🇨🇭 পিটুইটারি টিউমার ( Pituitary Tumor ) হলো পিটুইটারি গ্রন্থি বা মস্তিষ্কের একটি ছোট গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধি।
🇨🇭 এই গ্রন্থিটি নাকের সেতুর পিছনে থাকে। পিটুইটারি গ্রন্থি হরমোন তৈরি করে যা শরীরের অনেক অন্যান্য গ্রন্থি এবং অনেক ফাংশনকে প্রভাবিত করে। তবে বেশির ভাগ পিটুইটারি টিউমার ( Pituitary Tumor ) ক্যান্সারযুক্ত নয়। শরীরের অন্যান্য অংশে ছড়িয়েও পড়ে না।
🇨🇭 পিটুইটারি টিউমার ( Pituitary Tumor ) যেগুলো অত্যধিক হরমোন উৎপাদন করে অন্য গ্রন্থিগুলোকে আরও হরমোন তৈরিতে কাজ করে। এটি প্রতিটি নির্দিষ্ট হরমোনের সঙ্গে সম্পর্কিত লক্ষণগুলোর দিকে পরিচালিত করে। অনেক পিটুইটারি টিউমার কাছাকাছি অপটিক স্নায়ুর বিরুদ্ধেও চাপ দেয়। এতে দৃষ্টির সমস্যা হতে পারে। আবার বেশির ভাগ পিটুইটারি টিউমার উপসর্গ সৃষ্টি করে না। এগুলো অজ্ঞাতই থেকে যায়।
🇨🇭 তবে মস্তিষ্কের ইমেজিং- MRI, পরীক্ষার সময় চিহ্নিত হয়। দেখা যায় 25% লোক নিজেরাই জানে তাদের পিটুইটারি টিউমার আছে।

🇨🇭 পিটুইটারি টিউমার ( Pituitary Tumor ) লক্ষণ ও উপসর্গ:
🇨🇭 মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, মহিলাদের অনিয়মিত মাসিক হওয়া বা মাসিক বন্ধ হয়ে যাওয়া, পুরুষের সেক্সুয়্যাল প্রবলেম , ইরেক্টাইল ডিসফাংশন- ED, হতে পারে। কোনো কারণ ছাড়াই অনেক ওজন বেড়ে বা কমে যেতে পারে। আবার কোনো ক্ষেত্রে মাথার খুলি, হাত ও পায়ের অতিরিক্ত বৃদ্ধি, গভীর কণ্ঠস্বর, অতিরিক্ত মুখের হাড় বৃদ্ধির কারণে মুখের অভিব্যক্তিতে পরিবর্তন, মুখের হাড়ের বৃদ্ধির কারণে একটি দাঁতের ব্যবধান বৃদ্ধি পাওয়া ও সংযোগে ব্যথা, নাক ডাকা বা স্লিপ অ্যাপনিয়া হতে পারে।
আরো পড়ুনঃ কি খাবার খেলে টিউমার ভালো হয় ? ডাঃ মাসুদ হোসেন।
🇨🇭 পিটুইটারি টিউমার ( Pituitary Tumor ) পরীক্ষা, নিরীক্ষা: 🧪 রক্ত ও প্রস্রাব পরীক্ষা, সিটি স্ক্যান, বায়োপসি, এমআরআই।
🛑 চিকিৎসা: মনে রাখতে হবে- এই টিউমারটি ক্যান্সার নয়। এটি ব্রেনের এক প্রকার সাধারণ টিউমার যা প্রোল্যাকটিনোমা নামে পিটুইটারি টিউমার, অনেক সময় ওষুধের মাধ্যমেও সেরে যায়।
🇨🇭 ডাঃ মাসুদ হোসেন।
Dr. Masud Hossain.
(বি, এইচ, এম, এস )
(ডি, এইচ, এম, এস) ঢাকা।
🇨🇭 বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড। [ নিবন্ধন নং- Gov.Reg. No. 35423 ] রেজিস্ট্রার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিন।

🇨🇭 আমার এই দুইটি নাম্বার:
+8801907-583252
+8801302-743871
( What’sApp- হোয়াটসঅ্যাপ এবং Imo- ইমো ) খোলা আছে, চিকিৎসা নিতে চাইলে আমার এই দুইটি নাম্বার ফোনে সেভ করে সমস্যাগুলো লিখে অথবা অডিও রেকর্ড দিয়ে জানাবেন। আমি ফ্রী হয়ে সঠিক তথ্য দিয়ে চিকিৎসা দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ।
🛑 অরিজিনাল জার্মানী ঔষধ ও উন্নত চিকিৎসার জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান।
🇨🇭 রোগী দেখার সময়:
🛑 সকাল 09:00 — 01:00 টা।
🛑 বিকাল 05:00 রাত 10:00 টা পর্যন্ত।
🇨🇭 চিকিৎসা : সুখবর হচ্ছে, হোমিওপ্যাথিক চিকিৎসা
দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তির উপায়।
🇨🇭 সতর্কতাঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঝুকিপূর্ণ।
☎+8801907-583252 (WhatsApp, IMO)।
☎ +8801302-743871 (WhatsApp, IMO)।