যৌবন ধরে রাখা

যৌবন ধরে রাখার মূল রহস্য | যৌবন সতেজ রাখার উপায়।

🇨🇭 যৌবন ধরে রাখতে আমরা সবাই চাই৷ কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে চেহারায় আসা পরিবর্তনগুলোকে আটকানো তো মুখের কথা নয়৷

🇨🇭 তার জন্য প্রয়োজন নিয়ম মেনে কিছু রুটিন ফলো করা৷ তাহলে 40 এ আপনাকে হয়তো কুড়ির মতো লাগবে না, তবে অকালে বুড়িয়ে যাওয়াও আপনাকে গ্রাস করতে পারবে না৷

🇨🇭 যৌবন ধরে রাখার মূল হল সুস্থ- নির্মেদ শরীর৷ আর এর জন্য হাঁটার কোনও বিকল্প নেই৷ প্রতিদিন অন্তত আধঘণ্টা করে হাঁটুন৷

🇨🇭 ফলে শরীরে রক্ত সঞ্চালন ভালো হবে, হার্ট ভালো থাকবে৷ নিয়ন্ত্রণে থাকবে হার্টের রোগ, ডায়াবেটিজ, কোলেস্টেরল, প্রেশারের মতো সমস্যা ৷

🇨🇭 প্রতিদিনের ডায়েটে অন্তত একটা করে ফল রাখুন৷ তবে রোজ যদি – আম, কলা, আনারস, কাঁঠাল খেতে থাকেন, তাহলে ওজন বেড়ে আপনাকে বয়সের থেকে আরও দশবছর বেশি বয়স্ক লাগবে৷ তাছাড়া ফল পুষ্টিগুণেও ভরপুর৷ ফলে থাকা ফাইবার, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীরে পুষ্টি যোগায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আর আপনাকে রাখে তরতাজা৷

যৌবন ধরে রাখার মূল রহস্য
যৌবন ধরে রাখার মূল রহস্য যৌবন সতেজ রাখার উপায়।

🇨🇭 দৈনন্দিন ডায়েট থেকে সবুজ শাকসব্জি বাদ দিলে কিন্তু চলবে না, সবজি খেলে মানসিক উন্নতিসহ শারীরিক উন্নতিও হয়, মানুষ আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, সার্বিক স্বাস্থ্য ভালো থাকে৷

🇨🇭 ওজন কমাতে গিয়ে বা স্রেফ ইচ্ছে করছে না বলে ব্রেকফাস্ট কখনই বাদ দেবেন না ৷ তাহলে কিন্তু শরীরের মেটাবলিজম সিস্টেমে গোলমাল হয়ে বেশি করে খিদে পেতে থাকে৷
আর বারে বারে খেতে খেতে আমরা নিজের ক্ষতিই ডেকে আনি৷

মহিলাদের মাসিকে অতিরিক্ত রক্তক্ষরণ ও হোমিওপ্যাথি চিকিৎসা।

🇨🇭 যৌবন ধরে রাখতে হলে মিষ্টি জাতীয় খাবার যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। চকোলেট, পেস্ট্রি, ব্রাউনি, আইসক্রেমর মতো খাবারে প্রচুর কার্বোহাইড্রেট ও ফ্যাট থাকে যা শরীরে ডায়াবেটিস ও কোলেস্টেরল বাড়ায়। তাই এগুলি যতটা সম্ভব কম খান,অল্প হলেও নিয়মিত খান৷ তাহলে শরীরের এনার্জি লেভেল ঠিক থাকবে৷ শরীর-মন জুড়ে স্বতস্ফূর্ততার অনুভূতি থাকবে৷

🇨🇭 বয়স বাড়ার প্রথম লক্ষণ দেখা যায় আমাদের ত্বকে৷ রিংকল্স, চামড়া কুঁচকে যাওয়া, নির্জীব হওয়ার মতো ত্বকের সমস্যাগুলো শুরু হয় 35 – এর পর থেকেই৷ তাই বয়স -30 হলেই নিয়ম করে ত্বকের যত্ন নিন৷

🇨🇭 শরীরের অতিরিক্ত ওজন ঝরিয়ে ফেলুন। অতিরিক্ত ওজন খুব দ্রুত মানুষকে বুড়িয়ে দেয়৷ এমনকী কমিয়ে দেয় আত্মবিশ্বাসও৷
নিয়মিত ব্যায়াম ও খাবার নিয়ন্ত্রণের মাধ্যমে অতিরিক্ত ওজন কমিয়ে ফেললে যৌবন ধরে রাখা সম্ভব৷ একেবারে খাওয়া বন্ধ করেল কিন্তু হিতে বিপরীত হবে৷ আপনার চেহারায় নেমে আসবে অকাল বার্ধক্য৷

যৌবন ধরে রাখার মূল রহস্য  যৌবন সতেজ রাখার উপায়।
যৌবন ধরে রাখার মূল রহস্য যৌবন সতেজ রাখার উপায়।

🇨🇭 সুস্থ জীবন পেতে এবং যৌবন ধরে রাখতে সকালে খানিকক্ষণ সূর্যের আলোতে থাকুন। সূর্যের আলোতে আছে ভিটামিন-D , যা হাড়কে মজবুত করে। এবং সঙ্গে মানসিক চাপ ও অবসন্নতাও কমিয়ে দেয়৷

🇨🇭 চেষ্টা করুন প্রতিদিন সাত থেকে আট ঘণ্টা ঘুমোতে,সঙ্গে হাল্কা ব্যায়ামের অভ্যেস রাখতে পারলে উপকৃত হবেন৷

🇨🇭 অ্যালকোহল, সিগারেট ও নেশার দ্রব্য বর্জন করুন৷

🇨🇭 এড়িয়ে চলুন স্ট্রেস,- স্ট্রেস খুব তাড়াতাড়ি চেহারায় বয়সের ছাপ ফেলে৷

🇨🇭 সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পাল্টান,যা আপনার সাধ্যের মধ্যে রয়েছে, তা নিয়েই খুশি থাকার চেষ্টা করুন৷

🇨🇭 অতিরিক্ত উচ্চাক্ঙ্খাকে জীবন থেকে একেবারে ছঁটে ফেলুন৷ আপনি ভালো থাকবেন, চারপাশের সবাইকে ভালো রাখতে পারবেন৷

🇨🇭 আমার এই দুইটি নাম্বার:
+8801907-583252
+8801302-743871
What’s app/হোয়াটসঅ্যাপ এবং IMO/ইমো খোলা আছে, চিকিৎসা নিতে চাইলে আমার এই দুইটি নাম্বার ফোনে সেভ করে সমস্যাগুলো লিখে অথবা অডিও রেকর্ড দিয়ে জানাবেন। আমি ফ্রী হয়ে সঠিক তথ্য দিয়ে চিকিৎসা দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ।

হোমিও-চিকিৎসা.
ফুসফুস ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতা এবং হোমিও চিকিৎসা

🇨🇭 রোগী দেখার সময়:
🛑 সকাল 09:00 — 01:00 টা।
🛑 বিকাল 05:00 রাত 10:00 টা পর্যন্ত।

🇨🇭 চিকিৎসা : সুখবর হচ্ছে, হোমিওপ্যাথিক চিকিৎসা
দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তির উপায়।

🇨🇭 সতর্কতাঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঝুকিপূর্ণ।

🇨🇭 ডাঃ মাসুদ হোসেন
Dr. Masud Hossain
(বি, এইচ, এম, এস )
(ডি, এইচ, এম, এস)

☎️ 01907-583252 (WhatsApp, IMO)
☎️ 01302-743871(WhatsApp, IMO)

[রেজিস্ট্রার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিন
Govt reg No. 35423 ]

আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আপনার সমস্যা মন খুলে বলুন।
Send via WhatsApp
error: Content is protected !!