🇨🇭 বাইপোলার ডিজঅর্ডার-Bipolar Disorder, আবেগজনিত একটি মানসিক রোগ।
🇨🇭 অজ্ঞতা ও কুসংস্কারের কারণে অনেকেই এই সমস্যাটিকে মানসিক রোগ বলে মানতে চান না। চিকিৎসাবিজ্ঞানের সঙ্গে
সম্পর্কহীন মানুষতো বটেই, এমনকি অনেক চিকিৎসকদের মধ্যেও এ রোগ নিয়ে বিভ্রান্তি রয়েছে।
🇨🇭 বাইপোলার মুড ডিজঅর্ডার- একটি গুরুতর মানসিক রোগ।
🇨🇭 ( বাই ) শব্দের অর্থ দুই আর ( পোলার ) হলো দিক। এই রোগের দুটি দিক থাকে। একদিকে থাকে ( ডিপ্রেশন বা বিষণ্নতা ) অপরদিকে থাকে – ( ম্যানিককন্ডিশন ) বা অতিরিক্ত উচ্ছ্বাস।
🇨🇭 শুনতে খুব সমস্যাদায়ক মনে না হলেও বিষয়টি খুবই গুরুতর। প্রাথমিক অবস্থায় এই রোগ সাইক্লোথাইমিয়া নামেও পরিচিত। এর কারণে আক্রান্ত ব্যক্তির মধ্যে আত্নহত্যার প্রবণতা বেড়ে যায়।
🇨🇭 Bipolar Disorder রোগের কারণ:
🩸 যে সকল কারণে বাইপোলার ডিজঅর্ডার হয় সেগুলো হলো:
- 🩸 মস্তিষ্কের বিভিন্ন গাঠনিক পরিবর্তনের কারণে এই রোগ হয়ে থাকে। এই পরিবর্তন সঠিক কি ধরনের সমস্যার সৃষ্টি করে তা এখনো অজানা।
- 🩸 মস্তিষ্কে নিউরোট্রান্সমিটারের অসামঞ্জস্যতা বা ভারসাম্যহীনতার কারণে এই রোগ হয়।
- 🩸 দেহে হরমোনের অসমতার জন্য বাইপোলার ডিজঅর্ডার হয়।
- 🩸 কারো বাবা-মা, ভাই-বোনের এই রোগ থাকলে তার এই রোগ হতে পারে।
- 🩸 কোনো ধরনের মানসিক চাপ বা আঘাতের কারণেও এই রোগ হতে পারে।
🇨🇭 Bipolar Disorder রোগের লক্ষণ:
🩸 এই রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চিকিৎসকেরা নিম্নলিখিত লক্ষণগুলি চিহ্নিত করে থাকেন:
- 🩸 বিষণ্নতাজনিত সমস্যা ( Depressive Or Psychotic Symptoms.)
- 🩸 বিষণ্নতা ( Depression.)
- 🩸 উদ্বেগ বা দুশ্চিন্তা ( Anxiety And Nervousness.)
- 🩸 অনিদ্রা ( Insomnia.)
- 🩸 আক্রমণাত্মক আচরণ (vHostile Behavior.)
- 🩸 ডিলিওশন অথবা হ্যালুসিনেশন ( Delusions Or Hallucinations.)
- 🩸 অতিরিক্ত মদ্যপান ( Abusing Alcohol.)
- 🩸 ঔষধের অপব্যবহার ( Drug Abuse.)
- 🩸 অতিরিক্ত রাগ ( Excessive Anger.)
- 🩸 ভয় এবং আতংক ( Fears And Phobias.)
- 🩸 অবেসশন ও কম্পালশান ( Obsessions And Compulsions.)
- 🩸 মেজাজজনিত সমস্যা ( Temper Problems.)
আরো পড়ুনঃ অতিরিক্ত খাবার খেয়েই আমরা অসুস্থ হচ্ছি | Eating Disorder
🇨🇭 Bipolar Disorder রোগের ঝুঁকি:
🩸 যে যে বিষয়ের কারণে এই রোগ হওয়ার ঝুঁকি বেড়ে যায় সেগুলো হলো:
- 🩸রক্তের সম্পর্ক আছে এমন কারো এই রোগ থাকা।
- 🩸 অতিরিক্ত মানসিক চাপ।
- 🩸 ঔষধের অপব্যবহার বা মদ্যপান।
- 🩸 বড় ধরনের কোনো দুর্ঘটনা, যেমন: খুব কাছের কোনো ব্যক্তির মৃত্যু।
🇨🇭 যারা Bipolar Disorder রোগের ঝুঁকির মধ্যে আছে:
🛑 লিঙ্গ: পুরুষদের মধ্যে এই রোগ নির্ণয়ের সম্ভাবনা 01 গুণ কম। মহিলাদের মধ্যে এই রোগ নির্ণয়ের গড়পড়তা সম্ভাবনা রয়েছে।
🛑 জাতি: শ্বেতাঙ্গদের মধ্যে এই রোগ নির্ণয়ের গড়পড়তা সম্ভাবনা রয়েছে। কৃষ্ণাঙ্গ, হিস্প্যানিক ও অন্যান্য জাতিদের মধ্যে এই রোগ নির্ণয়ের সম্ভাবনা 01 গুণ কম।
🛑 Q. একজন মানুষের বাইপোলার ডিজঅর্ডার Bipolar Disorder হওয়ার সম্ভাবনা কতটুকু ?
উত্তর: এই রোগ সাধারণ সর্দি-কাশি বা ক্যান্সারের মত নয়। জন্মগতভাবেই বায়োলজিক্যাল কোন সমস্যা যদি থাকে তবে একটি নির্দিষ্ট বয়সের পর কিংবা মানসিক চাপ অথবা
অ্যান্টিডিপ্রেসেন্ট সহ বিভিন্ন ঔষধের অপব্যবহারের কারণে এই রোগ হয়ে থাকে।
🛑Q. শিশুদের কি Bipolar Disorder রোগ হতে পারে?
উত্তর: কিছু কিছু ক্ষেত্রে জন্মগতভাবেই শিশুদের মধ্যে মুড ডিজরেগুলেশনের সমস্যা থাকে যা বয়স বাড়ার সাথে সাথে বৃদ্ধি পায়। তবে পরিবারের কারো এই রোগ থেকে থাকলে শিশু অবস্থাতেই সন্তানদের এই রোগ হতে পারে।
🛑Q. Bipolar Disorder রোগের চিকিৎসা কিভাবে করা যায় ?
উত্তর: এই রোগ হলে যতো দ্রুত সম্ভব সাইকিয়াট্রিস্ট / হোমিওপ্যাথি – এর শরণাপন্ন হওয়া উচিৎ। পাশাপাশি রোগীর ভালোমত খেয়াল রাখতে পারে এমন কাউকে সাথে রাখা যেতে পারে।
🇨🇭 ডাঃ মাসুদ হোসেন।
Dr. Masud Hossain.
( D. H. M. S )
( ডি, এইচ, এম, এস ) ঢাকা।
🇨🇭 বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড। [ নিবন্ধন নং- Gov.Reg. No. 35423 ] রেজিস্ট্রার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিন।
🇨🇭 আমার এই দুইটি নাম্বার:
+8801907-583252
+8801302-743871
( What’sApp- হোয়াটসঅ্যাপ এবং Imo- ইমো ) খোলা আছে, চিকিৎসা নিতে চাইলে আমার এই দুইটি নাম্বার ফোনে সেভ করে সমস্যাগুলো লিখে অথবা অডিও রেকর্ড দিয়ে জানাবেন। আমি ফ্রী হয়ে সঠিক তথ্য দিয়ে চিকিৎসা দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ।
🛑 অরিজিনাল জার্মানী ঔষধ ও উন্নত চিকিৎসার জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান।
🇨🇭 রোগী দেখার সময়:
🛑 বিকাল 05:00 রাত 10:00 টা পর্যন্ত।
🇨🇭 চিকিৎসা : সুখবর হচ্ছে, হোমিওপ্যাথিক চিকিৎসা
দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তির উপায়।
🇨🇭 সতর্কতাঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঝুকিপূর্ণ।
☎+8801907-583252 (WhatsApp, IMO)।
☎ +8801302-743871 (WhatsApp, IMO)।