🇨🇭 নাকে বাহ্যিক কোনো বস্তু প্রবেশ করলে তার ফলে বিশেষ কোনো ক্ষতি হয় না। নাকে কোনো বস্তু প্রবেশ করার ফলে যদি অন্য কোনো শারীরিক সমস্যা না হয়
তবে সেটি দেরিতে অপসারণ করলেও ক্ষতির সম্ভাবনা নেই। তবে কোনো বস্তু চোখে প্রবেশ করলে যতো দ্রুত সম্ভব সাবধানতার সাথে অপসারণ করা উচিৎ। কিছু ক্ষেত্রে নাকে প্রবেশ করা বস্তু সরে গিয়ে মুখে চলে আসতে পারে। এর ফলে সেটি গিলে ফেলা বা নি:শ্বাসের মাধ্যমে ফুসফুসে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এর ফলে নি:শ্বাস বাধাগ্রস্ত হতে পারে।
🇨🇭 শিশুরা কৌতূহল বশত নাকের মধ্যে খাবার, বীজ ছোট খেলনা, রাবার, তুলা প্রভৃতি বস্তু প্রবেশ করাতে পারে। শিশুদের নাকের মধ্যে এ ধরনের বস্তু প্রবেশ করলে
অনেক সময় তা অন্যদের বুঝতে সমস্যা হতে পারে। শিশুদের এই ধরনের সমস্যা হলে তাদের চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন।
🇨🇭 নাকে বাহ্যিক বস্তু প্রবেশ এর কারণ:
🩸বিভিন্ন কারণে নাকে বাহ্যিক বস্তু প্রবেশ করতে পারে। শিশুদের নাকে কোনো বস্তু প্রবেশ করলে তাদের সে ব্যাপারে প্রশ্ন জিজ্ঞাস করার সময় সাবধান হতে হবে।
তা নাহলে শাস্তি পাওয়া ভয়ে তারা কানে বস্তু প্রবেশ করার কথা অস্বীকার করতে পারে। এর ফলে বস্তুটি খুজেঁ পেতে দেরি হতে পারে এবং এর দ্বারা সৃষ্ট সমস্যাও বাড়তে পারে।
🩸 আঘাত লাগার ফলেও অনেক সময় নাকে বাহ্যিক কোনো বস্তু প্রবেশ করতে পারে। তাই পড়ে গেলে বা মুখে আঘাত লাগলে নাকে কিছু প্রবেশ করেছে কিনা তা
ভালোভাবে দেখে নিতে হবে।
🇨🇭 নাকে বাহ্যিক বস্তু প্রবেশ এর লক্ষণ:
🩸 এই রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চিকিৎসকেরা নিম্নলিখিত লক্ষণগুলি চিহ্নিত করে থাকেন:
- 🩸 নাক বদ্ধ হয়ে যাওয়া ( Nasal Congestion.)
- 🩸 কাশির সাথে শ্লেষ্মা নির্গত হওয়া ( Coughing Up Sputum.)
- 🩸 নাক দিয়ে রক্ত পড়া ( Nosebleed.)
- 🩸 খাবার উগরে আসা ( Regurgitation.)
- 🩸 নাকের মধ্যে বা আশেপাশে লালভাব দেখা দেওয়া ( Redness In Or Sround Nose.)
🇨🇭 যারা নাকে বাহ্যিক বস্তু প্রবেশ এর ঝুঁকির মধ্যে আছে:
🛑 লিঙ্গ: পুরুষ ও নারী উভয়ের মধ্যে এই রোগ নির্ণয় হওয়ার গড়পড়তা সম্ভাবনা থাকে।
🛑 জাতি: কৃষ্ণাঙ্গ ও হিস্প্যানিকদের মধ্যে এই রোগ নির্ণয় হওয়ার গড়পড়তা সম্ভাবনা থাকে।শ্বেতাঙ্গ ও অন্যান্য জাতির মধ্যে এই রোগ নির্ণয় হওয়ার সম্ভাবনা 01গুণ কম।
🛑Q. নাকে ক্ষুদ্রাকৃতির বস্তু প্রবেশের ফলে কি এনডোকার্ডাইটিস হতে পারে?
🇨🇭 কোনো কিছু মাধ্যমে রক্তে ব্যাকটেরিয়া প্রবেশ করলেই এনডোকার্ডাইটিস হওয়ার ঝুঁকি থাকে। তবে মূলত পূর্বে থেকে হৃৎপিণ্ডের কোনো সমস্যা থাকলে
এই ঝুকিঁর সম্ভাবনা সৃষ্টি হয়।
আরো পড়ুনঃ নাকে পলিপ ও সাইনাসের হোমিও চিকিৎসা।
🛑Q. নি:শ্বাসের মাধ্যমে কি কোনো বস্তু নাকের মধ্যে দিয়ে ফুসফুসে প্রবেশ করতে পারে?
🇨🇭 ফুসফুস শ্বাসনালীর সাথে সংযুক্ত থাকে। ফলে নাকের মধ্যে দিয়ে কোনো বস্তু ফুসফুসে প্রবেশ করতে পারে । শিশুদের এই সমস্যা হওয়ার সম্ভাবনা থাকলে দ্রুত
তাদের চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। সমস্যাটি কিছু ক্ষেত্রে জীবননাশী হয়ে উঠতে পারে।
🛑Q. নাকে সাধারণত কি কি বস্তু প্রবেশ করে?
- 🩸 খাদ্য ( বিন ও বীজ )।
- 🩸 স্পঞ্জের টুকরা।
- 🩸 ইরেজার।
- 🩸 ছোট খেলনা।
- 🩸 কয়েন বা গুটি।
- 🩸 পাথর বা নুড়ি।
- 🩸 ছোট ব্যাটারি বা চুম্বক।
- 🩸 পোকা।
🇨🇭 ডাঃ মাসুদ হোসেন।
Dr. Masud Hossain.
( D. H. M. S )
( ডি, এইচ, এম, এস ) ঢাকা।
🇨🇭 বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড। [ নিবন্ধন নং- Gov.Reg. No. 35423 ] রেজিস্ট্রার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিন।
🇨🇭 আমার এই দুইটি নাম্বার:
+8801907-583252
+8801302-743871
( What’sApp- হোয়াটসঅ্যাপ এবং Imo- ইমো ) খোলা আছে, চিকিৎসা নিতে চাইলে আমার এই দুইটি নাম্বার ফোনে সেভ করে সমস্যাগুলো লিখে অথবা অডিও রেকর্ড দিয়ে জানাবেন। আমি ফ্রী হয়ে সঠিক তথ্য দিয়ে চিকিৎসা দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ।
🛑 অরিজিনাল জার্মানী ঔষধ ও উন্নত চিকিৎসার জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান।
🇨🇭 রোগী দেখার সময়:
🛑 বিকাল 05:00 রাত 10:00 টা পর্যন্ত।
🇨🇭 চিকিৎসা : সুখবর হচ্ছে, হোমিওপ্যাথিক চিকিৎসা
দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তির উপায়।
🇨🇭 সতর্কতাঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঝুকিপূর্ণ।
☎+8801907-583252 (WhatsApp, IMO)।
☎ +8801302-743871 (WhatsApp, IMO)।