পুরুষত্বহীনতার হোমিওপ্যাথিক চিকিৎসা কি?

পুরুষত্বহীনতার হোমিওপ্যাথিক চিকিৎসা কি?

⭕ পুরুষত্বহীনতা, অর্থাৎ পুরুষের শারীরিক অক্ষমতা বা দুর্বলতা আজকাল প্রকট আকার ধারণ করছে। একদম তরুণ থেকে শুরু করে যে কোন বয়সী পুরুষের মাঝে দেখা যাচ্ছে এমন যৌন সমস্যা।

⭕ অনেক পুরুষ অকালেই হারিয়ে ফেলছেন নিজের সক্ষমতা, উঠতি বয়সের যুবকরা রীতিমতো হতাশ হয়ে পড়ছেন। বাড়ছে দাম্পত্যে অশান্তি, সন্তানহীনতার হার। এবং বাড়ছে ডিভোর্সও।

⭕ কিন্তু কারণ কি? পুরুষদের এই ক্রমশ শারীরিকভাবে সক্ষম বা দুর্বল হয়ে যাওয়ার পেছনে? কারণ লুকিয়ে আছে আমাদের বর্তমানের আধুনিক জীবনযাত্রার মাঝেই।

⭕হ্যাঁ, আপনার প্রতিদিনের স্ট্রেসভরা অস্বাস্থ্যকর জীবন, আপনার নিজের কোন একটা ভুলই হয়তো আপনাকে ক্রমশ ঠেলে দিচ্ছে পুরুষত্বহীনতার দিকে। কেন এমন হচ্ছে সেটা জানার আগে জানতে হবে পুরুষের একান্ত দুর্বলতাগুলো কী? বা কেমন হতে পারে?

⭕ যৌন দুর্বলতার চিকিৎসা নির্ভর করে রোগের কারণের উপর। পুরুষাঙ্গের উত্থানের সমস্যা যদি কোনো নির্দিষ্ট রোগের কারণে হয় তা হলে অবশ্যই ওই রোগের চিকিৎসা করাতে হবে।

⭕ এর সঙ্গে সংশ্লিষ্ট আরেকটি বিষয়ও জেনে নেওয়া যেতে পারে, আর তা হলো পুরুষাঙ্গের শিথিলতা। এসবের মধ্যে পুরুষের লিঙ্গ উত্থানে সমস্যা বা ইরেকটাইল ডিজফাংশনটিই প্রকট সমস্যা হিসেবে চিহ্নিত। এই সমস্যাটি নানাবিধ কারণে হতে পারে। এর বড় একটা কারণ হলো মনস্তাত্ত্বিক। এছাড়া কিছু হরমোনের অভাব অথবা মস্তিষ্কের রোগের কারণেও এমনটি হতে পারে। সিফিলিস, গনোরিয়ার মত সমস্যা যৌন দুর্বলতার মূল কারন।

পুরুষত্বহীনতার হোমিওপ্যাথিক চিকিৎসা কি?

⭕ অন্যান্ কারনগুলো হচ্ছে:

1) অধিক হস্তমৈথুন বা স্বপ্নদোষ।
2) অতিরিক্ত স্ত্রী লোকের সহবাস।
3) উত্তেজক যৌন ওষধ সেবন।
4) নেশা জাতীয় খাবার গ্রহন।
5) উত্তেজক ম্যাগাজিন পড়া বা ছবি দেখা।
6) সর্বদা মেয়ে মানুষের সংগের চিন্তা।

⭕ বিবাহিত জীবনে সুখী হতে চাইলে বা নিজের পুরুষত্ব বজায় রাখতে চাইলে নিচের বিষয়গুলো সম্পর্কে জ্ঞান থাকতে হবে। সঠিক জ্ঞানের অভাবে ও নিজের কনফিডেন্স হারিয়ে ফেলতে পারেন।

⭕ পুরুষের গোপন অঙ্গের সঠিক আকার:

❤ একজন মহিলার সেক্স সেশনকে বেশী মাত্রায় পরিতৃপ্ত করতে তার পুরুষ সঙ্গীর লিঙ্গের আকার- আকৃতি বা পরিমান- পরিমিতি প্রভাবিত করে ৷ এর সঠিক আকার বা পরিমিতি মহিলার যৌন চাহিদা পরিতৃপ্ত করতে পারে ৷ যখন সাইজের প্রশ্ন আসে তখন সবার জন্য এক রকম সাইজ কার্যকরী হয় না৷ কোন কোন মেয়েদের যৌনাঙ্গ গভীরতা বেশি তাদের ক্ষেত্রে বড় পুরুষাঙ্গ যেমন, লাগে তেমনি কিছু কিছু মেয়েদের যৌনাঙ্গের গভীরতা কম তাদের ক্ষেত্রে বড় পুরুষাঙ্গ তাদের যৌন আনন্দের ক্ষেত্রে ব্যথার কারণ হয়ে দাঁড়ায় তাই যৌণ কার্যে এটি একটি আপেক্ষিক বিষয়৷ যা পুরুষদেরকে বুঝতে হবে যে তার গোপন অঙ্গ টা তার স্ত্রীর জন্য পারফেক্ট কিনা?

⭕ পুরুষের বড় গোপন অঙ্গ মহিলাদের খুব বেশী Stimulate করতে পারে ৷ যৌন কার্যকালে গর্ভাশয়ের আগে পর্যন্ত পুরুষ যৌনাঙ্গ পৌঁছলেই তা পরিতৃপ্তির কারণ হয়৷ তা না হলে সঙ্গমকালীন যৌন পরিতৃপ্তি তেমন সুখকর হয়ে ওঠে না নারীদের ক্ষেত্রে। এই পরিস্থিতিতে মহিলারা Satisfied হয় না৷ তখন ছোট গোপন অঙ্গ নিয়ে পুরুষদেরকে বিভিন্ন কথা বলে নারীরা। যা পুরুষদের লজ্জার কারণ হয়ে দাঁড়ায়।

পুরুষত্বহীনতার হোমিওপ্যাথিক চিকিৎসা কি?
⭕ নিজেকে পুরুষ হিসেবে নারীদের সামনে জাহির করতে যৌন সঙ্গম কত বেশি সময় করতে পারছেন:

❤ সঙ্গমকালীন অনুভুতি আপনি কেমন করে মিলিত হচ্ছেন তার ওপর নির্ভর করে, আপনি কতবার সঙ্গম করছেন তার ওপর নির্ভরশীল ৷ য্তবেশী বার সঙ্গমে লিপ্ত হওয়া যায় শারীরিক ক্ষেত্রে তার খুব ভালো ফল পাওয়া যায়৷

❤ আপনার শারীরিক সক্ষমতা বা আপনার সুস্থ স্বাভাবিক শারীরিক অবস্থা আপনাকে যৌন মিলনে আকর্ষিত করে। সুস্থ-স্বাভাবিক ভাবে প্রতিনিয়ত কয়েকবার যৌন মিলন আপনার শারীরিক সুস্থতা বাড়ায়। স্বামী স্ত্রীর ভালোবাসা এতে আরো গভীর হয়।

⭕ কতবার বা কতক্ষণ ধরে সেক্স্যুয়াল অ্যাক্টিভিটি হচ্ছে তা খুব গুরুত্ব পূর্ণ। বিবাহিত জীবনে যৌনতা নিবৃত্তি করাই যৌন মিলনের মূল বিষয় নয়, এটি এক চরম আনন্দ যা দুজনে একসঙ্গে একভাবে অনুভব করে৷

⭕ যৌন দুর্বলতা হলেই উত্তেজক ঔষধ সেবন করবেননা, কেননা মনে রাখবেন কোন একটি রোগের কারনেই আপনার যৌন দুর্বলতা দেখা দিয়েছে, সেই রোগটির চিকিৎসা করা হলে যৌন দুর্বলতা বলতে কিছু থাকবেনা। আপনি এমনিতেই শক্তিশালী হয়ে উঠবে যৌণ জীবনে।

আরো পড়ুনঃ  পুরুষদের যৌন ক্ষমতা কমে যাওয়ার কারণ ও হোমিও চিকিৎসা।
❤ পুরুষদের যে সমস্য সব চেয়ে বেশি দেখা দেয়:

❤ দ্রুত বীর্যপাত পুরুষের একটি সাধারণ সমস্যা। প্রতি 3 জন পুরুষের মধ্যে 1 জন পুরুষ এই সমস্যায় আক্রান্ত। অনেক পুরুষের ক্ষেত্রে সঙ্গমের উদ্যত হবার সাথে সাথেই বীর্যপাত হয়ে যায়। আবার অনেক পুরুষ পর্যাপ্ত সময় বীর্যপাত নিয়ন্ত্রণে রাখতে পারে না, যা দাম্পত্য জীবনে বিরূপ প্রভাব ফেলে।

❤ উদাহরণস্বরূপ: আপনার স্ত্রী যদি 30 মিনিট সময় পর্যন্ত যৌনতা উপভোগে সক্ষম হয়, তবে আপনার কমপক্ষে 40 মিনিট পর্যন্ত বীর্যপাত রোধ করার ক্ষমতা থাকতে হবে।

❤ আবার, আপনার স্ত্রী যদি 40 মিনিট সময় নেয়, তবে আপনাকে 1 ঘন্টা পর্যন্ত বীর্যপাত নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ, স্ত্রী সহবাসে সম্পূর্ণ তৃপ্তি পাওয়ার আগে আপনার বীর্যপাত হলে আপনার স্ত্রী ধরে নিবে যে আপনি হয়তো নারী সঙ্গমে অক্ষম একজন ব্যাক্তি। অথচ আপনার কোনো সমস্যাই নেই।

চট্টগ্রামের সেরা যৌনরোগ বিশেষজ্ঞ ডাক্তার-ডাঃ মাসুদ হোসেন।

❤ তাই বীর্যপাতের উপর নিয়ন্ত্রণ এনে বেশিক্ষণ সঙ্গম করতে পারার কোনো বিকল্প নেই।

🧪 হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমে সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই বীর্যপাতের উপর নিয়ন্ত্রণ আনুন।

🧪 সহবাসের সময় বহুগুণ দীর্ঘায়িত করুন।

🧪 পুরুষাঙ্গ দৃঢ় করুন।

🧪 সহবাসের মনোবল ও শক্তি বাড়ান।

🧪 দীর্ঘক্ষণ সহবাস করে সহবাসকে করে তুলুন আরো মধুময়।

🧪 হোমিওপ্যাথিক চিকিৎসা কী?
প্রথমেই যা করবেন, সেটা হলো একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হোন। লজ্জা না করে নিজের সমস্ত সমস্যা খুলে বলুন ও ডাক্তারের পরামর্শ মত প্রয়োজনীয় সকল চিকিৎসা নিন। এতে লজ্জার কিছুই নেই। একটাই জীবন। লিজ্জার চাইতে নিজেকে সুস্থ ও সক্ষম রাখা জরুরী।

🧪 হোমিওপ্যাথিক চিকিৎসা এ ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী ও সহজ উপায়।

🧪 এই চিকিৎসা পার্শ্ব প্রতিক্রিয়া ও স্হায়ী রোগমুক্ত হওয়ার সহজ পদ্ধতি।

🧪 হোমিওপ্যাথিক চিকিৎসায় যৌন রোগে সাফল্য অর্জনের অনেক উদাহরণ রয়েছে।

🧪 রোগীদের কাছেই জানতে পারবেন হোমিওপ্যাথিক চিকিৎসা কতটা কার্যকর।

🧪 মানসিক চাপ,পারিপার্শ্বিক পরিস্থিতি, অর্থনৈতিক দুরবস্থা, যৌবনের শুরুতে হস্তমৈথুন, অবৈধ মিলনের ইতিহাস ইত্যাদি কারণে যৌন রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যেন একটা মহামারী আকার ধারণ করেছে। প্রতিদিন যৌন রোগীদের ভীষণ ভীড় দেখে অবাক হতে হয়।
এই রোগের জন্য দায়ী বিষয়ে সচেতন করতে না পারলে ভবিষ্যতে এই সমস্যা আরো প্রকট হয়ে উঠবে।

⭕ যৌন অনাচার ব্যভিচার থেকে দূরে থাকুন,নিজেকে রক্ষা করুন। যারা আক্রান্ত হয়েছেন তারা হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন।

WhatsApp Image 2024 10 17 at 14.29.32 245a3f39

⭕ হোমিওপ্যাথিক মেডিসিন দ্বারা যেসব চিকিৎসা করা সম্ভব তার একটা ধারণা নিচে দেওয়া হল:

  • 🧪 হস্ত মৈথুন করার ফলে যেসব ভাইদের লিঙ্গ ছোট হয়ে গিয়েছে।
  • 🧪 দ্রুত বীর্জপাত হচ্ছে, 1 থেকে 2 মিনিটের কম সময়।
  • 🧪 প্রসাবের সাথে ধাতু ক্ষয় হচ্ছে।
  • 🧪 লিঙ্গের আগা মোটা গোড়া চিকন।
  • 🧪 আগের মতো লিঙ্গ দাড়াছে না।
  • 🧪 বিভিন্ন ভাবে ক্ষতি করে ফেলেছেন গোপন অঙ্গ কে।
  • 🧪 একবার সহবাস করার পর দ্বিতীয় বার আর ইচ্ছা করে না।
  • 🧪 অতিরিক্ত হস্তমৈথুনের হলে অন্ডকোষ ঝুলে পড়েছে।
  • 🧪 শারীরিক দুর্বলতা দেখা দিয়েছে।
  • 🧪 শরীর শুকিয়ে যাচ্ছে অতিরিক্ত।
  • 🧪 সরাসরি এসে আমার চেম্বার থেকে কথা বলে চিকিৎসা সেবা নিতে পারবে।

🇨🇭 হোমিওপ্যাথিক চিকিৎসা
দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তির উপায়। একজন হোমিও ডাক্তারের/ চিকিৎসকের পরামর্শ মেনে চলা উচিত। সাইড ইফেক্ট নেই এমন হোমিওপ্যাথি ঔষধ কাজে লাগাবেন। সুস্থ জীবন যাপনের জন্য পরবর্তী ধাপগুলো অর্থাৎ- যথাযথ চিকিৎসা গ্রহণের মাধ্যমে সুস্থতা অর্জন করতে পারবেন।

ডাঃ মাসুদ হোসেন

⭕ বি:দ্র: সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়া বিহীন। ভিপি ও পার্সেল যোগে দেশে ও বিদেশে ঔষধ পাঠানো হয়।

🇨🇭 ডাঃ মাসুদ হোসেন।
Dr. Masud Hossain.
( ডি, এইচ, এম, এস ) ঢাকা।
রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক ( রেজি: নং- 35423 )

🇨🇭 বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড। [ নিবন্ধন নং- Gov.Reg. No. 35423 ] রেজিস্ট্রার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিন।

⭕ রোগীর সাথে – মোবাইল ফোনে / WhatsApp / Imo / Telegram – এ কথা বলার সময় সকাল 11.00 থেকে দুপুর 3.00 টা পর্যন্ত।

আমার মোবাইল নাম্বার :
🤳 +880 1907-583252
🤳 +880 1302-743871
🤳 +880 1973-962203

⭕ বিকাল – 5.00 থেকে রাত 10.00 পর্যন্ত আমি চেম্বারে বসে রোগী দেখি।

⭕ আবার রাত -10.00 টা থেকে রাত- 11.00 পর্যন্ত ফোনে রোগীদের সাথে কথা বলি।

⭕ রাত- 11.00 টা থেকে – সকাল – 11.00 টা পর্যন্ত আমার মোবাইল বন্ধ থাকে।

🇨🇭 আমার এই 3-টি নাম্বার:

   +8801907-583252

   +8801973-962203

   +8801302-743871

( What’sApp- হোয়াটসঅ্যাপ এবং Imo- ইমো ) খোলা আছে, চিকিৎসা নিতে চাইলে আমার এই দুইটি নাম্বার ফোনে সেভ করে সমস্যাগুলো লিখে অথবা অডিও রেকর্ড দিয়ে জানাবেন। আমি ফ্রী হয়ে সঠিক তথ্য দিয়ে চিকিৎসা দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ।

🛑 অরিজিনাল জার্মানী ঔষধ ও উন্নত চিকিৎসার জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান।

🇨🇭 রোগী দেখার সময়:
🛑 বিকাল 05:00 রাত 10:00 টা পর্যন্ত।

🇨🇭 সতর্কতাঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঝুকিপূর্ণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আপনার সমস্যা মন খুলে বলুন।
Send via WhatsApp
error: Content is protected !!