🇨🇭 অ্যাসাইটিস হচ্ছে পেটের উপরি ত্বক ও পেটের ভিতরের অঙ্গসমূহের মধ্যবর্তী স্থানে পানি জমা।এটি বিশেষত লিভার সিরোসিসের সাথে জড়িত। লিভারে ভাইরাস সংক্রমণ বা মেদবহুল যকৃতের কারণে অ্যাসাইটিস হয়।
🇨🇭 অ্যাসাইটিসের কারন:
- 🧪 দীর্ঘকালীন হেপাটাইটিস বি বা সি সংক্রমণ।
- 🧪 মদ্যপানে আসক্তি।
- 🧪 লিভারের শিরায় রক্ত জমাট বাঁধা।
- 🧪অ্যাপেন্ডিক্স ইত্যাদি কারণে হয়ে থাকে।
আরো অনেক কারণ রয়েছে তার মধ্যে লিভার সিরোসিস অন্যতম একটি হলো,যা শরীরের রক্ত প্রবাহে বাঁধা সৃষ্টি করে, ফলে লিভারের রক্তপ্রবাহী ধমনীতে চাপ সৃষ্টি করে। যেহেতু কিডনির অতিরিক্ত লবণ শরীর থেকে বের করে দেওয়ার পর্যাপ্ত ক্ষমতা নেই তাই শরীরে পানি জমা হতে থাকে।
সে কারণে ইহা হয় ও তার ফলে শরীরে অ্যালবুমিনের মাত্রা কমে যায়।
🇨🇭 অ্যাসাইটিস এর কারণ ও উপসর্গ:
ইহার উপসর্গ গুলো তার কারন অনুযায়ী প্রকাশিত হয়।যদি পানি জমার পরিমান কম হয় তবে বিশেষ কোনো উপসর্গ নাও থাকতে পারে। যাইহোক পানি জমার পরিমান বেশী হলে শ্বাসকষ্ট দেখা দিতে পারে। অন্যান্য উপসর্গ গুলো হলো:
- 🧪 পেটে ফোলা ভাব বা ফেঁপে ওঠা।
- 🧪 বুকে পানি জমা।
- 🧪 ওজন বেড়ে যাওয়া।
- 🧪 শরীর ফুলে যাওয়া।
- 🧪 বমি বমি ভাব বা বদহজম।
- 🧪পাইলস ইত্যাদি
আরো পড়ুনঃ পেরিফেরাল নিউরোপ্যাথির হোমিও চিকিৎসা।
🇨🇭 ইহার দ্রুত চিকিৎসা না করলে শারীরিক অবস্থা আরো জটিল রূপ ধারণ করতে পারে। হোমিওপ্যাথিতে লক্ষন সাদৃশ্য কার্যকরী চিকিৎসা রয়েছে।
🧪 হোমিওপ্যাথিক চিকিৎসা :
🇨🇭 ইহার (Ascites )এর লক্ষণ সাদৃশ্য কিছু হোমিও ঔষধ এর নাম:
- 🧪apis mel
- 🧪bryonia alba
- 🧪China
- 🧪Nux vomica
- 🧪Kali carb
- 🧪colocynth
- 🧪lycopodium
- 🧪rhus tox
- 🧪belladona
- 🧪apocynum
- 🧪phosphorus
- 🧪carduas
- 🧪hepar sulph
- 🧪natrum sulph
- 🧪arsenic album
🇨🇭 ডাঃ মাসুদ হোসেন (বি, এইচ, এম, এস )( ডি, এইচ, এম, এস )
☎️ মোবাইল নাম্বার : 01907-583252 , 01302-743871