🇨🇭 ফুসফুস ক্যান্সার ( Lungs Cancer) সচেতন হোন,দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ ফুসফুস। অযত্ন, অবহেলা ও অত্যাচারের ফল ফুসফুস ক্যান্সার। এর উৎপত্তি ফুসফুসে হলেও ধীরে ধীরে মস্তিষ্কসহ শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। বিশ্বজুড়ে ৮০ শতাংশ ফুসফুসের ক্যান্সারর অন্যতম কারণ ধূমপান বা তামাকজাত দ্রব্য সেবন। এ ছাড়া যাঁরা দূষিত ও ঝুঁকিপূর্ণ পরিবেশে বা ধুলাবালুতে কাজ করেন, তাঁদের ফুসফুসের ক্যান্সারের আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে।
🇨🇭 Lungs 🫁 ফুসফুসের ক্যান্সারর Cancer ♋ উপসর্গগুলো প্রাথমিক অবস্থায় বোঝা যায় না। সাধারণত শেষ পর্যায়ে এসে রোগ ধরা পড়ে।
🇨🇭 কখনো,কখনো লক্ষণ প্রকাশের পরও অনেকে না বুঝে অবহেলা করেন। ফলে অবস্থা জটিল হয়ে যায়। তাই অবহেলা না করে উপসর্গ প্রকাশ পাওয়ামাত্র দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
🇨🇭 কারা ফুসফুস ক্যান্সার ঝুঁকিতে :
🫁 যাঁরা নিয়মিত ধূমপান করেন বা অন্য কোনো উপায়ে তামাক সেবন করেন, তাঁদের আক্রান্তের হার অন্যদের চেয়ে অনেক বেশি।
🫁 এমনকি পরোক্ষ ধূমপানের কারণেও ফুসফুসের ক্যান্সারর ঝুঁকি বাড়ে। তাই পরিবারে একজন ধূমপায়ী থাকলে বাকিরা পরোক্ষ ধূমপানের মাধ্যমে ফুসফুসের রোগে আক্রান্ত হতে পারেন।
🫁 পেশাগত কারণে যাঁরা কারখানায় বা ধুলাবালুতে কাজ করেন, তাঁদের ফুসফুসের ক্যান্সারের আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি।
🫁 গ্রামের চেয়ে শহরাঞ্চলে বায়ুদূষণের মাত্রা অনেক বেশি থাকে। যানবাহন, কলকারখানার ধোঁয়া প্রভৃতি কারণে শহরের বাতাস দূষিত হয়। ফলে শহরে বসবাসকারীদের ঝুঁকি বেড়ে যায়।
🫁 যাঁদের রেডিয়েশনের মাধ্যমে চিকিৎসা নিতে হয়, তাঁরাও ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হতে পারেন।
বীর্যে শুক্রাণু শূন্যতা ও শুক্রাণু তৈরিতে হোমিওপ্যাথির অবস্থান।
🫁 এ ছাড়া যক্ষ্মা, ফুসফুসে পানি আসা, ফুসফুসের প্রদাহজনিত রোগ সিওপিডি (ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ), শ্বাসনালির প্রদাহজনিত রোগ ও ফুসফুসের অন্যান্য রোগে আক্রান্ত থাকলে বা পরিবারে কারও ক্যান্সারের ইতিহাস থাকলে ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়।
🇨🇭 ফুসফুস ক্যান্সার উপসর্গ – Symptoms:
🫁 দীর্ঘমেয়াদি শ্বাসকষ্ট। হঠাৎ ওজন কমে যাওয়া।
🫁 শরীর অতিরিক্ত দুর্বল হয়ে যাওয়া।
🫁 একটানা খুসখুসে কাশি।
🫁 শ্বাস নিতে বা কাশি দিতে বুকে ব্যথা হওয়া।
🫁 অতিরিক্ত ক্লান্তিবোধ বা অবসাদ।
🫁 জ্বর ও শরীরব্যথা। ক্ষুধামান্দ্য।
🫁 গলাভাঙা বা স্বর পরিবর্তন।
🫁 বারবার বুকে সংক্রমণ।
🫁 কাশি বা কফের সঙ্গে রক্তপাত।
🇨🇭 চিকিৎসা: Homeo Treatment: ফুসফুসের ক্যান্সারের চিকিৎসায় হোমিও চিকিৎসা:
🫁 মানব দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো ফুসফুস। ফুসফুস এক জোড়া স্পঞ্জি , বাতাসে পরিপূর্ণ অঙ্গ, যা আমাদের বুকের দুই পাশে অবস্থিত। ফুসফুসের সাহায্য আপনার আমার শ্বাস প্রশ্বাস পরিচালিত হয়। বিভিন্ন কারণে আমাদের ফুসফুস দূষিত হয়ে থাকে। ব্যাকটেরিয়ার ও ভাইরাসের সংক্রমণ এবং বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারণে আমাদের ফুসফুস দূষিত হয়ে থাকে।
🫁 আমাদের অতি মূল্যবান অঙ্গটিকে পরিস্কার বা ডিটোক্স করার জন্য হোমিওপ্যাথিতে কিছু টনিক মেডিসিন রয়েছে। যা নিরাপদ ও পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত।
🇨🇭 প্রতিরোধ: Prevention:
🫁 ফুসফুসের ক্যান্সারের টিকা বা প্রতিষেধক এখনো আবিষ্কৃত হয়নি। এই ক্যানসার প্রতিরোধে সচেতন হতে হবে।
🫁 ধূমপান বর্জন করা, পরোক্ষ ধূমপান এড়িয়ে চলা এবং ফুসফুসের , যেকোনো সমস্যায়- অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
🇨🇭 আমার এই দুইটি নাম্বার:
+8801907-583252
+8801302-743871
What’s app/হোয়াটসঅ্যাপ এবং IMO/ইমো খোলা আছে, চিকিৎসা নিতে চাইলে আমার এই দুইটি নাম্বার ফোনে সেভ করে সমস্যাগুলো লিখে অথবা অডিও রেকর্ড দিয়ে জানাবেন। আমি ফ্রী হয়ে সঠিক তথ্য দিয়ে চিকিৎসা দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ।
🛑 রোগী দেখার সময়:
🇨🇭সকাল 09:00 — 01:00 টা।
🇨🇭বিকাল 05:00 রাত 10:00 টা পর্যন্ত।
🇨🇭 চিকিৎসা : সুখবর হচ্ছে, হোমিওপ্যাথিক চিকিৎসা
দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তির উপায়।
🇨🇭 সতর্কতাঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঝুকিপূর্ণ।
🇨🇭 ডাঃ মাসুদ হোসেন
Dr. Masud Hossain
(বি, এইচ, এম, এস )
(ডি, এইচ, এম, এস)
☎️ 01907-583252 (WhatsApp, IMO)
☎️ 01302-743871(WhatsApp, IMO)
[রেজিস্ট্রার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিন
Govt reg No. 35423 ]
আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন।