov.Reg. No. 35423 ] রেজিস্ট্রার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিন।
🇨🇭 আমার এই দুইটি নাম্বার:
+8801907-583252
+8801302-743871
( What’sApp- হোয়াটসঅ্যাপ এবং Imo- ইমো ) খোলা আছে, চিকিৎসা নিতে চাইলে আমার এই দুইটি নাম্বার ফোনে সেভ করে সমস্যাগুলো লিখে অথবা অডিও রেকর্ড দিয়ে জানাবেন। আমি ফ্রী হয়ে সঠিক তথ্য দিয়ে চিকিৎসা দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ।
🛑 অরিজিনাল জার্মানী ঔষধ ও উন্নত চিকিৎসার জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান।
🇨🇭 রোগী দেখার সময়:
🛑 বিকাল 05:00 রাত 10:00 টা পর্যন্ত।
🇨🇭 চিকিৎসা : সুখবর হচ্ছে, হোমিওপ্যাথিক চিকিৎসা
দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তির উপায়।
🇨🇭 সতর্কতাঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঝুকিপূর্ণ।
☎+8801907-583252 (WhatsApp, IMO)।
☎ +8801302-743871 (WhatsApp, IMO)।