🇨🇭 অ্যাড্রেনাল ক্যান্সার ( Adrenal Cancer ) হলো এক ধরনের বিরল ক্যান্সার যা কিডনির উপরে অবস্থিত ছোট, ত্রিকোণাকৃতির গ্রন্থিতে হয়ে থাকে। অ্যাড্রেনাল গ্লান্ড হরমোন উৎপন্ন করে। এই হরমোন আপনার শরীরের বিভিন্ন অঙ্গ এবং টিস্যু পরিচালনায় সহায়তা করে। প্রায়ই এই ক্যান্সার মারাত্মক আকার ধারন করে থাকে। প্রাথমিক পর্যায়ে নির্ণয় করলে এই ক্যান্সার নিরাময় করা সম্ভব। তবে এই ক্যান্সার যদি অ্যাড্রেনাল গ্লান্ড এর বাইরে ছড়িয়ে যায় তাহলে এই ক্যান্সার নিরাময়ের সম্ভাবনা কমে যায়। এই রোগের চিকিৎসার মাধ্যমের এর পুনরাবৃত্তি রোধ করা যায়। অ্যাড্রেনাল গ্লান্ডে
ননক্যান্সারাস – ক্যান্সার সৃষ্টি করে না এমন, অ্যাড্রেনাল টিউমার যেমন: অ্যাডেনোমাস অথবা ফিয়েক্রোমোসাইটোমা হয়ে থাকে।
🇨🇭 অ্যাড্রেনাল ক্যান্সার ( Adrenal Cancer ) কারণ:
🩸সাধারনত অ্যাড্রেনাল ক্যান্সার ( Adrenal Cancer ) শিশু অথবা 40 থেকে 50 বছর বয়সের ব্যক্তিদের বেশি হয়ে থাকে।
🩸 কিছু নির্দিষ্ট বংশগত ডিজঅর্ডার- যেমন: মাল্টিপল এন্ডক্রাইন নিওপ্লাসিয়া টাইপ-01, লি- ফ্রাউমেনি সিনড্রোম, ব্যাকউইথ- উইডেমেন
সিনড্রোম এবং ফ্যামিলিয়াল অ্যাডিনোমাটোয়াস পলিপসিসের কারণেও এই ক্যান্সার হতে পারে।
🩸 তবে অধিকাংশ ক্ষেত্রে পরিবারে কারো এই সমস্ত রোগ না থাকলেও ব্যক্তি অ্যাড্রেনাল ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে।
🩸 ধুমপানের কারণেও এই ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায়।
🇨🇭 অ্যাড্রেনাল ক্যান্সার ( Adrenal Cancer ) হওয়ার লক্ষণ:
🩸 এই রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চিকিৎসকেরা নিম্নলিখিত লক্ষণগুলি চিহ্নিত করে থাকেন:
- 🩸 ত্বকের ফুসকুড়ি ( Skin Rash.)
- 🩸 মাথা ধরা ( Dizziness.)
- 🩸 কাশি ( Cough.)
- 🩸 ডায়পার র্যাশ ( Diapper Rash.)
- 🩸 ঘাম হওয়া (vSweating.)
- 🩸 ঠাণ্ডায় কাঁপুনি (Chills.)
- 🩸 শ্রবণ ক্ষমতা হ্রাস পাওয়া বা কানে কম শোনা ( Diminished Hearing.)
- 🩸 নাক দিয়ে রক্ত পড়া ( Nosebleed.)
আরো পড়ুনঃ ডিম্বাশয়ের ক্যান্সার | Ovarian Cancer | ডাঃ মাসুদ হোসেন।
🇨🇭 অ্যাড্রেনাল ক্যান্সার ( Adrenal Cancer ) হওয়ার ঝুকি:
- 🩸যে সকল কারণে অ্যাড্রেনাল ক্যান্সার হওয়ার ঝুকি বেড়ে যায় সে সকল কারণ গুলো নিচে বর্ণনা করা হল:
- 🩸 ব্যাকউইথ- উইডেমেন সিনড্রোম – এর ফলে শরীরের অঙ্গপতঙ্গ অস্বাভাবিকভাবে বেড়ে যায়।
- 🩸 লি- ফ্রাউমেনি সিনড্রোম – এটি একটি বংশ্বগত সমস্যা যার কারণে ক্যান্সার হওয়ার ঝুকি বেড়ে যায়।
- 🩸 ফ্যামিলিয়াল অ্যাডিনোমাটোয়াস পলিপসিস- এটি একটি বংশ্বগত সমস্যা যার কারণে বৃহদান্ত্রে পলিপ দেখা দেয়।
🩸 মাল্টিপল এন্ডক্রাইন নিওপ্লাসিয়া – এটি হরমন উৎপাদনকারী গ্রন্থি যার কারণে ক্ষতিকর এবং অক্ষতিকর টিউমার দেখা দেয়।
🩸 ধুমপানের কারণে এই ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় এটি এখনো সুস্পস্টভাবে প্রমানিত হয়নি।
🇨🇭 যারা ( Adrenal Cancer ) ঝুঁকির মধ্যে আছে:
🇨🇭 লিঙ্গ: পুরুষদের মধ্যে এই রোগ নির্ণয়ের গড়পড়তা সম্ভাবনা রয়েছে। মহিলাদের মধ্যে এই রোগ নির্ণয়ের সম্ভাবনা 01 গুণ কম।
🇨🇭 জাতি: শেতাঙ্গদের মধ্যে এই রোগ নির্ণয়ের গড়পড়তা সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কৃষ্ণাঙ্গদের মধ্যে এই রোগ নির্ণয়ের সম্ভাবনা 01 গুণ কম, হিসপানিকদের এবং অন্যান্য জাতির মধ্যে এই রোগ নির্ণয়ের সম্ভাবনা 02 গুণ কম।
🛑 Q. অ্যাড্রেনাল ক্যান্সার ( Adrenal Cancer ) কত প্রকার?
উত্তর: অ্যাড্রেনাল ক্যান্সার দুই প্রকার।
🛑 অ্যাড্রিনাল কর্টেক্স এই ধরনের ক্যান্সার অ্যাড্রিনাল গ্লান্ড এর বাইরের স্তরের সেল ( কোষ ) গুলোকে আক্রমন করে থাকে। এটি অ্যাডরেনোকার্টিকাল কার্সিনোমা নামেও পরিচিত।
🛑 ফিয়েক্রোমোসাইটোমা: এই ধরনের ক্যান্সার অ্যাডরেনাল মেডুলা ( অ্যাড্রিনাল গ্লান্ড এর ভিতরের স্তরে হয়ে থাকে )। এটি শরীরের অন্যান্য অংশেও হতে পারে এটি অধিকাংশ ক্ষেত্রে অ্যাড্রিনাল গ্লান্ডে হয়ে থাকে।
🛑 Q.vঅ্যাড্রেনাল ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি কতদিন বাঁচতে পারেন ?
উত্তর: অ্যাড্রেনাল ক্যান্সার একটি মারাত্মক ধরনের ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার এবং কোলন ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে কিছু কার্যকারী ঔষধ রয়েছে কিন্তু অ্যাড্রেনাল ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে কোনো কার্যকারী ঔষধ নেয়। যার কারণে এই রোগে আক্রান্ত ব্যক্তির বাঁচার সম্ভাবনা কম থাকে। যার ফলে সার্জারির (অপারেশন) মাধ্যমেও এই ক্যান্সার সম্পূর্নভাবে নিরাময় করা যায় না এবং অনেক বছর ধরে চিকিৎসা করেও এটি নিয়ন্ত্রন করা সম্ভব নয়।
🇨🇭 ডাঃ মাসুদ হোসেন।
Dr. Masud Hossain.
( D. H. M. S )
(ডি, এইচ, এম, এস)ঢাকা।
🇨🇭 বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড। [ নিবন্ধন নং- Gov.Reg. No. 35423 ] রেজিস্ট্রার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিন।
🇨🇭 আমার এই দুইটি নাম্বার:
+8801907-583252
+8801302-743871
( What’sApp- হোয়াটসঅ্যাপ এবং Imo- ইমো ) খোলা আছে, চিকিৎসা নিতে চাইলে আমার এই দুইটি নাম্বার ফোনে সেভ করে সমস্যাগুলো লিখে অথবা অডিও রেকর্ড দিয়ে জানাবেন। আমি ফ্রী হয়ে সঠিক তথ্য দিয়ে চিকিৎসা দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ।
🛑 অরিজিনাল জার্মানী ঔষধ ও উন্নত চিকিৎসার জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান।
🇨🇭 রোগী দেখার সময়:
🛑 সকাল 09:00 — 01:00 টা।
🛑 বিকাল 05:00 রাত 10:00 টা পর্যন্ত।
🇨🇭 চিকিৎসা : সুখবর হচ্ছে, হোমিওপ্যাথিক চিকিৎসা
দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তির উপায়।
🇨🇭 সতর্কতাঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঝুকিপূর্ণ।
☎+8801907-583252 (WhatsApp, IMO)।
☎ +8801302-743871 (WhatsApp, IMO)।