🇨🇭 হাইডেটিডিফর্ম মোল রোগটি মোলার প্রেগনেন্সি অথবা হাইডেটিড মোল নামেও পরিচিত।
🇨🇭 হাইডেটিডিফর্ম মোল হচ্ছে গর্ভাশয়ের অভ্যন্তরে টিস্যুর পিন্ড বা দলা যা গর্ভের শিশুকে আক্রমণ করে না। অস্বাভাবিক গর্ভধারনের কারণে এই সমস্যাটি দেখা দেয়।
🇨🇭 এই সমস্যাটির ফলে গর্ভধারনের প্রাথমিক পর্যায়ে রক্তপাত হয় এবং সাধারনত গর্ভধারনের প্রথমিক পর্যায়ে আল্ট্রাসাউন্ড স্ক্যান করার কারণে এই ধরনের সমস্যা হয়ে থাকে। চিকিৎসার মাধ্যমে এই রোগ সম্পূর্নভাবে নিরাময় করা সম্ভব। যেহেতু হাইডেটিডিফর্ম মোল ক্যান্সারে রূপান্তরিত হতে পারে সেহেতু এই সমস্যাটিকে
নিবিড়ভাবে পরীক্ষা করতে হবে।
🇨🇭 যদি হাইডেটিডিফর্ম মোল – Hydatidiform Mole, ক্যান্সারে রূপান্তরিত হয় তাহলে চিকিৎসার মাধ্যমে এটিকে সম্পূর্নভাবে নিরাময় করা যায়।
🇨🇭 হাইডেটিডিফর্ম মোল কারণ:
প্লাসেন্টাতে – গর্ভফুল, একধরনের টিস্যুর অতিমাত্রায় উৎপাদনের কারণে হাইডেটিডিফর্ম মোল অথবা মোলার প্রেগনেন্সি হয়ে থাকে। গর্ভের ভ্রুণ প্লাসেন্টা থেকে
খাবার গ্রহন করে। এই টিস্যু যখন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে থাকে তখন তাকে মাস – পিন্ড বলে।
🇨🇭 হাইডেটিডিফর্ম মোল দুই প্রকার।
🩸 যথা: পার্শিয়াল মোলার প্রেগনেন্সি: এই অবস্থায় প্লাসেন্টা এবং ভ্রুণের অস্বাভাবিকতা দেখা যায়।
🩸 কমপ্লিট মোলার প্রেগনেন্সি: এই অবস্থায় প্লাসেন্টার অস্বাভাবিকতা দেখা যায় কিন্তু কোনো ভ্রুণের উপস্থিতি লক্ষ করা যায় না। উভয় অবস্থায় গর্ভধারনের সময় সমস্যার সৃষ্টি করে। তবে এই অবস্থা গুলোর সঠিক কারণ জানা যায় নি। খাদ্যে প্রোটিন, চর্বি এবং ভিটামিন এ এর অভাব হলে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে।
🇨🇭 Hydatidiform Mole লক্ষণ:
এই রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চিকিৎসকেরা নিম্নলিখিত লক্ষণগুলি চিহ্নিত করে থাকেন:
- 🩸 গর্ভকালীন রক্তক্ষরণ ( Spotting Or Bleeding During Pregnancy.)
- 🩸 গর্ভকালীন ব্যথা ( Pain During Pregnancy.)
- 🩸 গর্ভকালীন বিভিন্ন জটিলতা ( Problems During Pregnancy.)
- 🩸 পেটে তীক্ষ্ণ ব্যথা ( Sharp Abdominal Pain.)
- 🩸পিঠের নিম্নাংশে ব্যথা ( Low Back Pain.)
- 🩸 বমি বমি ভাব ( Nausea.)
- 🩸 মাথা ধরা ( Dizziness.)
- 🩸 বমি ( Vomiting.)
- 🩸 পেল্ভিসে বা শ্রোণীচক্রে ব্যথা হওয়া ( Pelvic Pain.)
- 🩸 চোখে কম দেখা ( Diminished Vision.)
- 🩸 শরীরের পার্শ্বীয় ব্যথা ( Side Pain.)
- 🩸 পেটের জ্বালাপোড়াসহ ব্যথা ( Burning Abdominal Pain.)
আরো পড়ুনঃ গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য সচেতনতা। Health Consciousness of Pragnent Women
🇨🇭 Hydatidiform Mole ঝুঁকিপূর্ণ বিষয়:
- 🩸 প্রতি 1000 গর্ভবতী মহিলার মধ্যে এক জন মহিলা এই রোগে আক্রান্ত হন। বিভিন্ন কারণে মোলার প্রেগনেন্সির ঝুঁকি বেড়ে যায়।
- 🩸 35 বছর বয়সের পরে এবং 20 বছর বয়সের আগে গর্ভধারনের ফলে মহিলাদের এই রোগের ঝুকি বেড়ে যায়।
- 🩸 যদি কোনো মহিলার একবার এই রোগ হয় তাহলে তার পুনরায় এই রোগ হওয়ার ঝুঁকি বেড়ে যায়।
🇨🇭 যারা Hydatidiform Mole ঝুঁকির মধ্যে আছে:
🛑 লিঙ্গ: পুরুষদের মধ্যে এই রোগ নির্ণয়ের সম্ভাবনা 349 গুণ কম। মহিলাদের মধ্যে এই রোগ নির্ণয়ের গড়পড়তা সম্ভাবনা রয়েছে।
🛑 জাতি: শেতাঙ্গদের মধ্যে এই রোগ নির্ণয়ের সম্ভাবনা 01 গুণ কম। অন্যদিকে কৃষ্ণাঙ্গদের মধ্যে এই রোগ নির্ণয়ের গড়পড়তা সম্ভাবনা রয়েছে। হিস্প্যানিকদের মধ্যে এই রোগ নির্ণয়ের সম্ভাবনা 02 গুণ বেশি অন্যান্য জাতির মধ্যে এই রোগ নির্ণয়ের সম্ভাবনা 01 গুণ কম।
🛑Q. পার্শিয়াল মোলার প্রেগনেন্সিতে আক্রান্ত মহিলা গর্ভধারন করতে পারবেন কিনা ?
উত্তর: পার্শিয়াল মোলার প্রেগনেন্সিতে আক্রান্ত মহিলা গর্ভধারন করতে পারবেন। মোলার প্রেগনেন্সির কারণে যে সমস্যা দেখা দেয় তা খুব বেশি জটিল নয়। এই রোগের কারণে সৃষ্ট জটিলতা এড়ানোর জন্য চিকিৎসার পরবর্তী এক বছরের মধ্যে গর্ভধারন করার পরিকল্পনা করা উচিত নয় কারণ জরায়ু থেকে এই মলার টিস্যু গুলো অপসারিত হতে বেশ কিছু সময় লাগে।
🛑Q. কত জন মহিলা মোলার প্রেগনেন্সিতে আক্রান্ত হয়ে থাকে ?
উত্তর: মোলার প্রেগনেন্সি খুবই বিরল। প্রতি 1000 গর্ভবতী মহিলার মধ্যে 01 থেকে 03 জন এই রোগে আক্রান্ত হয়ে থাকে।
🇨🇭 ডাঃ মাসুদ হোসেন।
Dr. Masud Hossain.
( D. H. M. S )
(ডি, এইচ, এম, এস) ঢাকা।
🇨🇭 বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড। [ নিবন্ধন নং- Gov.Reg. No. 35423 ] রেজিস্ট্রার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিন।
🇨🇭 আমার এই দুইটি নাম্বার:
+8801907-583252
+8801302-743871
( What’sApp- হোয়াটসঅ্যাপ এবং Imo- ইমো ) খোলা আছে, চিকিৎসা নিতে চাইলে আমার এই দুইটি নাম্বার ফোনে সেভ করে সমস্যাগুলো লিখে অথবা অডিও রেকর্ড দিয়ে জানাবেন। আমি ফ্রী হয়ে সঠিক তথ্য দিয়ে চিকিৎসা দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ।
🛑 অরিজিনাল জার্মানী ঔষধ ও উন্নত চিকিৎসার জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান।
🇨🇭 রোগী দেখার সময়:
🛑 সকাল 09:00 — 01:00 টা।
🛑 বিকাল 05:00 রাত 10:00 টা পর্যন্ত।
🇨🇭 চিকিৎসা : সুখবর হচ্ছে, হোমিওপ্যাথিক চিকিৎসা
দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তির উপায়।
🇨🇭 সতর্কতাঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঝুকিপূর্ণ।
☎+8801907-583252 (WhatsApp, IMO)।
☎ +8801302-743871 (WhatsApp, IMO)।