অ্যাকান্থসিস নাইগ্রিক্যানস্‌ | Acanthosis Nigricans | ডাঃ মাসুদ হোসেন।

অ্যাকান্থসিস নাইগ্রিক্যানস্‌ | Acanthosis Nigricans | ডাঃ মাসুদ হোসেন।

🇨🇭 অ্যাকান্থসিস নাইগ্রিক্যানস- ( Acanthosis Nigricans ) এমন ধরনের একটি ত্বকের রোগ যার ফলে শরীরের পার্শ্বীয় দিকে এবং ত্বকের ভাঁজে এক প্রকারের কালচে ভাব দেখা দেয়। এই রোগে আক্রান্ত স্থান পাতলা হয়ে যায়
এবং দূর্গন্ধের সৃষ্টি হয়।

🇨🇭 অধিকাংশ ক্ষেত্রে এই রোগটি বগল, কুঁচকি ও ঘাড়ে হয়ে থাকে।
যাদের ওজন বেশি অথবা ডায়াবেটিস আছে তাদের ত্বকে এই ধরনের পরিবর্তন লক্ষ করা যায়। এই রোগে আক্রান্ত শিশুদের মধ্যে টাইপ – 2 ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেশি থাকে।

🇨🇭 অ্যাকান্থসিস নাইগ্রিক্যানস- ( Acanthosis Nigricans ) রোগটি দেহের অভ্যন্তরীণ অঙ্গ- যেমন: পাকস্থলী অথবা লিভার ক্যান্সারের নির্দেশক হিসাবে কাজ করে।

🇨🇭 এই সমস্যার কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই। দেহের অভ্যন্তরীণ সমস্যা গুলোর চিকিৎসা করার মাধ্যমে এই রোগে আক্রান্ত স্থানের ত্বকের বর্ন এবং গঠন স্বাভাবিক রাখা যেতে পারে

অ্যাকান্থসিস নাইগ্রিক্যানস্‌ | Acanthosis Nigricans | ডাঃ মাসুদ হোসেন।

🇨🇭 ( Acanthosis Nigricans ) অ্যাকান্থোসিস নাইগ্রিকান্সের কারণ:

🩸 অ্যাকান্থোসিস নাইগ্রিকান্সে- ( Acanthosis Nigricans ) আক্রান্ত অধিকাংশ রোগীর শরীরে ইনসুলিন উৎপাদন বাধাপ্রাপ্ত হয়। ইনসুলিন হলো এমন একটি হরমোন যা অগ্ন্যাশয় হতে নিঃসৃত হয় এবং এই হরমোন শরীরের ব্লাড সুগার নিয়ন্ত্রনে রাখে। ইনসুলিন তৈরিতে বাধাপ্রাপ্ত হবার কারণে টাইপ-2 ডায়াবেটিস হয়ে থাকে।

🩸 স্থুলতার কারণে অধিকাংশ ব্যক্তির এই রোগ হয়ে থাকে। অতিরিক্ত ওজন শরীরে ইনসুলিন উৎপাদন বাধাপ্রাপ্ত হবার ঝুঁকি বাড়িয়ে দেয়।

🩸 ওভারিয়ান সিস্ট,স্বাভাবিকভাবে সক্রিয় নয় এমন থায়রয়েড গ্রন্থি অথবা অ্যাড্রেনাল গ্ল্যান্ডের সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স ( Acanthosis Nigricans ) রোগটি বেশি হয়।

🩸 বিভিন্ন ধরনের ঔষধ,যেমন: উচ্চমাত্রার- নিয়াসিন, জন্ম নিয়ন্ত্রনকারী পিল এবং করটিকোস্টেরয়েড জাতীয় ঔষধ সেবনের কারণে এই রোগটি হতে পারে।

🩸দেহের অভ্যন্তরীণ অঙ্গ,যেমন: পাকস্থলী, অন্ত্রে অথবা লিভারে ক্যান্সার সৃষ্টিকারী টিউমার হবার কারণেও মাঝে মাঝে এই সমস্যাটি দেখা দিতে পারে।

🇨🇭 অ্যাকান্থোসিস নাইগ্রিকান্সের লক্ষণ:

আরো পড়ুনঃ  দাদ এর হোমিওপ্যাথিক চিকিৎসা | Ring Worm & Homeo Treatment

এই রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চিকিৎসকেরা নিম্নলিখিত লক্ষণগুলি চিহ্নিত করে থাকেন:

  • 🩸 ওজন বৃদ্ধি ( Weight Gain )
  • 🩸 ত্বকের ক্ষত ( Skin Lesion )
  • 🩸 অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া ( Allergic Reaction )
  • 🩸 ব্রণ, পিমপল ( Acne Or Pimples )
  • 🩸 বন্ধ্যাত্ব ( Infertility )
  • 🩸 ত্বকের বৃদ্ধি ( Skin Growth )
  • 🩸 স্তনে ব্যথা বা ঘা হওয়া ( Pain Or Soreness of Breast )
  • 🩸 ত্বকের আঁচিল ( Skin Moles )
  • 🩸 অবাঞ্ছিত লোম ( Unwanted Hair )
  • 🩸 শ্বাস বন্ধ হয়ে যাওয়া ( Apnea )
  • 🩸 আঁচিল ( Warts )

🇨🇭 অ্যাকান্থোসিস নাইগ্রিকান্সের ঝুঁকিপূর্ন বিষয়গুলো হলো:

🩸 স্থুলতা ,বংশগত কারণেও এই রোগের ঝুঁকি বেড়ে যেতে পারে।

🇨🇭 যারা ঝুঁকির মধ্যে আছে:

🩸 লিঙ্গ- পুরুষ এবং মহিলাদের মধ্যে এই রোগ নির্ণয়ের গড়পড়তা সম্ভাবনা রয়েছে।

🩸জাতি: শেতাঙ্গদের মধ্যে এই রোগ নির্ণয়ের সম্ভাবনা 2 গুণ কম। অন্যদিকে কৃষ্ণাঙ্গদের মধ্যে এই রোগ নির্ণয়ের গড়পড়তা সম্ভাবনা রয়েছে, হিস্প্যানিকদের মধ্যে এই রোগ নির্ণয়ের সম্ভাবনা 2 গুণ বেশি এবং অন্যান্য জাতির মধ্যে এই রোগ নির্ণয়ের গড়পড়তা সম্ভাবনা রয়েছে।

অ্যাকান্থসিস নাইগ্রিক্যানস্‌ | Acanthosis Nigricans | ডাঃ মাসুদ হোসেন।

🛑 এই রোগের কারণে রোগী কি মারা যেতে পারে?

উত্তর: অ্যাকান্থোসিস নাইগ্রিকান্সে আক্রান্ত রোগীর মৃত্যু হতে পারে কিনা তা নিশ্চিতভাবে বলা যায় না। যদিও এই রোগে আক্রান্ত ত্বকের অবস্থা খুব একটা খারাপ হয় না তবুও এই রোগের কারণে
শরীরের অভ্যন্তরে বিভিন্ন ধরনের সমস্যা – যেমন: ইনসুলিনে রেজিস্টেন্স, ডায়াবেটিস, হতে পারে। এই সকল সমস্যার কারণে বিভিন্ন ধরনের জটিলতার সৃষ্টি হয়, এমনকি রোগীর মৃত্যুও হতে পারে।

🛑 অ্যাকান্থসিস রোগটি সম্পূর্নভাবে ভালো হওয়া সম্ভব কি?

উত্তর: অ্যাকান্থসিস নাইগ্রিক্যানস টাইপ 2 ডায়াবেটিস অথবা স্থুলতা নিয়ন্ত্রনের মাধ্যমে অ্যাকান্থসিস নাইগ্রিক্যানস সম্পূর্নভাবে
নিরাময় করা সম্ভব। যদি কোনো ঔষধ খাওয়ার কারণে এই সমস্যার সৃষ্টি হয় তাহলে সে সকল ঔষধ সেবন পরিহার করে এই ( Acanthosis Nigricans ) সমস্যার সমাধান করা যেতে পারে।

ডা.মাসুদ হোসেন -হোমিও চিকিৎসক

🇨🇭 ডাঃ মাসুদ হোসেন
Dr. Masud Hossain.
( D. H. M. S )
(ডি, এইচ, এম, এস) ঢাকা।

🇨🇭 বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড। [ নিবন্ধন নং- Gov.Reg. No. 35423 ] রেজিস্ট্রার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিন।

📞 মোবাইল : +8801907-583252
+8801302-743871

🇨🇭 আমার এই দুইটি নাম্বার:

   +8801907-583252
   +8801302-743871

( What’sApp- হোয়াটসঅ্যাপ এবং Imo- ইমো ) খোলা আছে, চিকিৎসা নিতে চাইলে আমার এই দুইটি নাম্বার ফোনে সেভ করে সমস্যাগুলো লিখে অথবা অডিও রেকর্ড দিয়ে জানাবেন। আমি ফ্রী হয়ে সঠিক তথ্য দিয়ে চিকিৎসা দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ।

🛑 অরিজিনাল জার্মানী ঔষধ ও উন্নত চিকিৎসার জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান।

🇨🇭 রোগী দেখার সময়:
🛑 সকাল 09:00 — 01:00 টা।
🛑 বিকাল 05:00 রাত 10:00 টা পর্যন্ত।

🇨🇭 চিকিৎসা : সুখবর হচ্ছে, হোমিওপ্যাথিক চিকিৎসা
দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তির উপায়।

🇨🇭 সতর্কতাঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঝুকিপূর্ণ।

☎+8801907-583252 (WhatsApp, IMO)।

☎ +8801302-743871 (WhatsApp, IMO)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আপনার সমস্যা মন খুলে বলুন।
Send via WhatsApp
error: Content is protected !!