🇨🇭 পিত্তনালীর প্রদাহ বা Cholecystitis –
লিভার থেকে আসা ডান এবং বাম হেপাটিক ডাকটের সঙ্গে যুক্ত হয়ে কমন বাইল ডাকট গঠন করে ডিউডেনামে প্রবেশ করে।সাধারণত লিভার থেকে যেসব ছোট ছোট নালী নেমে আসে তাদের এবং তাদের মিলিত নালী অর্থাৎ হেপাটিক ডাকট,ডান হেপাটিক ডাকট,কমন বাইল ডাকট ইত্যাদি যদি কোন কারন বশত প্রদাহ হয় তবে তাকে পিত্তনালীর প্রদাহ বা Cholecystitis বলে।
🇨🇭 পেটের ডান দিকে তীব্র ব্যাথা হতে পারে।এই ব্যাথা মিনিট খানেক থেকে ঘন্টা খানেক স্হায়ী হতে পারে।
🇨🇭 দীর্ঘ দিন না খেয়ে থাকলে
আর বছরের পর বছর খাবার অনিয়ন করে খেলে পিত্তনালী বা,পিত্তথলীর পিত্তরস ঠিকমত কাজ করতে পারে না।।তখন তৈরী হয় Cholecystitis
🇨🇭 এই পাথর শুধু খাবারের অনিয়মের জন্য নয় -ভেজাল খাবার রক্তে চর্বির মাত্রা
বৃদ্ধি( বিশেষত দৈহিক শ্রমের অভাবে) পারিবারিক কারণে ও হতে পারে।
🇨🇭 সাধারণত উপরের পেটের ডান দিকে তীব্র ব্যাথা, জ্বর,বমি হলেই ধরে নেওয়া হয় এটা cholecystitis – এর ব্যাথা।মেয়েরা এই রোগে বেশি আক্রান্ত হয়।কারন দীর্ঘ দিন না খেয়ে থাকার প্রবনতা মেয়েদের মধ্যেই বেশি। তবে পাথর হলেই যে এই ধরনের ব্যাথা হবে তা নয়।কিন্তু সম্ভাবনা থেকে যায়।
🇨🇭 ডাঃ মাসুদ হোসেন
Dr. Masud Hossain
(বি, এইচ, এম, এস )
(ডি, এইচ, এম, এস)☎️ 01907-583252 (WhatsApp, IMO)
☎️ 01302-743871(WhatsApp, IMO)[রেজিস্ট্রার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিন
Govt reg No. 35423 ]
🇨🇭 পিত্তপাথর অনেক ধরনের জটিলতা তৈরী করতে পারে, এমনকি যথা সময়ে চিকিৎসা না করা হলে ক্যান্সার ও হতে পারে।
সাধারনত নিচের জটিলতা গুলো দেখা দেয়।
🇨🇭 পিত্তথলীতে বা পিত্তনালী পাথর হলে তার লক্ষন:
1. উপরের পেটের ডান দিকে তীব্র বেদনা।
2.বেদনা ডান কাঁধে ছড়ায় এবং রেগীর বমি হয়।
3. অনেক সময় ঝাকুনি দিয়ে জ্বর আসে।
4. চর্বিজাতীয় খাবার, তৈলাক্ত খাবার বা মাংস খেলে ব্যাথা হয়।
5. মধ্য পেটে ব্যাথা হয়ে এটি পিছনের দিকে ছলে যায়।
6. জ্বরের সঙ্গে বমি হতে পারে,জন্ডিস হতে পারে।
🇨🇭 এক্ষেত্রে যা হয় তা হলো পাথর হয়ত পিত্তনালিতে চলে গেছে।সে জন্য জ্বর হয়ে কোলেনজাইটিস নিয়ে আসতে পারে।
এইগুলোর মধ্যে কোন ১ টি লক্ষন থাকলেই দ্রুত চিকিৎসক এর পরামর্শ নিয়ে
লক্ষন অনুযায়ী হেমিও ঔষধ সেবন করুন।
- China
- Lycopodium
- Calcaria carb
- Diascoria
- Cholestorinum 3x
- Barbaris Q
- CatigusQ
- CarduasQ
- Nux vomica
- Chlidnium
- Colocynth Q
- Carbovegi
🇨🇭 জটিল উপসর্গ :
🛑 পিত্তনালীর পদাহ থেকে Gall Stone হতে পারে।
🛑 পিত্ত নালীর প্রদাহ থেকে বিলিয়ারী,ফিশ্চুলা,পেরি টোনা ইটস, হেপাটাইটিস ইত্যাদি জটিল উপসর্গ দেখা দিতে পারে।
🛑 Cholecystitis থেকে লিভার সিরোসিস এবং লিভার ক্যানসার দেখা দিতে পারে।
🇨🇭 রোগী দেখার সময়:
🛑সকাল ০৯.০০ — ০১.০০ টা।
🛑বিকাল ০৫.০০ — রাত ১০.০০ টা পর্যন্ত।
🇨🇭 চিকিৎসা : সুখবর হচ্ছে, হোমিওপ্যাথিক চিকিৎসা
দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তির উপায়
🇨🇭 সতর্কতাঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঝুকিপূর্ণ।
অন্য লেখা পেড়তে ক্লিক করুন
🇨🇭 ডাঃ মাসুদ হোসেন
Dr. Masud Hossain
(বি, এইচ, এম, এস )
(ডি, এইচ, এম, এস)
☎️ 01907-583252 (WhatsApp, IMO)
☎️ 01302-743871(WhatsApp, IMO)
[রেজিস্ট্রার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিন
Govt reg No. 35423 ]
Youtube : আমার ইউটিউব চ্যানেলে গুরে আসুন
Facebook Page: আমার ফেসবুক পেইজে গুরে আসুন
Facebook Group: আমার ফেসবুক গ্রুপে গুরে আসুন
Location: আমার চেম্বারের ঠিকানা দেখতে ক্লিক করুন