🇨🇭 অটোইমিউন রোগ হলো শরীরের এমন একটি অবস্থা যেখানে একজন লোকের ইমিউন সিস্টেম ভুলবশত তার শরীরকে আক্রমণ করে। অর্থাৎ বাহিরের কোনো রোগ বা জীবাণুর প্রভাব ছাড়াই রোগের সৃষ্টি হয়।আরেকটু বুঝিয়ে বলা যাক। সাধারনত, ইমিউন সিস্টেম ব্যাকটেরিয়া ও ভাইরাসের মতো জীবানু থেকে আমাদের শরীরকে সুরক্ষা দেয়। যখন ইমিউন সিস্টেম বুঝতে পারে যে শরীরে আক্রমনকারী প্রবেশ করেছে তখন এটি এসব শত্রুকে আক্রমন করতে অ্যান্টিবডি নিঃসরণ করে। কিন্তু এর ক্ষেত্রে ইমিউন সিস্টেম ভুলবশত শরীরের কোনো অংশকে শত্রু ভেবে অটো-অ্যান্টিবডি(Auto-antibody) নামক প্রোটিন নিঃসরণের মাধ্যমে সুস্থ কোষকে আক্রমণ করে।
🇨🇭 অটোইমিউন রোগের লক্ষণ:
প্রকৃত পক্ষে বিভিন্ন ধরনের হয়ে থাকে। রোগ বিশেষ অনুযায়ী লক্ষন এ ভিন্নতা দেখা দেয়।নিন্মে কিছু লক্ষন দেয়া হলো:
- 🧪ক্লান্তিভাব
- 🧪প্রচন্ড জয়েন্ট ব্যাথা।
- 🧪চর্মরোগ
- 🧪আলসারেটিভ কোলাইটিস।
- 🧪চুল পড়ে যাওয়া।
- 🧪ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া।
- 🧪কথা বলতে অসুবিধা হওয়া।
- 🧪কিছু গিলতে কষ্ট হওয়া।
- 🧪হরমোনের ভারসাম্যহীনতা
- 🧪শ্বাসপ্রশ্বাসে অসুবিধা ইত্যাদি।
আরো পড়ুনঃ শ্বেতপ্রদর স্ত্রীরোগ এর চিকিৎসা | Female Disease | Dr. Masud
🇨🇭এই রোগ বিভিন্ন ধরনের থাকে। কিছু নাম নিম্নে দেওয়া হলো:
- 🛑 টাইপ -১ ডায়াবেটিস।
- 🛑 রিউমাটয়েড আর্থাটাইটিস
- 🛑 সোরিয়াসিস
- 🛑 মাল্টিপল সেক্লরোসিস
- 🛑 লুপাস
- 🛑 মায়াস্থেনিয়া গ্ৰ্যাভিস
- 🛑 ইনফ্লামেটরি bowl ডিজিস
- 🛑 এডিসন ইত্যাদি
এই রোগগুলো জটিল রোগ। হোমিওপ্যাথি চিকিৎসায় লক্ষন ভিত্তিক এর কার্যকরী চিকিৎসা রয়েছে। তবে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
🇨🇭 ডাঃ মাসুদ হোসেন (বি, এইচ, এম, এস )( ডি, এইচ, এম, এস) +8801907-583252 +8801302-743871
🇨🇭 এ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন +8801907-583252 +8801302-743871