পিত্তপাথুরীর হোমিওপ্যাথিক চিকিৎসা

পিত্তপাথুরীর হোমিওপ্যাথিক চিকিৎসা । Gall Bladder Stone  

পিত্তপাথুরীর কারণ,লক্ষণ ও হোমিওপ্যাথিক চিকিৎসাঃ

🇨🇭 পিত্তপাথুরী কি ?

পিত্ত ঘনীভুত হয়ে যে শিলা বা পাথর হয় তাহাই Gall Stone বা পিত্ত শিলা।পিত্ত শিলা পিত্ত প্রনালীর যে কোন এক অংশে হইতে পারে।অধিকাংশ ক্ষেত্রে ইহাতে পিত্ত থলির মধ্যে উৎপন্ন হতে দেখা যায়।

কারণ তত্বঃ
রোগটি সাধারণত চল্লিশের বেশী বয়সী লোকদের হতে দেখা যায়।পুরুষের চেয়ে মেয়েদের এ রোগ বেশী হয়।যারা অলস দিন যাপন করে অতিরিক্ত পরিমানে তৈল মশলা,ঘৃত পক্ক বা চর্বিযুক্ত খাবার খায় অথবা গুড় চিনি ও মিছরি বেশী খায় তাদের এ রোগ হওয়ার সম্ভাবণা বেশী।যে সকল পরিবারে হাঁপানি আর্ধকপালে মাথা বেদনা আছে, সেই সকল পরিবারে পিত্ত পাথুরীর ঝুকি বেশী।

পিত্তপাথুরীর হোমিওপ্যাথিক চিকিৎসা

পিত্তশিলার লক্ষণ সমুহঃ

যতক্ষণ পিত্ত পাথর বিশ্রাম অবস্হায় থাকে ততক্ষণ এটি টের পাওয়া যায় না।যখন ইহা নড়াচড়া করে তখন রোগ টের পাওয়া্ যায়।উপর পেটে অত্যন্ত বেদনা প্রকাশ পায়।পিত্তশুল বেদনা সচড়াচড়ায় বৃদ্ধিপায়। উপর পেটে শুরু হয়ে যকৃতের দিকে ধাবিত হয়।যকৃত প্রদেশ হতে পিছনের দিকে পাজরের দুইদিকে এত বেদনা হয় যে রোগী বেদনায় কাতর হয়ে পরে।রোগীর বমি ভাব ও হিক্কা,প্রকাশ পায়।রোগীর নাড়ী দুর্বল হয়,হিমাঙ্গ অবস্হায় পতিত হয়।এই রোগের আক্রমন কয়েক ঘন্টা হতে কয়েক দিন পর্যন্ত স্হায়ী হতে পারে।যকৃত বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং আক্রমনের বার ঘন্টার হতে চব্বিশ ঘন্টার মধ্যে ন্যাবা বা জল সঞ্চয় হতে দেখা যায়।কমন বাইলডাক্টে শিলা প্রবেশ করিলে রোগের জটিলতা আরো বৃদ্ধি পায়।

জটিলতাঃ পিত্তশিলা হলে রোগীর চন্ডিস দেখা দেয়, প্যানক্রিয়াস প্রদাহ,পিত্ত থলিতে প্রদাহ এমনকি ক্যান্সারও হতে পারে।

কিডনি পাথরের হোমিও চিকিৎসা । Homeo Treatment of kidney stone .

চিকিৎসাঃ
প্রচুর পরিমানে গরম পানি পান করতে দেয়া প্রয়োজন।উপর পেটে সেকতাপ দেয়া হলে রোগী আরাম পায়।রোগীকে মদ,মাংশ,মিষ্টিদ্রব্য,
গুড়,চিনি,মিছরি খেতে দেওয়া যাবে না। পিত্ত থলি ও কমন বাইলডাক্টের মাঝে পুজ উৎপন্ন হলে ব্লক হয়ে গেলে অপারেশন ছাড়া কোন চিকিৎসায়ই ফল হয় না।সে ক্ষেতে অপারেশনই একমাত্র পথ।রোগীকে বার্লি ,দুধ, সাগু ও ডাবের পানি কমলালেবুর রস খেতে দিলে রোগীর জন্য ভাল।

পিত্তপাথুরির হোমিওপ্যাথিক চিকিৎস ঔষধসমুহের নামঃ

  • 🧪লাইকোপোডিয়াম
  • 🧪বার্বারিসভলগারিস
  • 🧪ভিরেট্রাম
  • 🧪চেলিডোনিযাম
  • 🧪চায়না
  • 🧪পডোফাইলম
  • 🧪মার্কসল
  • 🧪ল্যাকেসিস
  • 🧪ম্যাগমিউর
  • 🧪ম্যাগফস
  • 🧪ফসফরাস
  • 🧪কার্ডুয়াসমরি
  • 🧪ব্রাইয়োনিয়া
  • 🧪কলোসিন্থ
  • 🧪নেট্রামসালফ
  • 🧪বেলেডোনা

ইত্যাদি ঔষধসমুহ ব্যবহৃত হয়।

আরো পড়ুনঃ   মহিলাদের যৌন সঙ্গম ব্যাথা || Painful sex homeo treatment

আনেক অভিজ্ঞ হোমিও ডাক্তারদের মতে চায়না ও পডোফাইলাম নিয়মিত সেবন করালে পিত্তশিলা জন্মাতে পারে না।

কিডনি পাথরের হোমিও চিকিৎসা । Homeo Treatment of kidney stone . 1

পিত্তপাথুরির চিকিৎসায় ব্যবহৃত হোমিওপ্যাথিক লক্ষণভিত্তিক ঔষধ :

  • 🧪আর্সেনিক এলবম
  • 🧪নাক্স ভুমিকা
  • 🧪লাইকোপোডিয়াম
  • 🧪বেলেডোনা
  • 🧪বার্বারিস ভলগারিস
  • 🧪ব্রাইয়োনিযা এলবম
  • 🧪ক্যালকেরিয়া কার্ব

নোট: হোমিওপ্যাথিতে একটি ঔষধের সাথে অন্য ঔষধের কিছু কিছু বা অনেক পার্থক্য থাকে,যেগুলো নিখুত ভাবে বিবেচনা করা সকল চিকিৎসকের গুরু দায়িত্ব।

🛑যে কোন তরুণ-পুরাতন ও জটিল রোগের সমস্যার জন্য দেশ-বিদেশের যে কোন স্থান থেকে যোগাযোগ করতে পারেন

⛑️ ডাঃ মাসুদ হোসেন (ডি,এইচ,এম, এস)
☎️মোবাইল নাম্বার: 01907-583252 01302-743871

⛑️ এ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন:

ডাঃ মাসুদ হোসেন (বি, এইচ, এম, এস ) (ডি, এইচ, এম, এস)

☎️ 01907-583252
☎️ 01302-743871

[রেজিস্ট্রার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিন
Govt reg No. 35423 ]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আপনার সমস্যা মন খুলে বলুন।
Send via WhatsApp
error: Content is protected !!