ক্রনিক সাইনোসাইটিস এর হোমিওপ্যাথি চিকিৎসা

ক্রনিক সাইনোসাইটিস এর হোমিওপ্যাথি চিকিৎসা | Dr. Masud Hossain.

🇨🇭 Chronic Sinusitis – ক্রনিক সাইনোসাইটিস , নাসিকা রন্ধ্রের চারপাশের যে গহ্বর থাকে তাকে সাইনাস বলে। সাইনাস কোনো কারণে ফুলে গেলে এবং সেখানে জ্বালাপোড়া সৃষ্টি হলে এবং চিকিৎসা নেওয়ার পরও তা আট সপ্তাহের বেশি স্থায়ী হলে তখন তাকে ক্রনিক সাইনোসাইটিস বলে। এটা ক্রনিক রাইনো সাইনোসাইটিস নামেও পরিচিত। এই রোগ মিউকাস নিষ্কাশন
এবং জমা হওয়ার সাথে জড়িত। ক্রনিক সাইনুসাইটিস হলে নাক দিয়ে শ্বাস নেওয়া কষ্টকর হয়ে দাঁড়ায়। এই অবস্থায় চোখের চারপাশ এবং মুখে ফোলা ফোলা ভাব দেখা দিতে পারে। এছাড়াও থ্রবিং ফেসিয়াল পেইন অথবা মাথা ব্যথা হতে পারে।

🇨🇭 কোনো ধরণের ইনফেকশন থেকে এ রোগ হতে পারে, কিন্তু নাসিকা রন্ধ্র অস্বাভাবিকভাবে ফুলে গেলে অথবা ডেভিয়েটেড নেজাল সেপ্টামের কারণেও এ রোগ হতে পারে। এই রোগ বেশিরভাগ ক্ষেত্রে তরুণ এবং মধ্য বয়স্কদের আক্রান্ত করে, তবে কখনো কখনো শিশুরাও এর দ্বারা আক্রান্ত হয়।

ক্রনিক সাইনোসাইটিস এর হোমিওপ্যাথি চিকিৎসা

🇨🇭 ক্রনিক সাইনোসাইটিস এর কারণ:

🩸যে সব কারণে এই রোগ হয়ে থাকে সেগুলো হলো:

  • 🩸নাকের পলিপ:এই টিস্যু বৃদ্ধি পেয়ে সাইনাসে আবদ্ধতা সৃষ্টি করে।
  • 🩸অ্যালার্জি সমস্যা যেমন হে ফিভার: অ্যালার্জির সমস্যা থেকে সাইনাসে ফাংগাল ইনফেকশন হতে পারে।
  • 🩸ডেভিয়েটেড নেজাল সেপ্টাম: সেপ্টাম বিকৃত হয়ে গেলে তা সাইনাসে আবদ্ধতা সৃষ্টি করে।
  • 🩸মুখে আঘাত পেলে:ফেসিয়াল বোন ভেঙ্গে গেলে বা ফেটে গেলে সাইনাসে আবদ্ধতা দেখা দিতে পারে।

🩸অন্যান্য মেডিকেল কন্ডিশন: সিস্টিক ফাইব্রোসিস, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স, এইচ-আই-ভি অথবা ইমিউন সিস্টেম সম্পর্কিত বিভিন্ন রোগের কারণে নাসিকার রন্ধ্রে ব্লকেজ দেখা দিতে পারে।

🩸 শ্বসনতন্ত্রে ইনফেকশন:
শ্বসনতন্ত্রের বিভিন্ন ইনফেকশন যেমন: ঠাণ্ডা লাগলে সাইনাস মেমব্রেন মোটা হয়ে যায় এবং জ্বালাপোড়া সৃষ্টি হয়, মিউকাস নিষ্কাশন বাধাপ্রাপ্ত হয় এবং এ অবস্থার কারণে সেখানে ব্যাক্টেরিয়া জন্ম নেয়। এছাড়াও এই ইনফেকশন ভাইরাস, ব্যাক্টেরিয়া অথবা ফাঙ্গাস ঘটিত হতে পারে।

🩸 অ্যালার্জি: অ্যালার্জির কারণে সৃষ্ট ইনফ্লামেশন থেকে সাইনাসে আবদ্ধতা হতে পারে।

🩸 ইমিউন সিস্টেম সেল: কিছু কিছু শারীরিক অবস্থার কারণে ইমিউন সেল যেমন ইওসিনোফিল সাইনাসে ইনফ্লামেশন সৃষ্টি করে।

আরো পড়ুনঃ   ফাইব্রোসিসটিক ব্রেস্ট ডিজিজ | Fibro Cystic Breast Disease

🇨🇭 Chronic Sinusitis এর লক্ষণ:
এই রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চিকিৎসকেরা নিম্নলিখিত লক্ষণগুলি চিহ্নিত করে থাকেন:

  • 🩸কাশি ( Cough.)
  • 🩸নাক বদ্ধ হয়ে যাওয়া ( Nasal Congestion.)
  • 🩸মাথা ব্যথা ( Headache.)
  • 🩸গলা ব্যথা ( Sore Throat.)
  • 🩸 জ্বর ( Fever.)
  • 🩸 কপাল ব্যথা (vFrontal Headache.)
  • 🩸 কোরাইজা ( Coryza.)
  • 🩸 কানের ব্যথা ( Ear Pain.)
  • 🩸 সাইনাসের ব্যথা ( Painful Sinuses.)
  • 🩸 সাইনাসের আবদ্ধতা ( Sinus Congestion.)
  • 🩸 মুখমণ্ডলে ব্যথা ( Facial Pain.)
  • 🩸 বুকে ভার অনুভব করা ( Congestion In Chest.)

🇨🇭 Chronic Sinusitis এর ঝুঁকি:

🩸নিম্লিখিত বিষয়ের কারণে এই রোগ হওয়ার ঝুঁকি বেড়ে যায়:
নাসিকা রন্ধ্রে অস্বাভাবিকতা যেমন: নেজাল সেপটাম অথবা নেজাল পলিপস হলে।
অ্যাস্পিরিন সংবেদনশীলতার কারণে শ্বসনতন্ত্রে সমস্যা সৃষ্টি হয়।
ইমিউন সিস্টেম ডিজ অর্ডার যেমন: HIV-এইডস অথবা সিস্টিক ফাইব্রোসিস হলে।
হে ফিভার অথবা অন্যান্য অ্যালার্জিজনিত সমস্যা থাকলে।
অ্যাজমা– সাইনোসাইটিসে আক্রান্ত গড়ে প্রতি 05 জনের মধ্যে থেকে 01জনের অ্যাজমা থাকে। ধূমপান বা অন্যান্য দূষণকারী পদার্থ থেকে।

হোমিও চিকিৎসা | Homeopathic Treatment
হোমিও চিকিৎসা | Homeopathic Treatment

🇨🇭 যারা Chronic Sinusitis এর ঝুঁকির মধ্যে আছে:

🛑 লিঙ্গ: পুরুষদের মধ্যে এই রোগ নির্ণয়ের সম্ভাবনা 01 গুণ কম। মহিলাদের এ রোগ নির্ণয়ের গড়পড়তা সম্ভাবনা রয়েছে।

🛑 জাতি: শ্বেতাঙ্গদের মধ্যে এই রোগ নির্ণয়ের গড়পড়তা সম্ভাবনা রয়েছে। কৃষ্ণাঙ্গ ও হিস্প্যানিক এবং অন্যান্য জাতিদের মধ্যে এই রোগ নির্ণয়ের সম্ভাবনা 01 গুণ কম।

🛑Q. কোন ধরণের চিকিৎসক ক্রনিক সাইনোসাইটিসের চিকিৎসা করে থাকেন ?

উত্তর: জেনারেল, পারিবারিক চিকিৎসক এবং একজন হোমিওপ্যাথিক চিকিৎসক সাইনোসাইটিসে আক্রান্ত হলে ঔষধের পরামর্শ দিতে পারেন। কিন্তু যদি আপনি ক্রনিক সাইনোসাইটিসে আক্রান্ত হন এবং ঔষধ সেবনের পরও অবস্থার কোন উন্নতি না হয় সেক্ষেত্রে নাক, কান, গলা বিশেষজ্ঞ অথবা হোমিওপ্যাথিক চিকিৎসক এর শরণাপন্ন হতে হবে।

🛑Q. ক্রনিক সাইনোসাইটিস-Chronic Sinusitis এবং ক্রনিক রাইনিটিসের মধ্যে পার্থক্য কি?

উত্তর: নাক দিয়ে পানি পড়া যদি ক্রনিক পর্যায়ে চলে যায় তখন তাকে ক্রনিক রাইনাইটিস বলে। এটা অ্যালার্জি অথবা ক্রনিক সাইনাস ইনফেকশন থেকে হতে পারে। আবার কোনো অ্যালার্জি বা সাইনাস ইনফেকশন ছাড়াও হতে পারে। ক্রনিক সাইনাস ইনফেকশন হলে সাইনাসে ক্রনিক ইনফ্লামেশন হয় যা পরবর্তীতে ক্রনিক
রাইনাইটিসে পরিণত হয়।

🇨🇭 হোমিওপ্যাথিতে সাইনোসাইটিস এর কার্যকরী চিকিৎসা রয়েছে। লক্ষন অনুযায়ী চিকিৎসা সেবা প্রদান করা হলে ক্রনিক সাইনোসাইটিস স্থায়ীভাবে নিরাময় করা সম্ভব ‌তবে অবশ্যই একজন রেজিস্টার্ড প্রাপ্ত ও অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবা গ্রহণ করতে হবে।

ডা.মাসুদ হোসেন -হোমিও চিকিৎসক

🇨🇭 ডাঃ মাসুদ হোসেন।
Dr. Masud Hossain.
( D. H. M. S )
( ডি, এইচ, এম, এস ) ঢাকা।

🇨🇭 বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড। [ নিবন্ধন নং- Gov.Reg. No. 35423 ] রেজিস্ট্রার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিন।

🇨🇭 আমার এই দুইটি নাম্বার:

   +8801907-583252
   +8801302-743871

( What’sApp- হোয়াটসঅ্যাপ এবং Imo- ইমো ) খোলা আছে, চিকিৎসা নিতে চাইলে আমার এই দুইটি নাম্বার ফোনে সেভ করে সমস্যাগুলো লিখে অথবা অডিও রেকর্ড দিয়ে জানাবেন। আমি ফ্রী হয়ে সঠিক তথ্য দিয়ে চিকিৎসা দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ।

🛑 অরিজিনাল জার্মানী ঔষধ ও উন্নত চিকিৎসার জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান।

🇨🇭 রোগী দেখার সময়:
🛑 বিকাল 05:00 রাত 10:00 টা পর্যন্ত।

🇨🇭 চিকিৎসা : সুখবর হচ্ছে, হোমিওপ্যাথিক চিকিৎসা
দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তির উপায়।

🇨🇭 সতর্কতাঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঝুকিপূর্ণ।

☎+8801907-583252 (WhatsApp, IMO)।

☎ +8801302-743871 (WhatsApp, IMO)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আপনার সমস্যা মন খুলে বলুন।
Send via WhatsApp
error: Content is protected !!