নারী যৌনাঙ্গের ভ্যাজিনাল ট্রাইকোমোনিয়াসিস হোমিও চিকিৎসা Trichomoniasis homeo treatment

নারী যৌনাঙ্গের ভ্যাজিনাল ট্রাইকোমোনিয়াসিস হোমিও চিকিৎসা | Trichomoniasis homeo treatment

🇨🇭 নারী যৌনাঙ্গের ভ্যাজিনাল ট্রাইকোমোনিয়াসিস হোমিও চিকিৎসা:

🇨🇭 ডাঃ মাসুদ হোসেন
Dr. Masud Hossain
(বি, এইচ, এম, এস )
(ডি, এইচ, এম, এস)

☎️ 01907-583252 (WhatsApp, IMO)
☎️ 01302-743871(WhatsApp, IMO)

[রেজিস্ট্রার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিন
Govt reg No. 35423 ]

যৌনাঙ্গের ভ্যাজিনাল ট্রাইকোমোনিয়াসিসঃ

🇨🇭 ট্রাইকোমোনিয়াসিস নারীর যৌনাঙ্গে প্রাকৃতিকভাবে ব্যাকটেরিয়া ও ঈস্টের(ছত্রাক) মতো অসংখ্য অণুজীব উপস্থিত থাকে। শরীরের ত্বকের মতো, এইসব অণুজীব ও ব্যাকটেরিয়ার একটি নির্দিষ্ট সমন্বয় যৌনাঙ্গের স্বাভাবিক অবস্থা বজায় রাখতে সাহায্য করে।

🇨🇭 অনুজীবগুলি, জননাংগে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিহত করে এবং জননাংগের পিএইচ (অম্লত্ব ও ক্ষারত্বের স্থিতাবস্থা) নিয়ন্ত্রণ করে। যখন এই অণুজীবগুলোর মধ্যে ভারসাম্যহীনতার সৃষ্টি হয়, তখন তা ঈস্ট সংক্রমণ, ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস বা ট্রাইকোমোনিয়াসিস (যোনিপথে ব্যাকটেরিয়াল সংক্রমণ) প্রভৃতি রোগের সৃষ্টি করে থাকে। সেই সাথে, নারীরা তাদের সঙ্গীদের মাধ্যমেও বিভিন্ন ধরণের সংক্রমণে আক্রান্ত হতে পারেন। এইসব কারণে নারীর জননাঙ্গের নিবিড় যত্ন নেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

🇨🇭 বাথরুম করার এবং স্যানিটারি প্যাড পরিবর্তনের আগে ও পরে হাত ভালো করে ধুয়ে নিন। ভালো মানের ব্যাকটেরিয়া নাশক হ্যান্ড ওয়াশ দিয়ে অন্তত ১ মিনিট হাত ভালো করে ধুয়ে নিন।

নারী যৌনাঙ্গের ভ্যাজিনাল ট্রাইকোমোনিয়াসিস হোমিও চিকিৎসা Trichomoniasis homeo treatment
নারী যৌনাঙ্গের ভ্যাজিনাল ট্রাইকোমোনিয়াসিস হোমিও চিকিৎসা Trichomoniasis homeo treatment

🇨🇭 যোনিপথ সাবান দিয়ে পরিষ্কার করা থেকে বিরত থাকুন। সুবাসিত ও সুগন্ধী পন্য ব্যবহার করে মহিলারা প্রায়ই অ্যালার্জিক প্রতিক্রিয়ার শিকার হোন যা ছত্রাক সংক্রমণের সৃষ্টি করে। জননাংগ পরিষ্কার করতে নিয়ন্ত্রিত অম্ল ও ক্ষারযুক্ত (PH balanced) ক্লীনজার ব্যবহার করুন। যদি তা না পাওয়া যায়, তাহলে খুব মৃদু সাবান ব্যবহার করুন। দিনে একবারের অধিক সাবান দিয়ে ধোয়া উচিৎ নয়। বেশী বেশী সাবান দিয়ে ধোয়া বা অপরিমিত অম্ল বা ক্ষারযুক্ত সাবান ব্যবহার অণুজীবের ভারসাম্য নষ্ট করে দিতে পারে এবং তাতে সংক্রমণের সৃষ্টি হয়।

🇨🇭 পানি দিয়ে ধোয়ার পর টিস্যু দিয়ে শুকিয়ে নিন। ধর্ম, সংস্কৃতি নির্বিশেষে সকল নারীদের এটা অনুধাবন করা গুরুত্বপূর্ণ যে বাথরুমে গিয়ে শুধুমাত্র জননাঙ্গ মোছা মানেই পরিষ্কার করা নয় বরং প্রথমে পানি দিয়ে ধোয়া এবং পরে টিস্যু দিয়ে শুকিয়ে নেয়াটা সঠিক।

🇨🇭 প্রেসক্রিপশন ছাড়া কখনোই দীর্ঘ সময়ের জন্য অ্যান্টিবায়োটিক ঔষধ গ্রহণ করবেন না। কারণ এতে সাহায্যকারী ব্যাকটেরিয়াগুলোকে অ্যান্টিবায়োটিক ধ্বংস করে ক্ষতিকারক ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণের পথ সুগম করে দেয়।

🇨🇭 বাথটাব এর পরিবর্তে ঝর্না ব্যাবহার করে গোসল করা ভাল। বাথটাবে পানি, বিশেষ করে গরম পানি জননাংগের চারপাশে দীর্ঘ সময়ের জন্য জমে থাকে এবং তা ক্ষতিকারক ব্যাক্টেরিয়ার সংখ্যাবৃদ্ধিতে সাহায্য করে।

🇨🇭 সুতির অন্তর্বাস ব্যবহার করুন এবং তলদেশে আঁটসাঁট কাপড় পরা থেকে বিরত থেকে ঢিলেঢালা কাপড় পড়ুন।

🇨🇭 কৃত্রিম উপাদানে তৈরি আঁটসাঁট কাপড় এবং জিন্স বাতাস রোধ করে রাখে। শরীরের নিচের দিকের পোষাকের মধ্যে বাতাস প্রবাহিত হওয়া অত্যন্ত জরুরী কেননা তা ছত্রাক ও ভালো ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে।

নারী যৌনাঙ্গের ভ্যাজিনাল ট্রাইকোমোনিয়াসিস হোমিও চিকিৎসা Trichomoniasis homeo treatment
নারী যৌনাঙ্গের ভ্যাজিনাল ট্রাইকোমোনিয়াসিস হোমিও চিকিৎসা Trichomoniasis homeo treatment

🇨🇭 রজঃস্রাব চলমান অবস্থায় না থাকলে প্যাড পরে রাখবেন না। কৃত্রিম উপাদান দীর্ঘ সময় শরীরের সাথে যুক্ত রাখলে তা বারবার সংক্রমণ ও জ্বালার সৃষ্টি করবে। যদি আপনার ত্বক খুবই সংবেদনশীল হয়ে থাকে, তাহলে কোনো সুতির কাপড় কেটে তা দিয়ে প্যাডের উপরের অংশ আবৃত করে ব্যবহার করুন। এতে করে ত্বক প্যাডের সংস্পর্শে আসবে না এবং অ্যালার্জি সৃষ্টি করবে না।

🇨🇭 ভালো বা সাহায্যকারী ব্যাকটেরিয়া পাওয়ার জন্য প্রোবায়োটিক (উপকারী) খাবার যেমন : দই খাওয়া উপকারী।

🇨🇭 প্রতিদিন জননাংগ ধোয়ার জন্যে সাবানের উত্তম বিকল্প হলো ৩% ভিনেগার ও পানির দ্রবণ অথবা ২ লিটার পানির সাথে অর্ধেক লেবুর রস মিশ্রিত তরল। সাবান ব্যবহার যোনির স্বাভাবিক অ্যাসিড ময় পিএইচকে অ্যালকালিনে রূপান্তরিত করে দিতে পারে যা ক্ষতিকর জীবানু বৃদ্ধির সহায়ক।

🇨🇭 যোনিপথে সংক্রমণ : যোনিপথ শুকিয়ে যাওয়া, বিবর্ণ হওয়া বা ফেটে যাওয়া পরিলক্ষিত হলে অথবা যৌন মিলনের সময় ব্যথা হলে সংক্রমণ সন্দেহ করা যেতে পারে। প্রস্রাবের সময় অথবা তলপেটে ব্যথা হতে পারে। যোনির ভেতরের আবরন ও অভ্যন্তর স্বাভাবিক অবস্থায় স্যাঁতস্যাঁতে, গোলাপি রংযুক্ত এবং এক ধরনের ঘন তরলের হালকা আবরনে ছাওয়া থাকে। এরকম না থাকলে শুকিয়ে গিয়ে সংক্রমণের সৃষ্টি করতে পারে যা পরবর্তীতে ক্যান্সারের কারণ হয়ে দাঁড়া্তে পারে।

homeo treatment - dr. masud hossain
homeo treatment – dr. masud hossain

🇨🇭 ভ্যাজিনাল ট্রাইকোমোনিয়াসিস:

🇨🇭 ট্রাইকোমোনিয়াসিস নারীর যৌনাঙ্গে প্রাকৃতিকভাবে ব্যাকটেরিয়া ও ঈস্টের(ছত্রাক) মতো অসংখ্য অণুজীব উপস্থিত থাকে।এটি এক ধরণের যৌন সংক্রমণ তাই উভয় সঙ্গীরই চিকিৎসা গ্রহণ করা লাগে। উপসর্গ প্রকাশ ছাড়াই বছরের পর বছর উভয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যেই এই সংক্রমণ সুপ্ত অবস্থায় থাকতে পারে। একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো হলুদ, সবুজ বা পাতলা ধূসর যোনি স্রাব যা মাসিকের সময় খারাপ অবস্থা ধারণ করে। ট্রাইকোমোনিয়াসিস আরো বৈশিষ্ট্য হলো প্রস্রাবের সময় জ্বলা, চুলকানি ও অস্বস্তিবোধ হওয়া। যদিও পুরুষেরা সাধারণত উপসর্গমুক্ত থাকেন, তবে তারা তাদের সঙ্গীদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে দিতে পারেন তাই তাদের ও চিকিৎসা গ্রহণ প্রয়োজন। শরীরের তরলের মধ্যে এই অণুজীবরা কয়েক ঘন্টা বেঁচে থাকতে পারে তাই ঐ রকম আবহাওয়ায় এবং সংক্রমিত হওয়া নিশ্চিত হলে পরিধেয় কাপড় শেয়ার করে পড়া থেকে বিরত থাকুন। এই সংক্রমণের চিকিৎসার জন্য ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত।

🇨🇭 নারীদের যোনি একটি অত্যন্ত সংবেদনশীল অঙ্গ এবং তার সঠিক যত্ন নেয়া প্রয়োজন । যোনিতে যেকোন অস্বস্থি বা অস্বাভাবিক স্রাব দেখা দিলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে প্রয়জনে ডাক্তারকে দেখাতে হবে।

🇨🇭 ট্রাইকোমোনিয়াসিস এর লক্ষন:ট্রাইকোমোনিয়াসিস পরজীবী দ্বারা সৃষ্ট একটি যন্ত্রনাদায়ক যৌন সংক্রামক রোগ।এ সংক্রমণে আক্রান্ত প্রায় ৭০%রোগীর লক্ষন প্রকাশ পায় না। সাধারণত পুরুষদের মধ্যে তেমন কোন উপসর্গ দেখা দেয় না। তবে সময়ের সাথে সাথে লক্ষন গুলো প্রকাশ পায়। উপসর্গ গুলো মহিলা ও পুরুষ অনুযায়ী ভিন্ন।

🇨🇭 মহিলাদের ক্ষেত্রে যে সমস্ত লক্ষন দেখা যায় তা হলো:

💋যৌনি থেকে প্রচুর পরিমাণে দুর্গন্ধ যুক্ত স্রাব বাহির হয়ে থাকে।

💋যৌনিতে লালভাব ও জ্বালা

💋যৌনি চুলকানি

💋তলপেট ব্যাথা ইত্যাদি

🇨🇭 পুরুষদের মধ্যে যে সমস্ত লক্ষন দেখা যায় তা হলো:

❤️লিঙ্গের ভিতরে জ্বালাপোড়া ও চুলকানি।

❤️ প্রস্রাবের সময় বা বীর্যপাত এর সময় লিঙ্গ জ্বালাপোড়া করে

❤️ লিঙ্গ থেকে স্রাব ইত্যাদি।

যৌন মিলনের উপকারিতা ও যৌন সুখ বৃদ্ধির হোমিও চিকিৎসা
হোমিও চিকিৎসা

🇨🇭 হোমিওপ্যাথিতে ট্রাইকোমোনিয়াসিস এর লক্ষণ সাদৃশ্য কার্যকরী চিকিৎসা রয়েছে।এ ক্ষেত্রে কিছু কার্যকরী হোমিও ঔষধ এর নাম উল্লেখ করা হলো:

  • Merc sol
  • Nitric acid
  • pulsatilla
  • sepia
  • candida alba
  • kerosote
  • Thuja
  • monilia alba
  • sulphur
  • arsenic album
  • calcarea carb

🇨🇭 রোগী দেখার সময়:
🛑সকাল ০৯.০০ — ০১.০০ টা।
🛑বিকাল ০৫.০০_ রাত ১০.০০ টা পর্যন্ত।

🇨🇭 চিকিৎসা : সুখবর হচ্ছে, হোমিওপ্যাথিক চিকিৎসা
দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তির উপায়

অন্য লেখা পেড়তে ক্লিক করুন

🇨🇭 সতর্কতাঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঝুকিপূর্ণ।

🇨🇭 ডাঃ মাসুদ হোসেন
Dr. Masud Hossain
(বি, এইচ, এম, এস )
(ডি, এইচ, এম, এস)

☎️ 01907-583252 (WhatsApp, IMO)
☎️ 01302-743871(WhatsApp, IMO)

[রেজিস্ট্রার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিন
Govt reg No. 35423 ]

 

Youtube : https://www.youtube.com/c/HomeopathicDoctorBD?sub_confirmation=1

Facebook Page: https://www.facebook.com/Homoeopathic-Doctor-BD-new-104188911800693/

Facebook Group: https://www.facebook.com/groups/626287091281092/?ref=share

Location: https://goo.gl/maps/4pgmakecWsZT2ots5

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আপনার সমস্যা মন খুলে বলুন।
Send via WhatsApp
error: Content is protected !!