🇨🇭 দাম্পত্য জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হলো যৌনতা। সুস্থ যৌন জীবনের জন্য পুরুষের যৌন সক্ষমতা একটি অপরিহার্য বিষয়।
🇨🇭 পুরুষত্বহীনতা (Erectile Dysfunction) পুরুষের একটি প্রধান যৌন সমস্যা যার ফলে একজন পুরুষ তার স্ত্রীর সাথে যৌন সম্পর্ক স্থাপনে সক্ষম হয় না। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অফ হেলথ (NIH of US) এর তথ্য অনুযায়ী সারা বিশ্ব ব্যাপী ইরেকটাইল ডিসফাংশন এর সমস্যা বেড়ে চলেছে।
🇨🇭 ধারণা করা হচ্ছে যে ২০২৫ সাল নাগাদ ইরেকটাইল ডিসফাংশন সমস্যায় আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে গিয়ে ৩২২ মিলিয়ন হতে পারে।
🇨🇭 ইরেকটাইল ডিসফাংশন Erectile dysfunction কি?
🇨🇭 স্বাভাবিক অবস্থায় একজন পুরুষের লিঙ্গ (Penis) শিথিল অবস্থায় থাকে।
🇨🇭 কোন ধরনের যৌন উদ্দীপক কার্যকলাপের ফলে শারীরিক ভাবে উত্তেজিত হলে তখন লিঙ্গ উত্থান (erection) হয় যা স্ত্রীর যৌনাঙ্গে প্রবেশ করতে সক্ষম হয়। হরমোন ও স্নায়ুবিক উত্তেজনার ফলে লিঙ্গের মধ্যে (Corpora Cavernosa) রক্ত সঞ্চালনের ফলে লিঙ্গ উত্থান ঘটে থাকে।
🇨🇭 কোন কারণ বশত লিঙ্গের মধ্যে পর্যাপ্ত পরিমাণে রক্ত সঞ্চালনে বিঘ্ন ঘটলে তখন লিঙ্গ যথাযথ ভাবে উত্থান হয় না।
🇨🇭 এই অবস্থাকে মেডিক্যালের ভাষায় পুরুষত্বহীনতা বা ইরেকটাইল ডিসফাংশন (Erectile Dysfunction – E/D) বলা হয়।
🇨🇭 Erectile dysfunction বা পুরুষত্বহীনতার কারণ কি?
💋 ন্যাশনাল ইন্সটিটিউট অফ হেলথ এর তথ্য অনুযায়ী বিএমআই ইনডেক্স (BMI) এর তুলনায় শরীরের অতিরিক্ত ওজন পুরুষত্বহীনতার (ED) সম্ভাবনাকে অনেকাংশে বাড়িয়ে দেয়।
💋 যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন এর তথ্য অনুযায়ী কিছু কিছু ওষুধ রয়েছে যা সেবনের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে Erectile Dysfunction হতে পারে।
💋 এমন কিছু ওষুধ হলো:
🧪 Antidepressants
🧪 Antihistamines
🧪 ব্যথা নাশক ওষুধ
🧪 উচ্চ রক্তচাপের ওষুধ
🧪 পারকিনসন রোগের ওষুধ
🧪 কেমোথেরাপি (Chemotherapy)
💋 সেক্স হরমোন (testosterone) এর পরিমাণ কমে যাওয়া এবং অন্যান্য হরমোনের ভারসাম্যহীনতার ফলে এই সমস্যা হতে পারে।
💋নানাবিধ কারণে শরীরে টেস্টোস্টেরন হরমোনের উৎপাদন হওয়া কমে যেতে পারে। যেমন:
🩸 বয়স বেড়ে যাওয়া
🩸 স্থূলতা (Obesity)
🩸 অলস জীবন যাপন
🩸 নিরামিষ আহার করা
🩸 দূষিত পরিবেশে বসবাস
🩸 প্রক্রিয়াজাত খাবার গ্রহণ করা
🩸 মানসিক চাপ ও বিষন্নতা ইত্যাদি
💋 প্রোস্টেট বেড়ে যাওয়া (Benign prostatic hyperplasia বা BPH) অথবা প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসার ফলে ইরেকটাইল ডিসফাংশ হতে পারে। বিশেষত BPH বা ক্যান্সারের জন্য যে ক্ষেত্রে শল্যচিকিৎসার মাধ্যমে প্রোস্টেট অপসারণ করা হয় সে ক্ষেত্রে পুরুষত্বহীনতা দেখা দেয়।
💋 যৌন স্বাস্থ্য বিষয়ক যথেষ্ট জ্ঞানের অভাব, অসচেতনতা ও যৌন মিলনের সঠিক পদ্ধতি (sex position) সম্পর্কিত অজ্ঞতার ফলেও পুরুষত্বহীনতার সৃষ্টি হয়।
💋 হার্ভার্ড মেডিকেল স্কুল (HMS) এর তথ্য অনুযায়ী অতিরিক্ত বাইসাইকেল চালানোর ফলে যৌনাঙ্গের পার্শ্ববর্তী অঞ্চলে আঘাত লাগতে পারে যার দরুন ইরেকটাইল ডিসফাংশনের সৃষ্টি হয়। এছাড়াও যৌনাঙ্গে অন্য যে কোন ধরনের আঘাতের কারণে এমন সমস্যা হতে পারে।
💋পর্নো ভিডিও, হস্তমৈথুন :
পর্নো আসক্তির ফলে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের নানাবিধ ক্ষতি হতে পারে তন্মধ্যে ইরেকটাইল ডিসফাংশন অন্যতম। ২৮০০০ ইতালীয় পুরুষের (Italian men) উপর চালানো এক সমীক্ষায় দেখা গেছে যে যারা অতিরিক্ত পরিমাণে পর্নো ভিডিও দেখেন এমন পুরুষদের যৌন সক্ষমতা কমে যায় এবং ইরেকটাইল ডিসফাংশন হওয়ার অনেক বেশি সম্ভাবনা রয়েছে। উপরন্তু পর্নো ভিডিও দেখার ফলে স্বাভাবিক যৌন কামনা কমে যায় অথচ বিকৃত যৌন রুচির সৃষ্টি হতে পারে। তাই Porn Video দেখা থেকে বিরত থাকা উচিত।
🇨🇭 ইরেকটাইল ডিসফাংশনের লক্ষণগুলি কি?
💋 যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অফ হেলথ (NIH) এর তথ্য অনুযায়ী ইরেকটাইল ডিসফাংশনের ক্ষেত্রে নিচের তিনটি লক্ষণ দেখা দেয়।
যেমন:
1. কদাচিৎ লিঙ্গ উত্থান ঘটে কিন্তু যৌন ক্রিয়া করার ইচ্ছা হলে সেই সময়ে লিঙ্গ উত্থান না হওয়া।
2. লিঙ্গ উত্থান ঘটে কিন্তু তা যৌন ক্রিয়া করার মতো যথেষ্ট নয় অর্থাৎ লিঙ্গ যোনি গর্তে প্রবেশ করতে সক্ষম হয় না।
3. কখনোই লিঙ্গ উত্থান ঘটে না।
🇨🇭 ইরেকটাইল ডিসফাংশন (পুরুষত্বহীনতা) কত প্রকার?
💋 ইচ্ছার অভাব: মানসিক সমস্যা বা স্ত্রীর সাথে দূরত্ব অথবা যৌনতা বিষয়ক অজ্ঞতা থেকে যৌন ক্রিয়া সম্পন্ন করার মতো যথেষ্ট ইচ্ছা জাগ্রত হয় না (Lack of desire) যা একধরনের যৌন সমস্যা হিসেবে বিবেচিত। এই সমস্যার সাথে ইরেকটাইল ডিসফাংশনের বিশেষ সম্পর্ক রয়েছে কারণ ইচ্ছার অভাব থাকলে সেক্ষেত্রে কোন ধরনের শারীরিক সমস্যা ব্যতিরেকেই লিঙ্গ উত্থানে বিঘ্ন ঘটে থাকে।
💋 দ্রুত বীর্যপাত: যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (NHS) এর তথ্য অনুযায়ী বীর্যপাতের গড় সময় কাল ৫ মিনিট।
তিন (৩) মিনিটের কম সময়ে বীর্যপাত হলে তা দ্রুত বীর্যপাত (premature ejaculation) হিসেবে গণ্য হবে। যৌন ক্রিয়ার আদর্শ সময়কাল 7 থেকে 13 মিনিট অর্থাৎ এই সময়ের মধ্যে বীর্যপাত হলে তা সম্পূর্ণ স্বাভাবিক বলে বিবেচিত হবে।
💋 অর্গাজম না হওয়া: লিঙ্গের গঠনগত ত্রুটি, রক্তনালীতে বাধা অথবা পর্যাপ্ত উত্তেজনার অভাবে এই সমস্যা হতে পারে। যার ফলে যৌন ক্রিয়া সুখকর মনে হয় না। যা অস্বাভাবিক এমনকি ক্ষেত্রবিশেষে বীর্যপাত নাও হতে পারে। এমতাবস্থায় চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। কারণ দ্রুত বীর্যপাতের তুলনায় বীর্যপাত না হওয়া অধিক জটিলতর সমস্যা।
💋 Retrograde ejaculation:
অনেকের ক্ষেত্রে দেখা যায় যে যৌন ক্রিয়ায় অর্গাজম হয় কিন্তু বীর্যপাত হয় না। এমনটি ঘটে থাকে যখন বীর্যপাত না হয়ে বরং বীর্য (semen) উল্টো পথে ব্লাডারের দিকে চলে যায়। স্নায়ুতন্ত্রের সমস্যা, ডায়াবেটিস, প্রোস্টেট গ্রন্থির সার্জারি ইত্যাদির কারণে এই সমস্যা হতে পারে।
💋 ব্যথা: যৌন ক্রিয়ার সময় অস্বাভাবিক ব্যথা বোধ হতে পারে। তবে পুরুষের তুলনায় নারীদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়।
ED – ইরেকটাইল ডিসফাংশনের জন্য চিকিৎসা কি?
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিম্নলিখিত ওষুধ সমূহ ইরেকটাইল ডিসফাংশনের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। পুরুষের যৌন অক্ষমতার লক্ষন ভিত্তিক কিছু হোমিও ঔষধ এর নাম:
- Agnus Cast
- Lycopodium
- Conium
- China
- Selenium
- Acid phos
- Caladium seg
- Damina
- Yombhinium
- Sebal serr
- Selix nigra
- Nux vomica
- Staphysagria
- Caustium
- Graphites
- Baryta carb
- Argent nit
- Nuphar luterra
- Arnica Montana
- Carbo vege
- Nat mur
- Nat carb
- Kali phos
- Carbonium sulph
- Titanium
- Sulphur
- Onsomodium
- Origanum majo
- Cantharis
- Acid pic
- Zincum met
- Arshawgandha
- Shemul
- Ginseng
- Alfalfa
+8801907-583252, +8801302-743871
আমার এই দুইটি নাম্বার What’s app/হোয়াটসঅ্যাপ এবং
IMO/ইমো খোলা আছে, আপনারা চিকিৎসা নিতে চাইলে আমার এই দুইটি নাম্বার আপনাদের ফোনে সেভ করে আপনাদের সমস্যাগুলো লিখে অথবা অডিও রেকর্ড দিয়ে জানাবেন। আমি ফ্রী হয়ে সঠিক তথ্য দিয়ে চিকিৎসা দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ।
🇨🇭 রোগী দেখার সময়:
🛑সকাল ০৯.০০ — ০১.০০ টা।
🛑বিকাল ০৫.০০ — রাত ১০.০০ টা পর্যন্ত।
🇨🇭 চিকিৎসা : সুখবর হচ্ছে, হোমিওপ্যাথিক চিকিৎসা
দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তির উপায়।
🇨🇭 সতর্কতা: চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঝুকিপূর্ণ।
অন্য লেখা পেড়তে ক্লিক করুন
🇨🇭 ডাঃ মাসুদ হোসেন।
Dr. Masud Hossain
(বি, এইচ, এম, এস )
(ডি, এইচ, এম, এস)
☎️ 01907-583252 (WhatsApp, IMO)
☎️ 01302-743871(WhatsApp, IMO)
[রেজিস্ট্রার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিন
Govt reg No. 35423 ]
Youtube : আমার ইউটিউব চ্যানেলে গুরে আসুন
Facebook Page: আমার ফেসবুক পেইজে গুরে আসুন
Facebook Group: আমার ফেসবুক গ্রুপে গুরে আসুন
Location: আমার চেম্বারের ঠিকানা দেখতে ক্লিক করুন