যোনিপথে চুলকানি

নারীদের যোনিপথে চুলকানি কেন হয়? Female Itching Vagina Homeo Treatment

🇨🇭 নারীর যৌনাঙ্গে দেখা দেওয়া নানান সমস্যা নিয়ে আমরা অন্ধকারে থাকি বা খুব একটা পাত্তা দেই না। সেরকম একটি অবহেলায় থাকা অসুখ নিয়ে আজকের আলোচনা, যা হলো যোনির ফুসকুড়ি বা যোনিপথে চুলকানি। বিশেষ করে গরমের সময়, নারীদের প্রস্রাবের রাস্তায় বা যোনির এলাকায় দেখা দেয় চুলকানি এবং ফুসকুড়ি।

🇨🇭 জেনে রাখা ভালো, আপনি যদি এই র‍্যাশগুলো বেশি যোনিপথে চুলকানি তাহলে তা আরও খারাপ হতে পারে।

🇨🇭 যোনিপথে ফুসকুড়ির বা যোনিপথে চুলকানি লক্ষণগুলোর

মধ্যে থাকতে পারে:

💋 চুলকানি।

নারীদের যোনিপথে চুলকানি কেন হয়
নারীদের যোনিপথে চুলকানি কেন হয় Female Itching Vagina Homeo Treatment

💋 জ্বালাপোড়া।
💋 ফুলে যাওয়া।
💋 ফোসকার মতো হওয়া।
💋 ক্ষত বা ঘা।
💋 বিবর্ণ ত্বক (লাল, বেগুনি বা হলুদ রঙ ধারণ করা)।
💋 একটা এলাকায় ত্বক ঘন হয়ে যাওয়া।
💋 প্রদাহ।
💋 প্রস্রাব বা যৌন মিলনের সময় ব্যথা।
💋 স্রাব।
💋 যোনি এলাকায় গন্ধ।
💋 জ্বর।
💋 কোমরে বা কোমরের এলাকায় ব্যথা।
💋ফুলে ওঠা লিম্ফ নোড।

🇨🇭 বিভিন্ন কারণ যোনিপথে চুলকানি বা প্রস্রাবের রাস্তার চুলকানি, ফুসকুড়ি হয়।

যোনিপথে চুলকানি কেন হয়
নারীদের যোনিপথে চুলকানি কেন হয় Female Itching Vagina Homeo Treatment

🇨🇭 এগুলো হতে পারে দৈনন্দিন কিছু কারণে যেমন, আঁটোসাঁটো বা টাইট জামাকাপড় এবং অন্তর্বাস পরলে, যৌনাঙ্গের চুল কাটা বা ছ্যাঁচে ফেলার ফলে জ্বালাপোড়া, যৌনাঙ্গের চুল কাটার সময় তার গোড়ায় সংক্রমণ হলে, এবং স্থুলতার কারণে, যখন ত্বকের ভাঁজে ঘর্ষণ এবং ঘাম মিলেমিশে যোনিতে জ্বালা হয়।

🇨🇭 তবে নারীর যৌনাঙ্গের ফুসকুড়ি বা যোনিপথে চুলকানি , লাল হওয়া, চুলকানি জ্বালা পোড়ার পেছনে থাকতে পারে বিভিন্ন রোগ।

💋 যোনির চারপাশে ফুসকুড়ি হওয়ার সম্ভাব্য কারণগুলো হলো কন্টাক্ট ডার্মাটাইটিস, ভ্যাজাইনাইটিস এবং বার্থোলিনের সিস্ট।

💋 কন্টাক্ট ডার্মাটাইটিস এক ধরনের অ্যালার্জি । এটি হয় যেকোনো অ্যালার্জি হওয়ার মতো বস্তু, কাপড়, সাবান, রাসায়নিকের মাধ্যমে। ভ্যাজাইনাইটিস হয় ব্যাক্টেরিয়া, ছত্রাক বা প্যারাসাইটের সংক্রমনের জন্য। আর, বার্থোলিনের সিস্ট হলো যোনির মুখে ফোলা অংশ, যেখানকার গ্রন্থিগুলো তরল নিঃসরণ করে। এই সিস্টগুলো আহত বা সংক্রমিত হলে, পুঁজ হয়ে যায় এবং তার থেকে ফোড়া তৈরি হয়।

💋 ভালভা বা যৌনাঙ্গের বহিঃঅংশে ফুসকুড়ি বা যোনিপথে চুলকানি হতে পারে নিউরোডার্মাটাইটিস, সোরিয়াসিস, লাইকেন স্ক্লেরোসাস, হারপিস রোগসমুহ হলে।

homeo treatment - dr. masud hossain
homeo treatment – dr. masud hossain

💋 নিউরোডার্মাটাইটিসের সঠিক কারণ জানা যায়নি, তবে পোকামাকড়ের কামড় বা মানসিক চাপের কারণে এটি হতে পারে। এতে বারবার চুলকানোর মতো অনুভুতি তৈরি হয় এবং আমরা যত চুলকাতে থাকি, তত বাড়ে এবং ওই এলাকার চামড়া শক্ত হয়ে যায়।

💋 সোরিয়াসিস হলো একটি অটোইমিউন রোগ যাতে আমাদের শরীরের রোগ প্রতিরোধী কোষগুলো আমাদেরকেই আক্রমণ করে। প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের মধ্যে ভালভা তে সোরিয়াসিসের ক্ষত বেশি দেখা যায়। সহজ ভাষায় লাইকেন স্ক্লেরোসাস হলো যৌনাঙ্গের ত্বকের প্রদাহ, যেটি বেশ চুলকায়। এবং হারপিস হয় ভাইরাসের সংক্রমনের কারণে।

💋 লেবিয়া বা যৌনাঙ্গের যে মাংসল দুটি ঠোটের মতো অংশ রয়েছে তাতে ফুসকুড়ি, ফুলে যাওয়া এবং লাল হওয়ার জন্য অ্যালার্জি, ব্যাকটেরিয়া বা ইস্ট বা ট্রিক পরজীবির সংক্রমণ, অথবা যৌনমিলনের সময় লুব্রিকেশন বা তরলের অভাবকে দায়ী করা যেতে পারে।

💋 যোনিপথের এই সমস্যাগুলো হলে একজন হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে দেখা করুন। অবহেলায় রোগ আরো জটিল রূপ ধারণ করতে পারে, অথবা আপনার সন্তান এবং সঙ্গীর ক্ষতি হতে পারে।

☎️ 01907-583252
☎️ 01302-743871
আমার এই দুইটি নাম্বার What’s app/হোয়াটসঅ্যাপ এবং IMO/ইমো খোলা আছে, চিকিৎসা নিতে চাইলে আমার এই দুইটি নাম্বার ফোনে সেভ করে সমস্যাগুলো লিখে অথবা অডিও রেকর্ড দিয়ে জানাবেন। আমি ফ্রী হয়ে সঠিক তথ্য দিয়ে চিকিৎসা দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ।

🇨🇭 রোগী দেখার সময়ঃ
🛑সকাল 09:00 — 01:00 টা।
🛑বিকাল 05:00 রাত 10:00 টা পর্যন্ত।

🇨🇭 চিকিৎসা : সুখবর হচ্ছে, হোমিওপ্যাথিক চিকিৎসা
দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তির উপায়

🇨🇭 সতর্কতাঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঝুকিপূর্ণ।

অন্য লেখা পেড়তে ক্লিক করুন

🇨🇭 ডাঃ মাসুদ হোসেন।
Dr. Masud Hossain
(বি, এইচ, এম, এস )
(ডি, এইচ, এম, এস)

হোমিওপ্যাথি চিকিৎসা
homeo treatment chattogram

☎️ 01907-583252 (WhatsApp, IMO)
☎️ 01302-743871(WhatsApp, IMO)

[রেজিস্ট্রার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিন
Govt reg No. 35423 ]

Youtube : আমার ইউটিউব চ্যানেলে গুরে আসুন

Facebook Page: আমার ফেসবুক পেইজে গুরে আসুন

Facebook Group: আমার ফেসবুক গ্রুপে গুরে আসুন

Location:  আমার চেম্বারের ঠিকানা দেখতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আপনার সমস্যা মন খুলে বলুন।
Send via WhatsApp
error: Content is protected !!