🇨🇭 পেনাইল মন্ডর ডিজিজ : নারী ও পুরুষ উভয়ই যৌনজীবনে নানা রকম যৌন সমস্যায় সম্মুখীন হয় । লিঙ্গ যৌন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ । কিছু রোগ আমাদের জানা আবার কিছু অজানা।
🇨🇭 আজকের আলোচনার বিষয়বস্তু হলো পেনাইল মন্ডর ডিজিজ। এটি হলো পুরুষের লিঙ্গের পৃষ্ঠীয় শিরার থ্রম্বোফ্লেবিটিস । সাধারণত এটি সুপারফিশিয়াল ডোরশাল শিরাতে হয়ে থাকে।ডোরশার শিরা লিঙ্গের শীর্ষে থাকে। এটিকে সংক্ষেপে পিএমডি বলা হয়।
🇨🇭 পুরুষের আত্মবিশ্বাসের মূল কেন্দ্রবিন্দু হলো যৌন জীবন। বেশিরভাগ পুরুষই যৌন সমস্যা নিয়ে আলোচনা করতে সংকোচ বোধ করে।অথচ যৌন সমস্যা নিয়ে যত বেশি জানবে তত সহজে সমস্যা থেকে কাটিয়ে ওঠা সহজ হবে।
🇨🇭 পেনাইল মন্ডর ডিজিজ অন্যান্য যৌন সমস্যার মতো একটি সমস্যা। সুপারফিশিয়াল ডরশাল শিরা লিঙ্গের ত্বকের উপরিভাগের দৈর্ঘ্যের দিকে অবস্থিত।PMD তে সুপারফিশিয়াল ভেইন থ্রম্বোসিস অথবা রক্ত জমাট বাঁধে।
🇨🇭 এর ফলে লিঙ্গের পৃষ্ঠীয় শিরাটি ফুলে উঠে এবং শিরা গুলো দিয়ে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়।পেনাইল মন্ডর ডিজিজে এক বা একাধিক শিরায় ব্লাড ক্লট হতে পারে ।
🇨🇭 পেনাইল মন্ডর ডিজিজ এর কারণ , PMD বা পেনাইল মন্ডর ডিজিজ যৌন কার্যকলাপ এর সাথে যুক্ত।
🇨🇭 পেনাইল মন্ডর ডিজিজ এর সম্ভাব্য কারণ গুলো হলো:
🩸 পেনাইল ট্রমা।
🩸 দীর্ঘস্থায়ী যৌন কার্যকলাপ (হস্তমৈথুন)।
🩸 জোরালো যৌন কার্যকলাপ।
🩸 দীর্ঘদিন বিরতি থাকার পর তীব্র যৌন কার্যকলাপ।
🩸ভ্যাকুয়াম ডিভাইস এর ব্যবহার।
🩸 সিফিলিস।
🩸 মূত্রাশয় বা প্রোস্টেট ক্যান্সার।
🩸 ইনগুইনাল হার্ণিয়ার অপারেশন।
🩸 যৌন সংক্রামিত রোগ।
🩸 ক্যান্ডিডা সংক্রমণ।
🩸 পেলভিক ম্যালিগন্যান্সি ইত্যাদি।
🇨🇭 পেনাইল মন্ডর ডিজিজ এর উপসর্গ বা লক্ষণ,
কিছু কিছু পুরুষের ক্ষেত্রে পেনাইল মন্ডর ডিজিজ এর উপসর্গ তেমন প্রকাশ পায় না। তবে বেশিরভাগ রোগী মধ্যে যে সমস্ত লক্ষন দেখা যায় তা হলো:
🩸 লিঙ্গের পৃষ্ঠ দেশে একটি দড়ির মতো শক্ত শিরা।
🩸লিঙ্গে ক্রমাগত ব্যাথা।
🩸 ইরেকশন অবস্থায় লিঙ্গে ব্যাথা।
🩸 পুরুষাঙ্গের ত্বকে ফুস্কুড়ি এবং লাল হয়ে যাওয়া।
🩸 পেনাইল ফুলে যাওয়া।
🩸 প্রস্রাব করতে অসুবিধা হওয়া ইত্যাদি।
পুরুষের যৌন সমস্যার পূর্নাঙ্গ আলোচনা | Male Sexual Disorder
🇨🇭 পেনাইল মন্ডর ডিজিজ এর সাথে সম্পৃক্ত রোগ,লিঙ্গে যখন রক্ত সরবরাহ ঠিক মত হয় তখন লিঙ্গের উত্থান ঘটে। পেনাইল মন্ডর ডিজিজ এ লিঙ্গের পৃষ্ঠীয় শিরায় ব্লাড ক্লট হয়ে লিঙ্গে রক্ত সরবরাহে বাধাগ্রস্ত করে ইরেকটাইল ডিসফাংশন সৃষ্টি করে এবং পুরুষের বন্ধ্যাত্বের কারণ হয়ে দাঁড়ায়।
🇨🇭 পেনাইল মন্ডর ডিজিজ এর হোমিও চিকিৎসা:
পেনাইল মন্ডর ডিজিজ মূলত নার্ভ এর সমস্যা। লিঙ্গের পৃষ্ঠীয় শিরার থ্রম্বোফ্লেবিটিস। লিঙ্গের পৃষ্ঠীয় শিরার জমাট বাঁধা রক্ত দূর করতে হোমিওতে লক্ষন সাদৃশ্য কার্যকরী চিকিৎসা রয়েছে। তবে অবশ্যই একজন বিশেষজ্ঞ ও রেজিঃ প্রাপ্ত হোমিও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবা গ্রহণ করতে হবে।
🇨🇭 আমার এই দুইটি নাম্বার:
+8801907-583252
+8801302-743871
What’s app/হোয়াটসঅ্যাপ এবং IMO/ইমো খোলা আছে, চিকিৎসা নিতে চাইলে আমার এই দুইটি নাম্বার ফোনে সেভ করে সমস্যাগুলো লিখে অথবা অডিও রেকর্ড দিয়ে জানাবেন। আমি ফ্রী হয়ে সঠিক তথ্য দিয়ে চিকিৎসা দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ।
🇨🇭 রোগী দেখার সময়:
🛑সকাল 09:00 — 01:00 টা।
🛑বিকাল 05:00 রাত 10:00 টা পর্যন্ত।
🇨🇭 চিকিৎসা : সুখবর হচ্ছে, হোমিওপ্যাথিক চিকিৎসা
দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তির উপায়
🇨🇭 সতর্কতাঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঝুকিপূর্ণ।
🇨🇭 ডাঃ মাসুদ হোসেন
Dr. Masud Hossain
(বি, এইচ, এম, এস )
(ডি, এইচ, এম, এস)
☎️ 01907-583252 (WhatsApp, IMO)
☎️ 01302-743871(WhatsApp, IMO)
[রেজিস্ট্রার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিন
Govt reg No. 35423 ]
Youtube : আমার ইউটিউব চ্যানেলে গুরে আসুন
Facebook Page: আমার ফেসবুক পেইজে গুরে আসুন
Facebook Group: আমার ফেসবুক গ্রুপে গুরে আসুন
Location: আমার চেম্বারের ঠিকানা দেখতে ক্লিক করুন