কিডনিতে কেন পাথর হয়, সঠিক চিত্র পাওয়া না গেলেও স্বাভাবিকভাবে যেসব কারণগুলো ধরা হয় তার মধ্যে পুষ্টিকর খাদ্যও একটি মস্ত ব্যাপার। কম মাত্রায় পানি খেলে মূত্রের পরিমাণও কমে যায়। কিডনির পাথর একটি জটিল রোগ। দিনে দিনে রোগ বাড়তে থাকে। পাথর একসময় অস্ত্রোপচার করে বের করতে হয়। আবার অতি ক্ষুদ্র পাথরটা মূত্রের সাহায্যে শরীর থেকে বেরিয়ে যায়। 30 এর ওপরে বয়স্ক লোকের মধ্যেই এটা বেশি দেখা যায়। এটা একরকম দীর্ঘস্থায়ী রোগ। অবহেলায় কিডনি নষ্ট হয়ে যেতে পারে।
🇨🇭 কিডনির পাথর এর কারণ :
- 🩸 শরীরে ভিটামিন- A এর স্বল্পতা।
- 🩸 আবহাওয়া ও পেশাগত কারণ।
- 🩸বেশিক্ষণ মূত্র থলিতে মূত্র জমা থাকা।
- 🩸 দীর্ঘস্থায়ী প্রদাহ ও ইনফেকশন।
- 🩸 মূত্রে বিভিন্ন মাত্রায় লবণের আধিক্য।
- 🩸 প্যারা-থাইরয়েড হরমোনের প্রভাব।
- 🩸 ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বেশি গ্রহণ।
- 🩸 রক্তের ইউরিক এসিডের মাত্রা বেশি হলে (গাউট রোগে)।
- 🩸 পানি বেশি পরিমাণে না খেলে।
- 🇨🇭 কিডনির বিভিন্ন প্রকার পাথরের বিবরণ:
- 🩸 ক্যালসিয়াম অক্সালেট।
- 🩸ক্যালসিয়াম ফসফেট।
- 🩸 ইউরিক এসিড।
- 🩸সিসটিন।
- 🩸ম্যাগনেশিয়াম এমোনিয়াম ফসফেট।

🇨🇭 প্রস্রাবে দ্রবীভূত ফসফেট, অক্সালেট, ইউরিক এসিড, ক্যালসিয়াম, ইউরেট প্রভৃতি পদার্থ থেকে গিয়ে মূত্রের সঙ্গে কিডনিতে দীর্ঘসময় অবস্থান করে। এভাবে দীর্ঘসময় অবস্থানের পর পাথরের আকার ধারণ করে এবং দিনে দিনে আরো বড় হতে থাকে।
🇨🇭 X-ray পরীক্ষায় অনেক সময় ধরা না পড়লেও কিডনির, U.S.G (আল্ট্রাসনোগ্রাফি) করলে, পাথরের অবস্থান ধরা পড়ে।
🇨🇭 কিডনির পাথরের লক্ষণ:
- 🩸 কিডনি এলাকায় তীব্র ব্যথা (পিঠের দিকে) অনুভূত হয়।
- 🩸 বেশি জোরে হাঁটাচলা বা ঝাঁকিতে ব্যথা বাড়ে।
- 🩸পাথর আপনা হতেই নিচের দিকে অর্থাৎ বের হওয়ার চেষ্টা করে তখন ব্যথা তীব্রতর হয় এবং কুচকি, পেটে ও লিঙ্গে ব্যথা ছড়িয়ে পড়ে।
- 🩸 রোগী ঘামতে থাকে এবং বমি করে।
- 🩸 ঘনঘন অল্পমাত্রায় তীব্র জ্বালাকর প্রস্রাব হয় এবং মূত্র বন্ধও হতে পারে।
- 🩸 প্রচণ্ড শীত অনুভব এবং জ্বর আসে।
- 🩸 রোগীর মুখে ফ্যাকাশে ভাব এবং অস্থিরতায় ভোগে, মূত্রের সাথে কখনো কখনো রক্তও আসতে পারে।
- 🩸 কিডনির স্থানে টিপলে পিঠ ও তলপেটের মাংসপেশি শক্ত মনে হয়। ব্যথার তীব্রতা থেমে গেলেও রোগী ক্লান্ত হয়ে পড়ে।
আরো পড়ুনঃ হেপাটাইটিস চিকিৎসায় হোমিওপ্যাথি। ডাঃ মাসুদ হোসেন
🇨🇭 পথ্য :
🩸 প্রচুর পানি খাবার অভ্যাস করা উচিত। স্বাভাবিক সব খাবার খাওয়া ভালো। প্রতিদিন উষ্ণ পানি বদনার নলে করে একটু উপুড় থেকে গোটা পিঠে ঢাললে খুবই আরাম পাওয়া যায়। রেনাল কলিক জনিত বেদনার সময় রোগীর কোমরে ও পেটে সেঁকতাপ প্রয়োগ করা যেতে পারে। মূত্রের সঙ্গে ইউরিক এসিড ক্রিস্টাল বের হলে আমিষ জাতীয় খাদ্যাদি, যথা- মাছ, মাংস ও ডিম বর্জন করা উচিত। অকজ্যালেট ক্রিস্টাল নির্গত হলে বেশি শাকসবজি খাওয়া অনুচিত। পথ্য সম্বন্ধে এরূপ ব্যবস্থা দ্বারা ভবিষ্যতে পাথুরী হওয়ার সম্ভাবনা অনেকটা কমানো যায়। অতিরিক্ত মিষ্টান্নাদি ভোজন এবং মদ্যপান ত্যাগ করা কর্তব্য। যাতে প্রচুর পরিমাণে প্রস্রাব হতে পারে তজ্জন্য প্রচুর জল, বার্লির শরবত ইত্যাদি পান করা উচিত। কচি ডাবের জল পাথুরী রোগের পক্ষে হিতকর। প্রস্রাবে অক্জ্যালেট ক্রিস্টালযুক্ত রোগীর পক্ষে মাটির নিচে জন্মে এরূপ দ্রব্যাদি, যথা:আলু, মুলা, আদা, পেঁয়াজ, রসুন ইত্যাদি বর্জনীয়।
🇨🇭 হোমিও চিকিৎসা:
কিডনি রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা অত্যন্ত কার্যকরী। নিম্নে তা সংক্ষেপে বর্ণনা করা হলো।
- 🧪 আর্জেন্টাম নাইট্রিকাম।
- 🧪 বার্বারিস ভলগারিস।
- 🧪 ক্যালকেরিয়া কার্ব।
- 🧪 ক্যান্থারিস।
- 🧪 ইউপেটেরিয়াম পার্পিউরিয়াম।
- 🧪 লাইকোপোডিয়াম।
- 🧪 মেডোরিনাম।
- 🧪 একোনাইট নেপিলাস।
- 🧪এপিস মেল।
- 🧪 টেরিবিন্থিনা।
- 🧪 সলিডেগো।
- 🧪 মার্ক সল।
- 🧪 নাইট্রিক এসিড।
- 🧪ক্যালকেরিয়া রিনালিস।
- 🧪 এপিজিয়া রেপেন্স।
- 🧪 এরিজেরন।
- 🧪 নাক্সভমিকা।
- 🧪 সার্সাপ্যারিলা।
- 🧪 প্যারেরা ব্রেভা।
- 🧪 সলিডেগো।
- 🧪 ট্যাবাকাম।
- 🧪 ডায়োস্কোরিয়া।
- 🧪 ইকুইসেটাম।
- 🧪 বেলেডোনা।
- 🧪 বেজ্ঞায়িক এসিড, উল্লেখযোগ্য।

🇨🇭 বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে ওষুধ সেবন করা উচিত।
🇨🇭 Bio chemical:
- 🧪 ফেরম ফস- 3x, 6x,12x.
- 🧪 কেলিমিউর- 3x, 6x, 12x.
- 🧪 ক্যালকেরিয়া সালফ- 3x, 6x, 12x .
- 🧪 কেলি ফস- 3x, 6x, 12x.
🇨🇭 আমার চেম্বার চট্টগ্রাম, আগ্ৰাবাদ, বেপারি পাড়া (চৌমুহনী রোড) ইংলিশ স্কুলের সামনে।
🇨🇭 আমার এই দুইটি নাম্বার:
+8801907-583252
+8801302-743871
What’s app/হোয়াটসঅ্যাপ এবং IMO/ইমো খোলা আছে, চিকিৎসা নিতে চাইলে আমার এই দুইটি নাম্বার ফোনে সেভ করে সমস্যাগুলো লিখে অথবা অডিও রেকর্ড দিয়ে জানাবেন। আমি ফ্রী হয়ে সঠিক তথ্য দিয়ে চিকিৎসা দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ।
🇨🇭 রোগী দেখার সময়:
🛑 সকাল 09:00 — 01:00 টা।
🛑 বিকাল 05:00 রাত 10:00 টা পর্যন্ত।

🇨🇭 চিকিৎসা : সুখবর হচ্ছে, হোমিওপ্যাথিক চিকিৎসা
দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তির উপায়।
🇨🇭 সতর্কতাঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঝুকিপূর্ণ।
🇨🇭 ডাঃ মাসুদ হোসেন
Dr. Masud Hossain
(বি, এইচ, এম, এস )
(ডি, এইচ, এম, এস)
☎️ 01907-583252 (WhatsApp, IMO)
☎️ 01302-743871(WhatsApp, IMO)
[রেজিস্ট্রার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিন
Govt reg No. 35423 ]