🇨🇭 অনৈচ্ছিক বীর্যপাতের নামই হলো ধাতু দূর্বলতা। এ ধরনের সমস্যায় উদ্দীপনা ছাড়াই বারবার বীর্যস্থলন হয়।
🇨🇭 সাধারণভাবে বলতে গেলে ইহা নিজে কোন রোগ নয় বরং অন্যান্য রোগের উপসর্গ।
🇨🇭 ধাতু দূর্বল্য (Spermatorrhoea) এর কারণসমূহ:
🩸 যৌবন কালে অস্বাভাবিক উপায়ে শুক্র ক্ষয় হলে এই সমস্যার সৃষ্টি হতে পারে, হস্তমৈথুন এবং অতিরিক্ত যৌন মিলন করা ইহার প্রধান কারণ।কোষ্ঠকাঠিন্য, অর্শ্বরোগ ইত্যাদির কারণেও ইহা হতে পারে। আবার অনেক সময় সিফিলিস, গনোরিয়া, ধ্বজভঙ্গ রোগের লক্ষণ স্বরূপ এই সমস্যা দেখা দিতে পারে। স্বাভাবিক ভাবে হরমোনের অভাবে অথবা কৃত্রিম অতিরিক্ত মৈথন বা অস্বাভাবিক শুক্রপাত করতে থাকলে স্পারম্যাটোরিয়া সৃষ্টি হতে পারে।
🩸 আবার অনেক সময় অপুষ্টি বা ভিটামিন প্রভৃতির অভাবে অথবা দীর্ঘদিন রক্তশূন্যতা বা নানা প্রকার রোগে ভোগার ফলে ইহা দেখা দিতে পারে। যারা সাধারণত বেশি পরিমান যৌন মিলন করে,অতিরিক্ত শুক্রক্ষয় করে তাদের শুক্রথলিতে শুক্র বেশি সঞ্চিত থাকে না। ইহার ফলে তাদের শুক্র নির্গত হতে দেখা যায় তাদের শুক্রে ঘনত্ব কম এবং তা দেখতে বেশ তরল। ইহাতে রোগীর ভয়ানক দুর্বলতা সৃষ্টি হয়।
🇨🇭 ধাতু দূর্বল্য (Spermatorrhoea) এর লক্ষণ:
🩸 রোগীর শুক্র অত্যন্ত তরল হয়। অনেক সময় পাতলা পানির মত,নির্গত হয়,শুক্রে ঘনত্ব খুব কম হয়।
🩸 রোগী ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং দেহগত অপুষ্টির ভাব প্রকাশ পেয়ে থাকে।
🩸 দেহের সৌন্দর্য নষ্ট হয় এবং জীর্ণ শীর্ণ হয়ে পড়ে, মুখ মলিন এবং চক্ষু কোঠরাগত হয়ে পরে।
🩸 দেহে প্রয়োজনীয় প্রোটিন এবং ভিটামিনের প্রবল অভাব পরিলক্ষিত হয়।
🩸 রোগীর জীবনীশক্তি দুর্বল হয়ে পড়ে এবং নানা প্রকার রোগে অতি সহজেই আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।
🩸 দেহে যৌন হরমোন বা পিটুইটারি এড্রিনাল প্রভৃতি গ্রন্থির হরমোন কম নিঃসৃত হয়। ইহার ফলে দেহে যৌন ক্ষমতা কমে যায় এবং শুক্র ধীরে ধীরে পাতলা হতে থাকে।
🩸 Spermatorrhoea এর কারণে সিফিলিস,গনোরিয়ার মত রোগের প্রকাশ লাভ করার সুযোগ হয়।
🩸 শুক্রপাত বেশি হওয়ার দরুন দৈহিক এবং মানসিক দুর্বলতা বৃদ্ধি পায়, মাথা ঘোরে, বুক ধড় ফড় করে, মাথার যন্ত্রণা দেখা যায়।
🩸 আক্রান্ত ব্যক্তি সর্বদাই অস্থির বোধ করে।
আরো পড়ুনঃ মহিলাদের শরীরে মেনোপজ এর প্রভাব ও হোমিও চিকিৎসা
🩸 বসা থেকে উঠলেই মাথা ঘোরে এবং চোখে অন্ধকার দেখে, ক্ষুধাহীনতার ভাব দেখা দেয়।
🩸 ইহাতে পেনিস এতটাই দুর্বল হয়ে যায় যে,তার শুক্রের ধারণ শক্তি একেবারে কমে যায়।
🩸 রাত্রে স্বপ্ন দেখে শুক্র ক্ষয় হয়, আবার দিনের বেলায়ও নিদ্রাকালীন স্বপ্ন দেখে শুক্রপাত হয়।
🩸 সমস্যা ধীরে ধীরে কঠিন আকার ধারণ করলে সামান্য উত্তেজনায় শুক্রপাত হয়।
🩸 স্ত্রীলোক দর্শনে বা স্পর্শে শুক্রপাত ঘটে এমনকি মনের চাঞ্চল্যেও শুক্রপাত হয়।
🩸 পায়খানার সময় কুন্থন দিলে শুক্রপাত হয়, স্মরণশক্তি কমে যায়,বুদ্ধিবৃত্তি কমে যায়, পুরুষাঙ্গের ক্ষীনতা ও দুর্বলতা দেখা যায়, চোখের চারদিকে কালিমা পরে, অকাল বার্ধক্য এবং ধ্বজভঙ্গ রোগের লক্ষণ দেখা দেয়।
🩸 এই বিশ্রী সমস্যার লক্ষণ মানুষের বিশেষ করে তরুনদের উন্নতির পথে প্রধান একটা অন্তরায় হয়ে দাড়ায়।
🇨🇭 ধাতু দূর্বল্য এর জটিল উপসর্গ :
🩸 অতিরিক্ত অপুষ্টি রোগ ভোগ, রক্ত শুন্যতা, দুর্বলতা প্রভৃতি উপসর্গ দেখা দিতে পারে। তবে অনেক ক্ষেত্রেই ইহাতে তেমন জটিল উপসর্গ দেখা দেয় না।
🩸 যাদের হরমোনের অভাব হয় বা বীর্যে শুক্রকীট থাকে না তাদের অনেক সময় এর দরুন সন্তান হয় না।
🩸 এছাড়া শুক্রের ঘনত্ব নস্ট হওয়ার কারণে ইহা অতি সহজেই নির্গত হয় এবং এর ফলে যৌন আনন্দ পাওয়া যায় না।
🩸 অনেক সময় এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে মানসিক অশান্তি দেখা দেয় এবং নানা পারিবারিক সমস্যার সৃষ্টি হয়।
🩸 এই উপসর্গযুক্ত পুরুষদের স্ত্রীরা মানসিক অশান্তি এবং হতাশায় ভোগে।পরোক্ষভাবে সাংসারিক অশান্তি এই রোগের একটি জটিল উপসর্গ বলা যেতে পারে।
🩸ধাতু দূর্বল্য এর চিকিৎসা :
উপরে বর্ণিত লক্ষণগুলির সব কয়টি বা কোন কোনটি এই সমস্যায় আক্রান্ত রোগীর ক্ষেত্রে পরিলক্ষিত হয়ে থাকে। যেহেতু এই অবস্থায় আক্রান্ত ব্যক্তি মানসিক ভাবে অনেক দুর্বল থাকে তাই রাস্তা ঘাটের তথাকথিত হারবাল, কবিরাজ, ভেষজ নামধারী চিকিৎসক, তাদের খুব সহজেই প্রতারিত করে থাকে।
🩸 কিন্তু দেখা যায় তাদের চিকিৎসায় এই সমস্যাটি পুরােপুরি নির্মূল হয় না। আর তখন ঐসব চিকিৎসকগন আক্রান্ত ব্যক্তিকে নানা প্রকার উত্তেজক ঔষধ দিয়ে চিকিৎসা করেন। আর সহজ সরল ব্যক্তিরা আসল সত্যটা না জানার কারণে তাদের দেয়া ক্ষতিকর উত্তেজক ঔষধগুলি দিনের পর দিন ব্যবহার করে সমস্যাটিকে আরো জটিল থেকে জটিলতর করে তুলে।
🇨🇭 যৌণ ও ধাতু দূর্বল্য এর হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত ঔষধ:
- 🧪 সেলিক্স নাইয়েগ্রা।
- 🧪 সেবাল সেরু।
- 🧪 লাইকেপোডিয়াম।
- 🧪 স্টেফিসেগ্রিয়া।
- 🧪 ওরিগেনাম।
- 🧪 মস্কাস।
- 🧪 কেলিব্রোম।
- 🧪 ক্যালকেরিয়া কার্ব।
- 🧪 নেট্রাম কার্ব।
- 🧪 কেলাডিয়াম সেগ।
- 🧪 এগনাষ্টাস ক্যাক্টাস।
- 🧪 নাক্স ভোমিকা।
- 🧪 এসিড ফস।
- 🧪 সেলিনিয়াম।
🇨🇭 রাস্তায় বিভিন্ন বিজ্ঞাপন দেখে দেখে নিজের ভিতরে নানা কল্পনা বাসা বাধে। রোগ না হওয়া সত্বেও নানা অপচিকিৎসার স্বীকার হন। কখনও কখনও নিজেকে অসহায় ভাবে। বিবাহ করতে অস্বীকার করেন নানা ভয়ে সংকিত হন। তাদের সহজ সরল সমাধান হলো একজন বিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের মাধ্যমে চিকিৎসা নেয়া।
🇨🇭 নিজে নিজে ঔষধ খেয়ে চিকিৎসা করলে বিফল হয়ে হোমিওপ্যাথির সুনাম নষ্ট করবেন না।
🇨🇭 এই রোগের সহজ আরোগ্য হোমিওপ্যাথিতেই সম্ভব এতে কোন সন্দেহ নেই।
🇨🇭 আমার এই দুইটি নাম্বার:
+8801907-583252
+8801302-743871
What’s app/হোয়াটসঅ্যাপ এবং IMO/ইমো খোলা আছে, চিকিৎসা নিতে চাইলে আমার এই দুইটি নাম্বার ফোনে সেভ করে সমস্যাগুলো লিখে অথবা অডিও রেকর্ড দিয়ে জানাবেন। আমি ফ্রী হয়ে সঠিক তথ্য দিয়ে চিকিৎসা দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ।
🇨🇭 রোগী দেখার সময়:
🛑 সকাল 09:00 — 01:00 টা।
🛑 বিকাল 05:00 রাত 10:00 টা পর্যন্ত।
🇨🇭 চিকিৎসা : সুখবর হচ্ছে, হোমিওপ্যাথিক চিকিৎসা
দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তির উপায়।
🇨🇭 সতর্কতাঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঝুকিপূর্ণ।
🇨🇭 ডাঃ মাসুদ হোসেন
Dr. Masud Hossain
(বি, এইচ, এম, এস )
(ডি, এইচ, এম, এস)
☎️ 01907-583252 (WhatsApp, IMO)
☎️ 01302-743871(WhatsApp, IMO)
রেজিস্ট্রার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিন
Govt reg No. 35423 ]
আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন